উপায় মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ | উপায় একাউন্ট দেখার নিয়ম

উপায় মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ ও উপায় একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে আপনাদের জানাবো আজকে। উপায় কি? জানুন উপায় মোবাইল ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত।

১৭ মার্চ থেকে শুরু দেশে চালু হয়েছে আরও একটি নতুন মোবাইল ব্যাংকিং সেবা উপায়।

নতুন টেকনলজি ব্লক চেইন নিরাপত্তা ফিচার যুক্ত করে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মোবাইল ব্যাংকিং সার্ভিস দিচ্ছে উপায়।

উপায় একাউন্ট খোলার নিয়ম, উপায় ক্যাশ আউট চার্জ সম্পর্কেও জানতে পারবেন এই পোস্টে। 

বন্ধুরা বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং সেবার গুরুত্ব দিনে দিনে বেড়েই চলেছে। গ্রাহকদের মধ্যে ক্যাশ আউট চার্জ নিয়ে অনেক চিন্তা রয়েছে।

বিকাশ ক্যাশ আউট চার্জ কত?

এক্ষেত্রে বিকাশ, রকেট এবং নগদ পরবর্তী উপায় তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে নতুন ক্যাশ আউট চার্জ নিয়ে নতুন মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে।

মোবাইল ব্যাংকিং সেবা উন্নত দেশে অনেক আগে চালু হলেও, তাদের দেশে অনলাইন পেমেন্ট গেটওয় গুলি অনেক ভালোভাবে কাজ করার কারণে ততটা জনপ্রিয়তা পায়নি। 

অনুন্নত দেশগুলোতে মোবাইল ব্যাংকিং সেবার জনপ্রিয়তা বেশি তার মধ্যে বাংলাদেশ একটি।

বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছেন তাতে সামনের দিনগুলিতে মোবাইল ব্যাংকিং সেবার ব্যবহার আরো বৃদ্ধি পাবে। 

উপায় কি? ও উপায় মোবাইল ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত 

উপায় মোবাইল ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত
উপায় মোবাইল ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত

বন্ধুরা ইউসিবি (UCB Bank) ব্যাংক থেকে Upay নামে একটি মোবাইল ব্যাংকিং সেবা উদ্বোধন করা হয়েছিল বছর চারেক আগে। যদিও এই মোবাইল ব্যাংকিং সেবা টি খুব বেশি জনপ্রিয়তা পাইনি নগদ/ বিকাশের মত।   

গ্রাহকদের জন্য (UCB Bank) ইউসিবি ব্যাংক থেকে নতুন করে গ্রাহক বান্ধব ও মার্কেট উপযোগী করে একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস Upay এর নতুন নাম উপায় নামেয সেবাটি চালু করা হয়েছে এখন। 

বিকাশ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবায় গ্রাহকের একাউন্ট থেকে টাকা চরির তথ্য সুনা যাচ্ছে।

তাই গ্রাহকের টাকা কে আরো বেশি সিকিউর করতে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করেছে উপায় মোবাইল ব্যাংকিংয়ে। 

উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম
উপায় একাউন্ট খোলার নিয়ম

এখন ঘরে বসে উপায় একাউন্ট খুলতে পারবেন আপনি নিজেই।

ঘরে বসে উপায় একাউন্ট খোলার নিয়ম হচ্ছে আপনাকে উপায় মোবাইল অ্যাপ ব্যাবহার করতে হবে। উপায় একাউন্ট খুলতে প্রথমেই গুগল প্লে-স্টোর থেকে উপায় অ্যাপ ইন্সটল করবেন।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
  1. উপায় অ্যাপ ওপেন করেন এরপর নতুন একাউন্ট খোলার জন্য আপনি অবশ্যই রেজিস্ট্রেশন বাটনে ট্যাব করুন।
  2. আপনার মোবাইল নাম্বার চাপুন এবং আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন। 
  3. এরপর ভেরিফাই মোবাইল নাম্বার অপশনে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড (OTP code) আসবে। একটু অপেক্ষা করলে নিজে নিজেই ওটিপি ভেরিফাই হবে। 
  4. এরপর আপনার NID CARD এর সামনের অংশের এবং পেছনের অংশের ছবি তুলতে হবে।
  5. তারপর ভেরিফাই করা হবে, আপনি চাইলে তথ্য গুলি এডিট করতে পারবেন।
  6. ভেরিফাই সম্পন্ন হলে আপনার পেশা নির্বাচন করুন।
  7. জেন্ডার নির্বাচন করুন ( পরুস/ মহিলা)।
  8. তারপর আপনার ইমেইল এড্রেস থাকলে দিতে পারেন, আর না দিলেও কোন সমস্যা নাই।
  9. অতঃপর নেক্সট বাটনে ট্যাব করুন, আপনার এনআইডি কার্ডের তথ্য গুলিতে কোন ভুল দেখতে পাবেন, কোথাও ভুল থাকলে এডিট করতে পারবেন। 
  10. তারপর একটি পিন কোড সেট করুন। 11111, 12345, 4321 এমন পিন সেট করবেন না। সব সময় এলোমেলো সংখ্যার পিন কোড ব্যাবহার করুন।
  11. উপায় থেকে আপনাকে ওয়েলকাম জানালে হবে। উপায় থেকে একটি এসএমএস পাবেন, আপনি একটি উপায় অ্যাকাউন্ট নাম্বার পাবেন।  

উপায় মোবাইল ব্যাংকিং থেকে কি কি করা যায়

বাংলাদেশের চলমান মোবাইল ব্যাংকিং সেবা সমূহে আপনি যে সেবা পাচ্ছেন প্রায় সকল মোবাইল ব্যাংকিং সেবাই আপনি উপায় থেকে গ্রহণ করতে পারবেন। 

বিশেষ করে- 

  • সেন্ড মানি, 
  • ক্যাশ আউট, 
  • পে বিল,
  • কেনাকাটার পেমেন্ট সহ অন্যান্য আরও অনেক অন-লাইন সেবার বিল পরিশোধ করা যায় উপায় ব্যাবহার করে।  

উপায় মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ কত?

