জিপি ৩০০ মিনিট কেনার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের জানাবো। গ্রামীণফোন মিনিট অফার সম্পর্কে বর্তমানে অনেকেই জানেন। বর্তমানে 30 দিন মেয়াদে 300 মিনিট অফার ক্রয়ে অনেক জিপি গ্রাহক আগ্রহী।
ঠিক কত টাকা রিচার্জে জিপি 300 মিনিট অফার গ্রাহকদের জন্য উপলব্ধ এবং জিপি 300 মিনিট অফার কোড এবং জিপি ফ্লেক্সিপ্লান অ্যাপ এ 300 মিনিট কত টাকায় পাওয়া যায় এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পাবেন আজকের এই পোস্টে।
গ্রামীণফোন গ্রাহক ইচ্ছে করলেই নির্দিষ্ট পরিমাণ রিচার্জে যেকোনো জিপি মিনিট অফার চালু করতে পারেন। এছাড়াও তাদের মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে সহজেই যেকোন মিনিট অফার ক্রয় করতে পারেন।
এখানে উল্লেখ্য যে আপনি যদি কোনো গ্রামীণফোন মিনিট অফার থেকে সর্বোচ্চ পরিমাণ মিনিটের চিন্তা করে থাকেন তবে অবশ্যই গ্রামীণফোন রিচার্জ মিনিট অফার ব্যবহারের পরামর্শ দেব আপনাকে।
জিপি ৩০০ মিনিট কেনার নিয়ম কি?

গ্রামীণফোন বা জিপি ৩০০ মিনিট অফার ক্রয় করতে সরাসরি 199 টাকা রিচার্জ করুন।
সরাসরি 199 টাকা রিচার্জে গ্রামীণফোনে আপনাকে 300 মিনিট 10 মিনিট প্রদান করবে এছাড়াও জিপি ৩০০ মিনিট অফার কোড *121*4018# ব্যবহার করা যেতে পারে।
মনে রাখবেন বর্তমানে জিপি 300 মিনিট ক্রয়ে মিনিটের সাথে গ্রাহকদের ২৫০ এমবি ফ্রি ইন্টারনেট প্রদান করছে।
এছাড়াও এই অফারটি আপনি মাই জিপি ফ্লেক্সিপ্লান অ্যাপস থেকে সহজেই ক্রয় করতে পারবেন।
জিপি ৩০০ মিনিট ক্রায় পদ্দতি | টাকা/ কোড |
---|---|
রিচার্জ | ১৯৯ টাকা |
এক্টিভেশন কোড | *১২১*৪০১৮# |
মাই জিপি অ্যাপ | ১৯৯ টাকা |
বর্তমানে জিপি সিমে ৩০০ মিনিট কিনতে ১৯৯ টাকা প্রয়োজন।
প্রিয় জিপি গ্রাহক জিপি ৩০০ মিনিট ক্রয়ের কোড হচ্ছে *১২১*৪০১৮#।
এখন জিপি সিমে ১৯৯ টাকা রিচার্জ ৩১০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট পাওয়া যায় ৩০ দিন মেয়াদে।
আরও পড়ুনঃ
বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট কত? একটি একাউন্ট থেকে মাসে কত টাকা লেনদেন করা যায়
উপসংহার,
আশা করি আপনি জিপি ৩০০ মিনিট অফার ক্রয়ের নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।
বাংলাদেশের জনপ্রিয় টেলিকম অপারেটর গ্রামীণফোনের মিনিট অফার ইন্টারনেট অফার কলরেট অফার এসএমএস অফার সম্পর্কে আপডেট পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।
এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।