আকাশপথে বিদেশগামীদের করোনা টেস্ট কোথায় করা হয় এ বিষয়ে অনেকেই এখনো পর্যন্ত সঠিক ভাবে জানেন না। এসকল বিষয় গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জানা খুবই জরুরী।
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে বিদেশগামী যাত্রীদের জন্য করোনা টেস্ট কোথায় বা কোন কোন হসপিটালে নেয়ার ব্যবস্থা করা হয়েছে এসকল বিষয় পরিপূর্ণ তথ্য দেয়ার চেষ্টা করব।
আশা করি এই আর্টিকেলটি সম্পূর্ণ পাঠ করলে আপনারা বিদেশগামীদের করোনা টেস্ট কোথায় করা হয় এবং কর্ণাটের সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।
বিদেশগামীদের করোনা টেস্ট কোথায় করা হয়

বিদেশগামী যাত্রীদের জন্য করোনা টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য নির্দেশ প্রদান করেছে সরকার।
অনেকগুলো কেন্দ্র নির্দিষ্ট করে দেওয়ার পরও এ বিষয়ে বিভ্রান্তি আর ভোগান্তিতে পড়েছে অসংখ্য বিমানযাত্রী।
কারণ করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে বাধ্যতামূলক করা হলেও কোথায় তারা নমুনা দেবেন তা এখনো জানা নেই।
সরকারের নির্দেশনা অনুযায়ী বিমানযাত্রার ৭২ ঘন্টা আগে পাসপোর্ট এবং টিকেট দেখিয়ে নমুনা দিতে হবে এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারীর ব্যবস্থা করতে হবে।
ল্যাবে গিয়ে নমুনা প্রদানে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহ ৪৫০০ টাকা ফি ধার্য করা হয়েছে।
বাংলাদেশে এমন কয়েকটি রিজেন্ট হাসপাতাল রয়েছে যেগুলো করোনাভাইরাস পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল।
এবং বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে করোনা পজিটিভ ব্যক্তি পাওয়ায় ঢাকার সাথে কয়েকটি দেশের বিমান চলাচল স্থগিত করার প্রেক্ষাপটে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরও পড়ুনঃ
বাংলাদেশের স্যাটেলাইট এখন কোথায়?
কোন কোন প্রতিষ্ঠানে বিদেশগামীদের করোনা টেস্ট করা হয়
বিদেশগামীরা কোন কোন জায়গায় কোন কোন হসপিটাল থেকে করোনা টেস্ট করাতে পারবেন সেসকল হসপিটাল গুলো উল্লেখ করা হলো-
ক্রমিক নং | সরকারি হসপিটাল | অবস্থান |
০১ | ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার | আগারগাঁও ঢাকা |
০২ | এম আব্দুর রহিম মেডিকেল কলেজ | দিনাজপুর |
০৩ | সরকারি কর্মচারী হাসপাতাল | ঢাকা |
০৪ | আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ | নোয়াখালী |
০৫ | সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ | সিলেট |
০৬ | নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল | নারায়ণগঞ্জ |
০৭ | বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) | চট্টগ্রাম |
০৮ | রাজশাহী মেডিকেল কলেজ | রাজশাহী |
০৯ | চট্টগ্রাম মেডিকেল কলেজ | চট্টগ্রাম |
১০ | কক্সবাজার মেডিকেল কলেজ | কক্সবাজার |
১১ | রংপুর মেডিকেল কলেজ | রংপুর |
১২ | ময়মনসিংহ মেডিকেল কলেজ | ময়মনসিংহ |
১৩ | খুলনা মেডিকেল কলেজ | খুলনা |
১৪ | কুমিল্লা মেডিকেল কলেজ | কুমিল্লা |
১৫ | শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ | বগুড়া |
১৬ | ন্যাশনাল পোলিও মিজেলস ল্যাবরেটরি (এনপিএমএল)- আইপিএইচ | মহাখালী, ঢাকা |
১৭ | রোগতত্ত¡ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর মহাখালী | ঢাকা |
১৮ | জাতীয় প্রতিষেধক ও সামাজিক প্রতিষ্ঠান-নিপসম | মহাখালী, ঢাকা |
১৯ | শেরেবাংলা মেডিকেল কলেজ | বরিশাল |
২০ | কুষ্টিয়া মেডিকেল কলেজ | কুষ্টিয়া |
আরও পড়ুনঃ
বিদেশ গামিদের করোনা টেস্টের জন্য বেসরকারি হাসপাতাল

ক্রমিক নং | বেসরকারি হসপিটাল | অবস্থান |
০১ | আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআরবি) | মহাখালী, ঢাকা |
০২ | ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস | সোবহানবাগ, ঢাকা |
০৩ | ল্যাব এইড লি. ধানমন্ডি | ঢাকা |
০৪ | উনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল | মহাখালী, ঢাকা |
০৫ | পপুলার ডায়াগনস্টিক সেন্টার | ধানমন্ডি, ঢাকা |
০৬ | স্কয়ার হাসপাতাল | পান্থপথ, ঢাকা |
০৭ | এভার কেয়ার হাসপাতাল | বসুন্ধরা, ঢাকা |
০৮ | প্রাভা ডায়াগনস্টিক | বনানী, ঢাকা |
০৯ | ইউনাইটেড হাসপাতাল | গুলশান, ঢাকা |
১০ | গুলশান ক্লিনিক | গুলশান, ঢাকা |
১১ | স্টীমজ হেলথ কেয়ার বিডি লি | ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা |
১২ | আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল | ঢাকা |
১৩ | নেভাস ক্লিনিক রিসার্চ সার্ভিসেস লি. | ঢাকা |
১৪ | ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ | ঢাকা |
১৫ | গ্রিন লাইফ মেডিকেল কলেজ | ঢাকা |
১৬ | আইচি হাসপাতাল | ঢাকা |
১৭ | টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রায়াতুল্লাহ কমিউনিটি হাসপাতাল | ঢাকা |
১৮ | মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার | মিরপুর, ঢাকা |
১৯ | অলোক হেলথ কেয়ার লিমিটেড | ঢাকা |
২০ | হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড | ঢাকা |
২১ | বসুন্ধরা মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার | ঢাকা |
২২ | ডিএনএ সলিউশন লিমিটেড | ঢাকা |
২৩ | বায়োমেড ডায়াগনস্টিকস | ঢাকা |
২৪ | ডায়নামিক ল্যাব | ঢাকা |
২৫ | বিআরবি হাসপাতাল লিমিটেড | ঢাকা |
২৬ | সিএসবিএফ হেলথ সেন্টার | – |
২৭ | সিএসবিএফ হেলথ সেন্টার | – |
২৮ | সিএসবিএফ হেলথ সেন্টার | – |
২৯ | প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড | – |
৩০ | প্রেসক্রিপশন পয়েন্ট | বাড্ডা |
৩১ | বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্স জেনারেল হাসপাতাল | ঢাকা |
৩২ | সিম্যান্তিক প্যাথলজি এবং ডায়াগনস্টিক সেন্টার | ঢাকা |
৩৩ | শেভরন ক্লিনিকাল ল্যাবরেটরি (পিটিই) লিমিটেড | চট্টগ্রাম |
৩৪ | জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল | বাজিতপুর, কিশোরগঞ্জ |
৩৫ | এ এম জেড হাসপাতাল লি. | – |
এ সকল সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে আপনারা বিদেশগামী করোনা টেস্ট করাতে পারবেন।
বাংলাদেশে করোনার প্রভাব

২০১৯ সালে শুরু হওয়া এ ভয়ঙ্কর মহামারী বর্তমানে পৃথিবীতে বিরাজ করছে।
তবে আগের তুলনায় এর প্রভাব কম হওয়ার সত্তেও বর্তমানে আবার এটি বৃদ্ধি পাচ্ছে।
আমাদের পুরো পৃথিবীতেই এর প্রভাব দেখা গেছে খুবই ভয়ঙ্কর।
শুরুতে বাংলাদেশে খুবই খারাপ পরিস্থিতি থাকলেও বাংলাদেশ সরকারের উদ্যোগে খুব তাড়াতাড়ি এটি সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হয়েছে।
বাংলাদেশে এখন করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়নি।
বাংলাদেশ সরকারের উদ্যোগে বা প্রকল্প অনুযায়ী ২০২৩ সালের মধ্যে বাংলাদেশের সবাই করোনাভাইরাসের ভ্যাকসিন এর আওতাভুক্ত হয়ে যাবে।
আরও পড়ুনঃ
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
বিদেশগামীদের করোনা টেস্ট কোথায় করা হয় FAQS
দেশের অনেকগুলো হাসপাতলে বিদেশগামীদের করোনা টেস্ট করা হয়ে থাকে। তার মধ্যে অনেকগুলো সরকারি এবং অনেকগুলো বেসরকারি হসপিটাল রয়েছে।
করোনা টেস্ট এর নমুনা সংগ্রহ করতে যদি আপনি নিজে উপস্থিত হয়ে হসপিটালে যান তাহলে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহ ফি ৪৫০০ টাকা ধার্য করা হয়েছে।
উপসংহার
করোনা একটি ভয়ঙ্কর মহামারী এটি ইতিমধ্যেই আমরা সকলেই জানি। আমাদের সকলেরই উচিত এটি কে এড়িয়ে চলা।
তাই করোনা থেকে বাঁচতে গেলে আমাদের কিছু নিয়ম কানুন মানতে হবে।
সে নিয়মকানুনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নিয়মিত মাক্স পরা, সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া ইত্যাদি।
আমরা চাই আপনারা সকলেই সুস্থ ও সুন্দরভাবে জীবন যাপন করুন।
আমাদের আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি ঘরে বসেই অনলাইন থেকে টাকা আয় করতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে এ বিষয়ে আর্টিকেল রয়েছে সেগুলো পড়ুন।
আমাদের ওয়েব সাইট সম্পর্কিত সকল তথ্য পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজটি।
ধন্যবাদ।