ড্রাইভ দিয়ে এবার লাল কার্ড দেখলেন নেইমার, ঘটনাটি ২৮ ডিসেম্বর বুধবার রাতে লিগ ওয়ান এর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটের সময় ঘটে। বিশ্বকাপের দুঃখ ভুলে থাকবেন কী, উল্টো নতুন বিপত্তিতে জড়িয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার।
ফিফা বিশ্বকাপ ২০২২ আসর শেষ হতে না হতেই আবারো খবরের শিরোনাম হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ফিফা বিশ্বকাপ এর ছুটি কাটিয়ে গত কাল থেকে শুরু হয়েছে ক্লাব ফুটবলের আসর।
ফুটবলে ড্রাইভ এবং নেইমার একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ড্রাইভ দিয়েই আজ মান ইজ্জত গেলো ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারের। ব্রাজিল মাঠে নামবে এবং নিত্য নতুন রেকর্ড তৈরি হবে না এমনটা কিছুতেই হতে পারে না।
লিগ ওয়ান ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি বনাম স্ট্রাসবার্গ। এই ম্যাচে লাল কার্ড পাওয়ার পর লাল কার্ড দেখায় শীর্ষে অবস্থান পাকাপোক্ত করলেন নেইমার।
পোস্ট সারসংক্ষেপ
কেন লাল কার্ড দেখলেন নেইমার?

ড্রাইভ কাণ্ডে রেফারির কড়া নজরদারি থেকে নেইমারের ওপর, পিএসজি বনাম স্ট্রাসবার্গ খেলা চলাকালীন খেলার ৬২ মিনিটের সময় রেফারিকে বিভ্রান্ত করে বসে এই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে।
তবে বিশ্বকাপের ব্যস্ততা শেষে ক্লাব ফুটবলের শুরুটা ভালোই করেছেন নেইমার, পিএসজি প্রথম ম্যাচের ১৪ মিনিটের সময় ইমারের করা চমৎকার ফ্রি কিক থেকে মারকুইনহোস স্ট্রাসবার্গের জালে বল জড়ান।
তবে বিপত্তি ঘটে খেলার ৬২ মিনিটের সময় বিশ্বকাপের পর পিএসজির হয়ে কাল রাতে মাঠে নেমেই লাল কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তাই নেইমার কে লিগ আঁ-তে ববিবারের ম্যাচ এ দর্শক হয়ে থাকতে হবে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে নেয়ার পর, শোক সামলে উঠতে ক্লাব ফুটবলে মনোযোগী হওয়ার কথা বলেছিলেন নেইমার।
কিন্তু স্ত্রাসবুর্গের বিপক্ষে লাল কার্ড দেখায় এখন ক্লাব ফুটবলেও এক ম্যাচ না খেলে বসে থাকতে হবে এই তারকা ফুটবলার কে।
বুধবার রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষে নেইমারকে মাঠ ছাড়তে হয়েছে দুই হলুদ কার্ডে দেখে। নেইমারকে দেখানো দুই হলুদ কার্ডের মধ্যে ব্যবধান ছিল দুই মিনিটেরও কম সময়।
নেইমার প্রথম কার্ড দেখেন স্ত্রাসবুর্গের আদ্রিয়েন থমাসনের গতি রোধ করতে মুখে হাত দিয়ে আঘাত করে। কিছুক্ষণ পরই ডাইভ দিয়ে দেখেন ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড। রেফারির সাথে অনেকক্ষণ তর্ক করলেও, নেইমারকে মাঠ ছাড়তে হয় ৬২ মিনিটেই।
পিএসজির হয়ে নেইমার এখন পর্যন্ত কতটি লাল কার্ড পেয়েছেন?
পিএসজির হয়ে এটি নেইমারের পঞ্চম লাল কার্ড। ২০১৭-১৮ মৌসুমে নেইমার যোগ দেওয়ার পর ফরাসি লিগে আর কোনো খেলোয়াড় এত বেশি লাল কার্ড দেখেননি।
বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পরপরই ২০১৭ সালের অক্টোবরে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে প্রথম লাল কার্ড দেখেন নেইমার জুনিয়ার। সেটিও ছিল দুটি হলুদ কার্ডের সমন্বয়ে লাল কার্ড। এরপর বেশ কিছুদিন রেফারির এই গুরুতর শাস্তির সম্মুখীন হতে হয়নি তাকে।
দ্বিতীয়বার লাল কার্ড দেখেন ২০২০ সালের ফেব্রুয়ারি বোর্দোর বিপক্ষে। ওই বছরের সেপ্টেম্বরে মার্শেইয়ের বিপক্ষে তৃতীয়টি, আর ২০২০-২১ মৌসুমের শেষ দিকে লিলের বিপক্ষে চতুর্থ লাল কার্ডটি দেখেন নেইমার।
তবে এর মধ্যে সবচেয়ে হতাশার লাল কার্ড হয়তো বুধবার রাতেরটি। মাঠেই রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন নেইমার।
তবে ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের যেটির ব্যাখ্যায় বলেন, ‘ওর রাগ আর হতাশাটা আমি বুঝতে পারছি। ছন্দে ফেরার চেষ্টা করছিল। সামনের ম্যাচগুলো খেলার তীব্র তাড়না আছে ওর মধ্যে। এমন সময়ে (লাল কার্ড দেখলে) হতাশ হওয়ারই কথা।’
নেইমারকে রেফারির লাল কার্ড দেখানোর কারণ?
তবে প্রেক্ষাপট বিবেচনায় রেফারি লাল কার্ড না দিলেও পারতেন একজন খেলোয়াড় পড়ে গিয়ে প্লান্টির আবেদন করতে পারেন যে কোন খেলোয়ার, যদিও স্ত্রাসবুর্গের খেলোয়াড়ের সাথে নেইমারের সংস্পর্শ হয়নি।
রেফারি রিপ্লে দেখার পর বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার কে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখান এবং লাল কার্ড দেখিয়ে মাঠ ত্যাগের নির্দেশ দেন।
শেষকথা,
ড্রাইভ দিয়ে এবার লাল কার্ড দেখলেন নেইমার এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো বেশ সরগরম।
তবে ফুটবল খেলার মাঠে এমন ঘটনা ঘটতেই পারে তবে ব্রাজিলিয়ান সুপারস্টার বলে ঘটনাটা খুব বেশি আলোচিত হচ্ছে।
অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়ের সাইট।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
গুগল নিউজে আমাদের অনুসরণ করুন।
আরও পড়ুনঃ
মানি ম্যানেজমেন্ট কি? কিভাবে টাকার ম্যানেজমেন্ট কিভাবে করবেন