বিকাশে হাজারে কত টাকা কাটে? এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানতে চান। মূলত এর কারণ হচ্ছে বিকাশ ক্যাশ আউট চার্জের তারতম্য। বিশেষ করে বিকাশ এজেন্ট পয়েন্ট গুলোতে এজেন্টদের সাথে সাধারণ গ্রাহকের বিকাশ খরচ নিয়ে সমস্যা সৃষ্টি হয় বিকাশের খরচ সম্পর্কে জানার পর।
তবে বিকাশ হাজারে কত টাকা কাটে এ সম্পর্কে সঠিক ধারণা থাকলে কোন ধরনের সমস্যায় থাকবে না আপনাদের।
বিকাশ এজেন্টদের কাছ থেকে টাকা উত্তোলন পদ্ধতি এবং বিকাশ থেকে টাকা উত্তোলনের চার্জ কত কাটা হবে তা নির্ধারণ করার জন্য কিছু মাধ্যম রয়েছে।
তবে মূলত সমস্যা হচ্ছে সম্প্রতি বিকাশের প্রিয় এজেন্ট নাম্বার এবং রেগুলার বিকাশ নাম্বার গুলোতে টাকা ক্যাশ আউট চার্জ এর ভিন্নতার কারণে।
Content Summary
বিকাশে হাজারে কত টাকা কাটে – বিকাশ ক্যাশ আউট চার্জ হাজারে কত টাকা
For instance, বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করার পদ্ধতি শুরুর পূর্বে বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ এবং বিকাশ ডায়াল কোড *২৪৭# ডায়াল করে ক্যাশ আউট চার্জ ভিন্ন ভিন্ন ছিল।
ব্লগ লিখে আয় করার উপায় | ঘরে বসে বাংলা লিখে টাকা আয় করুন! বিকাশ পেমেন্ট
সম্প্রতি বিকাশ তাদের গ্রাহকদের জন্য প্রিয় এজেন্ট নাম্বার সেট করার যে পদ্ধতি নিয়ে এসেছে এই পদ্ধতিতে ক্যাশ আউট খরচ কম করা হয়েছে।
পূর্বে একজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে 15 টাকা পর্যন্ত খরচ কাটা হচ্ছিল। তবে পরবর্তীতে বিকাশে ক্যাশ আউট খরচ বৃদ্ধি করা হয়।
পরবর্তীতে বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট খরচ 17 টাকা 50 পয়সা করা হয়।
এবং বিকাশ ডায়াল কোড *২৪৭# ব্যবহার করে ক্যাশ আউট করলে ১৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
তবে বর্তমানে বিকাশ প্রিয় নাম্বার যুক্ত করার পর অর্থাৎ বিকাশ প্রিয় এজেন্ট নাম্বর অ্যাড করলে বিকাশে হাজারে ১৪ টাকা ৯০ পয়সা খরচে ক্যাশ আউট করা যাবে।
তবে বিকাশ প্রিয় নম্বর ছাড়া বিকাশ ক্যাশ আউট খরচ ১৮.৫০ পয়সা করা হয়েছে।
বিকাশ ক্যাশ আউট চার্জ
However, দেশ সেরা মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ থেকে ১০০০ টাকা ক্যাশ আউট করতে বর্তমানে সারণীতে উল্লেখিত চার্জ হবে।
বিকাশ ক্যাশ আউট চার্জ প্রিয় এজেন্ট নম্বরে | ১৪.৯০ টাকা |
বিকাশ ক্যাশ আউট চার্জ অ্যাপ থেকে | ১৮.৫০ টাকা |
ম্যানুয়ালি *২৪৭# ডায়াল করে বিকাশ খরচ | ১৮.৫০ টাকা |
বিকাশ খরচ কত টাকা এই বিভ্রান্তির কারণ কি?
মূলত বিকাশের ব্যাপক প্রচারণা বিকাশ ক্যাশ আউট খরচ কমল।
এর ফলে অনেকেই মনে করেন এখন বিকাশের ক্যাশ আউট খরচ মাত্র ১৪ টাকা।
তবে তা ১৪ টাকা ৯০ পয়সা ক্যাশ আউট খরচ হবে যদি আপনি আপনার ব্যক্তিগত নাম্বারটিতে একটি প্রিয় এজেন্ট নাম্বার সেভ করে তারপর ক্যাশ আউট করেন।
এই পদ্দতিতে বিকাশ কর্তৃপক্ষ প্রতি মাসে 25 হাজার টাকা পর্যন্ত এই খরচ প্রযোজ্য রেখেছে।
একটি প্রিয় এজেন্ট নম্বরে। প্রতি মাসে একটি মাত্র প্রিয় নম্বর ব্যাবহার করা যাবে।
তবে ২৫০০০ টাকা থেকে বেশি ক্যাশ আউট হলে আপনার কাছ থেকে বিকাশ ক্যাশ আউট খরচ ১৮.৫০ টাকা হবে।
অর্থাৎ আপনি যদি এজেন্ট নাম্বার সেভ না করে ক্যাশ আউট করেন আপনি বাংলাদেশের যে কোন এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে আপনার কাছ থেকে ১.৮৫% হারে ক্যাশ আউট চার্জ কাটা হবে।
খরচ সহ বিকাশে কিভাবে টাকা পাঠাবেন
আপনি যখন কোন ব্যক্তিকে বিকাশে টাকা সেন্ড করতে যাবেন তখন আপনি যদি তাকে খরচসহ দিতে চান তবে পূর্বের নিয়মে প্রতি হাজারে 20 টাকা হারে খরচ দিয়ে দিবেন।
এই ক্ষেত্রে বিকাশ এজেন্ট আপনার প্রদানকৃত সম্পূর্ণ অর্থ বিকাশ পার্সোনাল নাম্বারে সেন্ড করে থাকে।
এজেন্ট কোম্পানি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পেয়ে থাকে এর বাইরে আপনার কাছ থেকে কোনো বাড়তি টাকা নেওয়ার অনুমতি নেই।
তাই আপনি যে পরিমাণ টাকা দিচ্ছেন ঠিক ওই পরিমাণ টাকা সেন্ড করবে এজেন্টের কাছে খরচের কোন ব্যাপার নেই।
যখন বিকাশ থেকে টাকা উত্তোলন করা হয় তখনই বেক্তিগত পার্সোনাল বিকাশ নাম্বারটি থেকে খরচ কাটা হয়।
তাই আপনি বুঝতেই পারছেন বিকাশে হাজারে কত টাকা কাটে বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে যখন টাকা উত্তোলন করা হবে তার উপর।
নিজ পার্সোনাল বিকাশ থেকে আপনি কিভাবে টাকা উত্তোলন করবেন, সেটা কি পদ্ধতি অবলম্বন করে উত্তোলন করা হচ্ছে ওই পদ্ধতির উপর নির্ভর করে বিকাশ ক্যাশ আউট চার্জ।
বর্তমানে বিকাশ এজেন্ট নাম্বার সেভ করে টাকা ক্যাশ আউট করলে ১.৪৯ % হারে চার্জ কাটা হয়। এবং বর্তমানে বিকাশ রেগুলার ক্যাশ আউট চার্জ ১.৮৫% টাকা।
বিকাশ থেকে টাকা উত্তোলন করতে আপনি ক্যাশ আউট করতে পারেন বিকাশ এজেন্ট নম্বর গুলিতে। এছাড়াও আপনি যদি কোনো ব্যক্তিগত নাম্বারে টাকা সেন্ড করতে চান তাহলেও বিকাশ সেন্ড মানি পদ্ধতি ব্যবহার করে তা করতে পারেন।
আরও পড়ুনঃ
- রবি ইন্টারনেট অফার কিভাবে দেখে | রবি ইন্টারনেট অফার কোড
- নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি? কিভাবে নগদ পিন রিসেট পদ্দতি
- BPDB Prepaid Meter Codes | Prepaid Meter Code List
- নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
- Airtel Internet Offer BD | All Airtel MB offer code
উপসংহার
আশা করি আপনি বুঝতে পেরেছেন বিকাশে হাজারে কত টাকা কাটে। এই বিষয়ে আপনার আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।
গত ৬ বছর যাবত বিকাশের সাথে কাজ করার কারণে বিকাশ সম্পর্কে অনেক তথ্যই আমাদের জানা রয়েছে।
বাংলাদেশের চলমান মোবাইল ব্যাংকিং সেবা, টেলিকম অফার এবং টেকনোলজি বিষয়ক খবর জানতে আমাদের সাথে থাকুন।
অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।