Nagad Send Money Charge | নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ কত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Nagad send money charge কত? হাঁ বন্ধুরা নগদ একাউন্ট থেকে নগদে সেন্ড মানি চার্জ কত এই বিষয়ে আজকে আপনাদের জানাবো। নগদ সেন্ড মানি চার্জ এবং লিমিট সম্পর্কে জানতে আপনি সম্পূর্ণ পোস্ট পড়ুন। 

বাংলাদেশের জনপ্রিয় এই মোবাইল ব্যাংকিং সেবার টি মূলত গ্রাহকদের কাছে বিশেষ পরিচিত হয়েছে তার গ্রাহকবান্ধব সুবিধাসমূহঃ এর কারণেই।দেশের অন্যান্য যেকোন মোবাইল ব্যাংকিং এর তুলনায় মানি চার্জ এবং ক্যাশ আউট চার্জ কম। 

তবে নতুন মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করতে যাওয়া গ্রাহকদের জন্য এই মোবাইল ব্যাংকিং সেবার চার্জ সম্পর্কে বিস্তারিত জানা অত্যন্ত জরুরী।

Nagad send money charge 

Nagad send money charge is free from the Nagad app. However, if you send money by dialing the Nagad USSD code, you will be charged Tk 4 per transaction.

nogod balance check code

নগদ সেন্ড মানি চার্জ কত? 

নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ কত
নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ কত

For instance, নগদ সেন্ড মানি ফ্রি! তবে নগদে থেকে নগদে ফ্রি সেন্ড মানি মানি করতে আপনাকে নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করতে হবে।

অ্যাপস থেকে আপনার লিমিট থাকা পর্যন্ত আপনি ফ্রি সেন্ড মানি করতে পারবেন।

তবে লক্ষণীয় বিষয় হচ্ছে অ্যাপস ব্যবহার না করলে সেন্ড মানি করার ক্ষেত্রে নগদ কিছু চার্জ করে থাকে। এই চার্জের পরিমাণ কম অন্যান্য যেকোন মোবাইল ব্যাংকিং সেবার থেকে।

প্রতিটি সফল সেন্ড মানি লেনদেনে আপনার কাছ থেকে নগদ সেন্ড মানি চার্জ হবে ৪ টাকা। তবে প্রতিটি সফল ট্রানজেকশন নগদ ডায়াল কোড ব্যবহারে।  

মনে রাখবেন সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত একবারে নগড থেকে নগদ নাম্বারে সেন্ড মানি করা যায়।  

লক্ষণীয় বিষয় হচ্ছে একবারে আপনি যদি নগদ ইউএসএসডি কোড ব্যবহার করে ৫০ টাকা সেন্ড করেন তবে আপনার কাছ থেকে চার টাকা Nagad Send Money Charge হবে। 

আবার আপনি যদি নগদ ইউএসএসডি কোড ডায়াল করে ২৫০০০ টাকা সেন্ড মানি করেন, তবেও আপনার কাছ থেকে ৪ টাকায় কাটা হবে। 

রবি মিনিট কেনার কোড

Robi 1000 Minute offer 

Banglalink minute offer

What is Nagad send Money? নগদ সেন্ড মানি মানে কি?

প্রিয় পাঠক মোবাইল ব্যাংকিং সেবার মূল উদ্দেশ্যই হচ্ছে গ্রাহককে সহজে টাকা স্থানান্তরের সুবিধা দেওয়া।

একটি ব্যক্তিগত নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে অন্য আরেকটি ব্যক্তিগত নগদ মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকা সেন্ড করার পদ্ধতিকে নগদ সেন্ড মানি বলা হয়ে থাকে। 

কিভাবে নগদ থেকে নগদে টাকা সেন্ড করতে হয়? 

অন্যান্য সকল মোবাইল ব্যাংকিং সেবার মত নগদ মোবাইল ব্যাংকিং সেবায় সেন্ড মানি আপনি দুই ভাবে করতে পারেন। একটি হচ্ছে নগদ মোবাইল অ্যাপস ব্যবহার করে এবং অন্যটি হচ্ছে নগদ ইউএসএসডি কোড ব্যবহার করে।

নগদ ইউএসএসডি কোড ব্যবহার করে send money করতে- 

১। নগদ মোবাইল মেন্যু ওপেন করুন

২। যাকে টাকা পাঠাতে চান তার নম্বর লিখুন

৩। টাকার পরিমাণ লিখুন

৪। এক অথবা একাধিক শব্দের একটি রেফারেন্স দিন ( যেমন, ১, ১১, ২২ , aa, abc ইত্যাদি )

৫। লেনদেন সম্পন্ন করতে আপনার নগদ মোবাইল মেন্যুর গোপন চার সংখ্যার পিন প্রদান করুন। 

উপরোক্ত ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি নগর থেকে যেকোনো নাম্বারে সহজেই সেন্ড মানি করতে পারবেন।

GP internet offer

Robi internet offer

Banglalink minute offer

Nagad Send Money form apps

Nagad Send Money charge অ্যাপস Free হওয়ায় অনেকেই অ্যাপস ব্যবহারে আগ্রহী।  নগদ অ্যাপস থেকে সেন্ড মানি করতে আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকা জরুরি।

 প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপস টি ইন্সটল করে নিন। 

অ্যাপটি সফলভাবে ইনস্টল পরবর্তী নগদ একাউন্টে প্রবেশ করলেই সর্বপ্রথম আপনি সার্ভিসসমূহ সেকশনে সেন্ড মানি লেখা দেখতে পাবেন। 

সেন্ড মানি বাটনে ট্যাপ করলে আপনাকে যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন ওই প্রাপকের নাম্বার দেয়ার জন্য বলা হবে।

নাম্বার দেওয়ার পরে পরবর্তী মেনুতে পিন কোড দিয়ে আপনি সহজেই নগদ সেন্ড মানি সম্পন্ন করতে পারবেন অ্যাপ থেকে। 

নগদ অ্যাপস থেকে সেন্ড মানি করলে নাম্বার এবং টাকার পরিমাণ উল্লেখ ও পিন কোড দেয়ার পরবর্তী আপনাকে সমস্ত তথ্য গুলো এক জায়গায় দেখানো হবে। 

সকল তথ্য গুলো ভালোভাবে মিলিয়ে নিন এবং মোবাইলের স্ক্রিনের নিচের অংশে থাকা “ট্যাপ করুন বাটনে” করে ধরে রাখুন। তবেই আপনার সেন্ড মানি সফল ভাবে সম্পন্ন হবে। 

Nagad Send Money Limit | নগদ সেন্ড মানি লিমিত কত? 

একটি ব্যক্তিগত নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে একজন সাধারণ গ্রাহক প্রতি মাসে দেড় লক্ষ টাকা পর্যন্ত যেকোনো নগদ ব্যক্তিগত নাম্বারে সেন্ড করতে পারেন।

 তাই আমরা বলতে পারি নগদ সেন্ড মানি লিমিট মাসে 1,50,000 টাকা। 

নগদে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায়

আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন সর্বনিম্ন কত টাকা সেন্ড করতে পারবেন একটি নগদ একাউন্ট থেকে, পাঠক বর্তমানে নগদে সর্বনিম্ন ৫০ টাকা সেন্ড মানি করা যায়। অর্থাৎ আপনি আপনার নগদ একাউন্ট থেকে অন্য নগদ পার্সোনাল নাম্বারে 50 টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন।

নগদে সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করা যায়

নগদে এক দিনে সর্বোচ্চ ৩০০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করা যায়। তবে আপনি প্রতিমাসে একটি নগদ পার্সোনাল একাউন্ট থেকে অন্য নগদ পার্সোনাল অ্যাকাউন্টে ১৫০০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন।

নগদ একাউন্টের সুবিধা

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ

Can we send money through Nagad?

Within Bangladesh, you can easily send money to any cash number.

How can I transfer money from Nagad to Nagad?

You can use the send money method to transfer Nagad to Nagad. Please dial * 167 # to transfer money from Nagad to Nagad. Then select Option Send Money from the Nagad menu, Enter the Nagad number, amount of money and enter your PIN code to easily send money.

নগদে টাকা পাঠানোর পদ্ধতি?

বন্ধুরা নগদে টাকা পাঠানোর পদ্ধতি হচ্ছে আপনি আপনার নিজের নগদ নম্বর থেকে সেন্ড মানি করে টাকা সেন্ড করতে পারবেন। অথবা নগদ এজেন্ট পয়েন্ট থেকে যে কন নগদ নম্বরে চাশ ইন করতে পারেন।

নগদে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?

একটি ব্যক্তিগত নগদ নম্বর থেকে অন্য আরেকটি ব্যক্তিগত নগদ নাম্বারে একদিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত টাকা সেন্ড মানি করা যায়। প্রতি মাসে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন একজন নগদ পার্সোনাল গ্রাহক যেকোনো নগদ নাম্বারে।

In conclusion,

আশা করি,  আপনি Nagad Send Money charge সম্পর্কে জানতে পেরেছেন। নগদ মোবাইল ব্যাংকিং সেন্ড মানি চার্জ সহ নগদ এর সকল সেবা সম্পর্কে জানতে আপনি আমাদের কমেন্ট করতে পারেন।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

ধন্যবাদ। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।