প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলটি বাংলা রোমান্টিক ক্যাপশন নিয়ে তৈরি করা হয়েছে। আপনারা অনেকেই নানান জায়গায় ব্যবহার করার জন্য ক্যাপশন যুক্ত ছবি এবং ফেসবুকে আপনাদের প্রোফাইল এর উপরে অথবা কোন ধরনের ছবি আপলোড করার পূর্বে ক্যাপশন খুঁজে থাকেন। আজকে এই আর্টিকেলের মাধ্যমে বাংলাতে এবং ইংরেজিতে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ক্যাপশন প্রদান করা হবে।
আশা করছি আজকের সকল ক্যাপশনগুলো আপনাদের খুবই ভালো লাগবে। এবং আপনারা আপনাদের ছবিতে ক্যাপশন গুলো ব্যবহার করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা যখন একটি ছবি আপলোড দেয়ার কথা চিন্তা করি। তখন ছবিটি আপলোড দেওয়ার পূর্বে আমাদের মাথায় আসে ছবিটির ক্যাপশন কি হবে। ছবির ক্যাপশন অনুযায়ী যদি ছবিটি না মিলে তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে না।
তাই ছবির সাথে ছবির ক্যাপশন এর মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যের ক্ষেত্রে শতভাগ নিশ্চিত। তাই আজকের এই আর্টিকেলে আপনারা কোন ছবির সাথে কি ধরনের ক্যাপশন ব্যবহার করতে পারেন এবং ক্যাপশন যুক্ত ছবি পেয়ে যাবেন।
Contents In Brief
বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য
প্রায় প্রতিদিনই লাখ লাখ মানুষ নিজেদের ফেসবুক আইডির মাধ্যমে নিজের ছবি আপলোড করে থাকেন।
তাদের ছবিগুলো আপলোড দেওয়ার জন্য নানান ধরনের ক্যাপশন ব্যবহার করেন।
অনেক সময় কারো কারো পোস্ট এর মধ্যে দেখা যায় ক্যাপশন এর সাথে ছবির কোন মিল পাওয়া যায় না।
এই বিষয়টি সত্যিকার অর্থে খুবই খারাপ লাগে।
কেননা আপনার ক্যাপশন আপনার ছবিটিকে আরো বেশি সুন্দর করে তুলে।
তাই যেকোনো ছবি পোস্ট করার ক্ষেত্রে ক্যাপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখন আমরা আপনাদেরকে ফেসবুকের জন্য বাংলা কিছু রোমান্টিক ক্যাপশন প্রদান করব।
আশা করছি এই ক্যাপশনগুলো আপনারা আপনাদের ছবিতে ব্যবহার করতে পারবেন।
আপনারা চাইলে এগুলোকে কপি করে নিয়ে এমনিতেও পোস্ট করতে পারেন।
চলুন বাংলা রোমান্টিক ক্যাপশন গুলো দেখে নেয়া যাক।
“ঝগড়ার সময় যতই বলি
তোর সাথে থাকা অসম্ভব,
আসলে তোকে ছাড়া থাকাটাই
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
অসম্ভব।”
“জানিনা আমাদের ভবিষ্যৎ কেমন হবে,
জানিনা আমাদের গল্পটা পূর্ণতা পাবে কিনা,
কিন্তু তুমি পাশে থাকলে সবই সম্ভব।”
সময় কারো জন্য অপেক্ষা করে না!
শুধু আমরাই কারো না কারো জন্য অপেক্ষা করি!!
কারন ভালোবাসা নামে অদ্ভুত একটা শব্দ আছে বলে!
রাখবো তোকে বুকের মাঝে,
ভালোবাসার চাদর জড়িয়ে,
থাকবো পাশে সারা জীবন,
সব আবদার মানিয়ে নিয়ে।
জীবনে আমাদের প্রচুর সুন্দর ব্যক্তি থাকতে পারে,
তবে সুন্দর জীবনের জন্য কেবল একজনই যথেষ্ট…
আরও পড়ুনঃ
প্রেমিক প্রেমিকার রোমান্টিক পিক ডাউনলোড
love রোমান্টিক সুন্দর প্রোফাইল পিকচার ডাউনলোড
বাংলা রোমান্টিক ক্যাপশন
চলুন আরও কিছু বাংলা রোমান্টিক ক্যাপশন দেখে নেয়া যাক।
ভালবাসা হলো এমন একটি মায়া,
তুমি যত দুরে যাবে ততই কাছে টানবে,
যত ভুলে যাবে ততই মনে পড়বে,
আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে।
তখন আমি অনেকটাই ভালো থাকি,
যখন জানতে পারি
প্রিয় মানুষটি লুকিয়ে আমার খোঁজ নেয়।
আঁধার রাতের পরী যে তুমি,
আমার হিঁয়ার পাখি..
মনের আলোয় তোমারই ছবি,
কোথায় তোমাকে রাখি!
তোমারই ছোঁয়ায় প্রাণ পায় মোর
সুখ যে রাশি রাশি;
সূর্যালোকে, বর্ষা জলে
শুধু তোমাকেই ভালোবাসি…
আমার “আমি”কে ভালো রাখতে,
তোমার “তুমি”কে বড্ড বেশি প্রয়োজন।
পিছনে পড়ে থাকলে থাক
পুরো একটা শহর
তোমার সাথে থাকতে চাই
আমি পুরো প্রহর
তোর ওই ঠোটের কোনে তিল..
আমার বুকের মাঝে ছুড়েছে ঢিল….
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও,
চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।
হৃদিটবেই ফুটে ওঠে গোলাপ। সব ফুলেরা তা জানে-
তুমি প্রজাপতি হয়ে এসে বসো, ক্ষতে। মনের বাগানে…
শুনে আসি চলো, যমুনার ধারে-
যে প্রেম ধ্বনিত হয়। হৃদয়বেতারে…
হৃদয়ে ডুবে যাওয়া নাবিকের মনও, তোর-
চোখের কিনারে এসে করেছে নোঙর।
নিঃশব্দে হেঁটে এসে মিছিলের পাশে,
আমাকে বিপ্লব শিখিও, আদরের ক্লাসে…
শহর জুড়েই কৌতূহল, মৌনতা সব ভীড় বাঁকে…
দুদিন ধরে পড়ছি কেবল, তোমার চোখে মির্জাকে।
হঠাৎ’ই ডুবেছি ছাই। তার চুলে বাঁধা ফিতে…
আমিও দিতে চাই মন। যদি তুমি চাও নিতে…
হাওয়া তো পাগল হয়। তাই মাতাল এই চোখ-
তোর দিকে তাকিয়েই আজীবন নির্বাক হোক…
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়…
যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়…
হারিয়ে যাওয়া নিঃস্ব ছেলে। এই অন্ধকারের দ্বীপে…
চাঁদের মতোই লেপ্টে থাকুক তোর কপালের টিপে।
প্রোফাইল পিকচারের জন্য বাংলা রোমান্টিক ক্যাপশন
আমরা সকলে প্রোফাইল পিকচারের জন্য বাংলা ক্যাপশন গুলো অনলাইনের মাধ্যমে খুঁজে থাকি।
সকল ছবিগুলোতে নানান ধরনের ক্যাপশন ব্যবহার করলেও প্রোফাইলের মধ্যে কেমন ক্যাপশন ব্যবহার করতে হবে তা অনেকেরই অজানা।
তাই পরবর্তীতে নিন্মে যেসকল ক্যাপশনগুলো প্রদান করা হয়েছে সে সকল ক্যাপশনগুলো আপনি আপনার প্রোফাইল পিকচারে ব্যবহার করতে পারবেন।
আশা করছি সকল ক্যাপশনগুলো আপনাদের খুবই ভালো লাগবে। চলুন দেখে নেয়া যাক প্রোফাইল পিকচারের জন্য ক্যাপশন গুলো।
পা পিছলে পড়ে যাওয়া প্রেমে,
মন উঁকিঝুঁকি দেয়। তোর হৃদয়ে নেমে।
আধখোলা চুল। হাওয়ায় ভাসে।
প্রতি পৌষেও যেন বসন্ত আসে।।
কেউ কেউ তোমার সামনে দাঁড়িয়ে, আয়নায় নিজেকে খোঁজে…
আমার মনে তুমি কতটা প্রবেশ করেছ,বোঝোনি সহজে।
সারাগায়ে জমেছে আঘাত।এখনো কাটেনি ঘোর…
হৃদয় নিয়ে ছুটেছে বহুদূর, ‘ভালোবাসা’ চোর…
মনের ভেতর জটলা।উড়ছে স্মৃতির ধোঁয়া।
তোমায় ভালোবেসেছি আবার। নতুন ভাবে ছোঁয়ায়।
যদি বারংবার আঘাত দিয়ে কেড়ে নিতে চাও প্রাণ।
কাছে এসে দেখো।আমিও কেমন ভালোবাসায় দিচ্ছি শান্।
আরও পড়ুনঃ
ছেলেদের ইমোশনাল কষ্টের পিক ডাউনলোড
আল্লাহ পিকচার ডাউনলোড করার উপায়
সুন্দর প্রোফাইল পিকচার ডাউনলোড
বাংলা রোমান্টিক ক্যাপশন সহ পিকচার
এতক্ষণ আমরা ফেসবুকে ব্যবহার করার জন্য আপনাকে অনেকগুলো বাংলা রোমান্টিক ক্যাপশন দিয়েছি।
আশা করছি সে সকল ক্যাপশনগুলো আপনাদের ভাল লেগেছে। এখন আপনাদের বাংলা ক্যাপশনসহ পিকচারগুলো প্রদান করা হবে।
আশা করছি সে সকল পিকচার এবং ক্যাপশনগুলো আপনাদের খুবই ভালো লাগবে।
চলুন তাহলে বাংলা রোমান্টিক ক্যাপশন সহ পিকচার গুলো দেখে নেয়া যাক।
বাংলা রোমান্টিক ক্যাপশন সহ পিকচার
বাংলা রোমান্টিক ক্যাপশন রোমান্টিক ক্যাপশন পিকচার বাংলা রোমান্টিক ক্যাপশন পিকচার রোমান্টিক ক্যাপশন পিক বাংলা রোমান্টিক ক্যাপশন পিক রোমান্টিক ক্যাপশন ছবি বাংলা রোমান্টিক ক্যাপশন ছবি বাংলা রোমান্টিক ক্যাপশন সহ ছবি
ইংরেজিতে রোমান্টিক ক্যাপশন
এখন আপনারা ইংরেজিতে আপনাদের প্রোফাইল কিংবা ফেসবুকে যে কোন ছবিতে ব্যবহার করার জন্য খুঁজে থাকেন।
তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে আমরা কিছু ইংরেজি ক্যাপশন দেয়ার চেষ্টা করব।
ইংরেজি ক্যাপশনগুলো সংখ্যায় কম হলেও আপনাদেরকে একদম ইউনিক কিছু ক্যাপশন দেওয়ার চেষ্টা করব।
আশা করছি সে সকল ক্যাপশনগুলো আপনাদের খুবই ভালো লাগবে।
- “I saw that you were perfect, and so I loved you. Then I saw that you were not perfect and I loved you even more.” —Angelita Lim
- “You know you’re in love when you can’t fall asleep because reality is finally better than your dreams.” —Dr. Seuss
- “Love is that condition in which the happiness of another person is essential to your own.” —Robert A. Heinlein
- “The best thing to hold onto in life is each other.” –Audrey Hepburn
- “I need you like a heart needs a beat.” –Unknown
- “I am who I am because of you. You are every reason, every hope, and every dream I’ve ever had.” —The Notebook
- “If I had a flower for every time I thought of you… I could walk through my garden forever.” —Alfred Tennyson
- “Take my hand, take my whole life too. For I can’t help falling in love with you.” —Elvis Presley
- “If you live to be a hundred, I want to live to be a hundred minus one day so I never have to live without you.” –A. A. Milne
- “You’re the closest to heaven, that I’ll ever be.” —Goo Goo Dolls
আরও পড়ুনঃ
ফ্রী ফায়ার স্টাইলিশ নাম ইংরেজি এবং বাংলায়
বাংলা রোমান্টিক ক্যাপশন FAQS
আপনি আমাদের লিখা ক্লিক করে কপি করে আমাদের দেয়া ক্যাপশন টি ব্যাবহার করতে পারেন। আর যে ক্যাপশন যুক্ত পিক রয়েছে সে গুলোও ডাউনলোড করতে পারবেন।
উপসংহার
প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলটি আপনাদেরকে বাংলা রোমান্টিক ক্যাপশন এবং ইংরেজিতে রোমান্টিক সকল ক্যাপশনগুলো প্রদান করার জন্য প্রস্তুত করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের খুবই ভালো লেগেছে।
আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, ফেসবুক মার্কেটিং নানান ধরনের অনলাইনে কাজ শিখতে আমাদের ওয়েবসাইটে প্রদত্ত আর্টিকেলগুলো পড়ুন।
সেই সাথে আমাদেরও সে সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।