রবি বান্ডেল অফার ৩৬৫ দিন মেয়াদ বান্ডেল অফার প্রকাশ করেছে সম্প্রতি। এই অফারে গ্রাহকরা এক বছর মেয়াদে মিনিট ও ইন্টারনেট একসাথে পাবেন। যে সকল রবি গ্রাহক একবার একটি প্যাকেজ কিনে সারা বছর ব্যবহার করতে চান তাদের জন্য খুবই উপকারী একটি অফার।
আপনি কি আপনার রবি সিমে ৩৬৫ দিন অর্থাৎ এক বছর মেয়াদে বান্ডেল অফার ব্যবহার করতে চান। প্যাকেজটি মোটেও হেভি ইন্টারনেট ব্যবহারকারীর জন্য নয়।
যারা নিয়মিত তাদের মোবাইলে ইন্টারনেট সচল রাখতে চান তাদের জন্য। মূলত যারা ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করেন এবং মাঝেমধ্যে ইন্টারনেট ডাটার প্রয়োজন নাই তারা এই অফারটি কিনতে পারেন।
Content Summary
রবি বান্ডেল অফার ৩৬৫ দিন মেয়াদ ২০২৫
| রিচার্জ | বান্ডেল অফার | মেয়াদ |
|---|---|---|
| ১৯৪৯ টাকা | ৭৫ জিবি + ১৫০০ মিনিট | ৩৬৫ দিন |
সর্বশেষ প্রকাশিত রবি বান্ডেল অফার ২০২৫ লিস্টে এই অফারটি যুক্ত করা হয়েছে। আপনারা নিশ্চয়ই সারণীতে দেখতে পারছেন এক বছর মেয়াদে রবি বান্ডেল অফার কিনতে গ্রাহকের খরচ হবে ১৯৪৯ টাকা।
আপনি ঠিক এই পরিমাণ টাকা সরাসরি আপনার রবি সিমে রিচার্জ করলে বান্ডেল অফারটি চালু করতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে আপনার মোবাইল ব্যাংকিং সেবা অ্যাপ থেকে খুব সহজেই এই বান্ডেল অফারটি কিনতে পারবেন।
আরও পড়ুনঃ ৩৯৯ টাকায় BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেওয়ার নিয়ম
রবি ১৯৪৯ টাকা রিচার্জ বান্ডেল অফার
নতুন রবি রিচার্জ বান্ডেল অফার ২০২৫ থেকে ১৯৪৯ টাকা রিচার্জে আপনি একসাথে মিনিট ও ইন্টারনেট পাবেন।
চলুন দেখে নেয়া যাক রবিতে ১৯৪৯ টাকা রিচার্জে গ্রাহকরা কি কি পাচ্ছেন?
- ৭৫ জিবি ইন্টারনেট +
- ১৫০০ মিনিট
- ৩৬৫ দিন মেয়াদ।
অর্থাৎ একবার প্যাকেজ কিনলে এক বছর পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ রবি মিনিট অফার কম টাকায় ৩০ দিন মেয়াদ
বান্ডেল অফার কি?
যে সকল অফারে টেলিকম কোম্পানিগুলো গ্রাহকদের মিনিট ও ইন্টারনেট একসাথে দিয়ে থাকে ওই সকল অফার কে বান্ডেল অফার বলা হয়ে থাকে।
রবিও ঠিক একই ধরনের সেবা দিয়ে যাচ্ছে গ্রাহকদের। তবে আপনি যদি এক বছর মেয়াদে রবি বান্ডেল অফার কিনতে চান তাহলে ১৯৪৯ টাকা রিচার্জ করুন।
এই অফারটি কোন রবি গ্রাহক কিনতে পারবেন?
অফারটি সকল রবি প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। যারা পোস্টপেইড সিম ব্যবহার করেন তাদের জন্য আরও দুর্দান্ত অফার রেখেছে রবি।
পোস্টপেইড গ্রাহকরা রবি সিমের দুর্দান্ত অফার পেতে অবশ্যই রবি হেল্পলাইন নাম্বারে কল করুন।
উপসংহার,
আশা করি আপনি রবি বান্ডেল অফার ৩৬৫ দিন মেয়াদ ২০২৫ প্যাকেজ সম্পর্কে জানতে পেরেছেন।
রবি ৭৫ জিবি ইন্টারনেট ও ১৫০০ মিনিট এক বছর মেয়াদে কিনতে এখনই ১৯৪৯ টাকা রিচার্জ করুন। তাহলেই আপনি ৩৬৫ দিন নিরবিচ্ছিন্ন সেবা পাবেন।
বাংলাদেশের যেকোনো টেলিকম অপারেটর অফার সম্পর্কে জানতে ভিজিট করুন ডিজিটাল টাচ ওয়েবসাইট এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।


