NEIR কি: ১ জানুয়ারি ২০২৬ চালু হচ্ছে NEIR, মোবাইল ব্যবহারে সর্তকতা জরুরী

বাংলাদেশে মোবাইল ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে আসছে NEIR। অনেকেই শুনছেন যে ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে NEIR চালু হবে এবং চালুর পর মোবাইল কেনা, সিম ব্যবহার, ডিভাইস রেজিস্ট্রেশন, সব কিছু নতুন নিয়মে চলবে।

কিন্তু NEIR কি, কেন এটি চালু হচ্ছে, ব্যবহারকারীর জন্য এতে কী ঝুঁকি বা সুবিধা থাকবে—এসব বিষয় পরিষ্কার না হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন।

তাই NEIR সম্পর্কে আগেই জানা জরুরি এবং নিজের সিম–ডিভাইস ঠিকভাবে রেজিস্টার আছে কি না তা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ।

মূলত NEIR চালুর পর প্রতিটি মোবাইল ফোনের পরিচয় সরকারিভাবে নথিভুক্ত থাকবে। আপনার ফোন কোন উৎসের, কে ব্যবহার করছে, কোন সিম এতে রেজিস্টার আছে—এসব তথ্য সিস্টেমে সংরক্ষিত থাকবে।

এতে যেমন নিরাপত্তা বাড়বে, তেমনই হারানো ফোন উদ্ধার বা ব্লক করাও সহজ হবে।

তবে নিয়মগুলো না বুঝে মোবাইল পরিবর্তন, সিম হস্তান্তর বা বিদেশ থেকে ফোন আনার চেষ্টা করলে বিপাকে পড়তে পারেন।

Content Summary

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NEIR কি?

NEIR বা National Equipment Identity Register হলো একটি কেন্দ্রীয় ডাটাবেস, যেখানে বাংলাদেশের সব মোবাইল ফোনের IMEI নম্বর রেজিস্টার থাকবে। এর মাধ্যমে জানা যাবে কোন ফোন অফিসিয়াল, কোনটি আনঅফিশিয়াল, কোনটি চুরি গেছে বা কোনটি অন্য কারও NID দিয়ে রেজিস্টার করা।

Above all, NEIR চালুর পর ফোন নেটওয়ার্কে ব্যবহারের আগে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে ডিভাইসটি অনুমোদিত কি না।

NEIR কবে চালু হবে?

সরকারের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে NEIR সিস্টেম ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে। এই তারিখের আগে আপনাকে নিজের সব সিম কোন NID দিয়ে রেজিস্টার করা আছে তা *16001# ডায়াল করে যাচাই করে নিতে হবে।

চালুর পর নতুনভাবে নেটওয়ার্কে যুক্ত হওয়া বিদেশি ফোন বা আনঅফিশিয়াল ফোন স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে না। সেগুলোকে স্পেশাল রেজিস্ট্রেশন করতে হবে।

আরও পড়ুনঃ বাংলালিংক নিয়ে এলো ওয়াইফাই কলিং (VoWiFi) সুবিধা

কেন NEIR সম্পর্কে সতর্কতা প্রয়োজন

NEIR কি

NEIR চালুর পর আপনার ফোনে থাকা সিমগুলো আপনার ডিভাইসের সাথে রেজিস্টার হয়ে যাবে।

যদি কোনো সিম আপনার নয় বা অন্য কারও NID দিয়ে রেজিস্টার করা থাকে, তাহলে সিম রিমুভ করার আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে।

ডি-রেজিস্ট্রেশনের জন্য ওই NID-এর শেষ চার ডিজিট লাগবে। তাই সিম কোন NID দিয়ে রেজিস্টার তা না জানা থাকলে পরবর্তীতে ফোন বদল করা বা সিম পরিবর্তনে সমস্যা হতে পারে।

এ ছাড়া বিদেশি বা আনঅফিশিয়াল ফোন ১৬ ডিসেম্বরের পরে নেটওয়ার্কে যুক্ত হতে চাইলে বিশেষ রেজিস্ট্রেশন প্রয়োজন হবে।

কাজেই আগেই যাচাই করে নেওয়া নিরাপদ।

আরও পড়ুনঃ বাংলালিংক মোবাইল ব্যাংকিং সেবা কবে শুরু হবে ও কি কি সুবিধা পাবেন

NEIR কিভাবে কাজ করে

NEIR মূলত তিনটি ধাপে কাজ করে।

প্রথম ধাপে ফোনের IMEI চেক হয়। সিস্টেম যাচাই করে ডিভাইসটি অফিসিয়াল, আনঅফিশিয়াল বা অনুমোদনহীন কিনা।

