আলাপ এসএমএস অফার | ইন্টারনেট ছাড়াই SMS কমলো খরচ

আলাপ নিয়ে এলেও এসএমএস অফার। এখন আলাপ অ্যাপে এসএমএস কিনতে পারবেন গ্রাহকরা। বাংলাদেশের যেকোনো অপারেটর নাম্বারে app থেকে খুবই কম খরচে মেসেজ সেন্ড করা যাবে।

নতুন আলাপ এসএমএস অফার ২০২৫, জানুন রেট ও রিচার্জ নিয়ম।

Content Summary

আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ইচ্ছুক!

ভিজিট করুন 👉

আলাপ এসএমএস কেনার নিয়ম

বিটিসিএলের জনপ্রিয় অ্যাপ আলাপ এখন নিয়ে এসেছে নতুন এসএমএস সেবা, যার মাধ্যমে আপনি যেকোনো মোবাইল অপারেটরে সহজেই মেসেজ পাঠাতে পারবেন।

এই সেবাটি ব্যবহারের জন্য প্রথমে আপনার ফোনে আলাপ অ্যাপটি ইনস্টল করতে হবে। যদি অ্যাপটি আগে থেকেই থাকে, তাহলে সেটি আনইনস্টল করে পুনরায় গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন, যাতে নতুন এসএমএস ফিচারটি সক্রিয় হয়।

আলাপ এসএমএস অফার

নতুন এই অফারে প্রতি এসএমএস মাত্র ২০ পয়সায় পাঠানো যাবে। এটি বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী এসএমএস রেটের একটি। ভ্যাট ও অন্যান্য চার্জ প্রযোজ্য হলেও খরচ তুলনামূলক কম। অর্থাৎ আলাপ ব্যবহারকারীরা এখন সহজেই যেকোনো মোবাইল নাম্বারে টেক্সট মেসেজ পাঠাতে পারবেন, সেটি গ্রামীণফোন, রবি, বাংলালিংক বা টেলিটক যেই হোক না কেন।

আলাপ এসএমএস রেট

বর্তমানে আলাপে এসএমএস পাঠানোর রেট ২০ পয়সা প্রতি মেসেজ (ভ্যাট ব্যতীত)। একাধিক এসএমএস পাঠানোর ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ নেই। ব্যবহারকারীরা আলাপ ব্যালান্স থেকেই এই খরচ পরিশোধ করতে পারবেন, যা সহজে রিচার্জ করা যায়।

আরও পড়ুনঃ আলাপে ৩০ পয়সায় কল ও আনলিমিটেড নেট মাত্র ১৫০ টাকায়

আলাপ একাউন্ট রিচার্জ করার নিয়ম

আলাপ অ্যাকাউন্টে ব্যালান্স রিচার্জ করা যায় বিকাশ, নগদ, রকেট বা কার্ড পেমেন্টের মাধ্যমে

অ্যাপে লগইন করার পর “রিচার্জ” অপশনে গিয়ে পছন্দের পেমেন্ট মেথড বেছে নিয়ে টাকা যোগ করতে পারেন।

রিচার্জ সম্পন্ন হলে সেই ব্যালান্স দিয়ে আপনি এসএমএস, কল বা অন্যান্য আলাপ সেবা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনঃ টিসিবি পণ্য কাদের জন্য । জানুন কারা নিতে পারবেন ও কীভাবে

উপসংহার

আলাপ এসএমএস অফার বাংলাদেশে ডিজিটাল যোগাযোগকে আরও সহজ করে তুলেছে।

এখন ইন্টারনেট ছাড়াই যেকোনো নম্বরে মেসেজ পাঠানো যাবে মাত্র কয়েক পয়সায়।

দ্রুত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী এই সেবাটি বিশেষ করে তাদের জন্য আদর্শ, যারা নিয়মিত টেক্সট মেসেজ ব্যবহার করেন।

আশা করি আলাপ অ্যাপে এসএমএস ব্যবহার করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

টেক নিউজ আপডেট সবার আগে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment