দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? | দিনাজপুরের বিখ্যাত স্থানের নাম

সুপ্রিয় পাঠকবৃন্দ দিনাজপুর কিসের জন্য বিখ্যাত সেই সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের ওয়েবসাইটে অন্যান্য সকল জেলাগুলোর বিখ্যাত দিক গুলো আলাদা আলাদা আর্টিকেল এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।

সেই ধারাবাহিকতায় আজকের গুরুত্বপূর্ণ একটি জেলা দিনাজপুর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

দিনাজপুর কিসের জন্য বিখ্যাত এবং দিনাজপুরের নানান গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের খুবই ভালো লাগবে।

কিসের জন্য দিনাজপুরকে বিখ্যাত বলা হয় 

কিসের জন্য দিনাজপুরকে বিখ্যাত বলা হয়
কিসের জন্য দিনাজপুরকে বিখ্যাত বলা হয়

দিনাজপুর জেলা টি চিড়া, পাপড়, লিচু এবং কাটারিভোগ চালের জন্য বিখ্যাত।

আমরা সকলেই জানি একেকটি জেলা একেক কারনে বিখ্যাত হয়ে থাকে।

মূলত সেখানকার সেই বিখ্যাত জিনিস গুলোর দ্বারা নানান ধরনের পরিচিতি এবং ইতিহাস রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যার প্রেক্ষিতে সেগুলো কে বিখ্যাত বলে আখ্যায়িত করা হয়ে থাকে।

দিনাজপুরের মধ্যে চিড়া, লিচু, পাপড় এবং কাটারিভোগ চাল বিখ্যাত।

এই সকল জিনিসগুলো ছাড়াও দিনাজপুরের কিছু বিখ্যাত স্থান রয়েছে।

সেই সকল বিখ্যাত স্থান গুলোর নাম নিচে উল্লেখ করা হলো।

তাছাড়াও দিনাজপুর জেলার কিছু বিখ্যাত স্থান:

১/ স্বপ্নপুরী

২/ দিনাজপুর রাজবাড়ি

৩/ রামসাগর

৪/ কান্তজিউর মন্দির

৫/ কয়লাখনি

৬/ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৭/ সীতাকোট বিহার

৮/ ঘোডাঘাট দুর্গ

৯/ সিংড়া ফরেস্ট

১০/ নয়াবাদ মসজিদ

বাংলাদেশের অত্যন্ত সুন্দর রংপুর বিভাগে অবস্থিত এই দিনাজপুর জেলা টি।

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এই জেলাটি রয়েছে। সর্বমোট ১৩ টি উপজেলা এবং ৮ টি পৌরসভা নিয়ে দিনাজপুর জেলা গঠিত হয়েছে। 

দিনাজপুর জেলার আয়তন প্রায় ৩৪৪৪.৩০ বর্গ কিমি বা ১৩২৯.৮৫ বর্গমাইল।

এ জেলার পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর ও নীলফামারী জেলা অবস্থিত, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট এবং উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা অবস্থিত।

আরও পড়ুনঃ

চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত?

হবিগঞ্জ কিসের জন্য বিখ্যাত?

মানিকগঞ্জ কিসের জন্য বিখ্যাত?

দিনাজপুর কিসের জন্য বিখ্যাত FAQS

দিনাজপুর কিসের জন্য বিখ্যাত?

মূলত দিনাজপুর জেলাটি চিড়া, লিচু, পাপড় এবং কাটারিভোগ চালের জন্য বিখ্যাত।

দিনাজপুর জেলার আয়তন কত?

দিনাজপুর জেলার আয়তন প্রায় ৩৪৪৪.৩০ বর্গ কিমি বা ১৩২৯.৮৫ বর্গমাইল।

কতটি উপজেলা নিয়ে দিনাজপুর জেলা গঠিত?

সর্বমোট ১৩ টি উপজেলা নিয়ে দিনাজপুর জেলা গঠিত।

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ আজকের এই আর্টিকেলের দিনাজপুর কিসের জন্য বিখ্যাত সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা দিনাজপুর সম্পর্কে বিস্তারিত এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন।

আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আমাদের ওয়েবসাইট থেকে আপনারা নানান ধরনের আর্টিকেলগুলো পেয়ে যাবেন।

সেখান থেকে আপনারা শিক্ষামূলক এবং অনলাইনে কাজ করে টাকা আয় সংক্রান্ত সকল বিষয়গুলো জানতে পারবেন।

তাই অবশ্যই ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজে এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।  

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।