প্রিয় পাঠকগণ এশিয়া কাপ ২০২২ সময়সূচি নিয়ে আজকের এই আর্টিকেলটি আপনাদের কাছে বিস্তারিত তথ্য প্রদান করার জন্য প্রস্তুত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের আমরা সকল মানুষেরাই ক্রিকেট কে খুবই ভালোবাসি।
বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশের সকল ম্যাচগুলো আমরা সব সময় লাইভ দেখার চেষ্টা করি। আজকের এই আর্টিকেলটি হচ্ছে এশিয়া কাপে যেসকল ম্যাচগুলো হবে সে সকল ম্যাচগুলো কত তারিখে এবং কোন সময় হবে সে বিষয় নিয়ে। আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনারা এশিয়া কাপ সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন।
প্রতি এক বছর পর পর এশিয়া মহাদেশের যেসকল দেশগুলো রয়েছে তাদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। যদিও এশিয়া মহাদেশের অনেক দলই ক্রিকেটে নেই বললেই চলে। যে সকল দলগুলো নিজেদের অবস্থান ভালো এবং সঠিক জায়গায় রাখতে পেরেছে শুধুমাত্র তাদেরকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।এবং এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে এশিয়া কাপ।
Content Summary
- 1 এশিয়া কাপে অংশগ্রহণকারী দল | এশিয়া কাপ ২০২২
- 1.1 এশিয়া কাপ কোয়ালিফয়ার ম্যাচ সময়সূচী ২০২২
- 1.2 মূল পর্বের এশিয়া কাপ ২০২২ সময়সূচি | এশিয়া কাপের সময়সূচি
- 1.3 এশিয়া কাপ ২০২২ সময়সূচি তালিকা | এশিয়া কাপের সময়সূচি ২০২২
- 1.4 এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল | এশিয়া কাপ ২০২২ সময়সূচি বাংলাদেশ
- 1.5 এশিয়া কাপ 2022 সময়সূচী | সকল দলের স্কোয়াড
- 1.6 এশিয়া কাপ ২০২২ সময়সূচি FAQS
- 1.7 উপসংহার
- 1.8 Share this:
এশিয়া কাপে অংশগ্রহণকারী দল | এশিয়া কাপ ২০২২
এইবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দলের মধ্যে দুই পর্বের খেলা হয়ে থাকে।
মূল পর্বে অংশগ্রহণ করবে মোট ৬ টি দল।
তাদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, শ্রীলংকা, পাকিস্তান এই পাঁচটি দল নিশ্চিতভাবে এশিয়া কাপে অংশগ্রহণ করবে।
কোয়ালিফায়ার পড়বে অংশগ্রহণ করে ষষ্ঠ দল হিসেবে একটি দল মূলপর্বে আসতে পারবে। অংশগ্রহণ করবে মোট চারটি দল।
সেগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, হংকং, কুয়েত এই চারটি দল। তবে আবারো শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৩ সময়সূচী প্রকাশিত।
আরও পড়ুনঃ
কাতার বিশ্বকাপ বাছাই পর্ব পয়েন্ট টেবিল এবং খেলার বাংলাদেশ সময়
এশিয়া কাপ কোয়ালিফয়ার ম্যাচ সময়সূচী ২০২২
এশিয়া কাপের কোয়ালিফাই ম্যাচ শুরু হবে ২০ আগস্ট থেকে।
চলুন দেখে নেয়া যাক মূল পর্বের আগে কোয়ালিফায়ারে কাদের ম্যাচ রয়েছে।
ম্যাচ | বার | তারিখ | দল | ভেন্যু | সময় |
০১ | শনিবার | ২০ আগস্ট | সিঙ্গাপুর বনাম হংকং | আল আমিরাত | রাত ৮ টা |
০২ | রবিবার | ২১ আগস্ট | আরব আমিরাত বনাম কুয়েত | আল আমিরাত | রাত ৮ টা |
০৩ | সোমবার | ২২ আগস্ট | আরব আমিরাত বনাম সিঙ্গাপুর | আল আমিরাত | রাত ৮ টা |
০৪ | মঙ্গলবার | ২৩ আগস্ট | কুয়েত বনাম হংকং | আল আমিরাত | রাত ৮ টা |
০৫ | বুধবার | ২৪ আগস্ট | কুয়েত বনাম সিঙ্গাপুর | আল আমিরাত | বিকাল ৫ টা |
০৬ | বুধবার | ২৪ আগস্ট | হংকং বনাম আরব আমিরাত | আল আমিরাত | রাত ৯ টা |
শিয়া কাপ কোয়ালিফয়ারে বিজয়ী হয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে হংকং।
এশিয়া কাপ কবে শুরু হবে ২০২২ | এশিয়া কাপ ২০২২ সময়সূচি ক্রিকেট
এশিয়া কাপের কোয়ালিফায়ার পর্ব শুরু হবে ২০ আগস্ট থেকে।
২০ আগস্ট কোয়ালিফায়ার ম্যাচ গুলো শেষ হয়ে যাবে।
মূল পর্বের খেলা শুরু হবে ২৭ আগস্ট। এবং এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।
মূল পর্বের এশিয়া কাপ ২০২২ সময়সূচি | এশিয়া কাপের সময়সূচি
এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কাতে।
তবে আপনারা সকলে এ বিষয়টি অবগত যে শ্রীলংকার অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে।
যার কারণে সকলেরে মনে হয়েছিল এরকম পরিস্থিতিতে এশিয়া কাপ মাঠে গড়াবে না।
তবে সকল চিন্তাভাবনার অবসান ঘটিয়ে অবশেষে সঠিক সময়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ২০২২।
শ্রীলঙ্কাতে এশিয়া কাপ অনুষ্ঠিত না হলেও ভেন্যু পরিবর্তন হয় সংযুক্ত আরব আমিরাতে খেলাটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ
কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত লেখার সহজ নিয়ম
এশিয়া কাপ ২০২২ সময়সূচি তালিকা | এশিয়া কাপের সময়সূচি ২০২২
১৯ মার্চ এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এশিয়া কাপ ২০২২ সময়সূচী প্রকাশ করেছে।
৬ টি দলের প্রতিদ্বন্দিতায় এবারের এশিয়া কাপ হতে চলেছে আরব আমিরাতে।
তালিকা আকারে সকল ম্যাচের সময়সূচী এবং কার প্রতিপক্ষ কে তা দেখে নেয়া যাক।
ম্যাচ | বার | তারিখ | দল | ভেন্যু | সময় | |
১ | শনিবার | ২৭ আগস্ট | শ্রীলঙ্কা V আফগানিস্তান | বি | দুবাই | রাত ৮ টা |
২ | রবিবার | ২৮ আগস্ট | ভারত V পাকিস্তান | এ | দুবাই | রাত ৮ টা |
৩ | মঙ্গলবার | ৩০ আগস্ট | বাংলাদেশ V আফগানিস্তান | বি | শারজাহ | রাত ৮ টা |
৪ | বুধবার | ৩১ অগাস্ট | ভারত V হংকং | এ | দুবাই | রাত ৮ টা |
৫ | বৃহস্পতিবার | ১ সেপ্টেম্বর | বাংলাদেশ V শ্রীলংকা | বি | দুবাই | রাত ৮ টা |
৬ | শুক্রবার | ২ সেপ্টেম্বর | হংকং V পাকিস্তান | এ | শারজাহ | রাত ৮ টা |
৭ | শনিবার | ৩ সেপ্টেম্বর | বি১ বনাম বি২ | সুপার ৪ | শারজাহ | রাত ৮ টা |
৮ | রবিবার | ৪ সেপ্টেম্বর | এ১ বনাম এ২ | সুপার ৪ | দুবাই | রাত ৮ টা |
