লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় 2023 | কিভাবে দল সাজানো হয়েছে দেখুন

প্রিয় পাঠকগণ লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় তালিকা 2023 সম্পর্কে জানতে আপনারা অনেকে গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সাথে লখনউ সুপার জায়ান্টসের খেলোয়াড় এবং এই দলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

এবারের আইপিএলের মিনি নিলাম শেষে প্রায় প্রতিটি দল প্রস্তুত হয়ে গিয়েছে আইপিএলের আসর শুরু করার জন্য দিন গুনছে। সেইসাথে পুরো বিশ্বে আইপিএল কে ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে।

কেননা আইপিএল হয়েছে টি-টোয়েন্টি লিগ গুলোর মধ্যে সবচেয়ে সেরা এবং পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আইপিএলের অন্যতম একটি দল লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় লিস্ট এবং থেকে নতুন এসেছেন দলের সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় তালিকা ২০২৩

লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় তালিকা ২০২৩
লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় তালিকা ২০২৩

কে এল রাহুল এর নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টস দলটি গত বারও দারুন সিজন কাটিয়েছে।

এবারও সেই কেল রাহুল কে ক্যাপ্টেন করে লখনউ সুপার জায়ান্টস দল গুছিয়েছে।

এছাড়াও নতুন ১০ জন কে নিয়ে এবারে সর্বমোট ২৫ জনের দল সাজিয়েছে দলটি।

চলুন কেমন হয়েছে লখনউ সুপার জায়ান্টস এর প্লেয়ার লিস্ট সে সম্পর্কে বিস্তারিত দেখে নেয়া যাক।

Sr.Player NamePrice
1.Yudhvir CharakINR 20 lakh
2.Naveen-ul-HaqINR 50 lakh
3.Swapnil SinghINR 20 lakh
4.Prerak MankadINR 20 lakh
5.Amit MishraINR 50 lakh
6.Daniel SamsINR 75 lakh
7.Romario ShepherdINR 50 lakh
8.Yash ThakurINR 45 lakh
9.Jaydev UnadkatINR 50 lakh
10.Nicholas PooranINR 16 crore
11.KL Rahul (c)
12.Ayush Badoni
13.Karan Sharma
14.Manan Vohra
15.Quinton de Kock
16.Marcus Stoinis
17.Krishnappa Gowtham
18.Deepak Hooda
19.Kyle Mayers
20.Krunal Pandya
21.Avesh Khan
22.Mohsin Khan
23.Mark Wood
24.Mayank Yadav
25.Ravi Bishnoi
লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় তালিকা ২০২৩

লখনউ সুপার জায়ান্টস দলটির নতুন চমক হচ্ছে নিকোলাস পুরান।

এবারে নিকোলাস পুরান কে ১৬ কোটি রুপি দিয়ে ক্রয় করেছে দলটি।

এছাড়াও আফগানিস্তানের অন্যতম বলার নবীন-উল-হক কে দলে ফিরিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস।

কেমন হয়েছে লখনউ সুপার জায়ান্টস প্লেয়ার সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।

লখনউ সুপার জায়ান্টস পূর্ণাঙ্গ দল 

নতুন দলে এসেছেন–

যুধবীর চরক (২০ লাখ রুপি), নবীন-উল-হক (৫০ লাখ রুপি), স্বপ্নিল সিং (২০ লাখ রুপি), Prerak Mankad (২০ লাখ রুপি), অমিত মিশ্র (৫০ লাখ রুপি), ড্যানিয়েল সামস (৭৫ লাখ রুপি) , রোমারিও শেফার্ড (৫০ লাখ রুপি), যশ ঠাকুর (৪৫ লাখ রুপি), জয়দেব উনাদকাট (৫০ লাখ রুপি), নিকোলাস পুরান (১৬ কোটি রুপি)।

আগে থেকেই যারা দলে ছিলেন-

কেএল রাহুল (c), আয়ুশ বাদোনি, করণ শর্মা, মনন ভোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টোইনিস, কৃষ্ণাপ্পা গৌথাম, দীপক হুডা, কাইল মায়ার্স, ক্রুনাল পান্ড্য, আভেশ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই।

আরও পড়ুনঃ

সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় 2023

রাজস্থান রয়্যালস খেলোয়াড় 2023

আইপিএল কবে শুরু হবে ২০২৩

লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় FAQS

লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় 2023?

যুধবীর চরক, নবীন-উল-হক, স্বপ্নিল সিং, Prerak Mankad, অমিত মিশ্র, ড্যানিয়েল সামস, রোমারিও শেফার্ড, যশ ঠাকুর, জয়দেব উনাদকাট, নিকোলাস পুরান, কেএল রাহুল (c), আয়ুশ বাদোনি, করণ শর্মা, মনন ভোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টোইনিস, কৃষ্ণাপ্পা গৌথাম, দীপক হুডা, কাইল মায়ার্স, ক্রুনাল পান্ড্য, আভেশ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই।

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে?

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হচ্ছে কে এল রাহুল।

এবারে লখনউ সুপার জায়ান্টসের দলে সবচেয়ে দামি খেলোয়াড় কে?

লখনউ সুপার জায়ান্টসের দলে সবচেয়ে দামি খেলোয়াড় হচ্ছে নিকোলাস পুরান।

উপসংহার 

প্রিয় পাঠকবৃন্দ লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় সম্পর্কে আজকের এই আর্টিকেলের বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে একবার আপনারা লখনউ সুপার জায়ান্টস প্লেয়ার তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আপনাদের যদি আজকের এই আর্টিকেলের বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।

এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট থেকে খেলাধুলা সংক্রান্ত যেমন- আইপিএল, বিপিএল, ক্রিকেট এবং ফুটবল সকল ধরনের আর্টিকেলগুলো পেয়ে যাবেন।

এর পাশাপাশি আপনারা আমাদের ওয়েবসাইটে অনলাইন ইনকাম সংক্রান্ত আর্টিকেল পাবেন।

তাই অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে

আরও পড়ুনঃ

পাঞ্জাব কিংস খেলোয়াড় 2023

গুজরাট টাইটান্স খেলোয়াড় ২০২৩

মুম্বাই ইন্ডিয়ান্স টিম 2023

Leave a Comment

14 + 9 =

%d bloggers like this: