প্রিয় পাঠকবৃন্দ মুম্বাই ইন্ডিয়ান্স টিম 2023 সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করেছেন। প্রতিবারের খুবই শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স এবার কেমন দল সাজিয়েছে এবং তাদের দলে নতুন কে কে যুক্ত হয়েছে সে সম্পর্কে জানার আগ্রহ ক্রিকেটপ্রেমীদের মাঝে রয়েছে।
আইপিএলে দারুন সকল আকর্ষণীয় খেলার উপহার দিয়ে থাকে মুম্বাই ইন্ডিয়ান দলটি। ইন্ডিয়ার ভরসাযোগ্য অন্যতম প্লেয়ার রোহিত শর্মা অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
এবারও কতজন প্লেয়ার কে নতুন করে নিলামে ক্রয় করেছে এবং পুরোপুরি স্কোয়ারড কেমন হয়েছে সেই সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব।
পোস্ট সারসংক্ষেপ
মুম্বাই ইন্ডিয়ান্স খেলোয়াড় ২০২৩ | মুম্বাই ইন্ডিয়ান্স টিম 2023

ভারতীয় হার্ডহিটার রোহিত শর্মাকে ক্যাপ্টেন করে আবারো দল সাজিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এছাড়া ভারতীয় টি-টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ার সুরিয়া কুমার ইয়াদাভ এবং ঈশান কিশান রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে।
জোফরা আর্চার, জাসপ্রিত ভোমরা, টিম ডেভিড সহ পরিপূর্ণ দল এবারও রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের।
কেমন হয়েছে এবারের মুম্বাই ইন্ডিয়ান্স দল চলুন আজকের এই আর্টিকেলের মাধ্যমে সম্পূর্ণ ভাবে সেটি জানার চেষ্টা করব।
সর্বমোট ২৪ জন নিয়ে দল গঠন করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের।
মুম্বাই ইন্ডিয়ানস স্কোয়ার্ড-
Sr. | Player Name | Price |
---|---|---|
1 | Raghav Goyal | INR 20 lakh |
2 | Nehal Wadhera | INR 20 lakh |
3 | Shams Mulani | INR 20 lakh |
4 | Vishnu Vinod | INR 20 lakh |
5 | Duan Jansen | INR 20 lakh |
6 | Piyush Chawla | INR 50 lakh |
7 | Jhye Richardson | INR 1.5 crore |
8 | Cameron Green | INR 17.5 crore |
9 | Rohit Sharma (c) | |
10 | Tim David | |
11 | Ramandeep Singh | |
12 | Tilak Varma | |
13 | Suryakumar Yadav | |
14 | Ishan Kishan | |
15 | Tristan Stubbs | |
16 | Dewald Brevis | |
17 | Jofra Archer | |
18 | Jasprit Bumrah | |
19 | Arjun Tendulkar | |
20 | Arshad Khan | |
21 | Kumar Kartikeya | |
22 | Hrithik Shokeen | |
23 | Jason Behrendorff | |
24 | Akash Madhwal |
ক্যামেরন গ্রিন এবং ঝাই রিচার্ডসন সহ আরো ছয়জনকে নতুন করে দলে নিয়ে দলকে আরও শক্তিশালী করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
কেমন হয়েছে এবারের মুম্বাই ইন্ডিয়ান্সের দল সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
মুম্বাই ইন্ডিয়ান্স পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা
নতুন করে দলে এসেছেন–
রাঘব গয়াল (২০ লাখ রুপি), নেহাল ওয়াধেরা (২০ লাখ রুপি), শামস মুলানি (২০ লাখ রুপি), বিষ্ণু বিনোদ (২০ লাখ রুপি), ডুয়ান জানসেন (২০ লাখ রুপি), পীযূষ চাওলা (৫০ লাখ রুপি), ঝিয়ে রিচার্ডসন (১.৫ কোটি রুপি), ক্যামেরন গ্রিন (১৭.৫ কোটি রুপি)।
আগে থেকেই যারা দলে ছিলেন-
রোহিত শর্মা (c), টিম ডেভিড, রমনদীপ সিং, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, ট্রিস্তান স্টাবস, ডিওয়াল্ড ব্রেভিস, জোফরা আর্চার, জাসপ্রিত বুমরাহ, অর্জুন টেন্ডুলকার, আরশাদ খান, কুমার কার্তিকেয়, হৃতিক শোকিন, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল।
আরও পড়ুনঃ
মুম্বাই ইন্ডিয়ান্স টিম 2023 FAQS
উপসংহার
সুপ্রিয় পাঠকবৃন্দ মুম্বাই ইন্ডিয়ান্স টিম 2023 সম্পর্কে আজকের এই আর্টিকেলের বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের দলটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান।
আপনারা যদি আইপিএল অথবা বিপিএল কিংবা অন্যান্য ক্রিকেট বা ফুটবল সম্পর্কে প্রতিদিন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন থেকে ঘরে বসে আয় এবং নানান ধরনের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক আর্টিকেলগুলো পেয়ে যাবেন।
তাই আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পাশাপাশি জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে।