টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি ও ম্যাচ ফিকচার ও পয়েন্ট তালিকা

টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি গুগল করে থাকেন। প্রিয় পাঠকগণ আপনারা অনেকেই জানেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের পুরুষ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। তাই অনেকেই গুগলের মাধ্যমে জানার চেষ্টা করছেন টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ ফিকচার জানার জন্য।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর সকল দলের ম্যাচ এবং ভেন্যু সম্পর্কে বিস্তারিত জানাবো।

বাংলাদেশে সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় খেলা সমূহের মধ্যে একটি হচ্ছে ক্রিকেট। 

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পক্ষ থেকে পূর্বে ৫০ ওভারের ম্যাচ চার বছর পর পর ক্রিকেটে পারফর্ম করার সেরা দলগুলো নিয়ে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা হতো।

তবে 20 ওভারের ফরমেট ( 120 বল) ক্রিকেটে আইসিসি দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে আসছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ রয়েছে, তাই এমন একটি বৈশ্বিক টুর্নামেন্টের খেলা গুলো সম্পর্কে আগে থেকেই জানার আগ্রহ রাখে অনেক বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। 

যদি হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাহলে সেখানে তো আরো বেশি উন্মাদনা রয়েছে ক্রিকেটপ্রেমীদের কেননা তিন ঘণ্টার একটি ম্যাচে বিপুল পরিমাণ চার-ছক্কার সমাহার থাকে। 

তাই আজকের এই আর্টিকেলে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময়সূচি এবং কোন দলের প্রতিপক্ষ কে সে সম্পর্কে আপনাদের সম্পূর্ণ তথ্য প্রদান করা হবে।

Content Summary

আইসিসি পুরুষ টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি – ICC T20 WorldCom 2022 Fetchers and schedule

টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ ফিকচার
টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ ফিকচার

পুরুষ টি টয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। 

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময়সূচি অনুযায়ী এবারের পুরুষ T20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে সর্বমোট ২০ টি দেশের জাতীয় ক্রিকেট দল।

2022 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে নির্বাচন করা হয়েছে অস্ট্রেলিয়াকে। তাই ১৬ অক্টোবর ২০২২ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মূলত অস্ট্রেলিয়া এবং উপমহাদেশের ক্রিকেটীয় কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন, যার কারণে এশিয়ার দল বাংলাদেশ সহ অন্যান্য দলগুলোর জন্য এবারের বিশ্বকাপে ভালো করাটা এক ধরনের চ্যালেঞ্জিং হবে বলে করেন ক্রিকেট বিশ্লেষকেরা।

পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ ফিকচার অনুসারে দল গুলির প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে 13 ই অক্টোবর ২০২২ এ। এবারের T20 world cup schedule অনুসারে ২০ দলের অংশগ্রহণে মোট ৪৫ টি ম্যাচের একটি টুনামেন্ট।

টি টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ সময় সূচি তালিকা

তবে t20 world cup schedule Final ম্যাচটি অনুষ্ঠিত হবে 13 ই নভেম্বর 2022। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ই নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে।

টি টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ সময় সূচি তালিকা 2022

T20 world cup schedule অনুসারে মূল পর্ব শুরু হবার আগে ৪ টি দলকে বাছাই করতে কোয়ালিফাই ম্যাচ অনুষ্ঠিত হবে।

যেহেতু আমরা জানতে পারি যে Crocket mans World Cup 2022 এ ২০ টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে, তবে সেই ২০ টি ক্রিকেট দলের মধ্যে এখনো পর্যন্ত চারটি দল অনির্ধারিত রয়েছে।

সেই দলগুলিকে কোয়ালিফাই ম্যাচ খেলে তবেই মূল পর্বের খেলার যোগ্যতা অর্জন করতে হবে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে বলা হয়েছে কোয়ালিফাই পর্ব মোট ৮ টি ক্রিকেট দলের মাঝে অনুষ্ঠিত হবে। যাদের ৪ টি করে দুটি আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে।

প্রথম পর্বের জন্য ৮ টি দল হচ্ছে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া, সংযুক্ত, স্কটল্যান্ড, আইল্যান্ড এবং আরেক দুটি দল এখনও পর্যন্ত নির্ধারিত রয়েছে।

বাদবাকি যে দুটি দল নেয়া হবে, সে দুটি দল বৈশ্বিক টুর্নামেন্ট থেকে বিবেচনা করে নির্ধারণ করা হবে।

