জিপি বন্ধ সিম অফার ২০২৫ পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা গ্রামীণফোন সম্প্রতি গ্রাহকদের জন্য নতুন বন্ধ সিম অফার 2025 প্রকাশ করেছে। যেখানে গ্রামীণফোন গ্রাহকদেরকে একি সাথে মিনিট এবং ইন্টারনেট দেয়া হচ্ছে। গ্রামীণফোন বন্ধ সিম অফার ক্রয় করতে আপনি ব্যবহার করতে পারেন জিপি পাওয়ার লোড পদ্ধতি অথবা জিপি বন্ধ সিম অফার এক্টিভেশন কোড।
বাংলাদেশের জনপ্রিয় মোবাইল টেলিকম নেটওয়ার্ক গ্রামীণফোন বন্ধ সিম অফার সম্পর্কে বর্তমানে অনেকেই গুগল সার্চ করে থাকেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গ্রামীণফোন বন্ধ সিম অফারে বর্তমানে বেশ কিছু নতুন অফার লক্ষণীয়। এই অফার গুলোর মধ্যে রয়েছে 158 টাকায় 10 জিবি ইন্টারনেট ও 250 মিনিট 30 দিন মেয়াদে।
এছাড়াও গ্রামীণফোন বন্ধ সিম অফার মাত্র 30 টাকায় গ্রাহকদের ইন্টারনেট ও মিনিট প্রদান করছে 7 দিন মেয়াদ। এই অফার গুলো পেতে আপনাকে জিপি পাওয়ার লোড পদ্ধতি ব্যবহার করে রিচার্জ করতে হবে উল্লেখিত পরিমাণ। এছাড়াও অফার গুলোর জন্য গ্রামীণফোন এক্টিভেশন কোড প্রকাশ করেছে। চলুন দেখে নেই গ্রামীণফোন বন্ধ সিম চালু করলেই গ্রাহকদের কি কি অফার দেওয়া হচ্ছে।
Content Summary
গ্রামীনফোন জিপি বন্ধ সিম অফার ২০২৫ | GP Off SIM Offer 2025

বন্ধুরা বর্তমানে গ্রামীণফোন বন্ধ সিম অফার এ তিনটি বেস্ট অফার চলমান রয়েছে যে অফারগুলো তে আপনি সর্বোচ্চ মেয়েদের সাথে সর্বোচ্চ পরিমাণ ইন্টারনেট ও মিনিট পাচ্ছেন কম টাকা খরচে।
GP বন্ধ সিম অফার লিস্ট
GP Off SIM offer | Price | Validity | Activation |
1 GB Internet + 30 Minutes | Tk. 30 | 7 Days | *121*5520# |
10 GB Internet + 250 Minutes | Tk. 158 | 30 Days | *121*5525# |
5 GB Internet | Tk. 47 | 30 Days | *121*5530# |
কিভাবে জিপি বন্ধ সিমের অফার চেক করতে হবে
জিপি বন্ধ সিমের অফার উল্লেখিত অফারগুলো জিপি পাওয়ার লোড এর মাধ্যমে সহজেই আপনি দেখতে পাবেন এছাড়াও MyGP Apps এ পাওয়া যাবে অফার সমূহ।
আপনার ব্যবহার করা গ্রামীনফোনের সিম টি গ্রামীণফোন এর বন্ধ সিমের অফার এর জন্য প্রযোজ্য কিনা তা জানতে ডায়াল করুন *১২১*৫৫৫৫#।
পাওয়ার লোড এর মাধ্যমে অফার ক্রয় করতে গ্রামীণফোন ফ্লেক্সি লোড সম্পর্কে বলুন পালনের মাধ্যমে আপনার বন্ধ সিমের অফার গুলো চেক করতে এই পদ্ধতিতে আপনি একটি এসএমএস এর মাধ্যমে জানতে পাবেন ঠিক কোন কোন হওয়ার আপনার সিমে রয়েছে।
এছাড়াও ফ্লেক্সিলোড দোকানদার আপনাকে বলে দিতে পারবেন বর্তমানে আপনার সিমে কি কি অফার রয়েছে বন্ধ সিমের আওতায়।
জিপি ১৫৮ টাকা পাওয়ার লোড অফার
রেগুলার গ্রামীণফোন গ্রাহকদের জন্য 158 টাকায় 2 জিবি ইন্টারনেট ও একশত পঞ্চাশ মিনিট প্রদান করা হচ্ছে।
তবে যে সকল গ্রামীণফোন গ্রাহক বন্ধ সিমের অফার এর আওতায় রয়েছেন তাদের জন্য রয়েছে 158 টাকা চমৎকার একটি 30 দিন মেয়াদে জিপি বান্ডেল অফার।
এই বান্ডেল অফার জিপি গ্রাহকদের 10 জিবি ইন্টারনেট এবং 250 মিনিট 30 দিন মেয়াদে প্রদান করছে।
- অফারটি থেকে 158 টাকা রিচার্জ অফার চেক করে রিচার্জ করুন।
- অথবা মাই জিপি অ্যাপ লগইন করে অফারটি চেক করুন।
- এছাড়াও গ্রামীণফোন ১৫৮ টাকায় 10 জিবি ইন্টারনেট ও 250 মিনিট বন্ধ সিম অফার ক্রয় করতে ডায়াল করুন *১২১*৫৫২৫#
- মেয়াদ 30 দিন।
জিপি ৪৭ টাকা পাওয়ার লোড অফার
গ্রামীণফোন 47 টাকায় 5 জিবি ইন্টারনেট প্রদান করছে তাও 30 দিন মেয়াদে কথাটি শুনলেই অনেকে খুশিতে মেতে উঠবেন।
এমনটা হওয়ার কথা কেননা গ্রামীণফোন গ্রাহকদের বর্তমানে ৪৭ টাকা রিচার্জে 3 জিবি ইন্টারনেট প্রদান করছে।
- গ্রামীণফোন বন্ধ সিম চালু করে ৪৭ টাকা পাওয়ার লোড করার মাধ্যমে আপনি ৫ জিবি ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।
- এছাড়াও মাই জিপি অ্যাপ থেকে চেক করতে পারেন
- অথবা গ্রামীণফোন বন্ধ সিম অফার কোড *১২১*৫৫৩০# ডায়াল করন।
জিপি ৩০ টাকা পাওয়ার লোড অফার
বর্তমানে ৩০ টাকায় গ্রামীণফোনের রেগুলার কোন অফার চলমান নেই।
তবে গ্রামীণফোন বন্ধ সিম অফার ২০২৫ এর আওতায় থাকা গ্রাহকগণ মাত্র ৩০ টাকায় ১ জিবি ইন্টারনেট ও ৩০ মিনিট ব্যবহার করতে পারেন।
- জিপি গ্রাহক ৩০ টাকায় ১ ইবি ইন্টারনেট ও ৩০ মিনিট পেতে ডায়াল করুন *১২১*৫৫২০#।
- অথবা ৩০ টাকা পাওয়ার লোডের মাধ্যমে রিচার্জ করুন।
- 7 দিন মেয়াদ।
গ্রামীণফোন বন্ধ সিমের অফার শর্ত সমূহ –
- এখানে উল্লেখিত গ্রামীন বন্ধ সিমের অফার গুলো পাওয়ার লোড এর মাধ্যমে ক্রয় করতে হবে।
- আপনার সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে প্রতিটি বন্ধ সিমের অফার এর জন্য প্রদান করা এক্টিভেশন কোড ডায়াল করার মাধ্যমে ক্রয় করতে হবে।
- অফার সমুহ সর্বোচ্চ তিনবার ব্যবহার করতে পারবেন যেকোন জিপি off সিমের গ্রাহক।
- আরো বিস্তারিত জানতে গ্রামীনফোনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
গ্রামীনফোন জিপি বন্ধ সিমের অফার সম্পর্কে জানতে পাওয়ার লোড এর মাধ্যমে রিচার্জ করুন অথবা জিপি বন্ধ সিম অফার কোড *১২১*৫৫৫৫# ডায়াল করুন। প্রতিটি অফারের জন্য আলাদা আলাদা এক্টিভেশন কোড রয়েছে তা ব্যবহার করুন।
জিপি বন্ধ সিমের অফার চেক করতে *১২১*৫৫৫৫# ডায়াল করুন।
গ্রামীণফোন বন্ধ সিম চালু করার নিয়ম হচ্ছে নিকটস্থ গ্রামীণফোন কাস্টমার কেয়ারে ভিজিট করে সিমটি রিপ্লেস করা। তারপর গ্রামীণফোন বন্ধ সিম অফার চেক করতে কোড *১২১*৫৫৫৫# ডায়াল করুন।
আরও পড়ুনঃ
- এয়ারটেল মিনিট কেনার কোড | এয়ারটেল কত টাকায় কত মিনিট
- Airtel Balance Check BD Bangladesh | এয়ারটেল ব্যালেন্স চেক কোড
- বিকাশে হাজারে কত টাকা কাটে | ফ্রি, ১৪ টাকা, ১৫ টাকা, ১৮.৫০ টাকা?
উপসংহার,
আশা করি আপনি জিপি বন্ধ সিম অফার ২০২৫ সমূহ সম্পর্কে জানতে পেরেছেন। সহজে গ্রামীণফোন বন্ধ সিমের অফার ক্রয় করতে আপনি আপনার নিকটস্থ গ্রামীণফোন ফ্লেক্সি লোডের শপে গিয়ে পাওয়ার রিচার্জ করার জন্য অনুরোধ করুন।
তবেই আপনি গ্রামীণফোন বন্ধ সিমের অফার ২০২৫ লিস্ট থেকে সেরা অফার গুলো উপভোগ করতে পারেন।
অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
Thank you keep up the good work