জেনে নিন নিজেই নিজের ব্লগ তৈরি করার নিয়ম? আপনি যদি ইন্টারনেট থেকে টাকা আয় করা সম্পর্কে জেনে থাকেন, তবে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে ব্লগ সাইট বানাবেন। কেননা ব্লগ বা ওয়েবসাইটের নিজের ও অন্নের জন্য তৈরি করার মাধ্যমে আপনি ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবেন।
ডিজিটাল বা অনলাইন বিশ্বের সর্বাধিক পরিচিত নাম Blog / Website. আপনার যদি কোন বিষয়ে তথ্য জানতে চান, তবে আপনি নিচয়ই গুগলে সার্চ করবেন।
আরও পড়ুনঃ Hosting meaning in Bengali
পৃথিবীর সর্ব বৃহৎ Search Engine হচ্ছে google. তথ্য জানতে google search করলে সেখানে আপনি অনেকগুলি সমাধান পাবেন।
কেননা ইন্টারনেটে সবচেয়ে বড় জ্ঞানের ভাণ্ডার রয়েছে।
আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে আপনার অনুসন্ধান করা সমস্যা গুলির সমাধান কথা থেকে আশে।
গুগল বা অন্য কোন সার্চইঞ্জিন কি আপনার জন্য এই সমাধানগুলি লিখে?
কখনোই না, আপনার জন্য এই সকল তথ্য বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট তাদের প্রকাশিত থাকে।
এখানে সার্চ ইঞ্জিন ইউজারদের কে সাহায্য করে থাকে, যেমন গুগলের কাজ হচ্ছে কেবলমাত্র আপনার সার্চ করা বিষয়ে যে ওয়েবসাইট/ ব্লগ গুলিতে লিখা রয়েছে তাদের লিংক গুলি তাদের ডাটাবেসে সংরক্ষণ করা এবং আপনার অনুসন্ধান করার সাথে সাথে সর্বাধিক সঠিক ফলাফল গুলি দেখানো।
তাই বলা যায় মূল কাজটি হয় ব্লগে, তাহলে আসুন জেনে নেওয়া যাক নিজের জন্য কিভাবে ব্লগ সাইট বানাবেন।
Content Summary
ব্লগ কি ? What is a blog?
বন্ধুরা একটি ব্লগ এবং একটি ওয়েবসাইট থেকে সম্পূর্ণ পৃথক হয়ে থাকে।
ব্লগ হচ্ছে জ্ঞানের একটি মাধ্যম, যেখানে কোন বিষয় সম্পর্কে একজন ব্লগার নিজের জ্ঞানের আলকে বিষয়টি সম্পর্কে লিখে থাকেন।
বিভিন্ন সংস্থা রয়েছে, যারা তাদের পণ্য তালিকা প্রকাশের জন্য সাইট তৈরি করে থাকে।
বিশেষ করে এই সাইট গুলিকে ওয়েবসাইট বলা হয়ে থাকে।
তবে কোন পণ্য সম্পর্কে সঠিক এবং সেরা তথ্য দিয়ে থাকে।
বলতে পারেন ব্লগ গুলি পণ্য গুলিকে ইন্টারনেট বিশ্বে প্রচার করতে সহায়তা করে।
বিভিন্ন ব্লগার পণ্য গুলির বিবরণি তাদের ব্লগের মাধ্যমে লোকেদের জানিয়ে থাকে, সে কারণেই ব্লগ ও ব্লগিং বর্তমান সময়ে বেশ জনপ্রিয়।
যখন আপনি গুগলে কোন কিছুর সম্পর্কে তথ্য অনুসন্ধান করেন, তখন বেশিরভাগ ফলাফল ( প্রায় ৯০% ) ব্লগ থেকেই আসে।
আশা করি আপনি এখন জানেন যে একটি ব্লগ কি।
ব্লগ তৈরি করার নিয়ম বাংলায় | কিভাবে নিজের ফ্রি ব্লগ সাইট তৈরি করবো বা বানাব
বন্ধুরা আপনারা জেনে আনন্দিত হবেন যে Google এখনো ফ্রি ব্লগ করার সুবিধা দিচ্ছে।
শুধু গুগল ছাড়াও আরও অনেক প্ল্যাটফরম রয়েছে, যেখান থেকে ব্লগ তৈরি করলে আপনাকে একটি টাকাও ব্যয় করতে হবে না।
বন্ধুরা যদি আপনি ব্লগিং শিখতে চান বা শুরু করতে চান তবে প্রথমে আপনার বিনা খরচে ব্লগ তৈরি করার নিয়ম জেনে শুরু করা উচিত।
উল্লেখ আপনি ব্লগ বিষয়টি সম্পর্কে যখন ভালভাবে বুঝতে পারবেন, এটি কীভাবে কাজ করে বুজে যাবেন তখন ব্লগে আপনার টাকা বিনিয়োগ করা উচিৎ।
বন্ধুরা ফ্রিতে ব্লগ তৈরি করার ২ টি জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছেঃ Blogger ( ব্লগার ) এবং WordPress ( ওয়ার্ডপ্রেস )।
আরও পড়ুনঃ Domain meaning in bengali
এই পোস্টে আপনাদের জানানো আপনি ব্লগার ব্যাবহার করে ব্লগ তৈরি করার নিয়ম এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কিভাবে ব্লগ সাইট বানাবেন।
ফ্রিতে ব্লগ কিভাবে তৈরি করে
বন্ধুরা আপনাদের ইতিপূর্বে গুগলের পণ্য ব্লগার Blogspot সম্পর্কে বলেছি।
ব্লগস্পট ব্যাবহার করে ব্লগ তৈরি করতে হলে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকলেই চলবে, ভিন্ন কোন একাউন্ট তৈরি করার দরকার নেই।
আপনার নিজের ব্যাবহার করা যে কোন জিমেইল একাউন্ট থেকে, আপনি blogspot অ্যাক্সেস করতে পারবেন এবং ব্লগ তৈরি করার নিয়ম মেনে ব্লগ বানাতে পারবেন।
চলুন শুরু করা যাক কিভাবে আপনি ব্লগ তৈরি করবেন-
- আপনার ব্যবহার করা ইন্টারনেট ব্রাউজার থেকে www.blogger.com বা www.blogspot.com সাইটে প্রবেশ করুন।
- পূর্বে থেকে যদি আপনার জিমেইল লগইন করা থাকে তবে আপনি সহজেই blogspot ডট কমে চলে যাবেন, অন্যথায় আপনাকে ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- সফল ভাবে Login করার পর, আপনি “Create a new blog” পেজ দেখতে পাবেন। অথবা “New Blog/নতুন ব্লগ” নামে একটি বাটন দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন….
- এখন আপনার ব্লগ বিষয়ের উপর “Title” লিখুন। blogspot ব্লগ Title আপনার ব্লগের নাম হিসাবে পরিচিত হবে। তারপর Next বাটনে ট্যাব করুন।
- বন্ধুরা আপনার ফ্রি ব্লগ তৈরি হয়ে গেল।
আপনার ব্লগ ঠিকানা হচ্ছে আপনার দেয়া Title.blogspot.com.এক্ষেত্রে আপনার ব্যাবহার করা টাইটেল + .blogspot.com হচ্ছে আপনার ব্লগের ঠিকানা।
তাইও বলা যায় গুগল blogspot.com ব্যাবহার করে ব্লগ তৈরি খুবি সহজ।
ওয়ার্ডপ্রেসে ব্যাবহার করে কীভাবে ফ্রি ব্লগ তৈরি করতে হয়
বন্ধুরা wordpress হচ্ছে একটি জন্যপ্রিয়ও CMS SYSTEM, এটি ব্যাবহারে আপনি সহজেই একটি ফ্রি ব্লগ তৈরি করতে পারবেন blogspot এঁর মতোই।
১) প্রথমেই আপনার ইন্টারনেট ব্রাউজারে www.wordpress.com ওয়েবসাইটি ওপেন করুন।
২) এই পেজে আপনি ২ টি অপশান পাবেন একটি হল ওয়েবসাইটের এবং আরেকটি ব্লগের জন্য। ওয়ার্ডপ্রেস পেজে থাকা এই দুইটির মধ্যে তেমন কোন পার্থক্য নেই, এটি শুধু আপনাকে ব্লগ/ওয়েবসাইট জন্য ভিন্ন ভিন্ন থিম পছন্দ করার একটি পদ্দতি মাত্র। এখানে আপনি যে কোন একটি সিলেক্ট করতে পারেন।
৩) আমি Blog সিলেক্ট করলাম, এখন নতুন পেজে ব্লগের বিভাগ নির্বাচন করুন। আমি এখানে “Writing & Books” নির্বাচন করেছি।
৪) নতুন পেজ থেকে আপনার ব্লগের category নির্বাচন করুন।
৫) তারপর blog theme select করে ব্লগের design পছন্দ করুন।
৬) এখন আপনার সামনে নতুন একটি পেজে, আপনাকে ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য একটি ডোমেন নাম পছন্দ করতে বলা হবে। ডোমেন নেম লিখলে আপনাকে অনেক গুলি নেম দেখানো হবে। তবে আপনাকে “ফ্রি” অপশানে ক্লিক করতে হবে।
৭) এখন আপনি WordPress Plans page থেকে Free Plan option select করুন।
৮) এখন wordpress.com সাইটে একটি একাউন্ট তৈরি করতে হবে। আপনার ইমেলল আইডি এবং পাসওয়ার্ড লিখে Create My Accoun বাটনে ক্লিক করুন।
বন্ধুরা হয়ে গেল নিজের জন্য একটি ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি।
কিভাবে ব্লগ সাইট বানাব এখন থেকে আশা করি আপনার এই প্রশ্ন থাকবে না।
তবে আপনার ফ্রি তৈরি ব্লগ কে সুরক্ষিত রাখতে WordPress থেকে তৈরি ব্লগ email verify করে নিন।
পরবর্তীতে একাউন্টে লগইন করতে email verify করে নেয়া জরুরী।
ফ্রি ব্লগ তৈরি করার সমস্যা
আপনি ফ্রি ফ্রি ব্লগ সাইট তৈরিতে অনেক সমস্যায় পড়তে পারেন। কেননা ফ্রিতে সার্ভিস দেয়ায় নিজের ইচ্ছা অনুযায়ী সাইট ডিজাইন করা অনেক কষ্টসাধ্য।
তবে ফ্রিতেও ভালো কাস্টমাইজেশান জানা থাকলে ভালো ব্লগ তৈরি করা যায়।
তবে কিভাবে ব্লগ সাইট বানাবো
নিজের ইচ্ছানুযায়ী ব্লগ কাস্টমাইজেশান করতে আপনাকে একটি ডোমেন এবং একটি হোস্টিং প্যাকেজ ক্রয় করতে হবে।
তবে তার জন্য ওয়ার্ডপ্রেস হোস্টিং বর্তমানে সেরা হোস্টিং। এই দুটি কিনে নিলে আপনি এখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রক্রিয়াটি জানতে পারবেন।
ডোমেন এবং একটি হোস্টিং ক্রয় করে আপনি কয়েকটি ক্লিক করেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সহজেই ব্লগ রেডি করে ফেলতে পারবেন।
বড় বড় ব্লগ এবং নিউজ সাইট গুলির বেশিরভাগ ওয়ার্ডপ্রেস দারা তৈরি। ওয়ার্ডপ্রেস আপনাকে আপনার মনের মতো ব্লগ তৈরি করতে সহয়তা করবে।
আরও পড়ুনঃ
নিজেই নিজের ব্লগ তৈরি করার নিয়ম হচ্ছে আপনাকে একটি নিশ নির্বাচন করে সেই মোতাবেক একটি ডোমেন ক্রয় করা। তারপর যে কোন একটি প্লাটফর্ম ( ব্লগার, ওয়ার্ডপ্রেস) ব্যাবহার করে আপনার ব্লগ টি সেটআপ করা।
ব্লগ লেখার নিয়ম হচ্ছে আপনি কোন একটি টপিক খুজে বের করুন। যে টপিক গুলি লোকেরা গুগলে সার্চ করে। গুগলে যে keyword লিখে গুগলে সার্চ করে এমন keyword এর উপর পোস্ট লিখুন।
উপসংহার
আশা করি আপনি ব্লগ তৈরি করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। কিভাবে ফ্রি ব্লগ সাইট তৈরি করা যায় এই সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানান।
অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।
Digital tuch mobile dam jana jai