মিরসরাই কিসের জন্য বিখ্যাত? | মিরসরাই সম্পর্কে সাধারণ জ্ঞান

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় পাঠকবৃন্দ মিরসরাই কিসের জন্য বিখ্যাত সে সম্পর্কে জানার আগ্রহ আপনাদের অনেকেরই রয়েছে। যার প্রেক্ষিতে আপনারা অনেকেই গুগলের মাধ্যমে এই সম্পর্কে জানার জন্য সার্চ করে থাকেন। আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে মিরসরাই কিসের জন্য বিখ্যাত সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনার আজকের এই আর্টিকেলটি থেকে মিরসরাই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বর্তমানে মিরসরাই এলাকায় মোগল আমলে একটি সামরিক ঘাঁটি ছিল। ঘাঁটির নাম মেহমান সরাই নামে পরিচিত ছিল।

তখনকার সময়ে সেখানে মেয়ের সাহেব নামে একজন মুসলিম সৈনিক মারা যায়। তার এই নামের অনুযায়ী নামকরণ করা হয় মিরসরাই বা মীরের সরাই নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। 

মিরসরাই সম্পর্কে সাধারণ জ্ঞান 

মিরসরাই সম্পর্কে সাধারণ জ্ঞান
মিরসরাই সম্পর্কে সাধারণ জ্ঞান 

মূলত মিরসরাই কিসের জন্য বিখ্যাত সেই বিষয়ে জানার আগে মিরসরাই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মিরসরাইয়ের এক পাশে রয়েছে সুউচ্চ পাহাড় রাজি অন্যপাশে সুবিশাল বঙ্গোপসাগরের একদিকে ভারতীয় পাহাড় থেকে আসা ফেনী নদী।

এর অপর দিকে রয়েছে আরও একটি উপজেলা সীতাকুণ্ড। 

এর মাঝখানে অসংখ্য গিরিঝিরি বেষ্টিত সমতল ভূমির নাম মীরসরাই উপজেলা। এরকম দৃশ্য বাংলাদেশে বিরল ঘটনা।

যদিও বইগুলি কারণে পাহাড় নদী সাগরের যে প্রাকৃতিক বৈচিত্র তা এখানে রয়েছে সেটি একদিনে কখনো দেখে শেষ করা সম্ভব হবে না।

যদি কাউকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের প্রবেশদ্বার এর নাম কি? তাহলে প্রতিটি মানুষ খুব সহজেই এর উত্তর প্রদান করবে চট্টগ্রাম।

আর যদি বলা হয় চট্টগ্রামের প্রবেশদ্বার এর নাম কি?

তাহলে অবশ্যই সকলের মাথায় এই উত্তরটি আসবে যে চট্টগ্রামের প্রথম উপজেলা বা প্রবেশদ্বার হচ্ছে মিরসরাই।

এটা এমন একটি উপজেলা যেখানে প্রশাসনিকভাবে দুটি থানা, দুটি পৌরসভা রয়েছে।আছে দুটি প্রেস ক্লাব।দুটি বানানরীতি।

আরও পড়ুনঃ

জামালপুর কিসের জন্য বিখ্যাত

প্রশংসা পত্রের জন্য আবেদন

কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত?

কোন কোন জিনিসের জন্য মিরসরাই বিখ্যাত 

চলন এখন আমরা জেনে নেই ঠিক কোন কারণে মিরসরাই উপজেলার টি বিখ্যাত।

আপনাদের উদ্দেশ্যে মিরসরাই এর সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো-

১.ঐতিহাসিক ব্যক্তিত্ব: মীর আবদুল গফুর খান (যার নামে মীরসরাই নামকরন), পরাগল খাঁ, বুজুর্গ উমেদ খান, চৌধুরী আবুতোরাব, সূফী নূর মোহাম্মদ নিজামপুরী (গাজীয়ে বালাকোট), জমিদার কেনু মিঞা চৌধুরী, গোকুল ঘোষাল, বিপ্লবী বিনোদ বিহারী। এই ব্যক্তিত্ব এর কারনে মিরসরাই বিখ্যাত বলে গণ্য।

২. অর্থনৈতিক: এশিয়ার সর্ববৃহৎ শিল্পনগরী।

অর্থনৈতিক শিল্পনগরী মিরসরাই তে অবস্থিত। এ কারনে মিরসরাই বিখ্যাত।

৩. স্বাধীনতা সংগ্রামী: দেশের সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধা।

তাদের এই ব্যক্তিত্ব এর কারনে মিরসরাই বিখ্যাত বলে গণ্য।

৪. রাজনৈতিক ব্যক্তিত্ব: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী। তাদের এই ব্যক্তিত্ব এর কারনে মিরসরাই বিখ্যাত বলে গণ্য।

৫. সামরিক কারন: ‘ব্যাটল অব বিলোনিয়া’।এই যুদ্ধের নানা দিক বিশ্বের বিভিন্ন দেশের সামরিক কলেজে পড়ানো হয়। এ কারনে মিরসরাই বিখ্যাত।

৬. ঐতিয্যবাহী বাজার: আবুতোরাব বাজার, শান্তিরহাট বাজার, করেরহাট বাজার। এ কারনে মিরসরাই বিখ্যাত।

৭. খ্যাতিমান লেখক/লেখিকা: ফাহমিদা আমিন,প্রিন্সিপাল হারুনুর রশিদ,আহমদ মমতাজ,মাওলানা মাহমুদুল হাসান তাদের এই ব্যক্তিত্ব এর কারনে মিরসরাই বিখ্যাত বলে গণ্য।

৮.  প্রাকৃতিক: অসংখ্য পাহাড়ি ঝরনা বিশেষত খৈয়াছড়া ঝরনা।দেশের ২য় বৃহত্তম কৃত্রিম লেক- মহামায়া লেক, এশিয়ার বৃহত্তম মুহুরি সেচপ্রকল্প। এ কারনে মিরসরাই বিখ্যাত।

৯. ঐতিহাসিক স্থান-স্থাপনা: শুভপুর ব্রিজ,ছুটি খাঁ মসজিদ (চট্টগ্রামের প্রাচীনতম মসজিদ),ধুমঘাট (আরাকানিদের নৌঘাটি),নয়দুয়ারিয়ার দিঘী,পরাগল খাঁ দিঘী। ঐতিহাসিক স্থান-স্থাপনার জন্য মিরসরাই বিখ্যাত।

১০. সামাজিক : সর্বোচ্চ সংখ্যক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সামাজিকতার  জন্য মিরসরাই বিখ্যাত।

আরো বিভিন্ন ধরনের জানা-অজানা কারণে মিরসরাই কে বিখ্যাত হিসেবে আখ্যায়িত করা হয়।

তবে আজকের এই আর্টিকেলে আমরা আপনাদেরকে মূলত প্রধান সকল কারণগুলো জানানোর চেষ্টা করেছি।

আরও পড়ুনঃ

ছাড়পত্রের জন্য আবেদন লেখার নিয়ম?

উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম?

জরিমানা মওকুফের জন্য আবেদন

মিরসরাই কিসের জন্য বিখ্যাত FAQS

মিরসরাই কিসের জন্য বিখ্যাত?

মূলত বিভিন্ন কারনে মিরসরাই বিখ্যাত, তবে উল্লেখ্যযোগ্য ভাবে দেশের সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধা মিরসরাইয়ের।

চট্টগ্রামের প্রবেশদ্বার এর নাম কি?

চট্টগ্রামের প্রবেশদ্বার এর নাম হচ্ছে মিরসরাই।

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ মিরসরাই কিসের জন্য বিখ্যাত সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনার আজকের এই আর্টিকেল থেকে মিরসরাই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

আপনারা অনেকেই কিভাবে অনলাইন থেকে ঘরে বসে আয় করবেন সেই সংক্রান্ত বিষয়ে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

অনলাইন থেকে ঘরে বসে আয় করা বর্তমান সময়ের সবচেয়ে সুবর্ণ সুযোগ মানুষের আশেপাশে রয়েছে।

আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এই সংক্রান্ত আর্টিকেলগুলো পড়তে পারেন।

এমনকি আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন ভিত্তিক কাজগুলোর গাইডলাইন সহকারে আর্টিকেল পাবেন।

তাই সরাসরি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।