দ্বিতীয় ধাপে নির্ধারণ হয় কোন সিম কোন ডিভাইসে রেজিস্টার। ব্যবহারকারী সিম পরিবর্তন করলে বা ফোন বিক্রি করলে ডিভাইস ডি-রেজিস্টার করতে হবে।

তৃতীয় ধাপে হারানো ফোন ব্লক করা, অবৈধ ফোন শনাক্ত করা এবং বিদেশি ফোনকে সীমিত সময় ব্যবহারযোগ্য করার মতো সুবিধা পাওয়া যায়।

NEIR ওয়েবসাইট থেকে ফোনের স্ট্যাটাস যাচাই, ডি-রেজিস্ট্রেশন বা স্পেশাল রেজিস্ট্রেশন করা যাবে।

আরও পড়ুনঃ বিয়ে ও তালাক আর গোপন থাকবে না, শুরু হচ্ছে ডিজিটাল নিবন্ধন

NEIR চালুর পর মোবাইল কিভাবে কিনতে হবে

চালুর পর নতুন ফোন কেনার আগে অবশ্যই ফোনের IMEI চেক করতে হবে।

ফোনটি অফিসিয়াল কিনা তা NEIR ওয়েবসাইটে ভেরিফাই করা যাবে।

অফিসিয়াল ফোন হলে নেটওয়ার্কে যুক্ত হওয়ার সাথে সাথেই রেজিস্টার হয়ে যাবে।

যদি বিদেশ থেকে ফোন আনেন, তাহলে সেটি ১৬ ডিসেম্বরের পর নেটওয়ার্কে যুক্ত হলে স্পেশাল রেজিস্ট্রেশন করতে হবে।

আর ব্যবহৃত ফোন কিনতে চাইলে বিক্রেতাকে দিয়ে ডি-রেজিস্ট্রেশন করিয়ে নিন, না হলে আপনার সিম রেজিস্টার হবে না।

আরও পড়ুনঃ ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলে গুনাহ হবে কি? ইসলাম কী বলে জানুন

FAQs 

NEIR কি বাধ্যতামূলক?

হ্যাঁ। ১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশে মোবাইল ব্যবহার করতে হলে NEIR-এর আওতায় থাকতে হবে। ফোন নেটওয়ার্কে যুক্ত হওয়ার আগে সিস্টেমে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

বিদেশ থেকে আনা ফোন কি স্বয়ংক্রিয়ভাবে রেজিস্টার হবে

না। ১৬ ডিসেম্বরের পর বিদেশ থেকে আনা নতুন ফোন নেটওয়ার্কে যুক্ত হলে স্পেশাল রেজিস্ট্রেশন করতে হবে। না হলে সেগুলো ব্যবহার করা যাবে না।

আনঅফিশিয়াল ফোন কি বন্ধ হয়ে যাবে?

যে আনঅফিশিয়াল ফোনগুলো ১ জানুয়ারির আগে নেটওয়ার্কে যুক্ত থাকবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে রেজিস্টার হয়ে যাবে। নতুনভাবে যুক্ত হতে চাইলে স্পেশাল রেজিস্ট্রেশন দরকার।

সিম কোন NID-এ রেজিস্টার জানা যাবে কিভাবে?

মোবাইল থেকে *16001# ডায়াল করে NID-এর শেষ চার ডিজিট বসালে সিমের রেজিস্ট্রেশন তথ্য জানা যাবে।

ফোন বিক্রি বা হস্তান্তরের আগে কী করতে হবে?

ফোনটি NEIR-এ ডি-রেজিস্টার করতে হবে। তা না করলে নতুন ব্যবহারকারী সিম রেজিস্টার করতে পারবেন না।

উপসংহার

NEIR চালুর ফলে বাংলাদেশে মোবাইল নিরাপত্তা ও ডিভাইস ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে।

প্রতিটি ফোন ও সিমের ব্যবহারে স্বচ্ছতা বাড়বে, আর অবৈধ ফোন বাজার কমে যাবে।

তবে সঠিকভাবে নিয়ম না মানলে ভবিষ্যতে ঝামেলায় পড়তে পারেন।

ফোন কেনা, বিক্রি বা সিম পরিবর্তনের আগে NEIR সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।

১৬ ডিসেম্বরের আগেই নিজের সিম–ডিভাইস যাচাই করলে ভবিষ্যতের সমস্যাগুলো সহজেই এড়ানো যাবে।

আরও পড়ুনঃ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা ঢাকা

টেলিকম অফার ও টেক দুনিয়ার খবর সবার আগে জানতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment