চাঁদপুর কিসের জন্য বিখ্যাত? | চাঁদপুর জেলার বিখ্যাত ১০টি স্থান

সুপ্রিয় পাঠকগণ চাঁদপুর কিসের জন্য বিখ্যাত সে সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে নিজেদের আগ্রহ প্রকাশ করেছিলেন। আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব চাঁদপুর জেলা কিসের জন্য খ্যাত এবং কেন এই জেলাকে খ্যাত বলে আখ্যায়িত করা হয়।

মূলত আমরা সকলেই জানি একেকটি জেলা একেক কারণে বিখ্যাত হয়ে থাকে। তেমনি চাঁদপুর জেলাও বিভিন্ন কারণে বিখ্যাত। আজকে আমরা মূলত সেই সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আবার অনেকেই বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য বিভিন্ন জায়গার বিখ্যাত জিনিস গুলো সম্পর্কে জানার চেষ্টা করে থাকেন। তাই আপনাদের জন্য আজকের এই আর্টিকেলটি মাধ্যমে চাঁদপুর জেলা সম্পর্কে বিস্তারিত জানানো হলো।

চাঁদপুর কিসের জন্য বিখ্যাত ( What is Chandpur famous for )

কিসের জন্য চাঁদপুর জেলাকে বিখ্যাত বলা হয়? চাঁদপুর মাছের রাজা রূপালী ইলিশের জন্য বিখ্যাত। পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত চাঁদপুরে সুস্বাদু রূপালী ইলিশ পাওয়া যায়।

কিসের জন্য চাঁদপুর জেলাকে বিখ্যাত বলা হয়
কিসের জন্য চাঁদপুর জেলাকে বিখ্যাত বলা হয়

চাঁদপুর জেলা মূলত ইলিশের জন্য বিখ্যাত। বিশেষ করে পদ্মা এবং মেঘনার ইলিশ সকলেই খেতে পছন্দ করে। ইলিশের বাড়ি হিসেবে চাঁদপুর কে আখ্যায়িত করা হয়। 

চাঁদপুরের দর্শনীয় স্থান

  1. মেঘনা-পদ্মার চর
  2. গুরুর চর
  3. মৎস্য জাদুঘর, চাঁদপুর
  4. রূপসা জমিদারবাড়ি
  5. হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ
  6. সাগরপাড়ের দীঘি
  7. সাহেবগঞ্জ নীলকুঠি
  8. শ্রী শ্রী জগন্নাথ মন্দির
  9. লোহাগড় মঠ
  10. মনসামুড়া

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চাঁদপুর জেলাটি অবস্থিত এবং এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৯৮৪ সালে চাঁদপুরকে জেলা হিসেবে ঘোষণা করা হয়।

আয়তনে এ জেলাটি প্রায় ১৭০৪.০৬ বর্গ কিমি। চাঁদপুর জেলাটি ৮টি উপজেলা এবং ৮টি থানা নিয়ে বিস্তৃত।

এ জেলাটি ৩টি নদীর (পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া) মিলনস্থলে অবস্থিত। চাঁদপুরে প্রচুর ইলিশ পাওয়া যায় এজন্য এ জেলাকে ইলিশের বাড়ি বলা হয়।

চাঁদপুর জেলার বিখ্যাত ব্যক্তির নাম

ইলিশের জেলা বাংলাদেশের চাঁদপুরে জন্ম হয়েছে কৃতি সন্তানের। তাদের মধ্যে অনেকই রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ বিশিষ্ট চিন্তাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

আলমগীর হায়দার ও জনাব মিজানুর রহমান চৌধুরী চাঁদপুরের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, এছাড়াও বর্তমানে চাঁদপুরের সংসদ সদস্য ডাক্তার ডিপু মনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুরের একজন কৃতি সন্তান।

আশেক আলী খান –– চাঁদপুর জেলার প্রথম মুসিলম গ্র্যাজুয়েট এবং শিক্ষাবিদ। আহমদ জামান চৌধুরী চাঁদপুরের একজন বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক, চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ এবং গীতিকার।

ইসমাঈল হোসেন বেঙ্গল চাঁদপুরে জন্মগ্রহণ করেছেন এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর বেঙ্গল প্লাটুনের কমান্ডার এবং রাজনীতিবিদ।

চাঁদপুর কি কোন ধরনের খাবারের জন্য বিখ্যাত

ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন ইলিশের জন্য বিখ্যাত একটি জেলা হচ্ছে চাঁদপুর। রূপালী ইলিশ ছাড়াও আরো বেশ কিছু প্রকার খাবারের জন্য বিখ্যাত চাঁদপুর জেলা।

ইলিশ মাছকে প্রক্রিয়াজাত করণের মাধ্যমে যে খাবারগুলো চাঁদপুরে তৈরি হয় সেগুলো হচ্ছে-

  1. ইলিশ ভাজা  
  2. ইলিশ ভুনা  
  3. ইলিশের দোপেয়াজা  
  4. ইলিশ পাতুরি  
  5. ইলিশ পোলাও  
  6. ইলিশ খিচুড়ি  
  7. সর্ষে ইলিশ  
  8. ভাপা ইলিশ  
  9. ইলিশ মাছের
  10. কোপ্তা কারি ( ইত্যাদি)

চাঁদপুর জেলার বিখ্যাত খাবার

বাংলাদেশের প্রতিটি জেলায় খাবার পিপাসু মানুষ রয়েছে, আপনারা যারা চাঁদপুর কিসের জন্য বিখ্যাত লিখে গুগল সার্চ করে আমাদের এই পোস্টে এসেছেন তাদের জন্য।

  1. চাঁদপুরের ইলিশ
  2. কাঁঠাল নিরামিষ
  3. শোল মাছের পাতুরি
  4. সরিষা ইলিশ পাতুরি
  5. মতলবের ক্ষীর
  6. ওয়ান মিনিট আইসক্রিম
  7. আউয়ালের মিষ্টি

আরও পড়ুনঃ

দিনাজপুর কিসের জন্য বিখ্যাত?

চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত?

হবিগঞ্জ কিসের জন্য বিখ্যাত?

চাঁদপুর কিসের জন্য বিখ্যাত FAQS

চাঁদপুর জেলার আয়তন কত?

আয়তনে চাঁদপুর জেলাটি প্রায় ১৭০৪.০৬ বর্গ কিমি।

কতটি উপজেলা নিয়ে চাঁদপুর জেলা গঠিত?

চাঁদপুর জেলাটি ৮টি উপজেলা চাঁদপুর জেলা গঠিত।

চাঁদপুর জেলা কিসের জন্য বিখ্যাত?

অনেক কিছুর জন্যই বিখ্যাত চাঁদপুর, তবে চাঁদপুর জেলা ইলিশের জন্য বিখ্যাত বেশি।

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ আজকের এই আর্টিকেলে চাঁদপুর কিসের জন্য খ্যাত সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা চাঁদপুর সম্পর্কে বিস্তারিত এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন।

আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আমাদের ওয়েবসাইট থেকে আপনারা নানান ধরনের আর্টিকেলগুলো পেয়ে যাবেন।

সেখান থেকে আপনারা শিক্ষামূলক এবং অনলাইনে কাজ করে টাকা আয় সংক্রান্ত সকল বিষয়গুলো জানতে পারবেন।তাই অবশ্যই ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজে এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।