সুপ্রিয় পাঠকবৃন্দ ফ্রান্স বনাম তুনিশিয়ার পরিসংখ্যান সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে নিজেদের আগ্রহ প্রকাশ করেছিলেন। আজকের এই আর্টিকেলে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স এবং তুলনামূলক কম শক্তিশালী তুনিশিয়া পরিসংখ্যান আপনাদেরকে জানাবো।
গতবার নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়ে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল। এই বছরও তারা খুবই শক্তিশালী দল নিয়ে ভালোভাবে কাতার বিশ্বকাপ শুরু করেছে। ইতিমধ্যেই তাদের রাউন্ড অফ সিক্সটিন কনফার্ম হয়ে গিয়েছে।
তবে গ্রুপ স্টেজ এর শেষ ম্যাচ অর্থাৎ তুনিশিয়া আর সাথে যে ম্যাচটি রয়েছে সে বিষয় নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকদের মাঝে। তাই আজকের এই আর্টিকেলে ফ্রান্স এবং তুনিশিয়ার পরিসংখ্যান আপনাদের সামনে উল্লেখ করা হবে।
Statistics of France vs Tunisia 2022
যদি সরাসরি প্রশ্ন করা হয় যে ফ্রান্স এবং তুনিশিয়ার মধ্যে কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী?
তবে আপনারা খুব সহজেই উত্তর প্রদান করতে পারবেন যে ফ্রান্স হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি শক্তিশালী দল।
তবে শক্তিমত্তা কিংবা পরিসংখ্যান এবারের কাতার বিশ্বকাপ ২০২২ এর মধ্যে প্রভাব ফেলে না।
গ্রুপ পর্বে শুরুর দিকে অপেক্ষাকৃত কম শক্তিশালী দল সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার এবং এর পরবর্তী সময়ে জাপানের কাছে জার্মানির হার অনেকটাই পরিসংখ্যান এবং শক্তিমত্তাকে ওলট-পালট করে দেয়।
তাই পরিসংখ্যান কি হবে কিংবা কে জয়লাভ করবে সে বিষয়ে শুধুমাত্র ম্যাচে বলে দিতে পারে।
এখনো পর্যন্ত ফ্রান্সের সাথে তুনিশিয়া মুখোমুখি হয়েছে ৫ বার। এই ম্যাচগুলোর মধ্যে চারটি ম্যাচ হয়েছে ফ্রেন্ডলি ম্যাচ।
পাঁচটি ম্যাচের মধ্যে ফ্রান্স জয়লাভ করেছে দুইবার, দুটি ড্র এবং একটি হেরেছে।
ফ্রান্স বনাম তুনিশিয়া পরিসংখ্যান
তারিখ | ম্যাচ | ফলাফল | গোল | প্রতিযোগিতা |
07 Oct 1971 | ফ্রান্স বনাম তুনিশিয়া | France lose | 2-1 | Mediterranean Games |
19 May 1978 | ফ্রান্স বনাম তুনিশিয়া | France win | 2-0 | International Friendly |
21 Aug 2002 | ফ্রান্স বনাম তুনিশিয়া | Draw | 1-1 | International Friendly |
14 Oct 2008 | ফ্রান্স বনাম তুনিশিয়া | France win | 3-1 | International Friendly |
30 May 2010 | ফ্রান্স বনাম তুনিশিয়া | Draw | 1-1 | International Friendly |
আরও পড়ুনঃ
ফ্রান্স বনাম তুনিশিয়ার পরিসংখ্যান FAQS
উপসংহার
সুপ্রিয় পাঠকগণ ফ্রান্স বনাম তুনিশিয়ার পরিসংখ্যান আজকের এই আর্টিকেলের সম্পূর্ণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে।
যদি এই ম্যাচ সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
পুরো বিশ্বকাপ জুড়ে বিভিন্ন খেলার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
এছাড়াও নানান ধরনের শিক্ষামূলক, জ্ঞান মূলক ও ক্রিকেট সংক্রান্ত আর্টিকেলগুলো পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
একই সঙ্গে আমাদের ওয়েবসাইটের সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।