Many people want to know about Rocket cash out Charge. Rocket is one of the most popular mobile banking services in Bangladesh. In case of emergency, and to transfer money, almost every day a large number of people in Bangladesh cash out from Rocket accounts.
So it is very important for customers to know about Rocket account cash-out charges or fees. At the same time, it has brought the lowest cash out charge facility to the current customers as compared to any previous time.
So today we will discuss how much Rocket cash out charges. Rocket is an organization of Dutch Bangla Bank financial mobile Banking service. It is the first mobile banking service operated by Dutch Bangla Bank Called Rocket.
Rocket Cash Out Charge Form Ajent and ATM – রকেট ক্যাশ আউট চার্জ 2023
Rocket Cash Out Charge – রকেট ক্যাশ আউট চার্জ
বর্তমানে বাংলাদেশের রকেট কাস্টমারদের জন্য দুই ধরনের অ্যাকাউন্ট পরিচালনা করছে। এবং গ্রাহক চাইলে তিনটি ভিন্ন ভিন্ন উপায়ে তার রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারেন।
duch Bangla BANK মোবাইল ব্যাংকিং সেবা রকেট একাউন্টের ধরন-
- একটি হচ্ছে রেগুলার পার্সোনাল একাউন্ট।
- সেলারি একাউন্ট।
Rocket – রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট করার পদ্ধতি
- Rocket Agent Points থেকে
- Dutch Bangla Bank এর ATM থেকে
- Dutch Bangla Bank এর যেকোন Branch থেকে
Content Summary
রকেট এজেন্ট নম্বরে ক্যাশ আউট চার্জ বা খরচ
বর্তমানে রকেট রেগুলার পার্সোনাল একাউন্ট থেকে এজেন্টদের কাছ থেকে ক্যাশ আউট চার্জ নির্ধারণ করা হয়েছে প্রতি হাজারে ১৬.৭০ টাকা।
অর্থাৎ সেলারি একাউন্ট ব্যতীত অন্যান্য অ্যাকাউন্টগুলো থেকে রকেট মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারী গ্রাহকদের জন্য রকেট ক্যাশ আউট চার্জ হচ্ছে ১৬.৭০ টাকা।
তবে যেসকল রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী নিজেদের একাউন্টের মাধ্যমে বেতন গ্রহণ করে থাকেন তাদের জন্য ক্যাশ আউট চার্জ ভিন্ন।
রকেট সেলারি একাউন্ট গ্রাহকদের জন্য এই মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ এজেন্ট পয়েন্টে প্রতি হাজারে 9 টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে রকেট স্যালারি গ্রাহক রকেট এটিএম থেকে একাউন্ট এর টাকা উত্তোলন করেন তবে বিনা মূল্যে তা করতে পারেন।
Dutch Bangla Bank Rocket cash out charge from ATM and Branch
আপনি যদি Dutch Bangla Bank ATM অথবা Branch থেকে Cash Out করেন তাহলে প্রতি হাজারে আপনাকে খরচ দিতে হবে মাএ ৯ টাকা।
যা অনেক কম বিকাশ বা নগদ এর তুলনায়। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র রকেট এটিএম ব্যবহার করি আপনাকে ক্যাশ আউট করতে হবে।
তাই আমি বলব যে আপনার বাড়ির আশে পাশে যদি DBBL এর Branch বা ATM থাকে তাহলে ATM বা Branch থেকে টাকা তুলতে।
মনে রাখবেন রকেট পার্সোনাল একাউন্ট ক্যাশ আউট খরচ এজেন্ট পয়েন্ট থেকে প্রতি হাজারে ১৬.৭০ টাকা হলেও রকেট এটিএম বুথ থেকে তা প্রতি হাজারে মাত্র 9 টাকা।
আর একটা বিষয় খেয়াল করুন সেটি হল আপনি যদি ATM থেকে টাকা তুলেন তাহলে আপনাকে সর্বনিম্ন ৫০০ টাকা তুলতে হবে। এর চেয়ে কম তুলতে পারবেন না ।
তবে Branch থেকে আপনি সর্বনিম্ন ২০ টাকা তুলতে পারবেন।
আরও পড়ুনঃ
E-Passport Status Check By SMS and Online BD
রবি মাসিক ইন্টারনেট প্যাকেজ | রবি ইন্টারনেট অফার মেয়াদ ৩০ দিন
Rocket cash out Charge calculator Form Rocket Agent
Rocket Cash Out From | Charge Per Thousands |
DBBL Agent | 16.70 Taka |
DBBL ATM | 9.00 Taka |
DBBL Branch | 9.00 Taka |
Rocket Salary Account cash out Charge from Branch
Branch থেকে rocket Salary Account এর টাকা তুলার খরচ হল প্রতি বার টাকা উত্তোলন ক্ষেএে মাএ ১০ টাকা।
অর্থাৎ আপনি একবারে যে কোন Dutch Bangla Bank Branch থেকে যত টাকাই তুলেন না কেন আপনার খরচ মাএ ১০ টাকা।
আপনি যদি ৫০০ টাকা তুলেন তাহলেও খরচ ১০ টাকা। মনে রাখবেন যদি আপনি ৫০০০০ টাকাও তুলেন তাহলেও খরচ ১০ টাকা।
রকেট সেলারি একাউন্ট ক্যাশ আউট চার্জ
Rocket salary account Cash out From | charge per 1000 |
DBBL Agent | 9.00 Taka |
DBBL ATM | এক দম ফ্রি |
DBBL Branch | 10 Taka |
যে সকল চাকরিজীবী ভাই বোনদের রকেট একাউন্টের মাধ্যমে স্যালারি প্রদান করা হয় তাদের উচিত রকেট এটিএম বুথ থেকে অথবা ডাচ-বাংলা ব্যাংকের ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করা।
কেননা এই দুই পদ্ধতির আপনার কোন ধরনের ক্যাশ আউট চার্জ প্রদান করার প্রয়োজন নেই। এক্ষেত্রে থেকে ব্যাংক ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলনের সময় যে কোন পরিবার টাকা উত্তোলনের 10 টাকা চার্জ প্রযোজ্য।
সেলারি একাউন্ট গ্রাহকরা এজেন্ট দের কাছ থেকে টাকা উত্তোলন করতে 9 টাকা প্রতি হাজারে চার্জ প্রযোজ্য।
তাই গ্রাহক অবশ্যই চিন্তা করবেন তার একাউন্টে ধরন অনুসারে তিনি কোন ব্রাঞ্চ থেকে বা কিভাবে টাকা উত্তোলন করবেন আশাকরি রকেট একাউন্ট সম্পর্কিত বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।
আরও পড়ুনঃ
রবি নাম্বার দেখার কোড | রবি নাম্বার চেক করার উপায়
How To Check Teletalk Number? Teletalk Number Check Code
রকেট ক্যাশ আউট পদ্দতি এবং খরচ সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
Two types of cash out charges are applicable for the users of Rocket Account, a popular mobile banking service in Bangladesh. 1.67% Cash out on agent number for the client using a personal rocket account. Rocket cash out charge from ATM booths is 0.9%.
To withdraw cash from your account, press the mobile banking button. After pressing the Mobile Banking Button by an ATM, the following screen appears. Type the 12 digit Rocket account number, and press the “Correct” button if it is correct, otherwise press the “Incorrect” button.
প্রিয় গ্রাহক রকেট ক্যাশ আউট খরচ নির্ভর করে আপনার ব্যবহার করা পদ্ধতির উপর কেননা রকেট এজেন্ট এবং ডাচ বাংলা ব্যাংক এটিএম থেকেও রকেট মোবাইল ব্যাংকিং এ টাকা ক্যাশ আউট করা যায়। এজেন্টের কাছ থেকে রকেটে টাকা ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৬.৭০ টাকা এবং এটিএম বুথ থেকে রকেট ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ৯ টাকা।
রকেট মোবাইল ব্যাংকিং পার্সোনাল অথবা রকেট মোবাইল ব্যাংকিং সেলারি একাউন্ট থেকে ক্যাশ আউট করে টাকা উত্তোলনের জন্য আপনাকে রকেটের এজেন্ট পয়েন্টে ভিজিট করতে হবে অথবা রকেট/ ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে যেতে হবে।
Conclusion,
আশা করি আপনি Rocket Cash Out Charge সম্পর্কে জানতে পেরেছেন।
রকেট মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।
অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।