ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড ও সম্পর্কে জানতে অনেকেই গুগোল সার্চ করে থাকেন। ফুটবল এর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর Brazil vs Argentina record 2022 পর্যন্ত জানতে অনেকেই গুগল সার্চ করে থাকে। ৫ বারের ফিফা বিশ্বকাপজয়ী ব্রাজিল এবং ২ বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি নেই।
তবে অনেক নতুন ফুটবলপ্রেমীদের মধ্যে বেশির ভাগ নতুন সর্মথক জানতে চান আর্জেন্টিনা বনাম ব্রাজিল পরিসংখান মোট ম্যাচ ও গোলসংখ্যার রেকর্ড সম্পর্কে। কেন না এই দুইটি দল নিয়ে বাংলাদেশে অনেক বেশি মাতামাতি হয়ে থাকে।
শুধু বাংলাদেশেই নয় ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুটি ফুটবল দলের জনপ্রিয়তা সমগ্র বিশ্বে লক্ষণীয়। এই 2 ফুটবল দল এর প্রতিদ্বন্ধিতা শুরু হয়েছিল সেই অনেক সময় আগে, যখন কিনা এই দুটি দেশে ফুটবল খেলা এতটা জনপ্রিয় হয়ে উঠেনি।
কিন্তু সময়ের পরিবর্তনে বর্তমান বিশ্বে ফুটবল খেলা সম্পর্কে আলোচনা হলে আলোচিত হলে এই দুটি দেশের নাম থাকে সবার শীর্ষে আসবেই।
ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড ও বিশ্বকাপ পরিসংখ্যান ২০২২ পর্যন্ত

তবে পাঁচবার ফুটবল বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল নিজেদের ফুটবল শরীরকে অনেক উচ্চতায় নিয়ে গেছে।
পক্ষান্তরে ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবার শিরোপার দেখা পেয়েছে আর্জেন্টিনা।
তবে মাঠের খেলায় এখনো দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। যেমনটা হয়ে থাকে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচে।
যেকোন খেলার ক্ষেত্রে জয় এবং পরাজয় থাকবে এটাই স্বাভাবিক, তবে সেই পরাজয় মানতে চায় না কেউ এবং খেলার মাঠে সকল প্রতিপক্ষ-ই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করে এটা আমরা সবাই জানি।
ব্রাজিলের রেকর্ড আর্জেন্টিনার বিপক্ষে কেমন, পরবর্তি ব্রাজিল বনাম আর্জেন্টিনা মধ্যকার ম্যাচ কবে হবে এ সম্পর্কে জানতে তাদের সমর্থকদের আগ্রহের কমতি নেই।
তবে আপনি কোন দলের সমর্থক এবং কোন দলকে সমর্থন করেছেন সেটা আমার কাছে মুখ্য নয়, কেননা আপনাদের কাছে সঠিক তথ্য পৌছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।
তাই চলুন এবার চলুন জেনে নেওয়া যাক ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড গুলো।
ব্রাজিল ও আর্জেন্টিনার সাথে মোট কতটি ফুটবল ম্যাচে খেলা হয়েছে
ফিফার অফিশিয়াল ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড ও বিশ্বকাপ পরিসংখ্যান থেকে আমরা জানতে পারি ২০২২ বিশ্বকাপের পূর্ব পর্যন্ত ১০৯ টি ফুটবল ম্যাচ খেলা হয়েছে।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলার পরিসংখ্যান ২০২২

ম্যাচ | সামারি |
---|---|
ব্রাজিল বনাম আর্জেন্টিনার মোট খেলা হয়েছে | ১০৯ টি |
ব্রাজিললের জয় | ৪৩ টি |
আর্জেন্টিনার জয় | ৪০ টি |
ড্র ম্যাচ সংখ্যা | ২৬ টি |
ব্রাজিললের মোট গোলসংখ্যা | ১৬৫ টি |
আর্জেন্টিনার মোট গোলসংখ্যা | ১৬৩ টি |
আর্জেন্টিনা বনাম ব্রাজিল মোট ম্যাচ ও গোলসংখ্যার রেকর্ড
এখন পর্যন্ত ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড বলছে দুই দলের মধ্যে ১০৯ টি ফুটবল ম্যাচ খেলা হয়েছে।
দুই দলের ১০৯ টি খেলার মধ্যে ৪৩ টি খেলায় ব্রাজিল জয়লাভ করেছে এবং ৪০ টি ম্যাচে আর্জেন্টিনার জয় পেয়েছে এবং ২৬ টি খেলা ড্র হয়েছে।
গোল সংখ্যা হিসাব করলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা দুই দলের ১০৯ টি ম্যাচে মোট ৩২৮ টি গোল হয়েছে।
- ব্রাজিললের দেয়া মোট গোলের সংখ্যা হচ্ছে ১৬৫ টি।
- আর্জেন্টিনার দেয়া মোট গোলের সংখ্যা হচ্ছে ১৬৩ টি।
পরিসংখ্যান বলছে ব্রাজিল জয়ের দিক থেকে ৩ টি জয় নিয়ে এগিয়ে রয়েছে। তবে আর্জেন্টিনাও ৪০টি জয় নিয়ে ব্রাজিলের কাছাকছি রয়েছে।
তাই শক্তিমত্তার বিচারে ব্রাজিল বনাম আর্জেন্টিনা পরিসংখ্যান অনুসারে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। উভয় দলেই ভালো মানের প্লেয়ার রয়েছেন যারা নিজেদের দিনে যে কোন দলকে হারিয়ে দিতে পারে।
ব্রাজিলের যেমন রয়েছেন অন্যতম তারকা নেইমার জুনিয়ার তেমনি আর্জেন্টিনায় রয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
এছাড়াও বিশ্বের শীর্ষ ইউরোপীয় এবং ফরাসি লিগ গুলোতে খেলে থাকেন ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা।
আরও পড়ুনঃ
ব্রাজিল বনাম আর্জেন্টিনার শিরোপা জয়ের রেকর্ড
যেহেতু আপনি ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড ও পরিসংখ্যান সর্ম্পকে জানতে চেয়েছেন তা হলে আপনাকে দুই দলের ম্যাচ সংখ্যা জানার পাশাপাশি দুই দলের কে কতটি শিরোপা অর্জন করেছে এই সম্পর্কে আপনার জানা জরুরী।
শিরোপা জয় | ব্রাজিল | আর্জেন্টিনা |
বিশ্বকাপ | ৫ বার | ২ বার |
কোপা আমেরিকা | ৯ বার | ১৫ বার |
কনফেডারেশন কাপ | ৪ বার | ৬ বার |
প্যান আমেরিকান কাপ | ২ বার | ২ বার |
মোট | ২০ বার | ২৫ বার |
ব্রাজিল কতবার ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছে?
ইতিমধ্যেই আপনি হয়ত জেনে গেছেন 2022 কাতার বিশ্বকাপ হচ্ছে ফিফা’র ২২তম ফুটবল আসর।
এই ২২ টি ফিফা ফুটবলের সব কটিতে অংশগ্রহণ করেছে ব্রাজিল দল এবং ৫ বার শিরোপা ঘরে তুলে পাঁচ পাঁচ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ব্রাজিল, যা ফিফা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড।
ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের এই অনন্য রেকর্ডের সাক্ষী হয়েছে 2002 ফিফা ওয়ার্ল্ড কাপ। অর্থাৎ ব্রাজিল আজ থেকে ২০ বছর আগে সর্বশেষ ফিফা বিশ্বকাপ শিরোপাটি নিজেদের ঘরে তুলেছে।
কেন ব্রাজিল ২০২২ ফিফা বিশ্বকাপ শিরোপা প্রত্যাশী?
এবার ব্রাজিলের লক্ষ্য ষষ্ঠ বারের মত ফিফা বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার।
এই লক্ষ্যে কাতার বিশ্বকাপের ফেভারিট হিসাবে ব্রাজিল খেলতে নেমেছে এবং সেইসাথে বর্তমানে ফিফা ফুটবল রেংকিংয়ে ১ নম্বর দল হিসেবে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা অন্যতম দাবিদার বলে মনে করছেন ব্রাজিল সমর্থকরা।
২০১৪ ফিফা বিশ্বকাপে ঘরের মাঠে শিরোপা জিততে না পেরে ব্রাজিল তাদের ফুটবল খেলার ধরন পরিবর্তন করে দেয়।
ফুটবলপ্রেমীদের শৈল্পিক ফুটবল উপহার দেওয়া ব্রাজিলের একসময়ের লক্ষ থাকলেও বর্তমানে তারা সব ধরনের ফুটবল খেলায় নিজেদের অভ্যস্থ করছে, কেননা যুগের সাথে ফুটবল খেলার পরিবর্তন হয়েছে এখন রেজাল্ট-ই মূখ্য বিষয় আপনি মাঠে কি ধরনের খেলা খেলেছেন এই বিষয়ের উপর লক্ষ্য থাকে না।
মনে করা হচ্ছে বর্তমান ব্রাজিল দল অন্য যেকোনো সময়ের তুলনায় সব দিক থেকে এগিয়ে এবং তাদের কাছে সব ধরনের প্লেয়ার রয়েছে।
কেন আর্জেন্টিনা ২০২২ ফিফা বিশ্বকাপ শিরোপা প্রত্যাশী?
পক্ষান্তরে এখনো পর্যন্ত দুইবার ফিফা বিশ্ব কাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা দল।
আর্জেন্টিনা বর্তমান ফিফা রেংকিংয়ে চতুর্থ অবস্থানে রয়েছে এবং কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্ব কাপের অন্যতম শিরোপার দাবিদার বলতে পারেন তাদের।
তাছাড়া গত ৩৬ টি ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপ খেলতে এসেছে লিওনাল মেসির দল।
এছাড়াও আরেকটি কারণে খুবই গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য এই ফিফা বিশ্বকাপ আসর, কেননা আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনাল মেসির সর্বশেষ বিশ্বকাপ এটি।
এখন পর্যন্ত ৫ বার বিশ্বকাপ খেলে এখনো বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি ফুটবলের অন্যতম এই মহাতারকা।
ফুটবলের অন্যতম কিংবদন্তি লিয়নেল মেসি জন্য হলেও আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা বিশ্বকাপ ট্রফি জিততে চায়।
নিজের শেষ বিশ্বকাপে লিওনাল মেসি চেষ্টা করবেন অন্তত এই এবারের বিশ্বকাপের ট্রফিটি ঘরে তুলতে।
সেইসাথে আর্জেন্টিনা দলের প্লেয়াররাও চাইছেন সতীর্থ মেসির হাতে যেন এবারের বিশ্বকাপ ফুটবল ট্রফিটি শোভা পায়, যেন তারা সেটি করতে পারেন তার জন্যে।
ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফিফা ফুটবল বিশ্বকাপ রেকর্ড ও পরিসংখ্যান
ব্রাজিল বনাম আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা হয় | ৪ টি |
ব্রাজিলের জয় | ২ টি |
আর্জেন্টিনার জয় | ১ টি |
ড্র হয়েছে | ১ টি |
৪ ম্যাচে মোট গোল সংখ্যা | ৮ টি |
ব্রাজিলের মোট গোল স্কোর | ৫ টি |
আর্জেন্টিনার মোট গোল স্কোর | ৩ টি |
আর্জেন্টিনা বনাম ব্রাজিলের অন্যান্য শিরোপার জয়ের পরিসংখ্যান
অপ্রধান শিরোপা | ব্রাজিল | আর্জেন্টিনা |
অলিম্পিক গেমস | ২ বার | ২ বার |
প্যান আমেরিকান গেমস | ৪ বার | ৭ বার |
দক্ষিণ আমেরিকান যুব চাম্পিয়নশিপ | ১১ বার | ৫ বার |
দক্ষিণ আমেরিকান অনুর্ধ্ব-১৭ চাম্পিয়নশিপ | ১২ বার | ৪ বার |
দক্ষিণ আমেরিকান অনুর্ধ্ব-১৭ ফুটবল চাম্পিয়নশিপ | ৫ বার | ১ বার |
ফিফা অনুর্ধ্ব -২০ চাম্পিয়নশীপ | ৪ বার | ০ বার |
প্রি অলিম্পিক চাম্পিয়নশিপ | ৭ বার | ৫ বার |
দক্ষিণ আমেরিকান গেমস | ০ বার | ২ বার |
ফিফা অনুর্ধ্ব -১৭ চাম্পিয়নশিপ | ৫ বার | ৬ বার |
মোট অপ্রধান শিরোপার রেকর্ড | ৫০ বার | ৩২ বার |
কোপা আমেরিকায় কাপ ব্রাজিল বনাম আর্জেন্টিনা রেকর্ড ও পরিসংখ্যান
দুই দলের কোপা আমেরিকায় খেলা | ৩৪ টি ম্যাচ |
আর্জেন্টিনা কোপা আমেরিকায় জিতেছে | ১৬ টি ম্যাচ |
ব্রাজিল কোপা আমেরিকায় জিতেছে | ১০ টি ম্যাচ |
ড্র হয়েছে | ৮ টি ম্যাচ |
আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপা জয় | ১৫ বার |
ব্রাজিলের কোপা আমেরিকায় শিরোপা জয় | ৯ বার |
আর্জেন্টিনা কোপা আমেরিকা কাপ খেলছে | ৪৩ বার |
ব্রাজিল কোপা আমেরিকা কাপ খেলছে | ২৮ বার |
অন্যদিকে কোপা আমেরিকা কাপ সর্বোচ্চ ১৬ ম্যাচে জয়লাভ করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল একাদশ। ৮ টি ম্যাচ ড্র অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত মোট ১০ টি ম্যাচে জয়লাভ করেছে ব্রাজিল।