বন্ধুরা বাংলাদেশে মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী বেশিরভাগ গ্রাহক ইউএসএসডি কোড ডায়াল করে ক্যাশ আউট করে থাকেন। 

এর মূল কারণ হচ্ছে বেশিরভাগ গ্রাহকের কাছে ইন্টারনেট সেবা এবং স্মার্ট ফোন না থাকা।

নিন্ম আয়ের মানুষের কথা চিন্তা করে উপায় ইউএসএসডি কোড এবং উভয় ক্ষেত্রেই ক্যাশ আউট চার্জ সমান রেখেছে। তাই আমরা বলতে পারি উপায় ক্যাশ আউট চার্জ হাজারে ১৪ টাকা।  

তবে আপনি শুনে আনন্দিত হবেন যে উপায় একাউন্ট থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ ব্যাবহার করে টাকা বের করতে পারবেন হাজারে মাত্র ৮ টাকা খরচে। 

উপায় ক্যাশ আউট ধরন মাধ্যম উপায়অন্যান্য
উপায় এজেন্ট থেকে ক্যাশ আউটঅ্যাপ১৪ টাকা১১.৪৯ টাকা থেকে ১৮.৫০ টাকা
Upay cashout charge FormUSSD code১৪ টাকা১৪.৯৪ টাকা থেকে ১৮.৫০ টাকা

উপায় ক্যাশ আউট চার্জ কত Form ATM

উপায় ক্যাশ আউট এটিএম উপায়অন্যান্য
USSD code৮ টাকা৯ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত
Upay app৮ টাকা৯ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত

বাংলাদেশের অনেক মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী জানেন না যে এটিএম থেকেও মোবাইল ব্যাংকিং সেবার টাকা ক্যাশ আউট করতে পারেন। 

এই সুবিধা অনেক আগে থেকেই চলে আসছে, তবে চার্জ বেশি হওয়ার কারণে বেশিরভাগ গ্রাহক এটিএম থেকে কখনো টাকা তোলার ক্ষেত্রে আগ্রহী নন।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এখন উপায় মোবাইল ব্যাংকিং সেবা গ্রাহকদের দিচ্ছে দেশের সর্বনিন্ম এটিএম ক্যাশ আউট চার্জ এটিএম ব্যবহারে।

এখন প্রতি হাজারে মাত্র ৮ টাকা খরচে আপনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ গুলি থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

এক্ষেত্রে আপনি উপায় ইউএসএসডি কোড অথবা এটিএম থেকে ক্যাশ আউট করতে আপনার প্রতি হাজারে খরচ হবে ৮ টাকা। 

উপায় একাউন্ট দেখার নিয়ম | উপায় একাউন্ট চেক কোড

বন্ধুরা যে কোন মোবাইল ব্যাংকিং সেবা বাটন মোবাইলে ব্যাবহার করতে একটি ইউএসএসডি কোড প্রয়োজন হয়।

উপায় মোবাইল ব্যাংকিং সেবার ইউএসএসডি কোড বা উপায় একাউন্ট চেক কোড  *২৬৮#

আপনি উপায় ব্যালেন্স চেক করতে *২৬৮# ডায়াল করে উপায় সকল সেবা গ্রহন করতে পারবেন। 

বন্ধুরা উপায় একাউন্ট চেক কোড হচ্ছে *২৬৮#। 

আরও পড়ুন 

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম?

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম হচ্ছে আইডি কার্ড সাথে নিয়ে উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টে যোগাযোগ করা। কেননা নিজেই নিজের উপায় একাউন্ট খোলার জন্য উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করতে হবে বাটন ফোনে তা সম্ভব নয়।

উপায় ক্যাশ আউট চার্জ কত?

ইউএসএসডি কোড ডায়াল করে এবং উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে উপায় ক্যাশ আউট চার্জ হচ্ছে প্রতি হাজারে ১৪ টাকা। তবে আপনি যদি উপায় এটিএম বুথ থেকে ক্যাশ আউট করেন তবে প্রতি হাজারে ৮ টাকা খরচ হবে। 

উপায় একাউন্ট চেক করার কোড কত?

বর্তমানে উপায় একাউন্ট চেক করার কোড হচ্ছে *২৬৮#। কোডটি ডায়াল করলে উপায় মোবাইল মেন্যু চলে আসবে, উপায় মোবাইল মেন্যু থেকে মাই উপায় এবং ব্যালেন্স চেক অপশনটি নির্বাচন করে সহজেই উপায় একাউন্টে টাকা চেক করা যায়।

উপায় একাউন্ট খোলার নিয়ম কি?

ঘরে বসে উপায় একাউন্ট খোলার নিয়ম হচ্ছে উপায় অ্যাপ ব্যাবহার করা। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে আপনার মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ডের ছবি ও সেলফি তুললে খুব সহজেই আপনি একটি উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে পারবেন।

উপসংহার

আশা করি উপায় মোবাইল ব্যাংকিং সেবা, উপায় ক্যাশ আউট চার্জ এবং উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।

উপায় মোবাইল ব্যাংকিং সম্পপরকে আপনার আরও জানার থাকলে কমেন্ট করুন।

জয়েন করুন আমাদের ফেসবুক ফেজ। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment