সুপ্রিয় পাঠকবৃন্দ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় তালিকা সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। বছর ঘুরে আবারও আইপিএলের নতুন আসর শুরু হতে যাচ্ছে।
ইতিমধ্যেই আইপিএলের মেনে নিলাম করা হয়েছে এবং প্রায় সকল দল প্রস্তুত হয়ে গেছে। আবারো দশটি দল নিয়ে আয়োজিত হবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। বিভিন্ন দেশের প্লেয়ার দেরকে বিভিন্ন মূল্যে ক্রয় করা হয়েছে।
এবারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল কেমন হয়েছে সে সম্পর্কে জানার আগ্রহ আপনাদের অনেকেরই রয়েছে। আজকের এই আর্টিকেলের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নতুন কোন খেলার যুক্ত হয়েছে এবং তাদের মূল্য কত এছাড়াও দলের পুরো স্কোয়ারড তুলে ধরবো।
পোস্ট সারসংক্ষেপ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০২৩

প্রতি বছরের মতো এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলটি আইপিএলের শক্তিশালী দল গঠন করেছে।
আইপিএলের অন্যতম একটি দল হিসেবে প্রায় সকল আসরে অংশগ্রহণ করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
সাউথ আফ্রিকার সবচেয়ে সফল ক্যাপ্টেন ডুপ্লেসিস ক্যাপ্টেন করা হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের।
এছাড়াও দলের অন্যতম আরো একটি বড় নাম হচ্ছে বিরাট কোহলি।
ফিন এলেন এবং ম্যাক্সওয়েলের মত হার্ডহিটার রয়েছে দলটিতে।
চলুন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোন দলটি দেখে নেয়া যাক এবং নতুন কাকে কত দামে কিনেছে সেটিও নিচে উল্লেখ করা হলো-
Sr. | Player Name | Price |
---|---|---|
1 | Sonu Yadav | INR 20 lakh |
2 | Avinash Singh | INR 60 lakh |
3 | Rajan Kumar | INR 70 lakh |
4 | Manoj Bhandage | INR 20 lakh |
5 | Will Jacks | INR 3.2 crore |
6 | Himanshu Sharma | INR 20 lakh |
7 | Reece Topley | INR 1.9 crore |
8 | Faf du Plessis (c) | |
9 | Virat Kohli | |
10 | Suyash Prabhudessai | |
11 | Rajat Patidar | |
12 | Dinesh Karthik | |
13 | Anuj Rawat | |
14 | Finn Allen | |
15 | Glenn Maxwell | |
16 | Wanindu Hasaranga | |
17 | Shahbaz Ahmed | |
18 | Harshal Patel | |
19 | David Willey | |
20 | Karn Sharma | |
21 | Mahipal Lomror | |
22 | Mohammed Siraj | |
23 | Josh Hazlewood | |
24 | Siddarth Kaul | |
25 | Akash Deep |
দীনেশ কার্তিক এবং ডেভিড উইলি দলের জন্য ভালো কিছু করবেন এটাই আশা করেন ভক্তরা।
এছাড়াও নতুন করে উইল জ্যাকস কে দলে ফিরে এসে দলটি।
এবারের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়ারড সবচেয়ে সেরা হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে আপনার মতে কেমন হয়েছে দলটির সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তালিকা
সোনু যাদব (২০ লাখ রুপি), অবিনাশ সিং (৬০ লাখ রুপি), রাজন কুমার (৭০ লাখ রুপি), মনোজ ভন্ডগে (২০ লাখ রুপি), উইল জ্যাকস (৩.২ কোটি রুপি), হিমাংশু শর্মা (২০ লাখ রুপি), রিস টপলি (১.৯ কোটি রুপি), ফাফ ডু প্লেসিস (c), বিরাট কোহলি, সুয়শ প্রভুদেসাই, রজত পতিদার, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসরাঙ্গা, শাহবাজ আহমেদ, হর্ষাল প্যাটেল, ডেভিড উইলি, কর্ন শর্মা, মহিপাল লোমরর, মোহাম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ।
আরও পড়ুনঃ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় FAQS
উপসংহার
সুপ্রিয় পাঠকবৃন্দ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় দের সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য প্রদান করার চেষ্টা করা হয়েছে।
আজকের এই আর্টিকেল থেকে আপনারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সকল খেলোয়াড়দের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।
আপনারা যদি আইপিএল অথবা বিপিএল কিংবা অন্যান্য ক্রিকেট বা ফুটবল সম্পর্কে প্রতিদিন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন থেকে ঘরে বসে আয় এবং নানান ধরনের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক আর্টিকেলগুলো পেয়ে যাবেন।
তাই আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পাশাপাশি জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে।