বাংলালিংক মিনিট অফার পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা আপনারা অনেকেই জানেন বাংলালিংক বাংলাদেশের জনপ্রিয় একটি টেলিকম মোবাইল অপারেটর। কমদামে বাংলালিংক মিনিট প্যাকেজ গুলির দিকে লক্ষ্য করলে অন্যান্য অপারেটরের তুলনায় মিনিট এবং মেয়েদ উভয় দিকে সাশ্রয় হওয়ায় গ্রাহকের বাংলালিংক মিনিট অনুসন্ধান দিনে দিনে বেড়েই চলেছে।
এখানে সকল বাংলালিংক সিমের সকল মিনিট প্যাক সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও বাংলালিংক মিনিট প্যাক গুলি কিনতে আপনি বাংলালিংক মিনিট প্যাক কোড সম্পর্কে জানতে পারবেন এখানে।
আপনি যদি বাংলালিংক নতুন মিনিট প্যাক ২০২২ সম্পর্কে জানতে চান তবে আমাদের এখান থেকে তা জানতে পারেন। বন্ধুরা মনে রাখবেন বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটগুলোতে অফিশিয়াল কোন তথ্য থাকেনা তারা নিজের খেয়াল খুশিমতো আপডেট দিয়ে আপনাদের বিভ্রান্ত করে থাকে।
বাংলালিংক মিনিট অফার 2022

Note: সকল বাংলালিংক মিনিট কেনার কোড প্রতিটি অফারের বিস্তারিত আলোচনায় আপনাদের জানানো হবে। তাই সম্পূর্ণ পোস্ট পড়ুন।
প্রিয় বাংলালিংক সীম ইউজার বর্তমানে বাংলালিংক মিনিট প্যাকেজ গুলি লক্ষ্য করলে শুধু মিনিট দেয়ার ক্ষেত্রে ৯ মিনিট প্যাক লক্ষণীয়।
সর্বনিম্ন ২ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ দিন মেয়াদ পর্যন্ত বাংলালিংক অফার পাওয়া যাচ্ছে এখন।
আপনি যদি অন্যান্য টেলিকম অপারেটর গুলির কথা চিন্তা করেন, তবে তাদের অপারেটরের ১৪ ঘন্টা মেয়াদি মিনিট অফারও চলমান রয়েছে।
আমরা এখানে নতুন বাংলালিংক মিনিট অফার সম্পর্কে আপনাদের জানাবো, এখানে বাংলালিংকের পক্ষ থেকে অফিশিয়াল ব্যানারে প্রকাশিত সকল অফার গুলি সম্পর্কে আপনি জানতে পারবেন।
একই পরিমাণ টাকায় ক্রয় করা মিনিট অফারের মেয়াদের এই তারতম্যের কারণে এখন দেশে বাংলালিংকে সবাই এতটা বেশি পছন্দ করেন।
বর্তমানে দুই দিন মেয়াদি দুইটি মিনিট প্যাক রয়েছে বাংলালিংক সিমে। এছাড়াও তিন দিন মেয়াদি একটি নতুন মিনিট অফার চালু করা হয়েছে।
বর্তমানে বাংলালিংক মিনিট প্যাকেজ লিস্টে একটি ১৫ দিন মেয়াদি মিনিট প্যাক রয়েছে।
এছাড়াও ৩০ দিন বাংলালিংক মিনিট অফার এর সংখ্যা চারটি।
এছাড়াও আরও কিছু নতুন নতুন বাংলালিংক মিনিট প্যাক গুলি এই সারণিতে উপলব্ধ নয়, তবে আমি আপনাদের ওই অফার গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বাংলালিংক মিনিট প্যাকেজ ২০২২ লিস্ট
বন্ধুরা এই সারণিতে উল্লেখিত সকল মিনিট প্যাক আপনি বাংলালিংক রিচার্জে ক্রয় করতে পারবেন।
বাংলালিংক মিনিট | মূল্য | মেয়াদ |
---|---|---|
১৪ মিনিট | ৯ টাকা | ২ দিন |
