সুপ্রিয় পাঠকবৃন্দ দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট ২০২৩ সম্পর্কে জানতে আপনারা অনেকে গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে কোন কোন প্লেয়ার রয়েছে এবং কারা নতুন জয়েন করতে চলেছে সেই সম্পর্কে জানার আগ্রহ আপনাদের মধ্যে রয়েছে।
2023 সালের খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৬ তম আসর। এই আসরে অত্যন্ত জনপ্রিয় দল হিসেবে রয়েছে দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যেও দলটি সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অধিক।
তাই আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব দিল্লি ক্যাপিটালস এর প্লেয়ারদের সম্পর্কে। এবং নতুন কে কে দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলবেন সেটিও আজকের এই আর্টিকেলে উল্লেখ করব।
পোস্ট সারসংক্ষেপ
দিল্লি ক্যাপিটালস খেলোয়াড় 2023

এখনো পর্যন্ত আইপিএলের আসর অনুষ্ঠিত হয়েছে সর্বমোট ১৫ টি।
২০২৩ সালে যে আইপিএল অনুষ্ঠিত হবে সেই আইপিএল টি হবে আইপিএলের ১৬ তম আসর।
১৫ টি আসরেই দিল্লি ক্যাপিটালস দল অংশগ্রহণ করেছে।
১৫ টি আসরে খেলে দিল্লি ক্যাপিটালস দলের সর্বোচ্চ অর্জন হচ্ছে একবার রানারআপ।
এখনো পর্যন্ত দলটি আইপিএলে একবারও নিজেরা চ্যাম্পিয়নের জায়গাটি দখল করতে পারেনি।
২০২০ সালের আইপিএলে সর্বপ্রথম দলটি ফাইনাল খেলেছিল এবং সে ম্যাচে তারা রানারআপ হয়।
গত আসরে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।
তাই এবারের স্কোয়ারড কেমন হয়েছে এবং কিভাবে তারা দল সাজিয়েছে সেটি দেখে নেব একনজরে।
Sr. | Player Name | Price |
1. | Rilee Rossouw | INR 4.6 crore |
2. | Manish Pandey | INR 2.4 crore |
3. | Mukesh Kumar | INR 5.5 crore |
4. | Ishant Sharma | INR 50 lakh |
5. | Phil Salt | INR 2 crore |
6. | Rishabh Pant (c) | |
7. | David Warner | |
8. | Prithvi Shaw | |
9. | Ripal Patel | |
10. | Rovman Powell | |
11. | Sarfaraz Khan | |
12. | Yash Dhull | |
13. | Mitchell Marsh | |
14. | Lalit Yadav | |
15. | Axar Patel | |
16. | Anrich Nortje | |
17. | Chetan Sakariya | |
18. | Kamlesh Nagarkoti | |
19. | Khaleel Ahmed | |
20. | Lungi Ngidi | |
21. | Mustafizur Rahman | |
22. | Aman Khan | |
23. | Kuldeep Yadav | |
24. | Praveen Dubey | |
25. | Vicky Ostwal |
দলটির ব্যাটিং লাইনআপ কে শক্তিশালী করার জন্য দলে রাখা হয়েছে ডেভিড ওর্নার, রাইলি রুশো, রাভম্যান পাওয়েল, মানিষ পান্ডে, ফিল সল্টদের মত ব্যাটসম্যান।
দিল্লি ক্যাপিটালস সম্পর্কিত বিস্তারিত তথ্য | দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট ২০২৩
দিল্লি ক্যাপিটালস দলে ৮ জন বিদেশি ক্রিকেটার এবং ১৭ জন লোকাল ক্রিকেটার নিয়ে সর্বমোট ২৫ জন ক্রিকেটার নিয়ে পূর্ণ সদস্য এর তালিকা ঘোষণা করেছে। দিল্লি ক্যাপিটালস আইপিএলে তাদের দল সাজিয়েছে ৮ ব্যাটসম্যান।
(ডেভিড ওনার, রাইলি রুশো, রাভম্যান পাওয়েল,যশ দুল, রিশাব পন্ত, ফিল সল্ট, সরফরাজ খান, মানিষ পান্ডে ও পৃথ্বী শ)।
৫ অলরাউন্ডার (অক্সার প্যাটেল, লাটিল ইয়াদাব, ভিকি অস্ট্রল, রিপাল প্যাটেল ও মিসেল মার্শ)।
এছাড়াও দলটিতে আছে এনরিখ নারকিয়া, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, লুঙ্গি নিগিডির মত টি-টোয়েন্টির স্পেশালিস্ট বোলার।
আইপিএল ২০২৩ এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে দামি প্লেয়ার রিশাব পন্ত।
তাকে পেতে দলটি ব্যয় করেছে ১৬ কোটি রুপি।
চলুন দেখে আসি, আইপিএল ২০২৩ দিল্লির ক্যাপিটালস খেলোয়াড় তালিকা।
আরও পড়ুনঃ
দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট ২০২৩ FAQS
উপসংহার
সুপ্রিয়া পাঠকগণ দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট ২০২৩ সম্পর্কে আজকের এই আর্টিকেলের বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনারা দিল্লির প্লেয়ার লিস্ট এবং দিল্লি দল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোন প্রশ্ন বা মতামত তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে।
অনলাইন থেকে ঘরে বসে আয়, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ব্লগিং এবং এছাড়াও খেলাধুলা সংক্রান্ত সকল আর্টিকেলগুলো পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকে সকল আপডেটগুলোর আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে।