এয়ারটেল মিনিট কেনার কোড ২০২৪ জানতে অনেকেই গুগল সার্চ করে থাকেন। মূলত সহজে এয়ারটেল মিনিট প্যাক ক্রয় করার জন্য এয়ারটেল একটি মিনিট কেনার কোড প্রদান করছে। তবে অনেকেই জানেন না কিভাবে সহজে এয়ারটেল সিমে মিনিট প্যাক ক্রয় করতে হয়।
আমরা নিশ্চয়ই জানি এয়ারটেল রিচার্জ মিনিট অফার রয়েছে কিন্তু সবগুলো মিনিট প্যাক একসাথে দেখতে আপনি এয়ারটেল মিনিট প্যাক ব্যবহার করতে পারেন এবং মিনিট অফার গুলোর বর্তমান বাজার মূল্য সম্পর্কে জানতে পারেন।
এয়ারটেলে মিনিট অফার দেখার জন্য এই ধরনের পদ্ধতি রয়েছে যা অনেকেই জানেন না।
এই সম্পর্কে জানাতে আজকে আপনাদের কাছে এয়ারটেল মিনিট কোড ও কিছু এয়ারটেল নতুন মিনিট অফার লিস্ট নিয়ে হাজির হলাম।
Contents In Brief
- 1 এয়ারটেল মিনিট কেনার কোড ২০২৪ কত – এয়ারটেল মিনিট কিনে কিভাবে
- 1.1 এয়ারটেল মিনিট অফার ২০২৪ নতুন লিস্ট – এয়ারটেল মিনিট কেনার কোড 2024
- 1.2 এয়ারটেল ২৮ টাকা রিচার্জ অফার
- 1.3 এয়ারটেল ৩৪ টাকা রিচার্জ অফার
- 1.4 এয়ারটেল ৭৮ টাকা রিচার্জ অফার
- 1.5 এয়ারটেল ১০৭ টাকা রিচার্জ অফার
- 1.6 এয়ারটেল ২৯৮ টাকা রিচার্জ অফার
- 1.7 এয়ারটেল ৩০৭ টাকা রিচার্জ অফার
- 1.8 এয়ারটেল মিনিট কেনার কোড সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন
- 1.9 Share this:
এয়ারটেল মিনিট কেনার কোড ২০২৪ কত – এয়ারটেল মিনিট কিনে কিভাবে
বন্ধুরা এয়ারটেল রিচার্জ মিনিট অফার লিস্ট আপনারা যে অফারগুলো দেখতে পাবেন ঐসকল অফারের জন্য একটি ভিন্ন ভিন্ন এয়ারটেল মিনিট কোড রয়েছে।
তবে অনেক এয়ারটেল গ্রাহক রয়েছেন যারা এই সমস্ত মিনিট কোড গুলো মনে রাখা কষ্টসাধ্য বলে মনে করেন এবং তা মনে রাখার চেষ্টাও করেন না।
এখানে আমি একটি পদ্ধতি সম্পর্কে জানাবো, যে পদ্ধতিতে আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে আপনি সহজেই এয়ারটেল মিনিট কোড ডায়াল এর মাধ্যমে মিনিট প্যাক ক্রয় করতে পারবেন কোন ধরনের এয়ারটেল মিনিট কোড ছাড়াই।
এয়ারটেল মিনিট কেনার কোড ২০২৪ হচ্ছে *০#, কোটি ডায়াল করলে আপনি আপনার এয়ারটেল সিমের সকল মিনিট অফার গুলো দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার পছন্দের এয়ারটেল মিনিট অফার কিনতে পারবেন।
মূলত এয়ারটেল মিনিট অফার কোড *০# ডায়াল করলে আপনার সামনে এয়ারটেল মিনিট প্যাকেজ লিস্ট চলে আসবে। সেখানে থাকা এয়ারটেল মিনিট অফার গুলো আপনি সহজেই ক্রয় করতে পারবেন।
সেই সাথে আপনি এই কোড ডায়াল করে জানতে পারবেন এয়ারটেল কত টাকায় কত মিনিট দিচ্ছে আপনাদের।
বাংলাদেশের জনপ্রিয় সকল টেলিকম অপারেটর গুলোর তুলনায় এয়ারটেল বিডি অনেক দুর্দান্ত মিনিট অফার প্রদান করছে।
তাই এয়ারটেল গ্রাহকদের জন্য এয়ারটেল মিনিট কোড ব্যবহার করে প্যাকেজ ক্রয়ের পাশাপাশি সরাসরি রিচার্জ এ নতুন এয়ারটেল মিনিট অফার লিস্ট আপনাদের প্রদান করা হলো।
এয়ারটেল মিনিট অফার ২০২৪ নতুন লিস্ট – এয়ারটেল মিনিট কেনার কোড 2024
Above all, এয়ারটেল মিনিট অফার নতুন লিস্টে বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়।
পরিবর্তন গুলোর মধ্যে হচ্ছে এয়ারটেল ২৮ টাকা এবং ৪৮ টাকায় দুটি নতুন মিনিট অফার চালু করেছে।
সেই সাথে বেশ কিছু মিনিট অফারে মিনিটের সাথে এসএমএস ও এমবি যুক্ত করা হয়েছে।
এয়ারটেল অফারের চমৎকার পরিবর্তন লক্ষণীয় যা আপনাদের পছন্দ হবে।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
Also Read:
নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি
এয়ারটেল ২৮ টাকা রিচার্জ অফার
বন্ধুরা এয়ারটেল নতুন মিনিট অফার লিস্টে নতুন সংযোজন এটি, এখান ২৮ টাকা রিচার্জে এয়ারটেল গ্রাহকদের ৪৬ মিনিট প্রদান করছে দুই দিন মেয়াদে।
এয়ারটেল ৩৪ টাকা রিচার্জ অফার
আপনি যদি আপনার এয়ারটেল সিমে মিনিটের সাথে এসএমএস প্যাক খোঁজেন তবে এই অফারটি আপনার জন্য।
এখন এয়ারটেল ছোট মিনিট অফার ৩৪ টাকা রিচার্জ প্যাক বর্তমানে গ্রাহকদের ৫৫ মিনিটের সাথে ৩০ টি এসএমএস প্রদান করছে, তিন দিন মেয়াদে।
এয়ারটেল ৭৮ টাকা রিচার্জ অফার
নতুন এয়ারটেল মিনিট অফার ৭ দিন মেয়াদ, এখন এই নতুন অফার সংযোজন করা হয়েছে।
এখন এয়ারটেলে ৭৮ টাকা রিচার্জে গ্রাহকদের ১৩০ মিনিট দিচ্ছে, ৭ দিন মেয়াদ।
এয়ারটেল ১০৭ টাকা রিচার্জ অফার
বন্ধুরা এয়ারটেল ৯৭ টাকা মিনিট অফারকে পরিবর্তন করে বর্তমানে ১০৭ টাকা রিচার্জ মিনিট অফার প্রদান করা হচ্ছে।
এখন এয়ারটেল ১৭৫ মিনিট অফার করতে ১০৭ টাকা রিচার্জ করুন মেয়াদ ৭ দিন।
এয়ারটেল ২৯৮ টাকা রিচার্জ অফার
বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ টেলিকম অপারেটর গ্রাহকদের বান্ডেল অফার দিচ্ছে।
তবে কিছু মিনিট বান্ডেল অফার রয়েছে যে মিনিট বান্ডেল অফার সমূহের মধ্যে অন্যতম এয়ারটেল।
এয়ারটেল মিনিট বান্ডেল অফার সম্পর্কে জানতে আপনি আমাদের পোস্টটি পড়ুন।
Also Read:
বর্তমানে এয়ারটেল ২৯৮ টাকা রিচার্জে ৪৭৫ মিনিট ও ২ জিবি ইন্টারনেট প্যাক প্রদান করছে ৩০ দিন মেয়াদে।
এয়ারটেল মিনিট ও ইন্টারনেট সহ এই অফারটি পেতে ২৯৮ টাকা রিচার্জ করুন অথবা এয়ারটেল মিনিট প্যাক কোড ডায়াল করুন।
এয়ারটেল ৩০৭ টাকা রিচার্জ অফার
আপনি যদি এয়ারটেল সিমে ৫০০ মিনিট ক্রয় করতে চান তবে অবশ্যই ৩০৭ টাকা রিচার্জ করুন। অথবা এয়ারটেল মিনিট কেনার জন্য CODE ডায়াল করুন।
অন্যান্য টেলিকম অপারেটর এয়ারটেল গ্রাহকদের ৩০৭ টাকা রিচার্জে 500 মিনিট প্রদান করছে তবে এয়ারটেল গ্রাহকরা ৫১০ মিনিট পাচ্ছেন, ৩০ দিন মেয়াদে।
এয়ারটেল মিনিট কেনার কোড সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন
বন্ধুরা এয়ারটেল মিনিট কেনার কোড হচ্ছে *০#। আপনার এয়ারটেল সিম থেকে *০# ডায়াল করলে মিনিট অফার লিস্ট প্রদর্শিত হবে।
এয়ারটেল মিনিট চেক কোড হচ্ছে *৭৭৮*৫# অথবা *৭৭৮*৮#
আরও পড়ুনঃ
- রবি ইন্টারনেট অফার কিভাবে দেখে | রবি ইন্টারনেট অফার কোড
- নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি? কিভাবে নগদ পিন রিসেট পদ্দতি
- BPDB Prepaid Meter Codes | Prepaid Meter Code List
- নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
- Airtel Internet Offer BD | All Airtel MB offer code
উপসংহার,
আশা করি আপনি এয়ারটেল মিনিট অফার নতুন লিস্ট এবং এয়ারটেল মিনিট কেনার কোড সম্পর্কে জানতে পেরেছেন। এয়ারটেল মিনিট অফার সম্পর্কে আরো বিস্তারিত জানার থাকলে আপনি আমাদের কমেন্ট করে জানান।
এয়ারটেল সিম সহ বাংলাদেশের সকল সিমের অফার সম্পর্কে জানতে পারবেন এখানে।
এবং সেই সাথে মোবাইল ব্যাংকিং সেবা ও ব্লগিং, অনলাইন ইনকাম বিষয়ে জানতে আমাদের সাথে থাকুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।