খেলা প্রিয় ভাই ও বোনেরা ফ্রান্স বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান সম্পর্কে জানার জন্য আপনাদের মাঝে আগ্রহের কমতি নেই। এবারের কাতার বিশ্বকাপ ২০২২ এ রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে ফ্রান্স এবং পোল্যান্ড ছাড়াও আরো ১৪ টি দল।
তবে রাউন্ড অফ সিক্সটিন এর তৃতীয় ম্যাচ ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে পোল্যান্ড। পরিসংখ্যান বলছে পোল্যান্ডের তুলনায় অপেক্ষাকৃত শক্তিশালী দল হচ্ছে ফ্রান্স। তবে কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলো দেখার পর কোন প্রতিপক্ষকে ছোট বলে গণ্য করার সুযোগ নেই।
আজকের এই আর্টিকেলে ফ্রান্স বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরা হবে। এখন পর্যন্ত কতটি ম্যাচ ফ্রান্স এবং পোল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিত হয়েছে এবং কে কতবার জিতেছে সে সম্পর্কে এই আর্টিকেলের বিস্তারিত জানতে পারবেন।
Content Summary
Statistics of France vs Poland 2022 – ফ্রান্স বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান
এখনও পর্যন্ত ফ্রান্স এবং পোল্যান্ডে দল এখনো পর্যন্ত সর্বমোট ১৬ বার মুখোমুখি হয়েছে।
এরমধ্যে পোল্যান্ড মাত্র তিন(০৩) বার জয়লাভ করেছে। পাঁচ(০৫) টি ম্যাচ ড্র হয়েছে এবং বাদবাকি আট(০৮) টি ম্যাচ জিতেছে ফ্রান্স।
ফ্রান্স হচ্ছে গত বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। এছাড়াও ইতিমধ্যে দুটি ম্যাচ জয়লাভ করে তারা রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে।
পরিসংখ্যান এবং শক্তিমত্তার বিচার করলে পোল্যান্ডের তুলনায় অধিক শক্তিশালী দল হচ্ছে ফ্রান্স।
তবে সকল পরিসংখ্যান এবং শক্তিমত্তার হিসেবে শুধুমাত্র ম্যাচের সময়। ম্যাচটি যারা ভালো খেলতে পারবে তারাই জয় তুলে নেবে এটাই স্বাভাবিক।
তবে বিশ্বমঞ্চে যেহেতু ফ্রান্সের আলাদা একটি শক্তি রয়েছে সেহেতু ফ্রান্স জিতার সম্ভাবনা একটু বেশি।
এছাড়াও দুই দলের মোট ম্যাচের পরিসংখ্যান হিসেবে বলা যায় যে পোল্যান্ডের কাছে ফ্রান্সের হারার সুযোগ অনেকটাই কম।
তবে একটি ভুল পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে এবং কোন ছোট দল বড় দলের বিপক্ষে জিততে পারে সেটি এবারের বিশ্বকাপে প্রমানিত হয়েছে বার বার।
তাই এখনই কে জিতবে সে সম্পর্কে না বলে ম্যাচের জন্য অপেক্ষা করাই শ্রেয়। চলুন আমরা দেখে নেই ফ্রান্স বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান গুলো।
কে কত সালে কত গোলে জয়লাভ করেছিল সেগুলো নিচে বিস্তারিত উল্লেখ করা হলো।
ফ্রান্স বনাম পোল্যান্ড পরিসংখ্যান
তারিখ | দল | ফলাফল | গোল সংখ্যা | প্রতিযোগিতা |
22 Jan 1939 | France v Poland | Poland lose | 4-0 | International Friendly |
28 Sep 1960 | France v Poland | drawn | 2-2 | International Friendly |
11 Apr 1962 | France v Poland | Poland won | 1-3 | International Friendly |
22 Oct 1966 | France v Poland | Poland lose | 2-1 | UEFA European Championship |
17 Sep 1967 | France v Poland | Poland lose | 1-4 | UEFA European Championship |
07 Sep 1974 | France v Poland | Poland lose | 0-2 | International Friendly |
24 Apr 1976 | France v Poland | Poland lose | 2-0 | International Friendly |
10 Jul 1982 | France v Poland | Poland won | 3-2 | FIFA World Cup |
31 Aug 1982 | France v Poland | Poland won | 0-4 | International Friendly |
15 Aug 1990 | France v Poland | drawn | 0-0 | International Friendly |
14 Aug 1991 | France v Poland | Poland lose | 1-5 | International Friendly |
16 Nov 1994 | France v Poland | drawn | 0-0 | UEFA European Championship |
16 Aug 1995 | France v Poland | drawn | 1-1 | UEFA European Championship |
23 Feb 2000 | France v Poland | Poland lose | 1-0 | International Friendly |
17 Nov 2004 | France v Poland | drawn | 0-0 | International Friendly |
09 Jun 2011 | France v Poland | Poland lose | 0-1 | International Friendly |
ফ্রান্স বনাম পোল্যান্ড এর ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
রাউন্ড অফ সিক্সটিন এর তৃতীয় ম্যাচ ফ্রান্স বনাম পোল্যান্ড ম্যাচে অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর রবিবার রাত ৯ টায়।
আরও পড়ুনঃ
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার পরিসংখ্যান
ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়গুলো
ফ্রান্স বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান FAQS
এখনও পর্যন্ত ফ্রান্স এবং পোল্যান্ডে দল এখনো পর্যন্ত সর্বমোট ১৬ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে পোল্যান্ড মাত্র তিন(০৩) বার জয়লাভ করেছে। পাঁচ(০৫) টি ম্যাচ ড্র হয়েছে এবং বাদবাকি আট(০৮) টি ম্যাচ জিতেছে ফ্রান্স।
রাউন্ড অফ সিক্সটিন এর তৃতীয় ম্যাচ ফ্রান্স বনাম পোল্যান্ড ম্যাচে অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর রবিবার রাত ৯ টায়।
উপসংহার
প্রিয় ভাই বোনেরা ফ্রান্স বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
আমরা আশাবাদী আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে ফ্রান্স ও পোল্যান্ডের পরিসংখ্যান জানতে পেরেছেন।
আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে খেলার আগেই কমেন্টের মাধ্যমে জানান।
পুরো বিশ্বকাপ জুড়ে আপনাদেরকে বিভিন্ন দলের পরিসংখ্যান এবং সকল তথ্য গুলো পৌছে দিতে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
তাই অবশ্যই আপনাদের আমাদের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইলো এবং আমাদের ফেসবুক পেইজে জয়েন হওয়ার জন্য আমন্ত্রণ রইল।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।