অনলাইনে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করার নিয়ম

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম জানতে চান? ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্রে যদি নাম, জন্ম তারিখ, ঠিকানা বা অন্য কোনো তথ্য ভুল থাকে, এখন ঘরে বসেই অনলাইনে সংশোধন করা যায়।

মাত্র ৩৪৫ টাকা ফি দিয়ে সাত দিনের মধ্যেই আপনি সংশোধিত কার্ড পেতে পারেন। এই পোস্টে ধাপে ধাপে জানবেন অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম ও সম্পূর্ণ প্রক্রিয়া।

Content Summary

আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ইচ্ছুক!

ভিজিট করুন 👉

অনলাইনে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করার নিয়ম ২০২৫

ঘরে বসে অনলাইনে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করার নিয়ম সহজ তবে এজন্য আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেস গুলি ভালোভাবে মেনে চলতে হবে।

বাংলাদেশে অনেক কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারী জানেন না অনলাইনে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করার নিয়ম কি?

প্রতিদিনই বিভিন্ন কম্পিউটারের দোকানে লোকজন ভিড় করেন অনলাইনে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করার জন্য।

আপনাদের ভোগান্তি এড়াতে এই নিবন্ধে অনলাইনে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করার নিয়ম বিস্তারিত তুলে ধরলাম।

ভোটার আইডি কার্ডের ভুল সংশোধনে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে https://services.nidw.gov.bd এ যান।

তারপর “রেজিস্ট্রার করুন” বাটনে ক্লিক করে এনআইডি নম্বর, জন্ম তারিখ, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

এরপর গুগল প্লে স্টোর থেকে NID Wallet অ্যাপ ইনস্টল করুন। অ্যাপে মুখ স্ক্যান (Face Scan) সম্পন্ন করলে আপনার পরিচয় যাচাই হবে।

যাচাই শেষ হলে বিস্তারিত প্রোফাইল > এডিট অপশন থেকে প্রয়োজনীয় তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন।

ভোটার আইডি বা NID কার্ড সংশোধন করতে কত টাকা লাগে

সংশোধনের আবেদন জমা দিলে আপনাকে ৩৪৫ টাকা ফি দিতে হবে। এই ফি বিকাশ অ্যাপের “পে বিল > NID Service (সরকারি ফি)” থেকে সহজেই পরিশোধ করা যায়।

আবেদনের ধরন হিসেবে NID Information Correction সিলেক্ট করে এনআইডি নম্বর দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন।

NID বা ভোটার আইডি কার্ডের নাম সংশোধন করতে কি কি লাগে

  • এসএসসি/সমমান সনদের সত্যায়িত কপি
  • স্বামী/স্ত্রীর এনআইডি কপি (বিবাহিতদের ক্ষেত্রে)
  • ম্যাজিস্ট্রেট কোর্টের এফিডেভিট
  • জাতীয় পত্রিকায় প্রকাশিত সংশোধন বিজ্ঞাপনের কপি

পিতা-মাতা/ স্বামীর নাম সংশোধনের জন্য যেসব ডকুমেন্ট লাগে

  • এসএসসি বা সমমান সনদ
  • জন্ম সনদ ও নাগরিকত্ব সনদ
  • পাসপোর্ট বা চাকরির প্রমাণপত্র
  • পিতা-মাতা বা স্বামীর এনআইডি কপি
  • প্রয়োজনে মৃত্যু সনদ বা ভাইবোনের এনআইডি

আরও পড়ুনঃ টেলিটক ১ জিবি ১৩ টাকা ইন্টারনেট অফার

বিবাহ বা বিচ্ছেদের কারণে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য যেসব ডকুমেন্ট লাগে

  • বিবাহের কারণে স্বামীর নাম যোগ করতে চাইলে কাবিননামা ও স্বামীর এনআইডি কপি দিতে হবে
  • তালাকের ক্ষেত্রে তালাকনামার সত্যায়িত কপি জমা দিতে হবে

ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ সংশোধনের জন্য যেসব ডকুমেন্ট লাগে

  • এসএসসি বা সমমান সনদের কপি (অবশ্যই)
  • শিক্ষাগত যোগ্যতা না থাকলে জন্ম সনদ, ড্রাইভিং লাইসেন্স বা নিকাহনামা
  • বয়সে বড় পার্থক্য থাকলে শুনানিতে হাজির হতে হতে পারে

ভোটার আইডি কার্ডে রক্তের গ্রুপ সংশোধনের জন্য যেসব ডকুমেন্ট লাগে

রক্তের গ্রুপ পরিবর্তন বা যোগ করতে মেডিকেল রিপোর্ট বা ল্যাব টেস্ট রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুনঃ ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং কিভাবে করবো

ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন ফরম ১৩

স্থায়ী ঠিকানা বদলাতে ফরম-১৩ বা ফরম-১৪ পূরণ করে উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

প্রমাণ হিসেবে জমা দিতে হয়—

  • চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্র
  • বিদ্যুৎ/গ্যাস বিলের কপি
  • পরিবারের সদস্যের এনআইডি কপি

কতবার ভোটার আইডি কার্ড সংশোধন করা যায়

একজন নাগরিক সর্বোচ্চ একবারই ভোটার আইডি বা এনআইডি সংশোধনের সুযোগ পান।
তবে বৈধ প্রমাণ উপস্থাপন করলে বিশেষ ক্ষেত্রে পুনরায় অনুমোদন দেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ জাতীয় জাদুঘর অনলাইন টিকেট কাটার নিয়ম কি?

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে?

সংশোধনের আবেদন জমা দেওয়ার পর সাধারণত ৭ কর্মদিবসের মধ্যে আপডেটেড এনআইডি প্রস্তুত হয়।

আপনার মোবাইলে এসএমএস আসবে এবং চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুনঃ ডিজিটাল জন্ম নিবন্ধন চেক করার সহজ উপায় ২০২৫

উপসংহার

অনলাইনে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন এখন অনেক সহজ। মাত্র কয়েকটি ধাপে রেজিস্ট্রেশন, ডকুমেন্ট আপলোড ও ফি প্রদান করলেই কাজ শেষ।

সঠিক তথ্য যাচাই করে আবেদন করলে সাত দিনের মধ্যেই সংশোধিত এনআইডি হাতে পাবেন।

ভুল এড়াতে আবেদন করার আগে সব তথ্য জন্ম নিবন্ধন ও শিক্ষাগত সনদের সাথে মিলিয়ে নিন।

আপনারা অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন বলে মনে করি।

টেক নিউজ আপডেট সবার আগে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment