আইপিএল কবে শুরু হবে ২০২৩ | দল কয়টি ও কোন দলের অধিনায়ক কে?

প্রিয় পাঠকবৃন্দ আইপিএল কবে শুরু হবে ২০২৩ সে সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করেছেন। বছর ঘুরে আবারো শুরু হতে যাচ্ছে আইপিএলের আরেকটি আসর।

ইতিমধ্যে মেনে নিলাম অনুষ্ঠিত হয়েছে এবং কে কোন দলে খেলবে সে সম্পর্কে আপনারা আমাদের পূর্বের আর্টিকেল থেকে জেনে গিয়েছেন। আপনারা যদি সেই আর্টিকেলগুলো না পড়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই আর্টিকেলের সেসকল আর্টিকেলগুলো লিংক দেয়া থাকবে।

কে কোন দলে খেলবেন এবং কোন কোন দলে নতুন প্লেয়ার কত টাকা দিয়ে ক্রয় করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আজকের এই আর্টিকেল থেকে আইপিএল কবে শুরু হবে 2023 এবং কোন দলের অধিনায়ক কে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আইপিএল কবে শুরু হবে 2023 | When will IPL start 2023

আইপিএল কবে শুরু হবে 2023
আইপিএল কবে শুরু হবে 2023

মূলত প্রতিবার আইপিএল শুরু হয়ে থাকে ইংরেজি মার্চ মাস এবং মে মাসের মাঝামাঝি সময়ে।

পুরো বিশ্বজুড়েই এই এই টি-টোয়েন্টি ক্রিকেট লিগ কে ঘিরে রয়েছে নানান জল্পনা কল্পনা।

২০০৮ সাল থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত ১৫ টি আসর অনুষ্ঠিত হয়েছে আইপিএলের।

এবারের ২০২৩ সালের আইপিএল ১৬তম আসর হতে যাচ্ছে।

ইতিমধ্যে মিনি নিলাম এবং কে কোন দলের হয়ে খেলবে সেইগুলো নিষিদ্ধ করা হয়েছে।

প্রায় প্রতিটি দল নিজেদের শক্তিমত্তার পরিচয় দিতে প্রস্তুত।

এবারের আইপিএলের ১৬তম আসর শুরু হতে যাচ্ছে ২৫ মার্চ ২০২৩ সালে। এবং আইপিএলের এই আসর শেষ হবে ২৮ শে মে ২০২৩ সালে। 

এবারের নিলামে কে কোন দলে খেলবে, সবচেয়ে দামি প্লেয়ার কে, কে কোন দলের অধিনায়ক সে সম্পর্কে এখন আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করব। 

কে কোন দলের অধিনায়ক | আইপিএল কবে শুরু হবে

এবারের আইপিএলে কে কোন দলের অধিনায়ক এবং কে কোন দল পরিচালনা করবেন সেটি এক নজরে দেখে নেয়া যাক। 

দল (Team)অধিনায়ক (Captain)
চেন্নাই সুপার কিংসমাহেন্দ্র সিং ধোনি
কলকাতা নাইট রাইডারসশ্রেয়াস আয়ার
রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুফাফ ড্যু প্লেসিস
পাঞ্জাব কিংসশিখর ধাওয়ান
দিল্লি ক্যাপিটালসরিশাব পান্ট
মুম্বাই ইন্ডিয়ানসরোহিত শর্মা
রাজস্থান রয়ালসসানজু স্যামসন
সানরাইজারস হায়দ্রাবাদকেন উইলিয়ামসন
লাখনো সুপার জয়েন্টসকে এল রাহুল
গুজরাট টাইটানসহার্ডিক পান্ডিয়া
কে কোন দলের অধিনায়ক

২০২৩ সালের আইপিএল কবে শুরু হবে | আইপিএল কবে শুরু হবে

আনুষ্ঠানিকভাবে আইপিএলের শুরুর পর থেকে সর্বমোট ৭৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই সকল ম্যাচগুলোর মধ্যে আইপিএলে প্রথম পর্বের সর্বমোট ম্যাচ হচ্ছে ৬৯ টি। 

২৫ শে মার্চ রাত আট টায় কলকাতা নাইট রাইডারস বনাম চেন্নাই সুপার কিংস এর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এবারের আসর যাত্রা শুরু করবে।

অবশেষে হাড্ডাহাড্ডি লড়াই এর মধ্য দিয়ে নির্বাচিত সেরা দুই দলের মাঝে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ শে মে ২০২৩।

এবারের অনুষ্ঠিত নিলামের পর বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন কলকাতা নাইট রাইডারস দলে এবং তার মূল্য ছিল এক্ষেত্রে ১.৫ কোটি।

এছাড়াও এবারের আইপিএলে কলকাতার দলে রয়েছেন বাংলার আরেক পোস্টার বয় লিটন দাস।

যার এবারের আইপিএলের নিলামে মূল্য ছিল ৫০ লাখ রূপি। 

সমপরিমাণ ১.৫ কোটি মূল্যে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা রাজস্থান রয়ালস দলে জায়গা করে নিয়েছেন।

তবে সর্বাধিক ১৮.৫ কোটি মূল্যে ইংল্যান্ডের স্যাম কুরান-কে দলে ভিড়িয়েছেন পাঞ্জাব কিংস।

এর পরে রয়েছে সর্বাধিক মূল্যে বিক্রিত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রীন।

মুম্বাই ইন্ডিয়ানস ১৭.৫ কোটি টাকার বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে।

এছাড়া রয়েছে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট রাজস্থান রয়ালস দলে এবং তার মূল্য ১ কোটি।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ এর ক্রিকেটার আকিল হোসেন ১ কোটি মূল্যে সানরাইজারস হায়দ্রাবাদ দলে জায়গা করে নিয়েছেন।

আইপিএল এর গতবারের পঞ্চদশ আসরের বিজয়ী দল হিসেবে আছে গুজরাট টাইটানস যারা ৭ উইকেটের ব্যবধানে রানার্স আপ রাজস্থান রয়ালস এর বিপক্ষে ম্যাচটি জিতে নেয়।

এটিই ছিল গুজরাট টাইটানসের প্রথম শিরোপা।

এ পর্যন্ত সবগুলো আসর মিলিয়ে সবচেয়ে সফল দল হল ৫ বার শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ানস।

সর্বাধিক উইকেট শিকারী ডোয়েন ব্র‍্যাভো (১৮৩ টি)।

সর্বাধিক রান করেছে ভিরাট কোহলি (৬৬২৪ রান)।

আরও পড়ুনঃ

পাঞ্জাব কিংস খেলোয়াড় 2023

গুজরাট টাইটান্স খেলোয়াড় ২০২৩

মুম্বাই ইন্ডিয়ান্স টিম 2023

আইপিএল কবে শুরু হবে ২০২৩ FAQS

আইপিএল কবে শুরু হবে ২০২৩?

এবারের আইপিএলের ১৬তম আসর শুরু হতে যাচ্ছে ২৫ মার্চ ২০২৩ সালে।

মোট কতটি দল আই পি এলে অংশগ্রহণ করবে?

মোট ১০ টি দল আই পি এলে অংশগ্রহণ করবে।

আই পি এল ফাইনাল কত তারিখে হবে?

আই পি এল ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ শে মে ২০২৩।

বাংলাদেশ থেকে এইবারের আই পি এলে কে কে খেলবে?

বাংলাদেশ থেকে এইবারের আই পি এলে সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজুর রাহমান খেলবে।

আই পি এল এর সবচেয়ে দামি প্লেয়ার কে?

আই পি এল এর সবচেয়ে দামি প্লেয়ার হচ্ছে স্যাম ক্যারান।

নিলামে সর্বোচ্চ কত দাম দেয়া হয়েছে ১ জন প্লেয়ারের জন্য?

১৮.৫ কোটি রুপি দেয়া হয়েছে ১ জন প্লেয়ারকে।

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ আইপিএল কবে শুরু হবে ২০২৩ সেই সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং পৃথিবীর অন্যতম টি-টোয়েন্টি আসরের শুরু কবে এবং শেষ হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।

আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।

আপনারা যদি আইপিএল অথবা বিপিএল কিংবা অন্যান্য ক্রিকেট বা ফুটবল সম্পর্কে প্রতিদিন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন থেকে ঘরে বসে আয় এবং নানান ধরনের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক আর্টিকেলগুলো পেয়ে যাবেন।

তাই আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পাশাপাশি জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে। 

আরও পড়ুনঃ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় 2023

দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট ২০২৩

চেন্নাই সুপার কিংস খেলোয়াড় 2023

Leave a Comment

3 × four =

%d bloggers like this: