সুপ্রিয় পাঠকবৃন্দ রাজস্থান রয়্যালস খেলোয়াড় 2023 কে কে রয়েছেন এই দলে সেই সম্পর্কে আজকে আর্টিকেলে বিস্তারিত তথ্য প্রদান করব। আইপিএলে এবারের ১৬তম আসরে ইতিমধ্যেই নিলাম শেষ হয়েছে।
প্রাথমিক পর্যায়ে দশটি দলের খেলোয়াড় নির্বাচন করা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়াও ভারতীয় এবং বাইরের দেশের প্লেয়ার গুলো কে মিনি নিলামের মাধ্যমে সর্বমোট ৪০৫ জন খেলোয়াড় কে নেয়া হয়েছে।
এই রাজস্থান রয়েলস আর দলে কে কে এবারের আইপিএলে নতুন যুক্ত হয়েছে এবং আগে থেকেই কারা ছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও রাজস্থান রয়েলসের ক্যাপ্টেন এবং বেস্ট একাদশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই আর্টিকেলে।
পোস্ট সারসংক্ষেপ
রাজস্থান রয়্যালস খেলোয়াড় ২০২৩

ইন্ডিয়ার অন্যতম হার্ডহিটার ব্যাটসম্যান সানজু স্যামসাংকে ক্যাপ্টেন করে রাজস্থান রয়্যালসের দল ঘোষণা করা হয়েছে।
এখনো পর্যন্ত রাজস্থান রয়্যালস ২৫ জন কে নিয়ে দল সাজিয়েছে।
এরমধ্যে নতুন প্লেয়ার ক্রয় করেছে মোট ৯ জন। দলের বড় চমক হচ্ছে ইংল্যান্ডের অন্যতম হার্ডহিটার জজ বাটলার।
চলুন রাজস্থান রয়্যালসের পূর্ণাঙ্গ দল দেখে নেয়া যাক-
Sr. | Player Name | Price |
1. | Joe Root | INR 1 crore |
2. | Abdul P A | INR 20 lakh |
3. | Akash Vashisht | INR 20 lakh |
4. | Murugan Ashwin | INR 20 lakh |
5. | KM Asif | INR 30 lakh |
6. | Adam Zampa | INR 1.5 crore |
7. | Kunal Rathore | INR 20 lakh |
8. | Donovan Ferreira | INR 50 lakh |
9. | Jason Holder | INR 5.75 crore |
10. | Sanju Samson (c) | |
11. | Yashasvi Jaiswal | |
12. | Shimron Hetmyer, | |
13. | Devdutt Padikkal | |
14. | Jos Buttler | |
15. | Dhruv Jurel | |
16. | Riyan Parag | |
17. | Prasidh Krishna | |
18. | Trent Boult | |
19. | Obed McCoy | |
20. | Navdeep Saini | |
21. | Kuldeep Sen | |
22. | Kuldip Yadav | |
23. | R Ashwin | |
24. | Yuzvendra Chahal | |
25. | KC Cariappa |
নতুন করে জো রুট, জেসন হোল্ডার এবং অ্যাডাম জাম্পা কে দলে ফিরিয়ে দলকে আরও শক্তিশালী করেছে রাজস্থান রয়েলস।
কেমন হয়েছে রাজস্থান রয়্যালসের দল এবং কিভাবে দল সাজালে রাজস্থানের জন্য পূর্ণ লক্ষ্যে পৌঁছানো সম্ভব সেটি কমেন্টের মাধ্যমে আপনারা চাইলে জানাতে পারেন।
রাজস্থান রয়্যালস পূর্ণাঙ্গ দল ২০২৩ | রাজস্থান রয়্যালস খেলোয়াড় 2023
নতুন করে দলে এসেছেন–
জো রুট (১ কোটি রুপি), আবদুল পি এ (২০ লাখ রুপি), আকাশ বশিষ্ট (২০ লাখ রুপি), মুরুগান অশ্বিন (২০ লাখ রুপি), কেএম আসিফ (৩০ লাখ রুপি), অ্যাডাম জাম্পা (১.৫ কোটি রুপি), কুনাল রাঠোর (২০ লাখ রুপি), Donovan Ferreira (৫০ লাখ রুপি), জেসন হোল্ডার (৫.৭৫ কোটি রুপি)।
আগে থেকেই যারা দলে ছিলেন-
সঞ্জু স্যামসন (c), যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাডিক্কল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নভদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেসি কারিপ্পা।
আরও পড়ুনঃ
রাজস্থান রয়্যালস খেলোয়াড় 2023 FAQS
জো রুট, আবদুল পি এ, আকাশ বশিষ্ট, মুরুগান অশ্বিন, কেএম আসিফ, অ্যাডাম জাম্পা, কুনাল রাঠোর, Donovan Ferreira, জেসন হোল্ডার, সঞ্জু স্যামসন (c), যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাডিক্কল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নভদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেসি কারিপ্পা।
রাজস্থান রয়্যালসের অধিনায়ক হচ্ছে সঞ্জু স্যামসন।
উপসংহার
সুপ্রিয় পাঠকবৃন্দ রাজস্থান রয়্যালস খেলোয়াড় 2023 কে কে রয়েছেন স্কোয়াডে সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা রাজস্থান রয়্যালসের দল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
আপনাদের যদি আজকেরে আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।
আপনারা যারা অনলাইন থেকে ঘরে বসে আয় করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত আর্টিকেল রয়েছে।
এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আইপিএল, বিপিএল এবং ক্রিকেট ও ফুটবল সংক্রান্ত সকল ধরনের আর্টিকেলগুলো পেয়ে যাবেন।
তাই অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
আরও পড়ুনঃ