বিকাশ ক্যাশ আউট চার্জ | বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট খরচ কত?

বন্ধুরা বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ক্যাশ আউট চার্জ কত এই সম্পর্কে আজকে আপনাদের জানাবো। বিকাশ অ্যাপ (App), USSD code ডায়াল করে এবং বিকাশ এটিএম থেকে ক্যাশ আউট চার্জ কত আপনাদের জানা প্রয়োজন।

কোন বিকাশ ক্যাশ আউট খরচ কম? কিভাবে বিকাশ থেকে ক্যাশ আউট করা সঠিক জানুন। 

বর্তমানে দেশের নম্বর ১ মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ সম্পর্কে বাংলাদেশ কম বেশী সকলে জানেন। প্রতিদিন অনেক নতুন গ্রাহক বিকাশে যুক্ত হচ্ছেন, এবং বিকাশ ক্যাশ আউট, সেন্ডমানি, পে বিল চার্জ সম্পর্কে জানটে আগ্রহী।  

বিকাশ ক্যাশ আউট খরচ কত ২০২৩? নগদ মোবাইল ব্যাংকিং আসার পর থেকে গ্রাহকের এই খোঁজ তুলনা মুলক ভাবে অনেক বেশি বেড়ে গেছে। এর মূল কারণ আছে নগদ এর সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ সম্পর্কে তাদের প্রচার।  

আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয় পেপাল সহ অন্যান্য পেমেন্ট গেটওয় গুলি বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে পৌছায়নি।

কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ব্যাবহার করে দেশের অভ্যন্তরীণ অনলাইন পেমেন্ট গুলি করতে পারছেন। 

বিকাশ ক্যাশ আউট চার্জ কত ২০২৩

Bkash cash out chargepercent (%)প্রতি হাজারে 
From Bkash app1.85%18.50 Taka
From USD code *247#1.85%18.50 Taka
From ATM0.9%9 Taka
বিকাশ ক্যাশ আউট খরচ

পূর্বে ১৭.৫০ এই খরচে ক্যাশ আউট করতে বিকাশ অ্যাপ ব্যাবহার করতে হত। এছাড়াও বিকাশ USSD code ব্যাবহার করে বিকাশ ক্যাশ আউট খরচ ১.৮৫% টাকা।

বন্ধুরা বিকাশ ক্যাশ আউট চার্জ ১.৭৫% টাকা সর্বনিন্ম ছিল, বিকাশ সম্প্রতি প্রিয় এজেন্ট নাম্বার পদ্ধতি বের করেছে।

যেখানে গ্রাহক একটি প্রিয় এজেন্ট নাম্বারে 14 টাকা 90 পয়সা প্রতি হাজার চার্জে ক্যাশ আউট করতে পারেন।

তারপর থেকে বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ ও ম্যানুয়াল বিকাশ কোড *২৪৭# ব্যবহার করে ক্যাশ আউট খরচ সমান করা হয়েছে।

অর্থাৎ বিকাশ অ্যাপ এবং বিকাশ ইউএসএসডি কোড ডায়াল করে বিকাশ ক্যাশ আউট খরচ বর্তমানে ১৮.৫০ টাকা। তবে আপনি একটি প্রিয় নাম্বারে প্রতি মাসে 25000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন কম খরচে।

বিকাশ ক্যাশ আউট খরচ কত?

বিকাশ ক্যাশ আউট খরচ কত?
বিকাশ ক্যাশ আউট খরচ কত?
বিকাশ থেকে ১০০০ টাকা ক্যাশ আউটখরচ
যেকোন বিকাশ এজেন্ট নম্বরে১৮.৫০ টাকা
প্রিয় বিকাশ এজেন্ট নম্বরে (মাসে ২৫০০০ টাকা)১৪.৯৯ টাকা
বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ১৮.৫০ টাকা
বিকাশ কোড *২৪৭# থেকে ক্যাশ আউট চার্জ১৮.৫০ টাকা
ATM মেশিন থেকে বিকাশ ক্যাশ আউট খরচ৯ টাকা
প্রতি ১০০০ টাকা বিকাশ থেকে ক্যাশ আউট করতে খরচ

বিকাশ প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট খরচ কত? 

বর্তমানে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট খরচ হাজারে হচ্ছে ১৪.৯০ টাকা।

ATM মেশিন থেকে বিকাশ ক্যাশ আউট খরচ কত?

তবে বিকাশ এটিএম ক্যাশ আউট খরচ ২.০% যা অন্যান্য সকল পদ্দতি থেকে বেশি ছিল। তবে বর্তমানে ATM মেশিন থেকে বিকাশ ক্যাশ আউট খরচ কমানো হয়েছে।

বর্তমানে ATM মেশিন থেকে বিকাশ ক্যাশ আউট খরচ ৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু ATM মেশিন থেকে বিকাশ ক্যাশ করা যাচ্ছে বর্তমানে।

তবে সম্প্রতি বেশকিছু ব্যাংকের সাথে বিকাশ চুক্তি করেছে। ঐ সকল ব্যাংকের এটিএম বুথ গুলি ব্যবহার করে আপনি বিকাশ থেকে ক্যাশ আউট করলে আপনার কাছ থেকে খরচ কাটা হবে প্রতি হাজারে 9 টাকা হারে।

এই পোস্টে আমরা আপনাকে বিকাশ সকল ক্যাশ আউট পদ্দতি সম্পর্কে জানাবো। 

আরও পড়ুনঃ

তথ্য প্রযুক্তি কি? তথ্য প্রযুক্তি কাকে বলে

কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব?

What is email marketing Bangla

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন 

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

বিকাশ ক্যাশ আউট কিভাবে করে? 

বন্ধুরা আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে আমি সহজেই ক্যাশ আউট করতে পারবেন। বিকাশ ক্যাশ আউট করতে তিন ধরনের পদ্ধতি রয়েছে-

বিকাশ ক্যাশ আউট পদ্ধতি গুলি হচ্ছে-

  1. বিকাশ অ্যাপ (App) ,
  2. এটিএম (ATM) ,
  3. *২৪৭# বিকাশ ইউএসএসডি কোড (USSD code)

*247# ডায়াল বিকাশ ক্যাশ আউট খরচ 

আপনি সারণি দেখে অবশ্যই এ সম্পর্কে ধারণা পেয়েছেন। তথাপিও বলছি আপনি যদি মেনুয়ালি *২৪৭# ডায়াল করে আপনার বিকাশ থেকে ক্যাশ আউট করেন তবে বিকাশ প্রতি হাজারে 18 টাকা 50 পয়সা হারে কাটবে। 

অর্থাৎ *২৪৭# ডায়াল করে বিকাশ ক্যাশ আউট খরচ ১৮.৫০ টাকা। 

বিকাশ অ্যাপ ক্যাশ আউট খরচ

বন্ধুরা বিকাশ অ্যাপস ব্যাবহারকারী গ্রাহক ম্যানুয়ালি এবং বিকাশ এটিএম থেকে ক্যাশ আউট খরচ কম পেয়ে থাকেন।  

বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট খরচ প্রতি হাজারে ১৭.৫০ টাকা অর্থাৎ 17 টাকা 50 পয়সা। তবে বর্তমানে ১৮.৫০ টাকা করা হয়েছে। 

বিকাশ ক্যাশ আউট From APP

বন্ধুরা ম্যানুয়ালি ক্যাশ আউট থেকে বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট অনেক সহজ। বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট করতে আপনার একটি স্মার্টফোন থাকা জরুরি। 

প্রথমে আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপ ইন্সটল করে লগইন করুন।

  • সফল ভাবে লগইন হয়ে গেলে আপনি উপরের মেনুতে 3 নাম্বার অপশনে বিকাশ ক্যাশ আউট লেখা দেখতে পাবেন। 
  • আপনি যদি বিকাশ এজেন্ট পয়েন্টে সরাসরি উপস্থিত হন, তবে কিউআর কোড স্ক্যান করে ক্যাশ আউট করুন।
  • অন্যথায় নম্বর ডায়াল করুন।
  • তারপর টাকা অংক লিখুন।
  • তারপর এখন আপনার পিন কোড লিখুন।
  • সকল তথ্য ঠিক থাকলে মোবাইল স্ক্রিনে নিছের অংশে Tap and hold to cash out লেখা অংশে প্রেস করে ধরে রাখুন।

বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ 

বন্ধুরা আপনাদের আগেই বলেছি বিকাশ এটিএম থেকে ক্যাশ আউট খরচ ২ শতাংশ। সাধারণ গ্রাহক এটা বুঝতে পারবেন না তাই আপনাদের বুঝিয়ে বলছি। 

আপনি যদি বিকাশ এটিএম থেকে 1000 টাকা ক্যাশ আউট করেন তবে আপনার কাছ থেকে বিকাশ ২০ টাকা কাটবে।  

অর্থাৎ আপনি প্রতি হাজারে বিকাশ এটিএম থেকের ক্যাশ আউট খরচ ২০ টাকা বলতে পারেন। এখন বিকাশ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর অনুসারে আপনি এটিএম থেকে ৯ টাকা হজারে ক্যাশ আউট করতে পারেন। 

USSD code *247# ডায়াল করে বিকাশ ক্যাশ আউট পদ্দতি 

মেনুয়ালি ক্যাশ আউট করতে মোবাইল বাটন প্যাড থেকে *২৪৭# ডায়াল করুন। 

  • আপনার সামনে বিকাশ মেনু ওপেন হবে,
  • মেনু লিস্ট থেকে 5.Cash out ( ক্যাশ আউট) নির্বাচন করুন।
  • পরবর্তী মেনু থেকে 1.From Agent ( ফ্রম এজেন্ট) সিলেক্ট করুন।
  • এখন Enter Amount (অ্যামাউন্ট এন্টার) করুন।

এখন আপনার মোবাইলের স্ক্রিনে আপনার প্রদান করা নম্বর ও টাকার পরিমান দেখানো হবে মিলিয়ে নিন। আপনার দেয়া তথ্য ঠিক থাকলে Enter pin code- আপনার পিন দিলেই টাকা ক্যাশ আউট হয়ে যাবে।

আরও পড়ুন 

নগদ একাউন্টের সুবিধা

Bkash account open system 

বিকাশ ক্যাশ আউট খরচ কত?

মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ থেকে ৪ টি উপায়ে টাকা উত্তোলন করা যায়। বিকাশ প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট খরচ প্রতি হাজারে ১৪.৯০ টাকা। প্রিয় নম্বর ব্যতীত বিকাশ এজেন্ট নম্বর গুলোতে বিকাশ ক্যাশ আউট খরচ প্রতি হাজারে ১৮.৫০ টাকা।

বিকাশ ক্যাশ আউট চার্জ ফ্রি?

প্রিয় বিকাশ গ্রাহক বিকাশ ক্যাশ আউট চার্জ ফ্রি বলে কিছু নেই। তবে পাঁচটি প্রিয় নাম্বারে বিকাশ সেন্ড মানি ফ্রি রয়েছে। আপনি চাইলে আপনার বিকাশ পার্সোনাল নাম্বারে পাঁচটি প্রিয় নাম্বার যুক্ত করে প্রতি মাসে 25000 টাকা পর্যন্ত ফ্রি সেন্ড মানি করতে পারেন কোন ধরনের চার্জ ছাড়াই।

বিকাশ থেকে ক্যাশ আউট চার্জ কত?

বিকাশ ক্যাশ আউট চার্জ প্রিয় নম্বরে ১৪.৯০ টাকা। এছাড়াও বিকাশের আরো যে সকল ক্যাশ আউট চার্জ রয়েছে সকল বিষয়ে এখানে আমরা বিস্তার আলোচনা করেছি সম্পূর্ণ পোস্টটি পড়লে আপনি জানতে পারবেন।

উপসংহার

আশা করি আপনি বিকাশ ক্যাশ আউট চার্জ কত ২০২৩ এই সম্পর্কে জানতে পেরেছেন।

সকল পদ্দতিতে বিকাশ ক্যাশ আউট খরচ কত তা জানতে পেরেছেন। এই সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট করুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।  

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment