বর্তমানে অনেকেই জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম কি এই বিষয়ে google সার্চ করে থাকে? মূলত আপনি যেকোন মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করেন না কেন আপনার একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যালেন্স চেক পদ্ধতি সম্পর্কে জানা খুবই জরুরী।
আপনাদের আজকে শিউর ক্যাশ ব্যালেন্স চেক কোড এবং ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কিত বিস্তারিত জানাবো।
শিওর ক্যাশ হচ্ছে রূপালী ব্যাংকের একটি অনলাইন মোবাইল আর্থিক সেবা.
যাকে আপনি মোবাইল ব্যাংকিং সেবা বলতে পারেন।
চলুন জেনে নেয়া যাক সোনালী ব্যাংক থেকে পরিচালিত জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম কি ও এই সম্পর্কে বিস্তারিত।
পোস্ট সারসংক্ষেপ
সহজে শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম কি?
একজন শিওর ক্যাশ গ্রাহক দুইভাবেই নিজ শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন।
- একটি হচ্ছে শিওর ক্যাশ মোবাইল অ্যাপ এর মাধ্যমে।
- দ্বিতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে শিওর ক্যাশ ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে।
বাংলাদেশের যে কোন মোবাইল ব্যাংকিং সেবার ব্যালেন্স চেক বা টাকা দেখার নিয়ম অ্যাপ থেকে খুবই সহজ এবং খুব দ্রুত ও কম সময়ে করা যায়।
তবে যে সকল শিওর ক্যাশ গ্রাহকদের কাছে এন্ড্রয়েড মোবাইল ফোন নেই, তাদের জন্যই ইউএসএসডি কোড রাখা হয়েছে।
এক্ষেত্রে যে কোনো শিওর ক্যাশ গ্রাহক যেকোনো ধরনের মোবাইল থেকেই শিওর ক্যাশ ইউএসএসডি কোড ডায়াল করে সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন।
তবে বাংলাদেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে শিওর ক্যাশ ইউএসএসডি ডায়াল করে টাকা দেখার উপায়ে কিছুটা ভিন্নতা রয়েছে।
কেননা শিওর ক্যাশ কতৃপক্ষ একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য ভিন্ন ভিন্ন অপারেটরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিওর ক্যাশ একাউন্ট চেক কোড প্রবর্তন করেছে।
এই ক্ষেত্রে আমরা আপনাদের শিওর ক্যাশ ব্যালেন্স চেক করার সকল অপারেটরে ব্যবহৃত কোড সম্পর্কে জানাবো।
শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম কি সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো।
শিওর ক্যাশ ব্যালেন্স চেক কোড লিস্ট
টেলিকম অপারেটর | শিওর ক্যাশ কোড |
---|---|
গ্রামীণফোন শিওর ক্যাশ কোড হচ্ছে | *375# |
রবি শিওর ক্যাশ কোড হচ্ছে | *375# |
টেলিটক শিওর ক্যাশ কোড হচ্ছে | *375# |
এয়ারটেল শিওর ক্যাশ কোড হচ্ছে | *257# |
বাংলালিংক শিওর ক্যাশ কোড হচ্ছে | *495# |
গ্রামীণফোন, রবি টেলিকম ও টেলিটক সিম ব্যবহারকারীদের জন্য রয়েছে শিওর ক্যাশের একই কোড।
তাই বলা যায় গ্রামীণফোন, রবি, টেলিটক এই তিনটি অপারেটর গ্রাহকদের জন্য শিওর ক্যাশ ব্যালেন্স চেক কোড হচ্ছে *৩৭৫#।
যেসকল শিওর ক্যাশ গ্রাহক এয়ারটেল সিম ব্যবহার করেন তাদের জন্য শিওর ক্যাশ একাউন্ট চেক করার কোড হচ্ছে *২৫৭#।
এবং যে সকল শিওর ক্যাশ গ্রাহক বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন, তারা শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য ব্যাবহার করবেন *495# এই কোডটি।
বাংলালিংক থেকে শিওর ক্যাশ টাকা দেখবেন যেভাবে,
Step-1# বাংলালিংক সিম থেকে শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *৪৯৫#।
তারপর আপনার কাছে শিওর ক্যাশ মোবাইল মেনুটি ওপেন হবে।
আপনি নিম্নে ছবিতে দেওয়া একটি ইন্টারফেস দেখতে পাবেন।

শিওর ক্যাশ মোবাইল মেন্যু অপশন গুলো থেকে “My account” অর্থাৎ “5” লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন।
Step-2# “5” টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটি মোবাইল মেনু ওপেন হবে।

Step-3# এখন এ নতুন শিওর ক্যাশ মোবাইল মেন্যু থেকে “Check Balance” অর্থাৎ “1” টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন।
Step-4# সর্বশেষ ধাপ আপনার সামনে “Please enter your pin” অর্থাৎ এখানে আপনার শিওর ক্যাশ একাউন্টের পিন নাম্বারটি লেখার অপশন চলে আসবে।
আপনি আপনার শিওর ক্যাশ একাউন্ট পিন কোড সঠিকভাবে টাইপ করার পর সেন্ড বাটনে ক্লিক করলে আপনার মোবাইল স্ক্রীনে শিওর ক্যাশ ব্যালেন্স দেখতে পাবেন।
এভাবেই খুব সহজে শিওর ক্যাশ ইউএসএসডি কোড ব্যবহার করে আপনি আপনার শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন।
এয়ারটেল, বাংলালিংক, রবি, গ্রামীণফোন গ্রাহকরা ঠিক একইভাবে শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক কোড ব্যবহার করে সহজেই তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।
আরও পড়ুনঃ
শিওর ক্যাশ অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স চেক করার নিয়ম
খুবই দ্রুত এবং কম সময়ের মধ্যে শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স দেখার জন্য আপনাকে অবশ্যই শিওর ক্যাশ মোবাইল অ্যাপস ব্যবহার করতে হবে।
শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে বিস্তারিত জানার পর আপনি অবশ্যই আমাদের একটি কমেন্ট করবেন।
চলুন দেখে নেয়া যাক শিওর ক্যাশ অ্যাপস ব্যবহার করে কিভাবে শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করবেন বা শিওর ক্যাশের টাকা চেক করবেন।
Step-1# শিওর ক্যাশ অ্যাপ ব্যবহার করে শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করতে প্রথমেই আপনাকে শিওর ক্যাশ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ডাউনলোড ও ইন্সটল করে নিতে হবে।
Step-2# তারপর শিওর ক্যাশ অ্যাপ টি ওপেন করে আপনার শিওর ক্যাশ একাউন্ট ফোন নাম্বারটি টাইপ করে এবং শিওর ক্যাশ একাউন্ট পিন নাম্বার টাইপ করে লগইন করুন।
Step-3 # শিওর ক্যাশ অ্যাপ লগইন করলে হোম পেজের উপরে আপনার একাউন্ট অননের নামের পাশেই একটু ব্যালেন্স অপশনটি দেখতে পাবেন।
অ্যাপস এ প্রবেশ করে একটু ব্যালেন্স অপশনে ট্যাপ করলেই আপনি আপনার শিওর ক্যাশ এর একাউন্ট ব্যালেন্স সম্পর্কে জানতে পাবেন বা দেখতে পাবেন।
শিওর ক্যাশ টাকা তোলার নিয়ম
সহজে শিওর ক্যাশ টাকা তোলার নিয়ম হচ্ছে শিওর ক্যাশ এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করা।
বাংলাদেশের চলমান সকল মোবাইল ব্যাংকিং সেবার নিজস্ব এজেন্ট রয়েছে।
তেমনি শিওর ক্যাশের টাকা উত্তোলনের জন্য শিওর ক্যাশ এজেন্ট পয়েন্ট রয়েছে।
তবে শিওর ক্যাশ এজেন্ট পয়েন্ট খুব কম খুঁজে পাওয়া যায়।
তাই আপনার কাছে যদি শিওর ক্যাশ এর উপবৃত্তির টাকা আসে তখন আপনি যদি শিওর ক্যাশ এজেন্ট খুঁজে না পান, তখন আপনার নিকটস্থ সোনালী ব্যাংকে চলে যাবেন।
তারা আপনাকে এই বিষয়ে পর্যাপ্ত পরিমাণ হেল্প করবে আপনার কোন সমস্যা হবেনা শিওর ক্যাশ একাউন্ট এর টাকা উত্তোলন করতে।
শিওর ক্যাশ একাউন্ট চেক FAQS
প্রিয় পাঠক ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন শিওর ক্যাশ কোড ভিন্ন ভিন্ন অপারেটরের জন্য ভিন্ন ভিন্ন রাখা হয়েছে। তাই আপনি আমাদের পোস্টটি পড়লে শিওর ক্যাশ একাউন্ট চেক করার জন্য শিওর ক্যাশ কোড টি সহজেই পেয়ে যাবে আপনার অপারেটর অনুসারে।
বাংলাদেশের জনপ্রিয় শিওর ক্যাশ হচ্ছে রূপালী ব্যাংক পরিচালিত একটি আর্থিক লেনদেন কারী মোবাইল ব্যাংকিং সেবা। উপবৃত্তির টাকা থেকে শুরু করে আপনি যেকোন লেনদেনের শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারেন।
গ্রামীনফোন, রবি ও টেলিটক গ্রাহকদের জন্য শিওর ক্যাশ ডায়াল কোড হচ্ছে *375#। এয়ারটেল সিম ব্যাবহারকারীদের জন্য শিওর ক্যাশ ডায়াল কোড হচ্ছে *257#। এবং বাংলালিংক গ্রাহকদের জন্য শিওর ক্যাশ কোড হচ্ছে *৪৯৫#
আরও পড়ুনঃ
উপসংহার
আশা করি আপনি শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম কি এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক কোড এবং শিওর ক্যাশ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে আপনার আরও জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।
এছাড়াও, বাংলাদেশের চলমান যেকোনো মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট করুন।
বিগত ছয় বছর যাবৎ বাংলাদেশে পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবা গুলোর সাথে কাজ করার কারণে আপনাদের এই বিষয়ে সঠিক তথ্য দিতে পারব বলে আশা করি।
বর্তমানে শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবার ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে।
আপনারা যারা শিওর ক্যাশ এখনো ব্যাবহার করার শুরু করেননি তারা অবশ্যই ব্যবহার করে দেখবেন।
কেননা বাংলাদেশের চলমান যেকোনো মোবাইল ব্যাংকিং সেবার ভালো ও খারাপ দিক উভয়ই রয়েছে।
- টেলিকম অফার,
- মোবাইল ব্যাংকিং সার্ভিস,
- ইন্টারনেট থেকে টাকা আয়
- ও ইন্টারনেট থেকে জ্ঞান অর্জন করতে রেগুলার ভিজিট করুন আমাদের ওয়েবসাইটটি।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