৯ | মঙ্গলবার | ৬ সেপ্টেম্বর | এ১ বনাম বি২ | সুপার ৪ | দুবাই | রাত ৮ টা |
১০ | বুধবার | ৭ সেপ্টেম্বর | এ২ বনাম বি২ | সুপার ৪ | দুবাই | রাত ৮ টা |
১১ | বৃহস্পতিবার | ৮ সেপ্টেম্বর | এ১ বনাম বি২ | সুপার ৪ | দুবাই | রাত ৮ টা |
১২ | শুক্রবার | ৯ সেপ্টেম্বর | বি১ বনাম এ২ | সুপার ৪ | দুবাই | রাত ৮ টা |
১৩ | রবিবার | ১১ সেপ্টেম্বর | ফাইনাল | সুপার ৪ | দুবাই | রাত ৮ টা |
এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল | এশিয়া কাপ ২০২২ সময়সূচি বাংলাদেশ
এখন পর্যন্ত এশিয়া কাপ মোট ১৪ বার অনুষ্ঠিত হয়েছে।
এরমধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে একবারও এশিয়াকাপ ছুঁয়ে দেখতে পারেনি।
১৪ বারের মধ্যে তিনটি দল এশিয়া কাপ ট্রফি ঘরে তুলেছে।
- ভারত ৭ বার
- পাকিস্তান ২ বার
- শ্রীলংকা ৫ বার
এশিয়া কাপ ২০২২ বাংলাদেশের স্কোয়াড
এবারের এশিয়া কাপের জন্য সাকিবকে ড্রাইভিং সিটে বসিয়ে মোট ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
সাকিব আল হাসানকে নিয়ে নানান বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে ক্যাপ্টেন হিসেবে গ্রহণ করেছে বিসিবি।
চলুন সাকিবের নেতৃত্বাধীন এশিয়া কাপ দলটি দেখে নেয়া যাক।
১. সাকিব আল হাসান (ক্যাপ্টেন)
২. এনামুল হক বিজয়।
৩. মুশফিকুর রহিম।
৪. মাহমুদউল্লাহ রিয়াদ।
৫. আফিফ হোসাইন দ্রুব।
৬. মোসাদ্দেক হোসাইন সৈকত।
৭. শেখ মাহাদী হাসান।
৮. মোহাম্মদ সাইফ উদ্দিন।
৯. হাসান মাহমুদ।
১০. মোস্তাফিজুর রহমান।
১১. নাসুম আহমেদ।
১২. সাব্বির রহমান।
১৩. মেহেদী হাসান মিরাজ।
১৪. এবাদত হোসেন।
১৫. পারভেজ ইমন।
১৬. নুরুল হাসান সোহান।
১৭. তাসকিন আহমেদ
এই ১৭ জনকে নিয়ে এবারের এশিয়া কাপে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে সাকিব বাহিনী।
আমরা আশাবাদী এবার বাংলাদেশ দল অবশ্যই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে।
এশিয়া কাপ 2022 সময়সূচী | সকল দলের স্কোয়াড
এশিয়া কাপে ভারতীয় দল:
রোহিত শর্মাকে ক্যাপ্টেন করে ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। জিম্বাবুয়ে সিরিজের পর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে রোহিত বাহিনী। ভারত ২৮ আগস্ট রোববার পাকিস্তানের সাথে মুখোমুখি হবে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে।
- রোহিত শর্মা (অধিনায়ক)
- বিরাট কোহলির (সহ-অধিনায়ক)
- সূর্য কুমার যাদব
- কে এল রাহুল
- রিশাব পান্ত
- হার্দিক পান্ডিয়া
- দীনেশ কার্তিক
- দীপক হুদা
- রবীন্দ্র জাদেজা
- রবিচন্দ্রন অশ্বিন
- রবি বিষ্নু
- ভুবনেশ্বর কুমার
- আভেস খান
- অশ্ব দিপ সিং
এশিয়া কাপে পাকিস্তানি দলঃ
আগের নিয়মে বাবর আজম কে ক্যাপ্টেন করে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। এবার দলে থাকছেন না পাকিস্তানের অন্যতম তারকা বলার শাহীন শাহ আফ্রীদি। ইনজুরির কারণে এবারের এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তিনি।
- বাবর আজম (অধিনায়ক)
- শাদাব খান (সহ-অধিনায়ক)
- ফখর জামান
- হায়দার আলী
- আসিফ আলি
- খুশদিল শাহ
- মোহাম্মদ হারেস
- মোহাম্মদ নেওয়াজ
- মোহাম্মদ রেজওয়ান
- হারিস রউফ
- মোহাম্মদ ওয়াশিম জুনিয়র
- শাহনেয়াজ দাহানি
- শাহিন আফ্রিদি
- নাসিম শাহ
- উসমান কাদির
এশিয়া কাপে শ্রীলঙ্কা দলঃ
শ্রীলঙ্কা দলে দাসুন শানাকা কে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আফগানিস্তান বনাম শ্রীলংকার ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের মূলপর্বের পর্দা উঠবে।
- দাসুন শানাকা (অধিনায়ক)
- দানুশকা গুনাথিলাকা
- পথুম নিসাঙ্কা
- কুসল মেন্ডিস
- চারিথ আসালাঙ্কা
- ভানুকা রাজাপাকসে
- আশেন বান্দারা
- ধনঞ্জয়া ডি সিলভা
- ওয়ানিন্দু হাসরাঙ্গা
- মহেশ থেকশান
- জেফরি ভ্যান্ডারসে
- প্রবীণ জয়াবিক্রমা
- চমিকা করুনারত্নে
- দিলশান মাদুশঙ্কা
- মাথিশা পাথিরানা
- নুওয়ানিদু ফার্নান্দো
- দুষ্মন্ত চামেরা
- দিনেশ চান্দিমাল
এশিয়া কাপে আফগানিস্তান দলঃ
এশিয়া কাপের জন্য মোহাম্মদ নাবিকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
- মোহাম্মদ নাবি (অধিনায়ক)
- রশিদ খান
- হজরতুল্লাহ জাজাই
- ওসমান গনি
- নাজিবুল্লাহ জাদরান
- ফরিদ আহমেদ মালিক
- মুজিবুর রহমান
- নবীন-উল-হক
- ফজল হক ফারুকী
- শারাফ উদ্দিন আশরাফী
- দৌলত জাদরান
- গুলবাদিন নাইব
- নূর আহমেদ
- করিম জান্নাত
আরও পড়ুনঃ
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
এশিয়া কাপ ২০২২ সময়সূচি FAQS
২০২২ সালের এশিয়া কাপের সময়সূচি ১৯ মার্চ প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
বাংলাদেশ এশিয়া কাপের জন্য ১৭ বাংলাদেশ এশিয়া কাপের জন্য।
এশিয়া কাপ ২০২২ শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও সেখানে খারাপ পরিস্থিতির জন্য সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
সরাসরি এশিয়া কাপের মূল পর্বে খেলবে ৫ টি দল। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা।
উপসংহার
প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলে এশিয়া কাপ ২০২২ সময়সূচি এবং এশিয়া কাপ বিজয়ী দল তালিকা সকল কিছু আপনাদেরকে বিস্তারিত প্রদান করা হয়েছে।
আশা করছি আজকের এ আর্টিকেল এর মাধ্যমে আপনারা এশিয়া কাপ সংক্রান্ত সকল তথ্য পেয়ে গেছেন।
এবং আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে।
যদি আপনাদের এ বিষয়ে কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ব্লগিং নানান ধরনের বিষয়গুলো শিখতে এবং এগুলো সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
ধন্যবাদ।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।