আপনার Rocket Account Number বাড়তি সংখ্যা কত? আপনি জানেন কি? রকেট একাউন্ট নাম্বার দেখার নিয়ম সম্পর্কে আপনাদের জানতে আজাকের এই পোস্ট। বাংলাদেশে চলমান মোবাইল ব্যাংকিং সমূহের মধ্যে সব থেকে নিরাপদ ও গ্রাহক বান্ধব মোবাইল ব্যাংকিং সেবা প্রদান কারী সেবা হচ্ছে রকেট।
বাংলাদেশের প্রথম আর্থিক মোবাইল ব্যাংকিং সেবা রকেট। গ্রাহকদের লেনদেনকে অনেক বেশি নিরাপদ করতে রকেট মোবাইল ব্যাংকিং সেবা ওপেন করলে আপনার মূল নাম্বারের সাথে একটি অতিরিক্ত সংখ্যা যুক্ত হয়ে যায়।
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং কর্তৃক প্রদত্ত এই অতিরিক্ত নাম্বারটি আপনি টাকা লেনদেনের সময় ব্যবহার করলে আপনার ভুলের সম্ভাবনা জিরো পার্সেন্ট বলে মনে করা হয়।
Rocket Account Number – রকেট একাউন্ট নাম্বার দেখার নিয়ম
রকেট মোবাইল ব্যাংকিং সেবার এই অতিরিক্ত নম্বরটি সম্পর্কে অনেক গ্রাহকই জানেন না বা ভুলে যান। তবে একজন রকেট গ্রাহক চাইলেই Rocket Number EXTRA Digit বের করে নিতে পারেন।
রকেট একাউন্ট নাম্বার দেখার নিয়ম হচ্ছে আপনাকে আপনার রকেট একাউন্টের মাই একাউন্টের মধ্যে প্রবেশ করতে হবে।
- Rocket Account Number EXTRA Digit চেক করতে *322# ডায়াল করুন। The rocket Mobile Banking services menu will come on your mobile screen.
- Then select 5. My Acc.
- After that select 4. Account NO.
- Then enter your 4-Digit PIN.
এখন আপনাকে আপনার মোবাইল নম্বর সহ মোট ১২ টি সংখ্যা দেখানো হবে। সর্বশেষ সংখ্যাটি আপনার রকেট অ্যাকাউন্টের অতিরিক্ত সংখ্যা।
এই পদ্ধতিতে আপনি আপনার রকেট একাউন্টের অতিরিক্ত সংখ্যা সম্পর্কে জানার পাশাপাশি রকেট একাউন্ট কি নামে রয়েছে এই ব্যাপারে জানতে পারবেন।
রকেট একাউন্ট নাম্বার দেখার এই পদ্ধতিটি আমার কাছে খুবই ভালো লাগে। এবং রকেট প্রদত্ত এ বাড়তি সংখ্যাটি ব্যবহারে আপনি কখনোই ধিদা করবেন না।
আপনার রকেট একাউন্ট থেকে টাকা লেনদেন কে ১০০% নিরাপদ করতে এটি ব্যবহার করুন।
Rocket Account Information – রকেট কোড ও হেল্পলাইন
Data Pack | Price / TK |
---|---|
Rocket USSD Dial code | *322# |
Rocket Mobile Banking service provider | DUTCH-BANGLA BANK |
Rocket helpline | 16216 |
Rocket SEND money charge | FREE ( From rocket app) |
Rocket cash out charge | 9 Taka / 18 Taka |
Also Read:
I forgot my DDBL account number.
yes, you can get it easily read the full post about the Rocket number.
To check the account number dial *322# from your number and Select My account then seclect the check number and enter your rocket pin to show your rocket extra number.
In conclusion,
আশা করি আপনি Rocket Account Number EXTRA Digit খুঁজে পেয়েছেন। এছাড়াও আপনি এখানে আপনার রকেট একাউন্ট কোন নামে তাও জানতে পারবেন।
রকেট একাউন্ট নাম্বার দেখার নিয়ম সম্পর্কিত এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন।
এছাড়াও বাংলাদেশে প্রচলিত সকল সিমের টেলিকম অফার ও মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে জানতে আমাদের কমেন্ট করুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।