লক্ষ্যনীয় বিষয় হচ্ছে এবারের এই আন্তর্জাতিক টুনামেন্টের রাউন্ড লীগে সর্বমোট ৮ টি দলকে দুটি গ্রুপ (এ ও বি) তে বিভক্ত করে তাদের মধ্য থকে ২ টি দলকে মূল পর্বে খেরার যোগ্যতা অর্জন করতে হবে।

কোয়ালিফায়ার পর্ব থেকে (প্রথম পর্ব) এ” গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং বি” গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মোট চারটি দল বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

আইসিসি পুরুষ টি২০ ২০২২ কোয়ালিফায়ার টিম টেবিল

টি টুয়েন্টি বিশ্বকাপ গ্রুপ “A”টি টুয়েন্টি বিশ্বকাপ গ্রুপ “B”
নামিবিয়াওয়েস্ট ইন্ডিজ 
শ্রীলংকাস্কটল্যান্ড 
সংযুক্ত আরব আমিরাতআয়ারল্যান্ড 
নেদারল্যান্ডজিম্বাবুয়ে

t20 বিশ্বকাপ ২০২২ সময় সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময়সূচী (বাছাইপর্ব)

প্রিয় পাঠক আইসিসি থেকে প্রদান করা টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি অনুসারে 16 অক্টোবর ২০২২ থেকে মূল পর্বের ম্যাচ চালু হবে।

তবে আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২২ সূচী অনুসারে মূল পর্ব শুরু হবে 22 অক্টোবর থেকে।

তাই আপনি বলতে পারেন ১৬ অক্টোবর থেকে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ চালু হচ্ছে, তবে মূল পর্বের খেলা শুরু হবে ২২ তারিখ থেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ শিডিউল

ক্রমিক নংতারিখপ্রতিপক্ষবাংলাদেশ সময়
116 অক্টোবরনামিবিয়া বনাম শ্রীলংকা১০.০০ AM
216 অক্টোবরসংযুক্ত আরব আমিরাত বনাম কোয়ালিফায়ার ২.০০ PM
317 অক্টোবরস্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ১০.০০ AM
417 অক্টোবরজিম্বাবুয়ে বনাম স্কটল্যান্ড২.০০ PM
518 অক্টোবরনামিবিয়া বনাম নেদারল্যান্ড১০.০০ AM
618 অক্টোবরশ্রীলংকা বনাম আরব আমিরাত২.০০ PM
719 অক্টোবরজিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ১০.০০ AM
819 অক্টোবরআয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড২.০০ PM
920 অক্টোবরনেদারল্যান্ড বনাম শ্রীলংকা১০.০০ PM
1020 অক্টোবরআরব আমিরাত বনাম নামিবিয়া২.০০ PM
1121 অক্টোবরআয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ১০.০০ PM
1221 অক্টোবরজিম্বাবুয়ে বনাম স্কটল্যান্ড২.০০ PM

টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি

২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ মূল পর্বের সময় সূচি

২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ মূল পর্বের সময় সূচি

আশা করি আপনারা জানতে পেরেছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে স্বাগতিক দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে।

এবারে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ মূল পর্বে মোট ১২ টি ক্রিকেট দল অংশ গ্রহণ করবে।

মূলত 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবার পরই রেংকিং এর হিসাব বিবেচনায় প্রথম সারির ৮ টি দল ছিল, সেই রেংকিং অনুসারে ৮ দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে।  

আর বাকি চারটি দল বাছাই পর্ব খেলার মাধ্যমে মূলপর্বের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।

2021 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর রেংকিংয়ের ভিত্তিতে সরাসরি খেলতে পারবে এমন আটটি দলের নাম হচ্ছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। 

আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২২ এ দল গুলিকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির বিভক্তকারী গ্রুপের নামকরণ করা হয়েছে “গ্রুপ ১” এবং “গ্রুপ ২”।

আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ১নং গ্রুপ টিম লিস্ট  

গ্রুপ ১গ্রুপ ২
আফগানিস্তানবাংলাদেশ
অস্ট্রেলিয়া ইন্ডিয়া 
ইংল্যান্ডপাকিস্তান 
নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা
আয়ারল্যান্ডনেদারল্যান্ড
শ্রীলংকাজিম্বাবুয়ে

t20 বিশ্বকাপ ২০২২ টিম লিস্ট

T20 বিশ্বকাপের মূল পর্বের ফিকচার 2022 

আমরা এতক্ষণ আপনাদের আইসিসি টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ ফিকচার সূচি অনুজায়ী কোয়ালিফায়ার দল গুলির খেলা ও মূল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর সম্পর্কে আপনাদের জানিয়েছি।

এখন টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ লাইভ খেলা কোথায় কোন ভেনুতে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে আপনাদের জানাবো।

এবং টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ লাইভ ম্যাচ প্রথম দিনে কোন কোন দেশের খেলা অনুষ্ঠিত হবে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন এখান থেকে।

Australia Man’s T20 world cup schedule 2022

তারিখখেলাস্টেডিয়ামবাংলাদেশ সময়
22 অক্টোবরনিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়াসিডনি১.০০ PM
22 অক্টোবরইংল্যান্ড বনাম আফগানিস্তানপার্থ৫.০০ PM
23 অক্টোবরA1 vs B2হোবার্ট১০.০০ AM
23 অক্টোবরপাকিস্তান বনাম ভারতমেলবোর্ন৫.০০ PM
24 অক্টোবরবাংলাদেশ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ারহোবার্ট১০.০০ AM
24 অক্টোবরগ্রুপ বি কোয়ালিফায়ার বনাম দক্ষিন আফ্রিকাহোবার্ট২.০০ PM
25 অক্টোবরগ্রুপ এ কোয়ালিফায়ার বনাম অস্ট্রেলিয়াপার্থ২.০০ PM
26 অক্টোবরগ্রুপ বি কোয়ালিফায়ার বনাম ইংল্যান্ডমেলবোর্ন১০.০০ AM
26 অক্টোবরনিউজিল্যান্ড বনাম আফগানিস্তানপার্থ২.০০ PM
27 অক্টোবরবাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকাসিডনি০৯.০০ AM
27 অক্টোবরভারত বনাম গ্রুপ এ কোয়ালিফায়ারসিডনি১.০০ PM
27 অক্টোবরপাকিস্তান বনাম গ্রুপ বি কোয়ালিফায়ারপার্থ৫.০০ PM
28 অক্টোবরআফগানিস্তান বনাম গ্রুপ বি কোয়ালিফায়ারমেলবোর্ন১০.০০ AM
28 অক্টোবরইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ামেলবোর্ন২.০০ PM
29 অক্টোবরনিউজিল্যান্ড বনাম গ্রুপ এ কোয়ালিফায়ারসিডনি২.০০ PM
30 অক্টোবরবাংলাদেশ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ারব্রিসবেন৯.০০ AM
30 অক্টোবরপাকিস্তান বনাম গ্রুপ এ কোয়ালিফায়ারপার্থ১.০০ PM
30 অক্টোবরভারত বনাম দক্ষিন আফ্রিকাপার্থ৫.০০ PM
31 অক্টোবরঅস্ট্রেলিয়া বনাম গ্রুপ বি কোয়ালিফায়ারব্রিসবেন২.০০ PM
01 নভেম্বরগ্রুপ এ কোয়ালিফায়ার বনাম আফগানিস্তানব্রিসবেন১০.০০ AM
01 নভেম্বরইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডব্রিসবেন২.০০ PM
02 নভেম্বরB1 VS A2অ্যাডিলেড১০.০০ AM
02 নভেম্বরবাংলাদেশ বনাম ভারতঅ্যাডিলেড২.০০ PM
03 নভেম্বরদক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানসিডনি২.০০ PM
04 নভেম্বরগ্রুপ বি কোয়ালিফায়ার বনাম নিউজিল্যান্ডঅ্যাডিলেড১০.০০ AM
04 নভেম্বরআফগানিস্তান বনাম অস্ট্রেলিয়াঅ্যাডিলেড২.০০ PM
05 নভেম্বরগ্রুপ এ কোয়ালিফায়ার বনাম ইংল্যান্ডসিডনি২.০০ PM
06 নভেম্বরগ্রুপ এ কোয়ালিফায়ার বনাম দক্ষিন আফ্রিকাঅ্যাডিলেড৬.০০ AM
06 নভেম্বরবাংলাদেশ বনাম পাকিস্তানঅ্যাডিলেড১০.০০ AM
06 নভেম্বরভারত বনাম গ্রুপ বি কোয়ালিফায়ারমেলবোর্ন২.০০ PM
টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি

টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশের ম্যাচ সময় সূচি

টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

  • 17 অক্টোবর বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যে অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর 2 টায়।
  • একই ভেনুতে 19 অক্টোবর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা মধ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর 2 টায়।

তবে মূল পর্বে বাংলাদেশের রয়েছে পাঁচটি ম্যাচ।

সব মিলিয়ে বাংলাদেশি ক্রিকেট প্রেমী ও ভক্তদের এই ৭ টি ম্যাচে চোখ থাকবে বাংলাদেশে দল কি ধরনের পারফরম্যান্স করে।

তারিখখেলাস্টেডিয়ামসময়
24 অক্টোবরবাংলাদেশ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ারহোবার্ট১০.০০ AM
27 অক্টোবরবাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকাপার্থ৫.০০ PM
30 অক্টোবরবাংলাদেশ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ারব্রিসবেন৯.০০ AM
02 নভেম্বরবাংলাদেশ বনাম ভারতঅ্যাডিলেড২.০০ PM
06 নভেম্বরবাংলাদেশ বনাম পাকিস্তানঅ্যাডিলেড১০.০০ AM
টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি বাংলাদেশ ম্যাচ

আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ সেমিফাইনাল এর সময়সূচী ২০২২

টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি তালিকা এখন আপনাদের সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলা সম্পর্কে জানবো।

বন্ধুরা টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি অনুসারে ফাইনাল ম্যাচ হবে ১৩ নভেম্বর ২০২২ তারিখে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

তারিখখেলাস্টেডিয়ামসময়
9 নভেম্বর১ম সেমিফাইনালসিডনিn/a
10 নভেম্বর২য় সেমিফাইনালঅ্যাডিলেডn/a
13 নভেম্বরফাইনাল 2022মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডn/a
টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সময় সূচি

টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ পয়েন্ট তালিকা

Australia Man’s T20 world cup schedule 2022

16 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে 2022 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মহা  জমজমাট ক্রিকেট লড়াই। 

তবে 22 অক্টোবর থেকে মূল পর্বের খেলা শুরু হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। আমরাও প্রস্তুত রয়েছি টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ পয়েন্ট তালিকা আপনাদের দেয়ার জন্য। 

তবে খেলা শুরুর পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ পয়েন্ট তালিকা পেতে।

আরও পড়ুনঃ

বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ | Qatar World Cup Schedule

আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে?

বিশ্বকাপে নেইমারের গোল সংখ্যা কত?

টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি FAQS

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?

ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি এবার অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়।

পুরুষ টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ কত তারিখে শুরু হবে?

অস্ট্রেলিয়ায় টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ শুরু হবে ১৬ অক্টোবর ২০২২ এ চালু হবে।

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ কতটি দল খেলবে?

এবারের পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ অংশগ্রহণ করবে সর্বমোট ২০ টি দেশের জাতীয় ক্রিকেট দল।

২০২২ টি টুয়েন্টি বিশ্বকাপ কততম?

২০২২ টি টুয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসর।

টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ফিফটি কার?

টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ফিফটি সাকিব আল হাসান করেন।

উপসংহার, 

আশা করি আপনি টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি পয়েন্ট টেবিল বাংলাদেশ সময় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 আসতেছে এই নিয়ে বাংলাদেশে ক্রিকেট প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এখন থেকেই লক্ষণীয়। আমাদের সাথে থাকুন আমরা এই ওয়েবসাইটে t20 বিশ্বকাপ নিয়ে সকল তথ্য গুলো আপনাদের জানানোর চেষ্টা করব।

লক্ষনীয় যে বাংলাদেশ ক্রিকেটে-প্রেমিরা Australia Man’s T20 world cup schedule 2022 পোস্ট পড়ে, বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে স্বপ্ন দেখছে। বাংলাদেশ দলের ক্রিকেট ভক্তরা চায়, কমপক্ষে সেমিফাইনাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ নিজেদের পৌঁছাবে বাংলাদেশের দামাল ছেলেরা।

আপনিও আমাদের সাথে থাকুন এবং টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সময় সূচি তালিকা নোট করে রাখুন আপনার কাছে এবং সেই অনুসারে পছন্দের টীমের ম্যাচ খেলা উপভোগ করুন সঠিক সময়ে।

t20 world cup schedule বিষয়ে আপনার কোন মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানান। আপনার কমেন্ট এর উপর ভিত্তি করে আমরা আমাদের টি টুয়েন্টি বিশ্বকাপ 2022 ব্লগ পোস্টটিকে আরো সুন্দর করে সাজানোর চেষ্টা করব।

ইন্টারনেট থেকে সঠিক তথ্য সঠিক সময়ে আরোহন এর জন্য এবং ঘরে বসে টাকা আয় সংক্রান্ত খবর, মোবাইল ব্যাংকিং অফার ও টেলিকম অফার সম্পর্কে নিয়মিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ধন্যবাদ।

আরও পড়ুনঃ

ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা | ব্যাডমিন্টন সম্পর্কে বিস্তারিত

ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার সম্পর্কে বিস্তারিত জানুন

কাতার বিশ্বকাপ গ্রুপ তালিকা ২০২২

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment