বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম কি? Rules for calculating electricity bill

বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম সম্পর্কে আপনি জানেন কি? বর্তমানে অনেক বাড়িওয়ালা নিজ বাড়িতে ভাড়াটিয়াদের জন্য সাব মিটার লাগান তবে তারা জানেন না কিভাবে বিদ্যুৎ বিলের হিসাব করবেন। কত টাকা করে ইউনিট প্রতি বিদ্যুৎ বিল নিবেন।

যেকোন ধরনের বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি এড়াতে এখানে আপনাদের বিদ্যুৎ বিলের হিসাব সম্পর্কে বিস্তারিত ধারনা দেয়ার চেষ্টা করবো।

বাংলাদেশর বেশ কিছু কোম্পানির বিদ্যুৎ আমরা বেভার করে থাকি। বিদ্যুৎ বিল নিয়ে নানা ভোগান্তি রয়েছে সেই সাথে বিদ্যুৎ সাব মিটারে ব্যাবহার হলে হিসাব নিয়ে বিরম্বনায়র মধ্যে পড়তে হয়।

পল্লী বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম কি? -Rules for calculating electricity bill

পল্লী বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম
পল্লী বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম

অনেকে মনে করেন মাস শেষে মিটারে বিদ্যুৎ বিল আসছে বেশি। আমরা বিদ্যুৎ বিলের হিসাব নিজেরা জানিনা বিধায় এই সম্পর্কে আমাদের অনেক ভুল ধারনা রয়েছে। প্রিয় পাঠক,আজকে আমরা জানবো কিভাবে বিদ্যুৎ বিলের হিসাব করতে হয়।

বিদ্যুৎ বিলের হিসাব করার আগে বিদ্যুৎ unit and KW সম্পর্কে অবশ্যক কিছু বিষয় জানা দরকার। যেমন-

খুব সহজে মিটার দেখে বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করবো – দেখে নিন বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম

বিদ্যুৎ বিল হিসাব করার সূত্র

11 HP746 W
21000 W1 KW
31 kWh1 Unit বা ১ ইউনিট (১ কিলোওয়াট ওয়াট = ১ ইউনিট)
4H মানেTime (ঘন্টায়)
5P মানে PowerVIcosφ W (Single Phase) OR P = √3VIcosφ W (Three Phase)
পল্লী বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম

kW কে সময় (ঘন্টা) দিয়ে গুন করলে সঠিক উত্তর (বিদ্যুৎ খরচ) বেরিয়ে আসবে।

বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম জানতে কোন মাস কত দিনে শেষ হয় তা জানতে হবে।

কারন বিদ্যুৎ বিতিরন কারি কোম্পানি বিদ্যুৎ বিলের হিসাব মূলত ১ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত করে না। মূলত বিদ্যুৎ রিডিং হিসাবটা ভিন্ন ভিন্ন এলাকায় আলাদা আলাদা সময়ে হয়ে থাকে। 

কোন কোন এলাকায় হিসাবটা আপনি প্রতি 25 তারিখ থেকে পরবর্তী 25 তারিখ পর্যন্ত পেয়ে থাকেন।

আবার কোনো কোনো এলাকায় এই হিসাব 20 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত হয়ে থাকে।

তবে গ্রাহক বিদ্যুৎ বিল কত টাকা এসেছে এই সম্পর্কে মূলত মাসের শুরুতেই তাদের হাতে পেয়ে জান এবং ওই মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে তাদেরকে পূর্ববর্তী মাসের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার প্রয়োজন পড়ে।

বিদ্যুৎ বিল বের করার সূত্র

যদি লোডে  W এর মান থাকে তাহলে বুঝতে হবে সেটা ওয়াটে (w) দেওয়া থাকে।

বিদ্যুতের কারেন্ট ভোল্টেজের দেওয়া থাকলে (P) এর সূত্র দিয়ে বিদ্যুৎ বিল বের করে নিতে হবে। বিদ্যুতের কারেন্ট হর্স পাওয়ার (hp) থাকলে 746 দিয়ে গুণ করে W (ওয়াট) বের করতে হবে।, যেমন: ২০hp=২০*৭৪৬= W ।

