সুপ্রিয় পাঠকবৃন্দ কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় তালিকা সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আইপিএলের অন্যতম একটি দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রতি বছরই এই দলের খেলোয়াড়দের মান থাকে খুবই ভালো।
প্রতিবারের মতো এবারও আইপিএল ২০২৩ এর আসরে শক্তিশালী টিম গঠন করেছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস কে দলে ভিড়িয়ে একটি পূর্ণ বাঙালি দল হিসেবে আইপিএলে অংশগ্রহণ করবে কলকাতা।
কেমন হয়েছে এবারের আইপিএলে কলকাতার দল এবং নতুন যাদেরকে দলে নেয়া হয়েছে তাদের মূল্য কত সেটি এখন আমরা জানবো।
পোস্ট সারসংক্ষেপ
কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার লিস্ট ২০২৩

আইপিএলের মিনি নিলাম শেষে এখনো পর্যন্ত সর্বমোট ২২ জন প্লেয়ার নিয়ে দল সাজিয়েছে কলকাতা।
ভারতের অন্যতম হার্ডহিটার সিরাস আইয়ার কে ক্যাপ্টেন করে এবারও মাঠে নামবে কলকাতা।
দলের মধ্যে নতুন চমক হচ্ছেন বাংলাদেশের পোস্টার সাকিব আল হাসান এবং লিটন দাস।
লিটন দাস এবারে সর্বপ্রথম আইপিএলে ডাক পেয়েছেন এবং কলকাতার হয়ে তিনি এবার সর্বপ্রথম আইপিএল খেলবেন।
চলুন এবার কলকাতা নাইট রাইডার্স এর খেলোয়াড় কেমন হয়েছে এবং যারা নতুন এসেছে তাদের মূল্য কত সেটি আমরা জেনে নেব।
Sr. | Player list | new player price |
1. | Shakib Al Hasan | INR 1.5 crore |
2. | Mandeep Singh | INR 50 lakh |
3. | Litton Das | INR 50 lakh |
4. | Kulwant Khejroliya | INR 20 lakh |
5. | David Wiese | INR 1 crore |
6. | Suyash Sharma | INR 20 lakh |
7. | Vaibhav Arora | INR 60 lakh |
8. | N. Jagadeesan | INR 90 lakh |
9. | Shreyas Iyer (c) | |
10. | Nitish Rana | |
11. | Rahmanullah Gurbaz | |
12. | Venkatesh Iyer | |
13. | Andre Russell | |
14. | Sunil Narine | |
15. | Shardul Thakur | |
16. | Lockie Ferguson | |
17. | Umesh Yadav | |
18. | Tim Southee | |
19. | Harshit Rana | |
20. | Varun Chakravarthy | |
21. | Anukul Roy | |
22. | Rinku Singh |
আইপিএল ২০২৩ এ কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়ার গুলো কেমন হয়েছে সেটি আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আরও পড়ুনঃ
কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক কে
বর্তমানের ভারতের অন্যতম হার্ড হিটার এবং ভরসাযোগ্য প্লেয়ার Shreyas Iyer হচ্ছেন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক।
ভারত বনাম বাংলাদেশের অনুষ্ঠিত দুটি টেস্ট ম্যাচের মাঝে কিছুদিন আগেও তিনি খুবই ভালো খেলেছেন।
দ্বিতীয় টেস্টে নিজের স্কিলের পরিচয় দিয়ে নিজের দলকে জিতেছে।
ভারতের অবস্থা যখন খুবই করুণ এবং আর মাত্র তিন উইকেট নিলেই বাংলাদেশ ম্যাচটি জিতে যায় ঠিক সেইসময় Shreyas Iyer নিজের দলের ম্যাচটি জিতে ছিলেন।
কলকাতা নাইট রাইডার্স পূর্ণাঙ্গ দল | কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড়
সাকিব আল হাসান (INR ১.৫ কোটি), মনদীপ সিং (INR ৫০ লাখ), লিটন দাস (INR ৫০ লাখ), কুলবন্ত খেজরোলিয়া (INR ২০ লাখ), ডেভিড Wiese (INR ১ কোটি), সুয়শ শর্মা (INR ২০ লাখ), বৈভব অরোরা (INR ৬০ লাখ), এন. জগদীসান (INR ৯০ লাখ), শ্রেয়াস আইয়ার (c), নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, রিংকু সিং।
কলকাতা নাইট রাইডার্স মালিক
প্রতিবছরের মতো এবারও কলকাতা নাইট রাইডার্স দলটি ক্রয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান।
তিনি বলিউডের মুভি করতে যেমন খুবই পরিচিত এবং জনপ্রিয় ঠিক তেমনই ক্রিকেটের কলকাতা নাইট রাইডার্স দলটিকে করেও তিনি খুবই জনপ্রিয়।
এবারের কলকাতা নাইট রাইডার্স এর দলটির নাম পরিবর্তন হতে পারে সেটি ইতিমধ্যে জানা গিয়েছে।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর নতুন নাম হতে পারে গ্লাক্সি অফ নাইট।
তবে এখনো পর্যন্ত এই নামটি কে গ্রহণযোগ্যতা দেয়া হয়নি।
কলকাতার প্রথম ম্যাচেই হয়তো বা এটি জানানো হবে যে দলটির আগের নাম থাকবে নাকি নতুন নামে মাঠে নামবে কলকাতা।
আরও পড়ুনঃ
কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় FAQS
উপসংহার
প্রিয় পাঠকবৃন্দ কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় তালিকা ২০২৩ আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এছাড়াও কোন কোন প্লেয়ার এবারের নতুন কলকাতার দলে যুক্ত হয়েছে সেটিও আপনাদের আজকের এই আর্টিকেলে বলা হয়েছে।
যদি আজকের এই আর্টিকেল থেকে আপনাদের কোন কিছু বুঝতে অসুবিধা হয় এবং আপনারা যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোন প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান।
আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আইপিএল, বিপিএল এবং সকল ধরনের ক্রিকেট ও ফুটবলের আপডেট গুলো সবার আগে পেয়ে যাবেন।
তাই অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।