নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক কোড কি? Nagad Dial Code

বাংলাদেশ ডাক বিভাগ থেকে পরিচালিত নগদ মোবাইল ব্যাংকিং সেবা দিনে দিনে প্রসার বিস্তার লাভ করছে। বর্তমান  নতুন গ্রাহক প্রাপ্তির দিক থেকে নগদ মোবাইল ব্যাংকিং সেবা দেশে শীর্ষে রয়েছে। তাই এখন নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক কোড সম্পর্কে অনেকেই জানতে চান।

কিভাবে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করবেন এবং কিভাবে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার সঠিক উপায় কি সেই সম্পর্কে জানাবো এই পোস্টে।    

নগদ  মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক পদ্ধতি অনেক সহজ হলেও অনেক নতুন গ্রাহক এই সম্পর্কে অবগত নন।              

৩ সংখ্যার একটি ইউএসএসডি কোড ডায়াল করে সহজেই আপনার নগদ একাউন্টের ব্যালেন্স জানতে পারেন নগদ গ্রাহক।

আরও পড়ুনঃ 

নগদ একাউন্ট সুবিধা 

মূলত নগদ একাউন্টের ব্যালেন্স আপনি দুই ভাবে পরীক্ষা করতে পারেন।

  • প্রথমত ম্যানুয়ালি নগদ ইউএসএসডি কোড ডায়াল করে। 
  • দ্বিতীয়ত নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করে।

বন্ধুরা আপনি যদি বাংলায় নগদ একাউন্ট ব্যালেন্স চেক করতে চান তবে আপনি নগদের ভাষা সেটিং থেকে বাংলা ভাষা নির্বাচন করে নিন। 

নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক কোড কি? – নগদ ব্যালেন্স চেক করার নিয়ম

বন্ধুরা নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক কোড *167#.

আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে ডায়াল কোড *167# মনে রাখুন।

ডায়াল কোড ব্যাবহার করে নগদ একাউন্ট চেক পদ্দতি 

ডায়াল কোড ব্যাবহার করে নগদ একাউন্ট চেক পদ্দতি
ডায়াল কোড ব্যাবহার করে নগদ একাউন্ট চেক পদ্দতি

নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে আপনার নগদ পার্সোনাল নম্বর থেকে *১৬৭# ডায়াল করুন।

  • তারপর মেনু থেকে- ৭. মাই নগদ সিলেক্ট করুন।
  • তারপর- ১. ব্যালেন্স Equiry সিলেক্ট করুন।
  • আপনার গোপন ৪ সংখ্যার পিন কোড চাপুন।

আপনার মেনু নির্বাচন পদ্দতি ও পিন কোড সঠিক থাকলে আপনি আপনার মোবাইল স্ক্রিনে আপমার নগদ একাউন্টে টাকা বা বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।  

নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে ব্যালেন্স চেক পদ্দতি 

আপনার বিকাশ অথবা নগদ মোবাইল ব্যাংকিং সেবার অ্যাপ ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে নগদ মোবাইল অ্যাপস ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। 

নগদ অ্যাপস মোবাইল অ্যাপ ইন্সটল করে আপনার পিন কোড দিয়ে লগইন করুন। 

সফলভাবে নগদ অ্যাপস এ লগইন পরবর্তী আপনি সবার উপরে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” বাটনে ক্লিক করলেই আপনার ব্যালেন্স আপনাকে দেখানো হবে।  

ম্যানুয়ালি ব্যালেন্স চেক করা থেকে নগদ অ্যাপস ব্যাবহারে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করা অনেক সহজ।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আরও পড়ুনঃ –

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ 

নগদ মোবাইল ব্যাংকিং কমিশন 

রবি মিনিট কেনার কোড 

নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক কোড কত?

নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যালেন্স চেক করতে মোবাইল থেকে *১৬৭#  ডায়াল করুন। নতুন একটি নগদ মোবাইল মেন্যু চলে আসবে। নগদ মোবাইল মেনুতে  থাকা সাত নম্বর অপশন মাই নগদ (7.My nagad) সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করুন। এখন পরবর্তী মেনুতে ব্যালেন্স চেক (1. Balance check) নির্বাচন করে আপনার নগদ একাউন্টের বর্তমান পিনকোড প্রদান করলে আপনার সম্মুখে আপনার নগদ ব্যালেন্স প্রদর্শিত হবে।

নগদ একাউন্ট চেক করার নিয়ম?

ডায়াল কোড *১৬৭# ব্যাবহার করে নগদ একাউন্ট চেক পদ্দতি ও অ্যাপ থেকে নগদ একাউন্ট চেক পদ্দতি ভিন্ন ভিন্ন। সঠিক পদ্দতি জানতে পোস্টটি পড়ুন।

উপসংহার

আশা করি আপনি নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক পদ্দতি সম্পর্কে জানতে পেরছেন এবং আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে সামর্থ্য হয়েছেন।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

যদি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে কোন সমস্যা হয় তবে কমেন্ট করুন।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment