Rocket customer care number সম্পর্কে আপনাদের জানাবো আজকে। ডাচ বাংলা ব্যাংক থেকে পরিচালিত দেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা rocket helpline number BD সম্পর্কে এখন অনেকেই জানতে চান। এই মোবাইল ব্যাংকিং সেবা ব্যাবহারে বিভিন্ন সমস্যায় গ্রাহকের রকেট হেল্পলাইন নাম্বার প্রয়োজন পড়ে।
প্রথমে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নামে পরিচালিত হলেও পরবর্তীতে এই মোবাইল ব্যাংকিং সেবার নতুন নামকরণ করা হয় রকেট। আজ আমারা আপনাদের রকেট কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে জানাবো।
গ্রাহকদের বিভিন্ন সমস্যায় সমাধানে তাদের একটি রকেট কাস্টমার হেল্পলাইন রয়েছে। সেই সাথে rocket helpline number সমাধান দিতে না পারলে গ্রাহকদের জন্য রয়েছে Rocket customer care.
Also read: নগদ একাউন্টের সুবিধা
আমরা আজকে এই পোস্টে আপনাদের রকেট হেলপ্লাইন বিষয়ে জানাবো। কেননা অনেকে অনলাইনে রকেট হেল্পলাইন নম্বর খুঁজতে থাকেন।
In addition, Rocket helpline number থেকে আপনি কি ধরনের সেবা পেতে পারেন এবং কি ধরনের সেবা নিতে আপনার কাছে কি ধরনের তথ্য চাওয়া হতে পারে সকল বিষয় সম্পর্কে আপনি এই পোষ্টে জানতে পারবেন।
Content Summary
- 1 Rocket customer care number – All rocket helpline number BD – রকেট হেল্পলাইন নাম্বার
- 1.1 আপনি কি সমস্যার রকেট হেলপ্লাইন নম্বর খুঁজছেন
- 1.2 Rocket account check code
- 1.3 Rocket account pin recovery – রকেট পিন ভুলে গেলে করনীয়
- 1.4 Rocket pin ব্লক হলে করনীয় – রকেট একাউন্ট পিন ভুলে গেলে
- 1.5 রকেট থেকে কিভাবে টাকা সেন্ড করবেন
- 1.6 Rocket cash out system – রকেট ক্যাশ আউট পদ্ধতি
- 1.7 How to change rocket account pin number
- 2 Dutch bangla bank customer care and Rocket customer care number গুরুত্বপূর্ণ তথ্য
Rocket customer care number – All rocket helpline number BD – রকেট হেল্পলাইন নাম্বার
রকেট মোবাইল ব্যাংকিং থেকে গ্রাহক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ২৪/৭ টাকা সেন্ড করতে পারেন, বিদ্যুৎ বিল প্রদান করতে পারেন।
In addition, ক্রেডিট কার্ড থেকে টাকা আনতে পারবেন, অনলাইনে বিভিন্ন কেনাকাটার লেনদেন করতে পারবেন এ সমস্ত সেবাসমূহ গ্রহণের সময় অনেকে ধরনের সমস্যায় পড়ে থাকেন তাই তাদের Rocket customer care number প্রয়োজন হয়।
Rocket customer care official helpline number 16216. If you need your rocket mobile banking help please call 16216 on your mobile. Your any kinds problem call 24 hours & 7 days in a week.
আপনি কি সমস্যার রকেট হেলপ্লাইন নম্বর খুঁজছেন
সমস্যা যাই হোক না কেন যদি আপনার সমস্যা রকেট হেল্পলাইন নাম্বারে বলে সহজে সমাধান পেতে চান তবে আপনাকে সঠিক তথ্য যেনে rocket helpline number কল করতে হবে।
কেননা বাংলাদেশে হেলপ্লাইন নম্বরে কল করতে আপনাকে চার্জ দিতে হবে প্রতি মিনিট 2 টাকা হারে।
তাই বর্তমান করোনা সময়ে আপনি কোন হেল্পলাইন নাম্বারে কল করার পূর্বে তার সঠিক তথ্য গুলি নিয়ে নিন এবং তারপর হেল্পলাইন নম্বরে কল করুন।
বন্ধুরা শুরুতেই জানিয়েছি আপনাদের রকেট হেল্পলাইন নম্বর ১৬২১৬ সম্পর্কে। এখন জানাবো Rocket customer care number বা rocket helpline number BD তে কল করারা পূর্বে যে সকল বিষয় গুলি আপনার জানা জরুরী।
তবে বন্ধুরা রকেট মোবাইল ব্যাংকিং হেল্পলাইন সেবা নেওয়ার ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্য না জানার কারনে গ্রাহককে বিড়ম্বনার শিকার হতে হয়।
অনেক সময় কল সংযোগ হলেও গ্রাহক সঠিক তথ্য দিতে পারেন না বারবার কল করার প্রয়োজন পড়ে।
তাই হেল্পলাইন নম্বর ১৬২১৬ থেকে সেবা নেয়ার পূর্বে কিছু রেগুলার সমস্যা সম্পর্কে জেনে নিন।
এখানে আমি আপনাদের কিছু সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত করে জানালাম। আশা করি আপনার কাজে আসবে-
Also read: Daraz contact number bd
Rocket account check code
অনেক নতুন গ্রাহক রয়েছেন যারা rocket account check করতে জানেন না। রকেট একাউন্ট চেক করতে rocket account check code number *322# ডায়াল করুন।
- *৩২২# ডায়াল করলে আপনি রকেট মোবাইল মেনুতে প্রবেশ করবেন।
- রকেট মেনু লিস্টে 5. My Acc সিলেক্ট করুন।
- তারপর 1. Blance সিলেক্ট করুন।
- তারপর rocket pin code দিয়ে ওকে করলেই আপনার রকেট একাউন্টের বর্তমান বেলেঞ্চ দেখতে পাবেন।
Rocket account pin recovery – রকেট পিন ভুলে গেলে করনীয়
রকেট পিন কোড জনিত সমস্যায় পড়েন অনেক গ্রাহক। ২ বারের বেশি ভুল পিন কোড দিয়ে লেনদেন করারা চেষ্টা করলে আপনার rocket pin number লক হয়ে যাবে।
আবার অনেকে তাদের রকেট একাউন্ট রেগুলার ব্যাবহার না করায় পিন কোড ভুলে গেছেন। তাই তার rocket pin recovery করার প্রয়োজন পড়ে।
আরও পড়ুনঃ SEO meaning Bangla
rocket pin recovery করতে আপনাকে Rocket customer care number কল করতে হবে এছাড়া আপনার কাছে দ্বিতীয় কোন পদ্দতি নেই রকেট পিন কোড ভুলে গেলে।
এখন প্রশ্ন হচ্ছে রকেট একাউন্ট কোড সেট করবেন কিভাবে-
ঘরে বসে নতুন অ্যাকাউন্ট খুললে থাকলে নতুন একাউন্টে পিন কোড সেট করতে শুরুতেই *৩২২# ডায়াল করুন।
- এখন আপনি আপনার সামনে Enter new pin লেখা দেখতে পাবেন-
- পছন্দ মত চার সংখ্যার পিন কোড দিন ওকে করলে Conform pin দেখতে পাবেন।
- তারপর পুনরায় একই পিনকোড আবার প্রবেশ করেন।
- প্রথমবার ও দ্বিতীয় বারে প্রবেশ করানো পিন কোড টি সঠিক থাকলে সফলভাবে আপনার পিনকোড সেটিং হয়ে যাবে।
Rocket pin ব্লক হলে করনীয় – রকেট একাউন্ট পিন ভুলে গেলে
বন্ধুরা যদি কোন কারণে আপনার রকেট একাউন্টের পিন কোড ভুলে গিয়ে থাকেন অথবা আপনি একাধিক বার ভুল পিন কোড ডায়াল করে আপনার একাউন্ট লক হয়ে থাকে তবে আপনাকে এই পদ্ধতিটি অনুসরণ করতে হবে-
রকেট পিন রিসেট করতে হলে যে সকল তথ্য আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে rocket helpline number 16216 থেক।
- আপনার রকেট একাউন্টে বর্তমান ব্যালেন্স সম্পর্কে জানতে চাওয়া হবে।
- সর্বশেষ দুইটি লেনদেন এবং লেনদেনের পরিমাণ।
- রকেট একাউন্ট হোল্ডার এর নাম এবং ID CARD NUMBER, যে নামে রকেট একাউন্ট ছালু করা হয়েছিল
উপরোক্ত তথ্যগুলি ঠিক থাকলে আপনার পিন কোড টি রিসেট করে দেওয়া হবে
রকেট হেলপ্লাইন থেকে Pin code রিসেট করে দিলে আপনি *322# ডায়াল করে পুনরায় একটি নতুন পিন কোড দিয়ে আপনার রকেট একাউন্ট টইকে সুরক্ষিত করতে পারবেন।
Note: একাউন্টে সর্বশেষ দুটি লেনদেন ওই লেনদেনগুলো সর্বশেষ আপনি নিজে খরচ করেছেন, সেটা হতে পারে আপনি ক্যাশ আউট করেছেন অথবা পে বিল করেছেন অথবা কোন কেনাকাটার বিল পেমেন্ট করেছেন ।
রকেট থেকে কিভাবে টাকা সেন্ড করবেন
বন্ধুরা রকেট থেকে আপনি দুইভাবে টাকা সেন্ড করতে পারেন। রকেট পেমেন্ট এর মাধ্যমে এবং রকেট থেকে রকেট নম্বরে সেন্ড মানি করে।
বেশিরভাগ রকেট গ্রাহক সেন্ডমানি করে থাকেন তাই আপনাদেরকে আমরা সেন্ড মানি সম্পর্কে জানাবো-
মোবাইল মেন্যু থেকে ইস্টার *৩২২# ডায়াল কর রকেট মেনুতে প্রবেশ করুন-
- এখন 2. Send money সিলেক্ট করুন।
- Enter Mobile/Account no – যে নম্বরে টাকা সেন্ড করতে চান এই নাম্বারটি লিখুন।
- Enter Amount – কত টাকা পাঠাতে চান টাকার পরিমাণ লিখুন।
- ⇒ Enter your pin code -এখন আপনার গোপন চার সংখ্যার পিন কোড টি দিয়ে ওকে করলেই টাকা সেন্ড হয়ে যাবে।
মনে রাখবেন রকেট সেন্ড মানি ফ্রি কোন ধরনের চার্জ প্রযোজ্য নয়। সেন্ডমানি করে টাকা পাঠাতে চান এবং তাকে ক্যাশ আউট চার্জ সহ দিতে চান তবে হাজাতে রকেট ক্যাশ আউট চার্জ ১৮ টাকা মূল টাকার সাথে যোগ করে দিতে পাড়েন।
আরও পড়ুনঃ Hosting meaning in Bengali
Note: রকেট থেকে রকেট সেন্ডমানি নিশ্চিন্তে করতে রকেট একাউন্টের সাথে থাকা অতিরিক্ত নম্বরটি ব্যাবহার করুন।
Rocket cash out system – রকেট ক্যাশ আউট পদ্ধতি
সেন্ড মানি থেকে তুলনামূলক ক্যাশ আউট অনেক সহজ এবং ক্যাশ আউট পদ্ধতিতে গ্রাহক অনেক সুরক্ষিত।
- প্রথমেই *322# ডায়াল করে রকেট মেনুতে প্রবেশ করুন।
- 7. Cashout – ক্যাশ আউট অপশনটি রয়েছে ৭ নম্বরে।
- 1. From Ajent – সিলেক্ট করুন।
- Enter agent’s 12 -digit Account no – একটি বাড়তি নম্বর সহ ১২ সংখ্যার রকেট এজেন্ট নম্বর টি চাপুন।
- Enter pin code – এখন আপনার ৪ সংখ্যার পিন কোড চাপুন।
- সকল তথ্য ঠিক থাকলে সফল ভাবে ক্যাশ আউট হয়ে যাবে।
Also read:
How to change rocket account pin number
এতক্ষণ আপনাদেরকে Rocket customer care number সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি জানানোর চেষ্টা করেছি। Rocket helpline number কল না করে রকেট পিন কোড কিভাবে পরিবর্তন করবেন এই সম্পর্কে জানানো জরুরি বলে মনে করছি।
রকেট পিন কোড পরিবর্তন করতে প্রথমেই আপনাকে আপনার পূর্বের পিন কোড টি জানতে হবে।
পিন কোড জানা থাকলে স্টার্ট সিরিয়াল ডায়াল করুন।
- পিন কোড জানা থাকলে রকেট একাউন্ট থেকে *৩২২# ডায়াল করে মেনুতে প্রবেশ করুন।
- 5. My Acc সিলেক্ট করুন।
- 3. Change Pin সিলেক্ট করুন।
- Enter Old pin – আপনার পূর্বের পিন কোডটি দিন।
- Enter New pin – এখন নতুন একটি পিন কোড প্রবেশ করান।
Dutch bangla bank customer care and Rocket customer care number গুরুত্বপূর্ণ তথ্য
Rocket contact | information |
Rocket Hotline Number | 16216 |
Rocket office Address | Sena Kalyan Bhaban, 4th Floor,195 Motijheel Commercial Area,Dhaka-1000, Bangladesh. |
Telephone | (8802) 47110465, 47115155, 47114795 |
Rocket IP phone number | (880) -9612322100, (880) -9666322100 |
Rocket Official Website | www.dutchbanglabank.com |
Dutch Bangla bank internet Banking helpline | 16216 |
Sena Kalyan Bhaban, 4th Floor,195 Motijheel Commercial Area, Dhaka-1000, Bangladesh. | [email protected] |
Dutch Bangla Bank Ltd Internet Banking Help | Dutch-Bangla Bank Ltd.17th Floor,47 Motijheel C/A,Dhaka -1000,Bangladesh. |
Dutch Bangla Bank support email | 16216 |
SMS & Alert Banking Help Desk | Dutch-Bangla Bank Ltd.17th Floor,47 Motijheel C/A,Dhaka -1000,Bangladesh. |
রকেট কাস্টমার কেয়ার ঠিকানা – Rocket customer care number and address
Rocket Customer Care Bagerhat
- 1st floor,
- 119/2, K.Ali Road,
- Bagherhat Sadar,
- Bagherhat.
=> Rocket Customer Care Comilla
- 333, Jhawtola (3rdFloor),
- Badurtola,
- Comilla.
Rocket Customer Care Cox’s Bazar
- 216, Jhawtola (2nd floor),
- Main Road,
- Cox’s Bazar.
= > Rocket Customer Care Dhaka
- 117/1, Bata Signal,
- Elephant Road,
- Dhaka.
রকেট কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে আজকে এই পর্যন্তই। রকেট সম্পর্কে আরও কিছু জানতে আমাদের কমেন্ট করতে পারেন আমরা আপনার কমেন্টের জবাব দেয়ার চেষ্টা করব।
আরও পড়ুনঃ
নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক কোড
Rocket customer care helpline number is 16216. If you face any kind of problem use DDBL Mobile Banking call the 16216 rocket helpline.
Dutch Bangla Bank mobile banking Rocket customer care number is16216.
রকেট কাস্টমার কেয়ার নম্বর বা রকেট হেল্পলাইন নাম্বার হচ্ছে ১৬২১৬। দিনের যে কোন সময় ২৪/৭ রকেট সম্পর্কে জানতে ১৬২১৬ ডায়াল করুন।
In conclusion,
আশাকরি, আপনি Rocket customer care number এ কল নাকরেও আপনার অনেক সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। Rocket helpline number BD তে আপনার কল করারা প্রয়োজন কম পরবে।
অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।