বিপিএল আজকের খেলা ২০২৩ | বিপিএল আজকে কার কার খেলা

সুপ্রিয় পাঠকবৃন্দ বিপিএল আজকের খেলা কোন দল গুলোর এবং কয়টায় শুরু হবে সেই সংক্রান্ত বিষয়গুলো জানতে আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করেন। আজ থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের নবম আসর।

কোন উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হবে এবারের বিপিএল এবং গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তিনটি আলাদা আলাদা ভেন্যুতে খেলা হবে। এছাড়াও এবারের বিপিএলে প্রাইস মানি এক কোটি টাকা টাকা বৃদ্ধি করে ফাইনাল বিজয়ী দলের জন্য দুই কোটি টাকা করা হয়েছে।

এবং অপরদিকে বিপিএল রানার্সআপ দের জন্য প্রাইস মানি করা হয়েছে এক কোটি টাকা। সর্বমোট সাতটি দল নিয়ে এবারের বিপিএল মাঠে গড়াবে। শুরু থেকেই থাকছেনা কোনো ডিআরএস পদ্ধতি এবং আম্পায়ারদের ডিসিশন অনুযায়ী বাংলাদেশের ব্যবহার করা হবে টুর্নামেন্টে।

তবে শেষের দিকে মাত্র কোয়ালিফায়ার চারটি ম্যাচে ডিআরএস প্রযুক্তি সংযুক্ত করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএল আজকের খেলা কোন কোন দলের চলুন সেই সম্পর্কে বিস্তারিত জানি।

বিপিএল আজকের ম্যাচ | সিলেট স্ট্রাইকার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 

বিপিএল আজকের ম্যাচ
বিপিএল আজকের ম্যাচ

দীর্ঘ অপেক্ষার শেষে আজ ০৬ জানুয়ারি বিপিএলের পর্দা উঠছে।

আজকের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ গুলোতে অংশগ্রহণ করবে সর্বমোট চারটি দল।

বিপিএলের প্রথম দিনেই থাকছে সর্বমোট দুইটি খেলা।

প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দল সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

বিপিএলের আজকের খেলায় প্রথম উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুই দল মাঠে নামবে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের দল সাজিয়েছে আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, আশান প্রিয়ঞ্জন, কার্টিস ক্যাম্পার, ম্যাক্স ও’ডাউডদের মত দারুণ সব টি টোয়েন্টি স্পেশালিষ্ট দিয়ে।

বলিং ডিপার্টমেন্টে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স রেখেছে তরুণ্যের ছোয়া রেখে।

মৃত্যুঞ্জয় চৌধুরী, ইরফান শুক্কুর, তৌফিক খান তুষার, তাইজুল ইসলামদের মত তরুণ ক্রিকেটার।

অপরদিকে সিলেট সিক্সার্স দল সাজিয়েছে অভিজ্ঞ সকল প্লেয়ার এবং নতুনদের সাথে মিলিয়ে।

যেখানে আছে বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক এবং দারুন বলার মাশরাফি বিন মুর্তজা।

এছাড়াও সিলেট স্ট্রাইকার্সে আছে অভিজ্ঞতা সম্পূর্ণ মুশফিকুর রহিম, জিম্বাবুয়ের রায়ান বার্ল, পাকিস্থানের মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, রুবেল হোসেন আফগানিস্থানের গুলবাদিন নায়েব সহ আরো অনেক অভিজ্ঞ খেলোয়াড়।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়ার তালিকা ২০২৩

  • আফিফ হোসেন
  • শুভাগত হোম
  • মেহেদী হাসান রানা
  • ইরফান শুক্কুর
  • মৃত্যুঞ্জয় চৌধুরী
  • জিয়াউর রহমান
  • মেহেদী মারুফ
  • ফরহাদ রেজা
  • আবু জায়েদ রাহি
  • তৌফিক খান তুষার
  • তাইজুল ইসলাম
  • বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা)
  • আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা)
  • কার্টিস ক্যাম্পার (নেদারল্যান্ডাস)
  • ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডাস)
  • উন্মুক্ত চাঁদ (ইউএসএ)
  • কার্টিস ক্যাম্পার (সাউথ আফ্রিকা)

সিলেট স্ট্রাইকার্স খেলার তালিকা ২০২৩

  • মাশরাফী বিন মোর্ত্তজা
  • নাজমুল হোসেন শান্ত
  • মুশফিকুর রহিম
  • রেজাউর রহমান রাজা
  • নাবিল সামাদ
  • তৌহিদ হৃদয়
  • রুবেল হোসেন
  • টম মুরেজ (ইংল্যান্ড)
  • কামিন্ডু মেন্ডিস (শ্রীলঙ্কা)
  • গুলবাদিন নায়েব (আফগানিস্থান)
  • রায়ান বার্ল (জিম্বাবুয়ে)
  • মোহাম্মদ আমির (পাকিস্থান)
  • মোহাম্মদ হারিস (পাকিস্থান)
  • ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা)
  • থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)
  • কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস)

আরও পড়ুনঃ

বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩

বিপিএল 2023 খেলোয়ার তালিকা

বিপিএল 2023 সময়সূচী

বিপিএল আজকের খেলা 2023 | কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স 

দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এবারের কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, ইমরুল কায়েস সহ বিদেশি দারুন প্লেয়ারদের নিয়ে দল সাজিয়েছে কুমিল্লা।

অপরদিকে নুরুল হাসান সোহান কে রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন করে দেশি বিদেশি প্লেয়ার সহ সাজিয়েছে রংপুর রাইডার্স।

সিকান্দার রাজা, শোয়েব মালিক, বেনি হলসহ ভালো কিছু করার প্রত্যাশা করছে রংপুর রাইডার্স।

ম্যাচটি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সময় রাত ৭ টা ১৫ মিনিটে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলোয়ার তালিকা ২০২৩ 

  • ইমরুল কায়েস
  • লিটন কুমার দাস
  • মুস্তাফিজুর রহমান
  • হাসান আলী
  • মোসাদ্দেক হোসেন সৈকত
  • তানভীর ইসলাম
  • আশিকুর রহমান
  • জাকের আলী
  • মাহিদুল ইসলাম অঙ্কন
  • নাইম হাসান
  • সৈকত আলী
  • আবরার আহমেদ
  • আবু হায়দার
  • মুকিদুল ইসলাম
  • চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিস)
  • মোহাম্মদ রিজওয়ান (পাকিস্থান)
  • জস কব (নেদারল্যান্ডস)
  • ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিস)
  • আবরার আহমেদ (পাকিস্থান)
  • শাহীন শাহ আফ্রিদি (পাকিস্থান)
  • খুশদিল শাহ (পাকিস্থান)
  • মোহাম্মদ নবি (আফগানিস্তান)
  • শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)

রংপুর রাইডার্স খেলোয়ার তালিকা ২০২৩

  • নুরুল হাসান সোহান
  • শেখ মাহেদী হাসান
  • হাসান মাহমুদ
  • রকিবুল হাসান জুনিয়র
  • শামীম হোসেন পাটোয়ারী
  • রিপন মন্ডল
  • নাইম শেখ
  • রনি তালুকদার
  • পারভেজ হোসেন ইমন
  • আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্থান)
  • অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)
  • সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
  • মোহাম্মদ নেওয়াজ (পাকিস্থান)
  • হারিস রউফ (পাকিস্থান)
  • শোয়েব মালিক (পাকিস্থান)
  • পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা)
  • জেফ্রি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা)

আরও পড়ুনঃ

আইপিএল ২০২৩ সময়সূচী

আইপিএল দলের তালিকা ২০২৩

আইপিএলে সবচেয়ে বেশি রান কার ২০২৩

বিপিএল আজকের খেলা FAQS

বিপিএল আজকের খেলা কয়টি?

আজকের বিপিএল খেলা ০২ টি। প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএল ২০২৩ কততম আসর হতে যাচ্ছে?

বিপিএল ২০২৩ নবম আসর হতে যাচ্ছে।

দিনের ২য় ম্যাচে কোন দল মুখোমুখি হবে?

দিনের ২য় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স।

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ বিপিএল আজকের খেলা কোন কোন দল খেলবে এবং কখন খেলা শুরু হবে সেই সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে।

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বিপিএল ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

তবুও যদি আপনাদের আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আইপিএল এবং বিপিএল সংক্রান্ত যেকোন আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

এছাড়া আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন ইনকাম আর্টিকেলগুলো পেয়ে যাবেন।

আমাদের ওয়েবসাইটের সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে। 

Leave a Comment

13 + 8 =

%d bloggers like this: