প্রেম করলে জীবনে কি পাবেন? প্রেম কি?

প্রেম করলে জীবনে কি পাবেন? আপনি জানেন কি? প্রেম কি, প্রেম হচ্ছে মানুষের কল্পনার এক অবাধ্য অনুভূতি। প্রেম মানুষের জীবনে নানা মোড় নিয়ে আসে। কারো জীবনে আনে ব্যর্থতার গ্লানি। কারও জন্য আবার স্বপ্নের সুখ। প্রেমে পড়লে জীবনে অনেকে অনেক কিছুই পায়। তবে বেশিরভাগই অনেক কিছু হারায়।

প্রেম নিয়ে মানুষ অনেক কিছুই জানতে চায়। এবং অনেকেই প্রশ্ন করে থাকে প্রেম করলে জীবনে কি পাবেন । প্রেম করার কারনে কি কি হারাতে হয়। আজকে আমরা এমন কিছু সম্পর্কে আলোচনা করবো।

প্রেমের বিষয়ে বা প্রেম নিয়ে সকল মানুষের অনুভূতি এক রকম হয় না। কেউ হারিয়েও জয়ী হয়ে যায়।

কেউ প্রেমে সফল হয়েও হেরে যায়। আমাদের আজকের আলোচনা প্রেম করলে জীবনে কি পাবেন । চলুন জেনে নেই বিস্তারিত।

প্রেম কি?

প্রেম হলো মানুষের প্রতি মানুষের ভালোলাগা, মায়া, টান ,শ্রদ্ধা ও নানা আবেগের এক ভান্ডার। শুধু মানুষের সাথেই নয় যেকোন সৃষ্টির সাথেই প্রেম হতে পারে। একটা কথা আছে যে প্রেম কখনো বলে কয়ে আসেনা। প্রেমের কোন নির্দিষ্ট সংজ্ঞাও প্রদান করা যায় না।

মানুষকে মহান আল্লাহ তায়ালা আলাদা আলাদা মানসিকতা দিয়ে সৃষ্টি করেছেন। তাই প্রত্যেকের ভাবনাও ভিন্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রেম একেক জনের কাছে একেক রকম হতে পারে। তবে এর আবেগ শুধু একজন প্রেমিকই বুঝতে পারে।

প্রেম হতে পারে মানুষ মানুষের সাথে। হতে পারে কোন প্রানী বা পোষা প্রানী ও পাখির সাথে। প্রেম হতে পারে প্রকৃতির নানা উদ্ভিদের সাথে।

এমনকি প্রেম হতে পারে এই সৃষ্টি জগতের মালিক মহান আল্লাহ তায়ালার সাথেও।

তবে এই আবেগময় জগতে প্রেম কখনো ভালো খারাপ বিবেচনা করে হয় না। মানুষ প্রেম করলে জীবনে কি পাবেন তা ভেবে প্রেম করে না। আবেগে জড়িয়ে যায় প্রেমে।

প্রেমে পড়ার লক্ষন কি?

প্রেমে পড়ার লক্ষন কি?
প্রেমে পড়ার লক্ষন কি?

মানুষ যখন প্রেমে পড়ে তখন তার মাঝে বিভিন্ন আবেগীয় ও শারীরিক পরিবর্তন দেখতে পাওয়া যায়। প্রেমে মূলত মানসিকতার পরিবর্তন ঘটে। আর মানসিকতার পরিবর্তনের সাথে সাথেই শারীরিক পরিবর্তন ও ঘটে।

প্রেমে পড়লে মানুষের বুকের ধুকপুকানির কথা সকলেই জানে। এ সময় হার্টবিট বেড়ে যায় প্রিয় মানুষের কথা মনে পড়লে বা তাকে দেখলে।

এছাড়াও নিদ্রাহীনতা, ক্ষুদামন্দা, চাঞ্চল্যতা, উল্লাস ইত্যাদি অনুভব করা যায়। এবং আপন জনের সামান্য বিপত্তি তে অনেক আতঙ্ক, হতাশা ও দুশ্চিন্তার আবির্ভাব হয়।

প্রেমে পড়লে আপনার পছন্দের মানুষটিকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর ও অনন্য মনে হবে।

আপনার মনোযোগ শুধু সেই দিকেই প্রতিফলিত হতে থাকবে। আপনার কাছে মনে হতে থাকবে আপনার প্রিয় মানুষটি নিখুঁত। তার নেতিবাচক দিকগুলো তখন আপনার দৃষ্টি আকর্ষন করে না।

আপনি তখন আবেগের সমুদ্রে ভাসবেন। প্রেম করলে জীবনে কি পাবেন এই সব আপনার মাথায় তখন আসবে না। কারন প্রেম মাদকাসক্তির মতোই একটি নেশা বা আসক্তি।

আপনি সবসময় ঐ মানুষটি সম্পর্কেই ভাবতে থাকবনে। গবেষকদের মতে যারা প্রেমে পড়েছে এমন মানুষের জেগে থাকার সময় ৮৫% সময়েই তার প্রিয় মানুষের কথা মনে পড়তে থাকে। সবসময় তার সাথেই থাকতে ইচ্ছা হয়।

প্রেমে পড়লে যে আচরন গুলো করা যাবেনা?

প্রেম করলে জীবনে কি পাবেন তা নিয়ে কোন পূর্ব আশা করা যায়না। কিন্তু অনেক কিছুই হারাতে হয়।

প্রেমে পড়া একটি মানুষের জন্য স্বাভাবিক ব্যাপার। কারন, মন জীবনের অনেক কথাই মানতে চায় না। কিন্তু প্রেমে পড়াকে প্রেম করায় নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য।

প্রেম করতে হলে আপনাকে ভালোবাসার মানুষটিকে প্রেমের কথা জানাতে হবে।

কিন্তু প্রেমে পড়লে মানুষ অন্যমনস্ক হয়ে যায়। ফলে পছন্দের মানুষের সামনে নানা ভূল কাজ করে ফেলে। প্রেমে পড়লে অনেকেই অধিক আত্নবিশ্বাসের সাথে এগিয়ে যায়।

কিন্তু অধিক আত্নবিশ্বাসী হওয়ার ফলে অধিকাংশ সময়েই প্রেম টি হয়ে উঠেনা।

এসময় পছন্দের মানুষটির কাছে নিজেকে বেশি স্মার্ট দেখাতে গিয়ে সেই মানুষটির বিরক্তির কারন হয়ে উঠে।

অন্যদিকে, আপনি যদি ধনী হন বা অর্থ সম্পদের মালিক হন। তবে সেই অর্থ দিয়ে পছন্দের মানুষকে ভালো গিফট দিয়ে নিজের করে নিবেন এমনটা ভাবা বোকামি।

কারন ভালোবাসা অর্থ-সম্পদ দিয়ে শুরু হয় না। অর্থ দিয়ে শুধু বিলাসিতার লোভ দেখানো যায়।

এমনও হতে পারে আপনি অনেক গুনের অধিকারী। কিন্তু সেই গুনের অহংকারে আপনার পছন্দের মানুষটিকে সঠিক ভাবে শ্রদ্ধা, বিনীত ব্যবহার করতে পারেন না।

তাহলে আপনার প্রতি আপনার পছন্দের মানুষের বিরূপ মানসিকতা সৃষ্টি হবে। আপনার আর প্রেম করা হয়ে উঠবে না।

ভালোবাসা চিরদিনের সম্পর্ক। আপনি সেই ভালোবাসা পেতে চাইলে আপনাকে ধৈর্য ধারন করতে হবে এবং নিজের ছোট ছোট সমস্যা গুলো কাটিয়ে উঠতে হবে। তবেই আপনি জানবেন প্রেম করলে জীবনে কি পাবেন।

প্রেমে পড়ার উপকারিতা কি?

প্রেমে পড়ার উপকারিতা কি
প্রেমে পড়ার উপকারিতা কি

প্রেম একটি মানুষকে খারাপ থেকে ভালো করতে পারে আবার ভালো থেকেও খারাপ বানাতে পারে। প্রেম করলে জীবনে কি পাবেন তা বলা যায় না। তবে প্রেমে পড়লে মানুষের দৈনন্দিন জীবনে অনেক উপকারিতা দেখা যায়।

১. প্রেম করলে আপনার মন শান্ত থাকে।

২. বৈজ্ঞানিক ভাবে- প্রেমে পড়লে অনেক ব্রেইন সেল তৈরি হয়। এতে করে আপনার স্মৃতি শক্তি বৃদ্ধি পায়।

৩. প্রেমে পড়লে রক্ত চলাচল স্বাভাবিকের তূলনায় বৃদ্ধি পায়।

৪. ভালোবাসা মনে সৃষ্টি হলে মানুষ বদমেজাজি, রাগ, হিংসা ইত্যাদি খারাপ গুন থেকে সরে আসে। মনে কোমলতা আসে।

৫. ব্লাড প্রেশার জনিত সমস্যা কমে যায় ভালোবাসার মানুষটি সাথে থাকলে।

৬. প্রেমে পড়লে অকাল মৃত্যুর সম্ভাবনা কমতে থাকে। তবে হালাল প্রেমে অর্থাৎ স্ত্রীর সাথেই সেই বরকত পাওয়া যায়। কারন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

৭. ভালোবাসার কথা বলে, শোনে বা লেখে এমন ব্যক্তির শরীরের কোলেস্টেরল এর মাত্রা কমতে থাকে।

৮. ভালোবাসলে মানুষের শরীরে এন্ডোরফিন নামক হরমোন সৃষ্টি হয়। যার ফলে চামড়া মসৃন ও নরম থাকে এবং মুখে আভা তৈরি হয়।

৯. মানুষের মনকে বিনোদনে দেয় এই ভালোবাসা। এতে রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়।

প্রেমে পড়ার অপকারিতা?

প্রেম করলে মানুষের ভালোর সাথে খারাপটাও হয়। প্রেম করলে জীবনে কি পাবেন তা একেক জন মানুষের জন্য একেক রকম প্রভাব ফেলে। কারো উপকার হলেও কারো ক্ষতিটাই বেশি হয়।

১. প্রেমের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও বেশিরভাগ সময়েই রক্তচাপ বেড়ে যায়।

২. প্রিয় মানুষটিকে নিয়ে সারাক্ষনই নানা রকম দুশ্চিন্তা হতে থাকে।

৩. বর্তমানের প্রেম হোটেল, রেস্তোরাঁয় ঘুরাঘুরি, গিফট দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া এরকম বাহানায় ভরা। তাই আর্থিক ভাবেও একটা স্বচ্ছলতার চিন্তা থাকে।

৪. প্রেমের সম্পর্কে ঝগড়া একটি স্বাভাবিক বিষয়। এতে মানুষের অনেক মানসিক ক্ষতি হয় এবং অনেক সময় হার্ট অ্যাটাকের ও সম্ভাবনা থাকে।

৫. সম্পর্কের বেড়াজালে আটকে গেলে নানা অশান্তির সৃষ্টি হয়। বিশেষ করে তৃতীয় কোন পক্ষের আবির্ভাবের সন্দেহ হলে। এতে মানসিক চাপ বাড়ে। হৃৎপিন্ডের নানা সমস্যা হয়।

৬. পড়াশোনার মনোযোগ কমতে থাকে।

৭. রাতে শান্তির ঘুম হয়না।

৮. বন্ধুদের সাথে ধীরে ধীরে দূরত্বের সৃষ্টি হয়।

৯. সময়ের অপচয় হয়।

১০ মিথ্যা বলা বেড়ে যায়, নৈতিক অবক্ষয় হয়। কারন এইটা ইসলামে হারাম।

১০. সবচেয়ে বড় কথা প্রেম করলে বেশিরভাগ সময়েই ছ্যাকা খেতে হয়।

ইত্যাদি নামা সমস্যার সৃষ্টি হয় প্রেমে পড়লে। হালাল প্রেম না হলে সেখানে শান্তির চেয়ে অশান্তিই বেশি হয়ে থাকে।

প্রেম করলে জীবনে কি পাবেন

প্রেম আমাদের জীবনে কোন না কোন ভাবে ধরা দিয়ে থাকেই। প্রেম মানুষের জীবনকে পালটে দিতে পারে এক নিমিষেই। হতে পারে তা খারাপ থেকে ভালো আবার হতে পারে তা নিকৃষ্ট খারপ।

আপনার জীবনে প্রেম অনেক প্রভাব ফেলতে পারে।

উপরে প্রেমের উপকারিতা ও অপকারিতা দেখে আপনি অবশ্যই বুঝেছেন প্রেমের নানা দিক। তবে প্রশ্ন হলো প্রেম করলে জীবনে কি পাবেন?

প্রেম আমাদের জীবনে নিয়ে আসে অনেক রঙিন অধ্যায়। প্রেমের প্রথমে আপনি বাস করতে শুরু করবেন এক অজানা ভালোবাসার পৃথিবীতে।

কিন্তু দিন যতই গড়াবে আপনার জীবনে নেমে আসবে ততই অস্থিরতা ও অশান্তি। প্রেমের সবচেয়ে বড় ভূল হলো ভূল মানুষের সাথে ভালোবাসা।

আপনার প্রেম করায় অনেক দিক বিবেচনায় আনতে হবে। আপনার অবস্থান, পরিবার, আর্থিক অবস্থা ইত্যাদি।

কারন প্রেম শুধু কিছু দিনের জন্য হয় না। ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পেতে ইচ্ছা হয়।

যদিও টাকা দিয়ে ভালোবাসা হয় না, তবুও টাকা ছাড়া জীবনে সম্পর্ক রক্ষা করা যায়না

ভালোবাসার মানুষটিকে পাওয়ার তীব্র ইচ্ছা আপনাকে তীলে তীলে খেতে থাকবে। এতে নৈতিক ক্ষতি হচ্ছে বর্তমান সমাজের সর্বত্র।

আপনি সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক নষ্ট করে সৃষ্টির প্রেমে মগ্ন। এমন প্রেম করলে জীবনে কি পাবেন তা বলতে বাকি থাকেনা।

প্রেম সম্পর্কে পবিত্র কোরআনের একটি আয়াতের অনুবাদ বলা যায়-

যদি তোমরা আল্লাহর চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসো, তবে আল্লাহ তোমাদের কাছ থেকে তা কেড়ে নেবেন এবং তার দ্বারাই তোমাকে কষ্টে পতিত করবেন।

তাই হয়তো এই দুনিয়ায় ১০০ থেকে ৯৮ বা ৯৯ জন মেয়েই তার প্রেমিকের স্ত্রী হতে পারেনা।

আপনি কি ভাবছেন বাকি ১% প্রেমিক আপনি হবেন? এটা শুধু একটা কল্পনা। প্রেম মানেই যন্ত্রণা, কষ্ট। প্রেমে সুখের নদী থাকতে পারে, কিন্তু দুঃখের মহাসাগর।

প্রেম করলে জীবনে হারানোর সংখ্যাই বেশি। বর্তমানে সবচেয়ে যেটি বেশি প্রভাব ফেলে সেটি হলো ভালোবাসার মানুষের সাথে অন্য কারো বিয়ে।

এই ভাবনা কতটা তিক্ত তা একজন প্রেমিকই জানে। আর প্রেমে প্রতারনা দিন দিন বেড়েই চলেছে।

হয়তো বুঝতে পারছেন প্রেম করলে জীবনে কি পাবেন। প্রেমে বেদনাই বেশি।

প্রেমের গল্পকথা

প্রেমের নানান ইতিহাস করে গেছেন অনেক প্রেমিক প্রেমিকা। তারা জীবনে প্রেমের জন্য অনেক কিছুই হারিয়েছেন।

আনন্দের সাথে প্রেম শুরু হলেও প্রেম শেষ হয় বেদনা দিয়ে। প্রেমের জন্য তারা অনেকেই জীবনও দিয়েছেন। কিন্তু তারা কি পেয়েছেন। সর্বত্রই তারা হারিয়েছেন।

প্রেমে কষ্ট করে যাওয়া কোন যুদ্ধ নয় আর প্রেমে পড়ে জীবন দেওয়া কোন শহীদের মর্যাদা অর্জন করা নয়। লাইলি মজনুর প্রেমের কাহিনী বলে এখন লাভ হয় না। কারন যুগ পাল্টেছে, ভালোবাসার মানও পাল্টেছে। এখনকার যুগে প্রেম করলে জীবনে কি পাবেন তা নিশ্চই বুঝছেন।

এখনকার বেশিরভাগ ভালোবাসা চাহিদায় সীমাবদ্ধ থাকে। একটা সময় পর আমাদের সকলের কাছেই এই দিনগুলো অযথা, বৃথা মনে হবে।

=> প্রেম করলে জীবনে কি পাবেন? নিয়ে প্রশ্নোত্তর

প্রেম করলে জীবনে কি পাবেন?

প্রেম করলে জীবনে কি পাবেন তা পুরোপুরি আপনার উপর নির্ভর করে। আপনি কার সাথে প্রেম করছেন, আপনার মনের অবস্থা, মানসিক প্রভাব ইত্যাদির উপর নির্ভর করে প্রেম থেকে পাওয়া।

মানুষ কেন প্রেমে পড়ে?

মানুষের একাকিত্ব দূর করার ইচ্ছায়, শারীরিক আকর্ষনে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষনে, প্রেম নিয়ে ফ্যান্টাসি তে পড়ে ও বন্ধুদের প্রভাবে প্রেমে পরে।

প্রেম কি?

প্রেম হলো মানুষের কল্পনাপ্রবনতার ভালোলাগা, আবেগ, মায়া, টান, শ্রদ্ধার এক অনুভূতি।

ছাত্রজীবনের প্রেমের গুরুত্ব কি?

ভালোবাসা ছাত্রজীবনের জন্য এক নির্মম ঘাতক। মানুষের মনকে ভিন্ন দিকে প্রতিফলন ঘটায়। পড়ালেখায় মনোযোগ নষ্ট করে। তাই ছাত্রজীবনে সফলতা পেতে একা থাকাই শ্রেয়।

প্রেম নিয়ে সর্বশেষ – প্রেমে পড়ার আগে ১০০০ বার ভাবুন

প্রেম করলে জীবনে কি পাবেন তা পুরোপুরি আপনার উপর নির্ভর করে। আপনি কার সাথে প্রেম করছেন, আপনার মনের অবস্থা, মানসিক প্রভাব ইত্যাদির উপর নির্ভর করে প্রেম থেকে পাওয়া।

তবে আমাদের উচিৎ ভালোবাসাকে হালাল উপায়ে গ্রহন করা।

এতে মহান আল্লাহ তায়ালা ও খুশি থাকবেন এবং ভাকোবাসায় কষ্ট পাওয়ার সম্ভাবনাও কম থাকে।

আমাদের আজকের মূল বিষয় ছিলো প্রেম করলে জীবনে কি পাবেন। আশা করি আপনাদের সঠিক ধারনা দিতে পারলাম। বাস্তব জীবনে অনেকেরই এই অভিজ্ঞতা হয়ে থাকে।

এরকম আরও নানা প্রয়োজনীয় লেখা পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ফেইসবুক পেজে লাইক ও ফলো করে পাশে থাকুন।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়ের সাইট।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।