জামালপুর কিসের জন্য বিখ্যাত | কেন জামালপুরকে বিখ্যাত বলা হয়

সুপ্রিয় পাঠকগণ জামালপুর কিসের জন্য বিখ্যাত সেই সম্পর্কে জানার জন্য আপনারা অনেকে গুগলের মাধ্যমে সার্চ করেছেন। আজকের এই আর্টিকেলের জামালপুর কিসের জন্য বিখ্যাত এবং কেন জামালপুরকে বিখ্যাত বলা হয় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা প্রদান করা হবে।

মূলত বিভিন্ন সময় আমাদের নানান জায়গায় ঘোরার প্রয়োজন হয় এবং বিভিন্ন শিক্ষাজীবনের অভিজ্ঞতায় পড়াশুনার কাজে এসকল বিষয় গুলোর প্রয়োজন হয়ে থাকে। বাংলাদেশের কোন জায়গা কিসের জন্য বিখ্যাত এবং নানান ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষার মধ্যে উল্লেখ থাকে।

তাই এই সকল সাধারণ জ্ঞান গুলো আমাদের জানা অত্যন্ত জরুরী এবং গুরুত্বপূর্ণ। আজকের এই আর্টিকেলে আপনারা জামালপুর কিসের জন্য খ্যাত সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

কেন বিখ্যাত জামালপুর | জামালপুর কিসের জন্য বিখ্যাত

মূলত জামালপুর জেলা বুড়ির দোকানের রসমালাই, ছানার পোলাও এবং ছানার পায়েসের জন্য অতীব বিখ্যাত।

বাংলাদেশের একেকটি জেলা একেক কারণে বিখ্যাত হয়ে থাকে।

তেমনি জামালপুর জেলা ও বুড়ির দোকানের রসমালাই গুলোর জন্য খুবই বিখ্যাত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এছাড়াও জামালপুর জেলার বিখ্যাত দর্শনীয় স্থান হচ্ছে-

  • হযরত শাহ জামাল (রহ.) মাজার
  • হযরত শাহ কামাল (রহ.) মাজার
  • মালঞ্চ মসজিদ
  • পাঁচ গম্বুজবিশিষ্ট রসপাল জামে মসজিদ
  • দয়াময়ী মন্দির
  • নরপাড়া দুর্গ
  • লাউচাপড়া পিকনিক স্পট
  • মুক্তিযুদ্ধে জামালপুর ১১ নং সেক্টর
  • মধুটিলা ইকোপার্ক
  • গান্ধী আশ্রম

মূলত জামালপুর জেলা টি হচ্ছে বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি অসাধারণ অঞ্চল। 

আয়তনের দিক থেকে এই জেলাটি প্রায় ২০৩১.৯৮ বর্গ কিমি।

জামালপুরের পশ্চিমে রয়েছে যমুনা নদী, এর নদী তীরবর্তী জেলাগুলো হচ্ছে- বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলা, পূর্বে অবস্থিত শেরপুর জেলা ও ময়মনসিংহ জেলা, দক্ষিনে অবস্থিত টাঙ্গাইল জেলা এবং উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য ও গারো পাহাড়ে বিস্তৃত, তারপর কুড়িগ্রাম জেলা।

মোট ৭টি উপজেলা নিয়ে জামালপুর জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।

আরও পড়ুনঃ

কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত?

ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম?

উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম?

জামালপুর কিসের জন্য বিখ্যাত FAQS

জামালপুর কিসের জন্য বিখ্যাত?

মূলত জামালপুর জেলা বুড়ির দোকানের রসমালাই, ছানার পোলাও এবং ছানার পায়েসের জন্য অতীব বিখ্যাত।

জামালপুরের আয়তন কত?

আয়তনের দিক থেকে এই জামালপুর প্রায় ২০৩১.৯৮ বর্গ কিমি।

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ জামালপুর কিসের জন্য খ্যাত সে সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে জামালপুর সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে সেটি আমাদের কেউ সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আপনারা অনেকেই কিভাবে অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় করতে পারেন সেই সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

আপনারা যদি অনলাইন ভিত্তিক কাজগুলো করতে চান সে ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

এছাড়াও আমাদের রয়েছে সংক্রান্ত যে কোন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।