১৭ মিনিট | ১৭ টাকা | ২ দিন |
৪৫ মিনিট | ২৭ টাকা | ৩ দিন |
৯০ মিনিট | ৯০ টাকা | ৭ দিন |
১২০ মিনিট | ৭৪ টাকা | ৭ দিন |
১৭৫ মিনিট | ১০৭ টাকা | ১৫ দিন |
২৫০ মিনিট | ১৫৭ টাকা | ৩০ দিন |
৩৪০ মিনিট | ২০৭ টাকা | ৩০ দিন |
৫১০ মিনিট | ৩০৭ টাকা | ৩০ দিন |
১০১০ মিনিট | ৬০৭ টাকা | ৩০ দিন |
বাংলালিংক ৯ টাকা মিনিট প্যাক
বর্তমানে বাংলালিংক ৯ টাকা মিনিট প্যাক রয়েছে, তবে সরাসরি রিচার্জে আপনি ৯ টাকা মিনিট অফারটি একটিভ করতে পারবেন না। শুধুমাত্র বাংলালিংক ৯ টাকা মিনিট কার্ড ব্যাবহার করে পাওয়া যাবে।
তবে বাংলালিংক ৯ টাকার এই অফারের এর সবচেয়ে চমৎকার দিক হচ্ছে, দুই দিন মেয়াদ।
বাংলালিংক ১৭ টাকা প্যাক
যে সকল বাংলালিংক গ্রাহক মিনিট ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন বাংলালিংকে ১৪ টাকায় ২১ মিনিটের একটি রিচার্জ অফার চলমান রয়েছে। তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলালিংক বর্তমানে ১৪ টাকার ২১ মিনিটের অফার এর তুলনায় ১৭ টাকা ২৮ অফারটি বেশি প্রোমোট করছে।
১৪ টাকা ২১ মিনিট এবং ১৭ টাকা ২৮ মিনিট, দুটি বাংলালিংক অফার এর মধ্যে ৩ টাকা, ব্যবধান এবং মিনিটের সংখ্যায় ৭ মিনিট বেশি। এই অফারের মেয়াদ 2 দিন।
- ২৫ মিনিট অফারটি পেতে ১৭ টাকা রিচার্জ করুন।
- মেয়াদ ২ দিন।
বাংলালিনক ২৭ টাকা প্যাক
আপনারা নিশ্চয়ই জানেন বাংলালিংক সিমের ২৪ টাকা ৩৭ মিনিটের একটি অফার চলমান রয়েছে। তবে আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে বাংলালিংক ২৭ টাকা ৪৫ মিনিটের আরও একটি নতুন অফার চালু করেছে এবং এই অফারের মেয়াদ তিন দিন নির্ধারণ করা হয়েছে।
মিনিট এবং মেয়াদের পরিমাণ বিবেচনায় আনলে ২৪ টাকা মিনিট অফার এর তুলনায় বাংলালিংক ২৭ টাকা মিনিট প্যাকটি অনেক চমৎকার একটি মিনিট অফার।
- ৪৫ মিনিট অফারটি ক্রয় করতে ২৭ টাকা রিচার্জ করুন।
- মেয়াদ ৩ দিন।
উল্লেখ্য বাংলালিংক ২৪ টাকা মিনিট প্যাকেজ এখনো চলমান রয়েছে আপনি চাইলে সেই মিনিট প্যাকেজ ক্রয় করতে পারেন ২৪ টাকা রিচার্জে।
বাংলালিংক মিনিট প্যাক 2022 মেয়াদ ৭ দিন
বন্ধুরা আপনাদের আগেই বলেছি বাংলালিংক সাপ্তাহিক মিনিট অফারে বর্তমানে দুইটি প্যাকেট চলমান রয়েছে, একটি হচ্ছে ৫৭ টাকা ৯০ মিনিট এবং অন্যটি হচ্ছে ৭৪ টাকা ১২০ মিনিট প্যাক।
আমার ব্যক্তিগত অভিমত অনুসারে আপনি যদি বাংলালিংক সিমের ছোট মিনিট প্যাক ব্যবহার করতে চান তবে অবশ্যই সর্বনিন্ম ৭ দিন মেয়াদের দুইটি মিনিট প্যাক গুলোর যে কোন একটি ব্যবহার করুন।
বাংলালিংক ৫৭ টাকা প্যাকেজ
বর্তমানে এমন অনেক বাংলালিংক গ্রাহক রয়েছেন যারা এখনও ৪৭ টাকা ৭০ মিনিট অফার টি ব্যবহার করেন।
আমি আপনাদের বলব আপনারা বাংলালিংক মিনিট অফার মেয়াদ ৭ দিন প্যাক খুঁজলে, লিস্ট থেকে ৫৭ টাকা ৯০ মিনিট অফারটি ব্যবহার করেন। ৭ দিন মেয়াদের চমৎকার একটি বাংলালিংক মিনিট প্যাক।
- ৯০ মিনিট অফারটি পেতে ৫৭ টাকা রিচার্জ করুন।
- মেয়াদ ৭ দিন।
- বাংলালিংক ৫৭ টাকা ৯০ মিনিট কোড *১২১*৫৭#।
উল্লেখ্য বাংলালিংক ৪৭ টাকা ৭০ মিনিট এখনো চলমান রয়েছে এবং সরাসরি ৪৭ টাকা রিচার্জে আপনি মিনিট ক্রয় করতে পারবেন।
বাংলালিংক ৭৪ টাকা প্যাক

বন্ধুরা আপনারা যারা বাংলালিংক সিমে ১০০ মিনিট প্যাকেজ তালাশ করছেন তাদের জন্য হতাশার বিষয় হচ্ছে বাংলালিংক সিমে কোন ১০০ মিনিট প্যাকেজ চলমান নেই।
তবে বাংলালিংক সম্প্রতি গ্রাহকদের জন্য ৭৪ টাকার একটি ১২০ মিনিট প্যাকেজ নিয়ে এসেছে।
- ১২০ মিনিট অফারটি পেতে ৭৪ টাকা রিচার্জ করুন।
- মেয়াদ ১৫ দিন।
- বাংলালিংক ৭৪ টাকা ১২০ মিনিট কোড *১২১*৭৪#।
বাংলালিনক মিনিট প্যাকেজ মেয়াদ ১৫ দিন
অনেক বাংলালিংক ব্যবহার করার জন্য সুখবর হচ্ছে সম্প্রতি বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য ১৫ দিন মেয়াদি একটি নতুন মিনিট প্যাক প্রকাশ করেছে।
বাংলাদেশের অন্যান্য টেলিকম অপারেটর বাংলালিংক এর অফার গুলো চমৎকার হয়ে থাকে তারি ধারাবাহিকতায় বাংলালিনক মিনিট প্যাকেজ এর মেয়াদ ১৫ দিন নির্ধারণ করা হয়েছে যা অন্য কোন অপারেটর বর্তমানে প্রদান করছে না।
বাংলালিং ১০৭ টাকা রিচার্জ অফার
আমরা অনেকে জানি বাংলালিংক ৯৭ টাকা রিচার্জ অফার সম্পর্কে। মূলত ৯৭ টাকা ১৫৫ মিনিট অফার এখনও বাংলালিংক গ্রাহকদের জন্য উপলব্ধ। তবে ৯৭ টাকা ১৫৫ মিনিট অফারের মেয়াদ ৭ দিন।
তবে আপনারা যারা নতুন বাংলালিংক মিনিট অফার ২০২২ খুঁজছেন, তাদের জন্য স্বস্তির ব্যাপার হচ্ছে ১০৭ টাকায় বাংলালিংক ১৫ দিন মেয়াদের একটি নতুন মিনিট প্যাক প্রকাশ করেছে। এই অফারে গ্রাহকেরা ১৭ মিনিট কথা বলতে পারবেন যেকোনো নেটওয়ার্কে।
- ১৭০ মিনিট অফারটি পেতে ১০৭ টাকা রিচার্জ করুন।
- মেয়াদ ১৫ দিন।
- বাংলালিংক ১০৭ টাকা ১৭০ মিনিট কোড হচ্ছে *১৬৬*১৭৫#।
বাংলালিংক মিনিট অফার মেয়াদ ৩০ দিন
প্রিয় বাংলালিংক মিনিট অফার ব্যবহার করি আপনি যদি বাংলালিংক সিমে মাসিক মিনিট অফার গুলি খুঁজেন, তবে আপনার জন্য অনেকগুলো মিনিট অফার রয়েছে।
বাংলালিংক ১৫৭ টাকা রিচার্জ অফার
বর্তমানে বাংলালিংক গ্রাহকদের জন্য 147 টাকা এক মাস মেয়াদী মিনিট অফার এর তুলনায় 157 টাকা 250 মিনিট অফার কে বেশি গুরুত্ব দিচ্ছে গ্রাহকদের জন্য।
এবং আমিও আপনাদের বলব আপনারা বাংলাদেশী মেয়ে একমাস মেয়েদে মিনিট অফার খুঁজলে 157 টাকা রিচার্জ করুন এবং পেয়ে যান 250 মিনিট।
- ২৫০ মিনিট অফারটি পেতে ১৫৭ টাকা রিচার্জ করুন।
- মেয়াদ ৩০ দিন।
বাংলালিংক ২০৭ টাকা রিচার্জ অফার
এক মাস মেয়াদী সর্বনিম্ন দামে অফার খুঁজলে, এখন বাংলালিনক দিচ্ছে মাত্র ১৫৭ টাকায় এক মাস মেয়াদি মিনিট প্যাক। তবে অনেকেই এর থেকে একটু বেশি মিনিট উপভোগ করার উদ্দেশ্যে আরো বেশি মিনিটের অফার সম্পর্কে গুগল সার্চ করে থাকেন।
বাংলালিংক ১৯৭ টাকা রিচার্জ প্যাক সম্পর্কে অনেকেই জানেন, এই মিনিট প্যাক বাংলালিংক গ্রাহকদের কে ৩১০ মিনিট প্রদান করা হচ্ছে। মেয়াদ ৩০ দিন।
বাংলালিংক ২০৭ রিচার্জে বর্তমানে ৩৪০ মিনিট প্রদান করছে এক মাস মেয়াদে।
অর্থাৎ মাত্র ১০ টাকার ব্যবধানে আপনি ৩০ মিনিট বেশি পাচ্ছেন, তাই অবশ্যই আপনি চাইবেন বেশি দেয়া বাংলালিংক মিনিট অফারটি ক্রয় করতে।
- ৩৪০ মিনিট অফারটি পেতে ২০৭ টাকা রিচার্জ করুন।
- মেয়াদ ৩০ দিন।
বাংলালিংক ৩০৭ টাকা রিচার্জ অফার
বাংলালিনক মিনিট প্যাকেজ পোস্টে আপনি এতক্ষণ যে অফারগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো ৫০০ মিনিট থেকে কম ছিল।
অবশেষে আমরা বাংলালিংক সিমের ৫০০ মিনিট এর কাছাকাছি একটি প্যাকেজ সম্পর্কে আলোচনা করছি।
আমরা অনেকেই বাংলালিংক ২৯৭ টাকা রিচার্জ মিনিট অফার সম্পর্কে জানি, যা এখনও রয়েছে তবে অফারের মধ্যে মিনিটের পরিমাণ কম তাই গ্রাহকরা ৩০৭ টাকা রিচার্জ প্যাকটি ব্যবহার করছেন।
বাংলালিংক ৩০৭ রিচার্জ অফার বর্তমানে প্রদান করছে ৫১০ মিনিট।
- বাংলালিংক ৫১০ মিনিট অফারটি পেতে ৩০৭ টাকা রিচার্জ করুন।
- মেয়াদ ৩০ দিন।
- বেস্ট বাংলালিংক ৫০০ মিনিট কোড হচ্ছে *১২১*৩০৭#।
বাংলালিংক ১০০০ মিনিট অফার
বর্তমানে বাংলালিংক ১০০০ মিনিট এর সেরা একটি এক মাস মেয়াদী মিনিট প্যাক।
দেশের অন্যান্য টেলিকম অপারেটর যেখানে ৬০৪ টাকায় ১০০০ মিনিট এর একটি প্যাক প্রকাশ করেছে বাংলালিংক সেখানে তিন টাকা বৃদ্ধি করে গ্রাহককে ৬০৭ টাকায় ১০১০ মিনিট প্রদান করছে।
অর্থাৎ বাংলালিংক সিমে ৬০৭ টাকা রিচার্জে গ্রাহক ১০১০ মিনিট পাচ্ছেন এক মাস মেয়াদে। এছাড়াও এই বাংলালিংক গ্রাহক মিনিটের সাথে ১ জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে।
বাংলালিংক ৫০০ মিনিট অফার
প্রিয় পাঠক বর্তমানে বাংলালিংক ঠিক ৫০০ মিনিটের কোন অফার গ্রাহকদের জন্য প্রদান করছে না।
তবে আপনি যদি বাংলালিংক মিনিট প্যাক ৩০ দিন মেয়াদে ব্যবহার করতে চান, তবে অবশ্যই আপনি ৩০৭ টাকা রিচার্জ করে ৫১০ মিনিটের অফারটি ক্রয় করতে পারেন।
বাংলালিংক ৩০০ মিনিট অফার
বন্ধুরা বাংলালিংক ৫০০ মিনিট প্যাকেজ এর মত বাংলালিংকে ঠিক ৩০০ মিনিটের কোন অফার চলমান নেই।
তবে আপনি যদি ৩০০ মিনিট এর কাছাকাছি অফার ব্যবহার করতে চান তবে ২০৭ টাকা রিচার্জ করুন ৩৪০ মিনিট পেয়ে যাবেন, এক মাস মেয়াদে।
বাংলালিংক ২০০ মিনিট অফার
আপনার যদি ঠিক ২০০ মিনিট এর কোন বাংলালিংক মিনিট প্যাকেজ প্রয়োজন, তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলালিংক বর্তমানে ঠিক ২০০ মিনিটের মিনিট প্যাক প্রদান করছে না।
তবে ১৫৭ টাকা বাংলালিংক রিচার্জে আপনি ২৫০ মিনিটের একটি মিনিট প্যাক ক্রয় করতে পারেন।
মেয়াদ পাবেন ৩০ দিন।
বাংলালিংক 100 মিনিট অফার
প্রিয় পাঠক উপরোক্ত আলোচনা থেকে আপনি নিশ্চয়ই বাংলালিংকের সকল মিনিট প্যাক সম্পর্কে জানতে পেরেছেন।
আপনি যদি ঠিক 100 মিনিটের কোন বাংলালিংক মিনিট প্যাক খুঁজে থাকেন তবে আন্তরিকভাবে দুঃখিত আপনি এইধরনের কোনো প্যাকেজ বর্তমানে পাচ্ছেন না, তবে আপনি সরাসরি 57 টাকা রিচার্জে 90 মিনিটের একটি প্যাক পাচ্ছেন।
এবং আপনি যদি 100 মিনিটের থেকে একটু বেশি অফার ব্যবহার করতে চান সাতদিন মেনে তবে 74 টাকা রিচার্জে 100 20 মিনিটের অফার ক্রয় করতে পারেন। মেয়াদ 7 দিন।
বাংলালিংক মিনিট কেনার কোড কত?
বন্ধুরা অনেকেই বাংলালিংক মিনিট কেনার কোড google-এ সার্চ করে থাকেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাংলালিংক সিমে মিনিট প্যাক কিনতে আপনি সরাসরি ডায়াল করতে পারেন *১১০০#।
অর্থাৎ বাংলালিংক মিনিট কেনার কোড হচ্ছে *১১০০#। করতে ডায়াল পরবর্তী আপনার মোবাইল স্ক্রীনে বাংলালিংকে চলমান সকল মিনিট অফার গুলো প্রদর্শিত হবে লিস্ট।
লিস্ট থেকে আপনি আপনার পছন্দের মিনিট অফার টি নির্বাচন করুন। আপনার সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে অফারটি চালু হয়ে যাবে।
বাংলালিংক মিনিট চেক কোড কত?
যেকোনো টেলিকম অপারেটর এর একটি মিনিট প্যাক ক্রয় পরবর্তী মিনিট প্যাক এর মধ্যে থাকা অবশিষ্ট মিনিট সম্পর্কে জানা গ্রাহকের অত্যন্ত জরুরী।
তাই আপনাদের বাংলালিংক মিনিট দেখার নিয়ম সম্পর্কে জানতে হবে।
বাংলালিংক মিনিট চেক কোড হচ্ছে *১২৪*১০০#। কোডটি ব্যবহার করে আপনি সহজেই আপনার বাংলালিংক সিমের মিনিট চেক করতে পারবেন।
উপসংহার,
আশা করি আপনি বাংলালিংক সিমের সকল মিনিট অফার সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন। বাংলালিংক মিনিট প্যাক সম্পর্কে সঠিক তথ্য পেতে আপনি নিয়মিত আমাদের সাইটে ভিজিট করতে পারেন।
কেননা বাংলালিংকের পক্ষ থেকে প্রকাশিত নতুন মিনিট প্যাক আপডেট পেয়ে থাকি সকলের আগে এবং আমরা বাংলালিংক অফিসিয়াল ব্যানারের স্ক্রিনশট আমাদের ওয়েবসাইটে আপনাদের সামনে প্রকাশ করে থাকি।
সকল অফার সম্পর্কে সঠিক তথ্য ও আপডেট পেতে আপনি নিয়মিত আমাদের সাইট ভিজিট করতে পারেন।
এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ।
ধন্যবাদ।
1 thought on “বাংলালিংক মিনিট অফার 2022 | নতুন বাংলালিংক মিনিট প্যাক সম্পর্কে জানুন”