সুপ্রিয় পাঠকবৃন্দ পাঞ্জাব কিংস খেলোয়াড় তালিকা 2023 সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আর মাত্র কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৬ তম আসর।
ইতিমধ্যেই আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছে এবং কাকে কত টাকা দিয়ে ক্রয় করা হবে সেটি নির্ধারণ করা হয়ে গিয়েছে। নিলাম শেষে এবারের আইপিএলের সেরা দল গুলোর মধ্যে অন্যতম একটি দল হচ্ছে পাঞ্জাব কিংস।
আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব পাঞ্জাব প্রিন্সের দলটিকে নিয়ে। পাঞ্জাব কিংসের অধিনায়ক কে এবং নতুন কারা এবারে পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো।
পোস্ট সারসংক্ষেপ
পাঞ্জাব কিংস স্কোয়াড ২০২৩ | পাঞ্জাব কিংস খেলোয়াড়

এবারের আইপিএলের ২০২৩ এই আসরে পাঞ্জাব কিংস দলটি সবচেয়ে দাম দিয়ে নির্দিষ্ট একজন খেলোয়াড় কে কিনেছে।
আগের বারের মত এবারও শিখার ধাওয়ান কে ক্যাপ্টেন করে সাজিয়েছে পাঞ্জাব কিংস।
এছাড়াও জনি বেয়ারস্টো, রাজাপাকসে সহ আরো বড় বড় নাম রয়েছে দলটিতে।
এ বছরের সবচেয়ে দাম দিয়ে কেনা প্লেয়ারটি হচ্ছে স্যাম ক্যারান।
পাঞ্জাব কিংস স্যাম ক্যারান কে আইপিএলে সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছে।
চলুন দেখে নেয়া যাক পাঞ্জাব কিংস এর পুরো স্কোয়াড এবং কাকে কত দামে কিনেছে।
Sr. | Player Name | Price |
1. | Shivam Singh | INR 20 lakh |
2. | Mohit Rathee | INR 20 lakh |
3. | Vidwath Kaverappa | INR 20 lakh |
4. | Harpreet Bhatia | INR 40 lakh |
5. | Sikandar Raza | INR 50 lakh |
6. | Sam Curran | INR 18.5 crore |
7. | Shikhar Dhawan (c) | |
8. | Shahrukh Khan | |
9. | Jonny Bairstow | |
10. | Prabhsimran Singh | |
11. | Bhanuka Rajapaksa | |
12. | Jitesh Sharma | |
13. | Raj Bawa | |
14. | Rishi Dhawan | |
15. | Liam Livingstone | |
16. | Atharva Taide | |
17. | Arshdeep Singh | |
18. | Baltej Singh | |
19. | Nathan Ellis | |
20. | Kagiso Rabada | |
21. | Rahul Chahar | |
22. | Harpreet Brar |
সর্বমোট ২২ জন নিয়ে দল সাজিয়েছে পাঞ্জাব কিংস দলটি।
এরমধ্যে ৬ জনকে নতুন দলে ভিড়িয়েছে। দলের মধ্যে নতুন চমক হচ্ছে সিকান্দার রাজা এবং স্যাম ক্যারান।
পাঞ্জাব কিংস দলের মালিক কে
বলিউডের অন্যতম সেরা নায়িকাদের মধ্যে একজন প্রীতি জিন্টা হচ্ছেন পাঞ্জাব কিংস এর মালিক।
তিনি অনেক আগে থেকেই এই দলটিকে পরিচালনা করছেন এবং ক্রিকেটকে ভালোবেসে দলটিকে আপন করে নিয়েছেন।
প্রতিবছরই পাঞ্জাব কে সমর্থন করার জন্য মাঠে এসে তিনি উপস্থিত থাকেন।
অন্য কোন মালিক কিংবা পরিচালকদের কে সেইভাবে না পাওয়া গেলেও এই অভিনেত্রীকে প্রায় প্রতিটি ম্যাচেই পাওয়া যায় মাঠে।
পাঞ্জাব কিংসের খেলায় উপস্থিত থেকে খেলায় কে উপভোগ করেন এবং খেলোয়াড়দেরকে উৎসাহ করেন।
পাঞ্জাব কিংস পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা
নতুন করে দলে এসেছেন–
শিবম সিং (২০ লাখ রুপি), মোহিত রাঠে (২০ লাখ রুপি), বিদওয়াথ কাভেরাপ্পা (২০ লাখ রুপি), হরপ্রীত ভাটিয়া (৪০ লাখ রুপি), সিকান্দার রাজা (৫০ লাখ রুপি), স্যাম ক্যারান (১৮.৫ কোটি রুপি)।
আগে থেকেই যারা দলে ছিলেন-
শিখর ধাওয়ান (c), শাহরুখ খান, জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং, ভানুকা রাজাপাকসে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, আরশদীপ সিং, বালতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার, হারপ্রীত ব্রার।
আরও পড়ুনঃ
পাঞ্জাব কিংস খেলোয়াড় FAQS
শিবম সিং, মোহিত রাঠে, বিদওয়াথ কাভেরাপ্পা, হরপ্রীত ভাটিয়া, সিকান্দার রাজা, স্যাম ক্যারান, শিখর ধাওয়ান (c), শাহরুখ খান, জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং, ভানুকা রাজাপাকসে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, আরশদীপ সিং, বালতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার, হারপ্রীত ব্রার।
পাঞ্জাব কিংস দলের অধিনায়ক হচ্ছে শিখর ধাওয়ান।
আই পি এল ২০২৩ এর দামি প্লেয়ার হচ্ছে স্যাম ক্যারান।
বলিউডের অন্যতম সেরা নায়িকাদের মধ্যে একজন প্রীতি জিন্টা হচ্ছেন পাঞ্জাব কিংস এর মালিক।
উপসংহার
সুপ্রিয় পাঠকবৃন্দ আজকে আর্টিকেলে পাঞ্জাবি কিংস খেলোয়াড় তালিকা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনার আজকের এই আর্টিকেল থেকে নতুন কারা দলে এসেছে এবং কাকে কত দামে কেনা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
তবুও যদি আপনাদের কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।
আমাদের ওয়েবসাইট থেকে আইপিএল, বিপিএল এবং সকল ক্রিকেট ও ফুটবলের আপডেট গুলো সবার আগে পেতে অবশ্যই ভিজিট করুন।
এর পাশাপাশি যদি আপনারা জ্ঞান মূলক বা আরো অন্যান্য আর্টিকেলগুলো করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
সবসময় আমাদের সাথেই থাকুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে।
আরও পড়ুনঃ