সুপ্রিয় খেলাধুলা প্রেমী ভাই ও বোনেরা ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান ২০২২ ও হেড টু হেড খেলার পরিসংখ্যান গুলো জানার জন্য আপনারা অনেকেই আগ্রহী।
এবারের কাতারের বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন (Round Of 16) ম্যাচ গুলো খুবই উত্তেজনা এবং রোমাঞ্চকর হচ্ছে।
রাউন্ড অফ সিক্সটিন এর ৬ ডিসেম্বর মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া এবং জাপানের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পর অতিরিক্ত সময় এর খেলা হয়েছিল।
তবে অতিরিক্ত সময়ের খেলাতেও ম্যাচটি ড্র থাকায় পেনাল্টি শুটআউটে খেলাটি শেষ হয়। সেখানে জাপান চারটি শুটআউটে ৩ টিতে গোল করতে না পারায় ৩-১ গোলে হেরে ছিটকে যায় রাউন্ড অফ সিক্সটিন থেকেই।
অপরদিকে ক্রোয়েশিয়া সুপার ১৬ থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে এবং অপেক্ষা করতে থাকে একই দিনের রাতের ম্যাচ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার রাউন্ড অব ১৬ খেলা শেষে কোন দল তাদের প্রতিপক্ষ হবে।
তবে শক্তিশালী ব্রাজিল রাউন্ড অফ সিক্সটিনে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া।
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান ২০২২? Brazil vs Croatia Stats 2022 – হেড টু হেড লড়াইয়ে কোন দল এগিয়ে
ম্যাচ | পরিসংখান |
---|---|
কোয়াটার ফাইনাল | ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া |
তারিখ | ৯ ডিসেম্বর, শুক্রবার |
সময় | বাংলাদেশ সময় রাত ৯ টা |
ভেনু | এডুকেশন সিটি স্টেডিয়াম |
ব্রাজিল জয়ের সম্ভাবনা | ৮০% |
ক্রোয়েশিয়া জয়ের সম্ভাবনা | ১৭% |
ড্রয়ের সম্বাভনা | ৩% |
দুই দল খেলেছে | মোট ৪ টি ম্যাচ |
ফিফা বিশ্বকাপে ম্যাচ | ২ টি |
আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচ | ২ টি |
ব্রাজিলের জয় | ৩ টি |
ক্রোয়েশিয়া পরাজয় | ৩ টি |
ড্র হয়েছে | ১ টি |
দুই দলের শেষ দেখা | ২০১৮ সালে |
Brazil vs Croatia world cup হেড টু হেড খেলার পরিসংখ্যান

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচ গুলোতে একে অপরের মুখোমুখি হয়েছে সর্ব মোট ৪ বার।
সর্বমোট ৪ বারের দেখায় ক্রোয়েশিয়া এখনো পর্যন্ত শক্তিশালী ব্রাজিলকে একবারও হারাতে পারেনি।
এই ৪টি ম্যাচের মধ্যে ২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপের মঞ্চে এবং অপর দুটি ম্যাচ হয়েছে ইন্টার্নেশনাল ফ্রেন্ডলি ম্যাচ।
তবে এবারের কাতার বিশ্বকাপ 2022 এর পরিসংখ্যান কখনোই শক্তিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়।
পরিসংখ্যান এবং শক্তিমত্তার দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও একের পর এক অঘটন এবারের বিশ্বকাপ কে রোমাঞ্চকর করে তুলেছে।
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল ১৭ আগস্ট ২০০৫ সালে। সেই ম্যাচে সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল দুটি দল এবং ম্যাচ টির ফলাফল ছিল ১-১ সমতায় ড্র।
এরপর থেকে আর কোনো ম্যাচ ড্র করতে পারেনি কিংবা ব্রাজিলকে হারাতে পারেনি ক্রোয়েশিয়া।
তবে গতবারের রানার্স-আপ হওয়া শক্তিশালী ক্রোয়েশিয়া এবারও ফেভারেট দল হিসেবে কাতার বিশ্বকাপ ২০২২ এ খেলতে এসেছে।
চারটি ম্যাচের মধ্যে এর পরবর্তী দুটি ম্যাচ পর পর বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া।
২০০৬ বিশ্বকাপে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া এবং সেই ম্যাচে ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।
এরপর আবার এই ২ টি দলের মাঝে মুখোমুখি হয়েছিল ২০১৪ বিশ্বকাপে। সেখানেও ব্রাজিলের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরে যায় ক্রোয়েশিয়া।
সর্বশেষ ২০১৮ সালের ৩ জুন আবার ফ্রেন্ডলি ম্যাচে দেখা হয়েছিল এই দুইটি ফেভারিট দলের। সেই ম্যাচেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল তিতের শিষ্যরা।
Brazil vs Croatia head to head World Cup and all macthes – ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ গুলো

SR. | Date | Match | Result |
---|---|---|---|
1 | 17 Aug 2005 | Croatia v Brazil | 1-1 |
2 | 13 Jun 2006 | Croatia v Brazil | 0-1 |
3 | 12 Jun 2014 | Croatia v Brazil | 3-1 |
4 | 03 Jun 2018 | Croatia v Brazil | 2-0 |
মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
আমরা উপরে আপনাদেরকে টেবিল আকারে সম্পূর্ণভাবে দুই দলের পরিসংখ্যান বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।
তবে আপনাদের সুবিধার্থে আমরা সকল খেলার পরিসংখ্যানগুলো টেবিল ব্যতীত সাজিয়ে দিচ্ছি।
ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল পরিসংখ্যান প্রথম দেখা-
- ১৭ আগস্ট ২০০৫
- ম্যাচের ফলাফল- ১-১(ড্র)
- প্রতিযোগিতা- ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া দ্বিতীয় দেখা-
- ১৩ জুন ২০০৬
- ম্যাচের ফলাফল- ১-০
- বিজয়ী দল- ব্রাজিল
- প্রতিযোগিতা- ফিফা বিশ্বকাপ
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া তৃতীয় দেখা-
- ১২ জুন ২০১৪
- ম্যাচের ফলাফল- ৩-১
- বিজয়ী দল- ব্রাজিল
- প্রতিযোগিতা- ফিফা বিশ্বকাপ
ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল চতুর্থ দেখা-
- ৩ জুন ২০১৮
- ম্যাচের ফলাফল- ২-০
- বিজয়ী দল- ব্রাজিল
- প্রতিযোগিতা- ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে?
কাতার এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে ৯ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯ টায় মুখোমুখি হবে গত বছরের রানারআপ দল ক্রোয়েশিয়া এবং পাঁচবারের চ্যাম্পিয়ন এবং বর্তমানে ফিফা রেংকিং ১ নম্বর দল ব্রাজিল।
এই ম্যাচটিকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের মাঝে রয়েছে আলোচনা-সমালোচনার ঢেউ। তাই ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান ২০২২ দেখে আপনারা খেলা দেখতে পারলে আরও ভালো উপভোগ করতে পারবেন।
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ খেলা দেখার উপায়
বর্তমানে বাংলাদেশের দুইটি টিভি চ্যানেল বিশ্বকাপের লাইভ ম্যাচ গুলো সরাসরি সম্প্রচার করছে।
এই দুটি চ্যানেল হচ্ছে-
- G TV (Gazi TV)
- T Sports
মোবাইলে খেলা দেখার এ্যাপস
- Sportzfy
- Toffee
আপনারা টফি অ্যাপস টি গুগল প্লে স্টোরে পেয়ে গেলেও পরবর্তী যে অ্যাপটির নাম উল্লেখ করা হয়েছে সেটি আপনারা গুগলের মাধ্যমে ডাউনলোড করে নিতে হবে।
গুগলে গিয়ে Sportzfy লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন।
আরও পড়ুনঃ
উপসংহার
প্রিয় পাঠকবৃন্দ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বিস্তারিত জানানো হয়েছে।
এবারের কাতার বিশ্বকাপে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া দুটি দলই খুব ফেভারিট দল হিসেবে খেলছে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে সেরা হবে সেটি দেখতে অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী শুক্রবার রাত ৯ টা পর্যন্ত।
এবারের কাতার বিশ্বকাপের সকল ম্যাচগুলোর পরিসংখ্যান এবং লাইভ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
ব্লগিং help, ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত তথ্য জানতে এবং সঠিক ও নির্ভুল তথ্য নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
এবং ফেজবুকে আমাদের ওয়েবসাইট এর আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
১৬ ডিসেম্বর বিজয় দিবস ২০২২, বিজয় দিবস পালনের গুরুত্ব ও তাৎপর্য
ফ্রান্সের ১ টাকা বাংলাদেশের কত টাকা | ফ্রান্সের টাকার মান কত?
তোলারাম কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে? | অনার্সে ভর্তির যোগ্যতা
কিলিয়ান এমবাপে জীবনী | Kylian Mbappé Biography age All Stats