কোপা আমেরিকা কাপের পরিসংখ্যান বিবেচনা করলে ব্রাজিল ফুটবল দলের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে আর্জেন্টিনা ফুটবল একাদশ। জনপ্রিয় ফুটবল একাদশের এই দুটি দলের মধ্যে এখন পর্যন্ত ৫০ টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আর্জেন্টিনা বনাম ব্রাজিলের সর্বশেষ খেলাার রেকর্ড ২০২২
ব্রাজিল বনাম আর্জেন্টিনা এই দুটি দলের জনপ্রিয়তা ফুটবল জগতে সবচেয়ে বেশি, যা ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন, কেন বেশী তাও জনাতে পেরেছেন।
এই দুটি দলের মধ্যে অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যার সংখ্যা ১০৯ টি। সেই সাথে ২ দলের রয়েছে অনেকগুলো রেকর্ড রয়েছে।
আপনি যদি একজন আর্জেন্টিনা ভক্ত হন অথবা একজন ব্রাজিলের ভক্ত হন তবে আপনার জানা জরুরি। কেননা বছরের বিভিন্ন সময় এই দুই দলের মধ্যে ফুটবল ম্যাচ খেলা হয়ে থাকে।
কবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার প্রথম খেলা হয়?
ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটি দল সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল ১৯১৪ সালে।
কবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার সর্বশেষ মুখোমুখি হয়েছিল?
ব্রাজিল বনাম আর্জেন্টিনার সর্বশেষ মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকা ফাইনালে ২০২১ সালের ১০ জুলাই।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা সবোর্চ্চ গোলে জয়ের রেকর্ড
পোস্টের এই পর্যায়ে আপনাদের জানাব ব্রাজিল বনাম আর্জেন্টিনা দল এর মধ্যে খেলা ১০৯ টি ফুটবল ম্যাচ এর মধ্যে সবচেয়ে বড় পরাজয়টি কোন দলের।
এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলোর মধ্যে সর্বোচ্চ ৬-১ গোলের জয় নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। এছাড়াও ৫-১ গোলের ব্যবধানেও ব্রাজিলের বিপক্ষে ১ টি খেলায় জয়লাভ করেছে আর্জেন্টিনা দল।
অপরদিকে আর্জেন্টিনা বিপক্ষে ব্রাজিলের রেকর্ডও কম নয়। ব্রাজিল ফুটবল দল সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল দল কে ৬-২ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে। এছাড়াও আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের জয়ের রেকর্ড আছে ব্রাজিলের।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা কবে?
ফিফা ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা এখনো হয়নি। তবে ব্রাজিল বনাম আর্জেন্টিনা দুই দলের দেখা সেমিফাইনালে হবার সম্ভাবনা রয়েছে।
তাই কাতার ফিফা বিশ্বকাপ নকআউট পর্বের ৭ তারিখের খেলায় নজর রাখতে হবে।
তাই ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা কবে হবে কি? হবে না সেই সম্পর্কে জানতে ৭ তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করুন।

আরও পড়ুনঃ
উপসংহার,
আশাকরি, আপনি ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড ও পরিসংখ্যান সম্পর্কে জানতে পেরেছেন। এখন পর্যন্ত ব্রাজিল বনাম আর্জেন্টিনা যে কয়টি ফুটবল ম্যাচ খেলাছে সকল রেকর্ড গুলি আপনাদের জানানো হয়েছে।
ব্লগিং help, ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত তথ্য জানতে এবং সঠিক ও নির্ভুল তথ্য নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
এবং ফেজবুকে আমাদের ওয়েবসাইট এর আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