প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলটি ক্রসিং ওভার কি সে সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য তৈরি করা হয়েছে। আপনারা অনেকেই নানান ভাবে প্রশ্ন করেছেন যে ক্রসিং ওভার কাকে বলে অথবা ক্রসিং ওভার এর গুরুত্ব সম্পর্কে। তাই আজকের এই আর্টিকেলটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
বৈজ্ঞানিকভাবে এমন কিছু জিনিস আবিষ্কৃত হয়েছে যে সকল জিনিস গুলো আমাদের সকলের জানা থাকে না। বিশেষ করে যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিসটি সবচেয়ে বেশি হয়ে থাকে। কেননা একজন ছাত্র কিংবা ছাত্রীর জন্য অনেকগুলো বিষয় নির্ধারণ করা হয়ে থাকে।
ছোটখাটো প্রশ্ন এবং বড় ধরনের কোন সকল কিছু মিলিয়ে তাদের সব জিনিস মনে রাখা অনেকটাই কষ্ট কর। আজকে আমরা আপনাদেরকে ক্রসিং ওভার এর উত্তরটি সংক্ষিপ্তভাবে দেয়ার চেষ্টা করব।
ক্রসিং ওভার কাকে বলে?

যে পদ্ধতির মাধ্যমে মিয়োসের বিভাজনের প্রথম প্রোফেজে একজোড়া হোমোলগাস ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার (Crossing over) বলে।
এই ক্রসিং ওভারের কারণে ক্রোমোজোমের জিন সমূহের মূল বিন্যাসে পরিবর্তন ঘটে থাকে।
এবং লিঙ্কড জিনসমূহের মধ্যে নতুন সমন্বয় বা রিকম্বিনেশন (recombination) ঘটে।
কোন ক্রোমোজোম জোড়ায় ক্রসিং ওভারের সংখ্যা এক বা একাধিক হতে পারে।
থমাস হান্ট মর্গান (T.H. Morgan, 1866–1945) ১৯০৯ খ্রিস্টাব্দে ভূট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে বর্ণনা দেন।
ক্রসিং ওভারের গুরুত্ব কি?
- ক্রসিং ওভারের সহায়তায় ক্রোমোজোমের দেহাংশের বিনিময় হয়। ফলে ক্রোমোজোমের দেহে জিনের নতুন বিন্যাস ঘটে।
- ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন এর সৃষ্টি হয়। জীবের অভিব্যক্তিতে জেনেটিক ভ্যারিয়েশন একটি গুরুত্বপূর্ণ উপাদান। কাজেই এক কথায় বলা যায় ক্রসিং ওভার অভিব্যক্তির সহায়ক।
- ক্রোমোজোমদেহে জিনের সরলরৈখিক বিন্যাস (linear arrangement) ক্রসিং-ওভারের সাহায্যেই স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
- ক্রসিং ওভারের হার নির্ণয় করে কোন ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয় ও ক্রোমোজোম-ম্যাপ তৈরি করা সম্ভব।
- কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। কাজেই প্রজননবিদ্যায় ক্রসিং-ওভারের যথেষ্ট ভূমিকা বিদ্যমান।
- জিনতাত্ত্বিক গবেষণার ক্রসিং ওভার একটি আকর্ষণীয় বিষয়।
আরও পড়ুনঃ
টুইটার অধীনস্থ প্রতিষ্ঠান কোনগুলো?
ক্রসিং ওভার কি FAQS
যে পদ্ধতির মাধ্যমে মিয়োসের বিভাজনের প্রথম প্রোফেজে একজোড়া হোমোলগাস ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার (Crossing over) বলে।
সমসংস্থ ক্রোমোজোম এর কোনো এক স্থানে ক্রসিংওভার ঘটলে, তা কাছাকাছি জায়গায় অন্য কোনো ক্রসিংওভার হতে বাধা দেয়, এই ঘটনাকে ইন্টারফারেন্স বলে।
যখন হোমোলোগাস ক্রোমোজোম এর ওপর দুইয়ের অধিক জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়ে, ক্রোমাটিড এর মধ্যে অংশ বিনিময় ঘটে, তখন তাকে মাল্টিপল ক্রসিং ওভার বলে।
যখন জোড় বাঁধা হোমোলোগাস ক্রোমোজোম এর উপর দুটি জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়ে, ক্রোমাটিড এর মধ্যে অংশ বিনিময় ঘটে, তখন তাকে ডবল ক্রসিং ওভার বলে।
দ্বি-স্থানিক ক্রসিং ওভারের ক্ষেত্রে যদি একই ননসিস্টার ক্রোমাটিড জোড়ের মধ্যে দু’জায়গায় ক্রসিং ওভার সংঘটিত হয়, তখন তাকে রেসিপ্রোকাল ক্রসিং ওভার বলে।
উপসংহার
প্রিয় পাঠকগণ আজকেরে আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদেরকে ক্রসিং ওভার কি সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা ক্রসিং ওভার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
তবুও যদি এ বিষয়ে আপনাদের কোন প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।
আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে আগ্রহী।
কিন্তু কিভাবে অনলাইনের মাধ্যমে কাজ করতে হয় সে বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই।
তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে অনলাইন কাজের নানান ধরনের আর্টিকেল রয়েছে।
আপনারা চাইলে সে সকল আর্টিকেলগুলো পড়ে নিজেদের ক্যারিয়ার অনলাইনের মাধ্যমে করতে পারেন।
সেই সাথে আমাদের রয়েছে সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।