নাম–নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে চ্যাট! প্রাইভেসিতে আসছে বড় পরিবর্তন

আসছে নাম–নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে চ্যাট করার নতুন সুবিধা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা আরও শক্তিশালী করতে বড় একটি পরিবর্তন আনতে যাচ্ছে মেটা।

খুব শিগগিরই এমন একটি নতুন ফিচার চালু হতে পারে, যার মাধ্যমে নাম ও ফোন নম্বর গোপন রেখেও হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে

বর্তমানে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে ফোন নম্বর বাধ্যতামূলক হলেও, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা চাইলে তাদের পরিচয় আড়াল করে যোগাযোগ করতে পারবেন। এতে অনাকাঙ্ক্ষিত মেসেজ, স্প্যাম এবং অচেনা মানুষের বিরক্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ইচ্ছুক!

ভিজিট করুন 👉

‘রিজার্ভ ইউজার’ নামে নতুন অপশন

হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘Reserve User’। এই অপশন চালু থাকলে অপরিচিত কেউ ব্যবহারকারীর নাম বা মোবাইল নম্বর দেখতে পারবে না। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারে প্রাইভেসির একটি অতিরিক্ত সুরক্ষা স্তর যুক্ত হবে।

আসছে ইউজারনেম ভিত্তিক চ্যাট ব্যবস্থা

নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ ইউজারনেম ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালু করার পরিকল্পনাও করছে। এর ফলে বাইরের ওয়েবসাইট বা অজানা প্ল্যাটফর্ম থেকে আসা মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। এতে সাইবার অপরাধ, প্রতারণা ও তথ্য চুরির ঝুঁকি অনেকটাই কমবে।

আরও পড়ুনঃ টেলিটক ইন্টারনেট অফার ২০২৬: ৩০ দিন ও ৭ দিন মেয়াদ আপডেট

পিন ছাড়া মেসেজ পাঠানো যাবে না

নতুন ফিচারে থাকছে ‘User Name with PIN’ অপশন। ব্যবহারকারীকে চার অঙ্কের একটি পিন সেট করতে হবে। এই পিন ছাড়া কেউ মেসেজ পাঠাতে পারবে না। অর্থাৎ, কে যোগাযোগ করতে পারবে আর কে পারবে না—সে সিদ্ধান্ত পুরোপুরি ব্যবহারকারীর হাতে থাকবে।

কবে নাগাদ আসছে এই ফিচার?

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। চালু হলে এটি হোয়াটসঅ্যাপের ইতিহাসে অন্যতম বড় প্রাইভেসি আপডেট হিসেবে বিবেচিত হবে।

সব মিলিয়ে বলা যায়, নাম ও নম্বর ছাড়াই চ্যাট করার সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ, নিয়ন্ত্রিত ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে।

আরও পড়ুনঃ ওয়াইফাই অটো কানেক্ট করার নিয়ম

এছাড়াও টেক নিউজ আপডেট নিয়মিত আপনার মোবাইলে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Leave a Comment