সুপ্রিয় পাঠকবৃন্দ ফ্রান্স বনাম ইংল্যান্ড পরিসংখ্যান, হেড টু হেড ম্যাচ সম্পর্কে জানতে আপনারা অনেকেই আগ্রহী। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড সেটি নিশ্চিত হয়েছে।
গতকাল প্রথম ম্যাচে রাত ৯ টায় পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শক্তিশালী ফ্রান্স। এর পরবর্তী ম্যাচে রাত একটায় সেনেগাল কে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শক্তিশালী ইংল্যান্ড।
যাতে করে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স বনাম ইংল্যান্ড দুটি শক্তিশালী দল। এই দলগুলো শক্তিমত্তা ইতিমধ্যেই বিশ্বকাপের মঞ্চে সকলেই দেখেছেন।
তবে হেড টু হেড পরিসংখ্যান এবং কে কতবার জিতেছে সে সম্পর্কে আজকের এই আর্টিকেলের বিস্তারিত আলোচনা করব।
France vs England Stats 2022 – ফ্রান্স বনাম ইংল্যান্ড পরিসংখ্যান ২০২২ ফিফা বিশ্বকাপের পূর্ব পর্যন্ত

ম্যাচ | পরিসংখান |
---|---|
দ্বিতীয় কোয়াটার ফাইনাল | ফ্রান্স বনাম ইংল্যান্ড |
তারিখ | ১১ ডিসেম্বর, শনিবার |
সময় | বাংলাদেশ সময় রাত ১ টা |
ভেনু | আল বায়েত স্টেডিয়াম |
ফ্রান্সের জয়ের সম্ভাবনা | ৪০% |
ইংল্যান্ড জয়ের সম্ভাবনা | ৩১% |
ড্রয়ের সম্বাভনা | ২৯% |
দুই দল খেলেছে | মোট ৩১ টি ম্যাচ |
ফ্রান্সের জয় | ৯ টি |
ইংল্যান্ড পরাজয় | ১৭ টি |
ড্র হয়েছে | ৫ টি |
দুই দলের শেষ দেখা | ২০১৭ সালে |
ইংল্যান্ড সর্বশেষ ৫ ম্যাচ | ৩ টি জয়, ২ টি ড্র |
ফ্রান্সের সর্বশেষ ৫ ম্যাচ | ৩ টি জয়, টি পরাজয় |
এখনো পর্যন্ত ফ্রান্স বনাম ইংল্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাচ গুলোতে মুখোমুখি হয়েছে সর্বমোট ৩১ টি ম্যাচে।
ফ্রান্স বনাম ইংল্যান্ডের ৩১ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স কে ১৭ বার হারতে হয়েছে ইংল্যান্ডের সাথে।
জয়লাভ করেছে করেছে মাত্র ৯ বার।
এবং বাদ বাকি পাঁচটি ম্যাচে ড্র করেছে।
এই দুইজনের মাঝে শেষ খেলা হয়েছিল ২০১৭ সালে।
তাই পরিসংখ্যানের হিসাব অনুযায়ী শক্তিমত্তার বিচার করে কখনোই লাভ হবে না।
বর্তমানে ফ্রান্স দল যেভাবে এগিয়ে যাচ্ছে এবং তাঁরা নিজেদের শক্তিমত্তার পরিচয় যেভাবে তুলে ধরেছে সে ক্ষেত্রে ইংল্যান্ডের চাইতে ফ্রান্সকে আপনি এগিয়ে রাখতে পারেন।
তবে আপনাকে অবশ্যই পরিসংখ্যানের দিকেও তাকাতে হবে। ফ্রান্সকে রীতিমতো লজ্জার মুখে পড়তে হয়েছে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে।
তাই চলুন হাবরা ফ্রান্স বনাম ইংল্যান্ডের পরিসংখ্যানগুলো দেখেনি।
কত সালে কত গোলে হারিয়েছিল সেগুলো জেনে নেয়া যাক।
আরও পড়ুনঃ
ফ্রান্স বনাম ইংল্যান্ড পরিসংখ্যান – ফ্রান্স বনাম ইংল্যান্ড এর মুখোমুখি ম্যাচগুলো
Date | Match | Winner Team | Score | Competition |
10 May 1923 | France v England | England | 1-4 | International Friendly |
17 May 1924 | France v England | England | 1-3 | International Friendly |
21 May 1925 | France v England | England | 2-3 | International Friendly |
26 May 1927 | France v England | England | 0-6 | International Friendly |
17 May 1928 | France v England | England | 1-5 | International Friendly |
09 May 1929 | France v England | England | 1-4 | International Friendly |
14 May 1931 | France v England | France | 5-2 | International Friendly |
06 Dec 1933 | France v England | England | 4-1 | International Friendly |
26 May 1938 | France v England | England | 2-4 | International Friendly |
03 May 1947 | France v England | England | 3-0 | International Friendly |
22 May 1949 | France v England | England | 1-3 | International Friendly |
03 Oct 1951 | France v England | Drawn | 2-2 | International Friendly |
15 May 1955 | France v England | France | 1-0 | International Friendly |
27 Nov 1957 | France v England | England | 4-0 | International Friendly |
03 Oct 1962 | France v England | Drawn | 1-1 | UEFA European Championship |
27 Feb 1963 | France v England | France | 5-2 | UEFA European Championship |
20 Jul 1966 | France v England | England | 2-0 | FIFA World Cup |
12 Mar 1969 | France v England | England | 5-0 | International Friendly |
16 Jun 1982 | France v England | England | 3-1 | FIFA World Cup |
29 Feb 1984 | France v England | France | 2-0 | International Friendly |
19 Feb 1992 | France v England | England | 2-0 | International Friendly |
14 Jun 1992 | France v England | Drawn | 0-0 | UEFA European Championship |
07 Jun 1997 | France v England | England | 0-1 | Tournoi de France |
10 Feb 1999 | France v England | France | 0-2 | International Friendly |
02 Sep 2000 | France v England | Drawn | 1-1 | International Friendly |
13 Jun 2004 | France v England | France | 2-1 | UEFA European Championship |
26 Mar 2008 | France v England | France | 1-0 | International Friendly |
17 Nov 2010 | France v England | France | 1-2 | International Friendly |
11 Jun 2012 | France v England | Drawn | 1-1 | UEFA European Championship |
17 Nov 2015 | France v England | England | 2-0 | International Friendly |
13 Jun 2017 | France v England | France | 3-2 | International Friendly |
আরও পড়ুনঃ
ফ্রান্স বনাম ইংল্যান্ড পরিসংখ্যান FAQS
ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচ কবে?
কোয়ার্টার ফাইনালে স্টেজের চতুর্থ এবং শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ড।
গুরুত্বপূর্ণ এ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর রবিবার রাত ১ টায়।
উপসংহার
সুপ্রিয় পাঠকবৃন্দ ফ্রান্স বনাম ইংল্যান্ড পরিসংখ্যান সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বিস্তারিত জানানো হয়েছে।
মূলত এবারের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স এবং শক্তিশালী দল ইংল্যান্ড।
কোয়ার্টার ফাইনালের ম্যাচ গুলো কে ঘিরে নানা ধরনের আয়োজন এবং উত্তেজনা রয়েছে আপনাদের মাঝে।
যাতে করে আপনাদের সকল দলগুলোর সম্পর্কে জানতে সুবিধা হয় তাই আমরা প্রতিটি ম্যাচের পরিসংখ্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
অবশ্যই ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট এবং সেইসাথে আমাদের ফেসবুক পেইজে ফলো করে যুক্ত থাকবেন সকল খেলার নিউজ গুলো পেতে।