 W কে ১০০০ দিয়ে ভাগ করে kW( কিলোওয়াট) এ নিতে হবে। 

* kW কে সময় (ঘন্টা) দিয়ে গুন করে ইউনিট বের করতে হবে। 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

উপরোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করে আপনার বিদ্যুৎ বিলের ইউনিট বের করতে পারলে আপনি সহজেই বিদ্যুতের বিল হিসাব করতে পারবেন। 

Palli Bidyut Bill Check Online | পল্লী বিদ্যুৎ বিল দেখার নিয়ম

পল্লী বিদ্যুৎ মিটারের বিল হিসাব – সাব মিটারের হিসাব

পল্লী বিদ্যুৎ সহ দেশের যেকোন বিদ্যুৎ বিতরণ সংস্থার বিলের হিসাব গুলো এভাবেই করে থাকে।

আপনি চাইলে এখানে উল্লেখিত বিদ্যুৎ বিলের হিসাব গুলো সঠিক ভাবে মিলিয়ে নিতে পারেন আপনার পূর্বের বিলের সাথে।

নেট বিল=এনার্জি বিল + মিটার বিল
এনার্জি বিল=এক মাসে ব্যবহিত ইউনিটের পরিমাণ (kWh) * প্রতি ইউনিটের মূল্য
মিটার বিল=ডিমান্ড চার্জ + সার্ভিস চার্জ
সার্ভিস চার্জ=১০ টাকা সিঙ্গেল ফেজের জন্য, ৩০ টাকা থ্রী ফেজের জন্য
ভ্যাট=আপনার নেট বিলের সাথে ৫% যোগ
জরিমানা৫%
বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম

আরও পড়ুন

এয়ারটেল নাম্বার চেক কোড | এয়ারটেল নাম্বার দেখার নিয়ম

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক, সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড

SEO Meaning Bangla | এসইও কি? All About Search Engine Optimization

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

Domain Meaning In Bengali | ডোমেইন নেম কি? সাব ডোমেন কি

Hosting Meaning In Bengali | হোস্টিং কি | ওয়েব হোস্টিং কি কাকে বলে

নির্দিষ্ট সময়ের ভেতর আপনি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারেন,অথাৎ কোন ১ মাসের বিদ্যুৎ বিল যদি বকেয়া থাকে (কোন কারনে আপনি দিতে পারছেন না) তাহলে নেট বিলের সাথে ৫% জরিমানা যোগ হবে।

খুব সহজে মিটার দেখে বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করবো?

খুব সহজে মিটার দেখে বিদ্যুৎ বিল হিসাব করার জন্য আপনাকে বিদ্যুৎ ইউনিট ও কিলোওয়াট সম্পর্কে জানতে হবে। এখানে সকল বিদ্যুৎ হিসাব দেয়া আছে, দেখে নিবেন।

বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করা হয়?

বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করা হয় নেট বিল, এনার্জি বিল, মিটার বিল, সার্ভিস চার্জ ও ভ্যাট একসাথে যোগ করে।

ব্লগ লিখে আয় করার উপায় | ঘরে বসে বাংলা লিখে টাকা আয় করুন! বিকাশ পেমেন্ট

উপসংহার,

আশা করি আপনি বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। বিদ্যুৎ বিলের হিসাব সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান আপনার আপনার কমেন্টের মূল্যবান জবাব দেয়ার চেষ্টা করব।

সেই সাথে পোস্টটি ভালো লাগলে আপনার আশেপাশের ভাই বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করুন, যাতে তারাও বিদ্যুৎ বিলের সঠিক হিসাব করতে পারে এবং বিদ্যুৎ বিল সম্পর্কে ধারণা নিতে পারে। 

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment