নগদ হেল্পলাইন নাম্বার সম্পর্কে আজকে আপনাদের জানাবো। Nagad Helpline Number Code ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার সমস্যা সম্পর্কে নগদ অফিসে যোগাযোগ করতে পারেন। তুলনামূলক নতুন হয়েও অনেক কম সময়ে অনেক বেশি কাস্টমার অধিগ্রহণ করেছে নগদ মোবাইল ব্যাংকিং সেবা। এই বিপুলসংখ্যক গ্রাহকের বিভিন্ন সমস্যায় নগদ মোবাইল ব্যাংকিং হেল্প লাইন নম্বরের প্রয়োজন পড়ে নিজেদের সমস্যা সমাধানে।
বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা সমূহের মধ্যে নগদ এর অবস্থান দ্বিতীয়।
তাই আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন নগদ এর গ্রাহক সংখ্যা বর্তমানে বিকাশের পরপরই অবস্থান করছে (4 কোটির বেশি )।
দেশে চলমান মোবাইল আর্থিক সেবা নগদ সহ আপনার ব্যবহার করা যেকোনো মোবাইল ব্যাংকিং সেবার সমস্যা সম্পর্কে সঠিকভাবে নির্ণয় করতে পারলে আপনি হেলপ্লাইন থেকে সঠিক ও দ্রুত সমাধান পেতে পারেন।
Content Summary
নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার কত? – Nagad Helpline Number Code live chat
গ্রাহক সেবার জন্য নগদ একাধিক নগদ হেল্পলাইন নম্বর রেখেছে। সকল নগদ গ্রাহকের অধিকার রয়েছে তাদের মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে জানতে।
নগদ মোবাইল ব্যাংকিং সেবার হেল্পলাইন নাম্বার হচ্ছে ১৬১৬৭। তবে নগদ কল সেন্টার ১৬১৬৭ নাম্বারে কল করতে পারবেন যেকোনো টেলিকম অপারেটর থেকে বাংলাদেশের মধ্যে।
মনে রাখবেন আপনি যদি নগদ থেকে সাহায্য নিতে চান তবে আপনি আপনার নগদ করা নম্বর থেকে নগদ হেলপ্লাইনে কল করবেন, তবেই আপনি দ্রুত সমাধান পাবেন।
যদি কোন কারনে আপনার নগদ মোবাইল ব্যাংকিং করা নম্বরটি আপনার কাছে না থাকে তবে আপনি নগদ হেল্পলাইন নম্বরে কল করতে পারবেন এজন্য আপনাকে ভিন্ন নগদ হেল্পলাইন নম্বর ০৯৬০৯৬১৬১৬৭ ব্যবহার করতে হবে।
নগদ হেল্পলাইন নম্বর লিস্ট – Nagad Helpline Number 16167 & all code
নগদের সেবা পেতে আপনি নগদ হটলাইন হেলপ্লাইন নাম্বার হচ্ছে ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে যেকোনো সময় যেকোনো অপারেটর ও যেকোনো দেশ থেকে কল করতে পারেন।
এছাড়া নগর থেকে আপনি সাহায্য পেতে আপনি নগদে ইমেইল করতে পারেন অথবা নগদের ফেসবুক পেজে আপনার সমস্যা সম্পর্কে অবগত করতে পারেন তাদের।
নগদ হেল্প লাইন নাম্বার
সরাসরি কল করুন | ১৬১৬৭ |
নগদ হট লাইন | ০৯৬০৯৬১৬১৬৭ |
Email: | [email protected] |
Facebook: | MYNAGAD |
Verified Page | https://www.facebook.com/MyNagad |
মনে রাখবেন নগদ হেল্পলাইন নাম্বার ১৬১৬৭ দিনের যেকোনো সময় ২৪/৭ নগদ গ্রাহকদের জন্য খোলা রয়েছে।
নগদ হেল্পলাইন নম্বরে কথা বলতে আপনাকে চার্জ গুনতে হবে। তাও আপনাকে নগদ সেবা পেতে হেল্পলাইন কল করার পূর্বে আপনার সিমে ২০ টাকা পর্যন্ত টাকা থাকা নিশ্চিত করতে হবে।
কেননা নগদ হেল্পলাইন নম্বরে কথা বলতে প্রতি মিনিট প্রায় ১.৫০ টাকা খরচ হয়।
আরও পড়ুনঃ
How to check Airtel Internet Balance BD?
নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নম্বর অনলাইন
অনলাইনে নগর সম্পর্কিত সাহায্য নেওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন নগদ এর ইমেইল এড্রেস অথবা নগদ এর অফিসিয়াল ফেসবুক পেজ।
বিকাশ গ্রাহকদের জন্য বিকাশ লাইভ চ্যাট প্রবর্তন করলেও এখনো গ্রাহকদের জন্য লাইফ সাপোর্ট নিয়ে আসেনি।
তবে নগদ মোবাইল ব্যাংকিং সেবা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব গ্রাহকদের হেলপ্লাইন সম্পর্কিত সমস্যা দ্রুত দূর করার জন্য লাইফ সাপোর্ট সুবিধা দেয়ার।
অনলাইনে নগদ হেলপ্লাইন কল না কারো সুবিধা নেওয়ার জন্য আপনি [email protected] ঠিকানায় ইমেইল করুন।
আরও পড়ুনঃ
লক্ষ্মীপুর জেলার বিখ্যাত ব্যক্তির নাম
আপনি কি কি সমস্যায় নগদ হেল্প লাইনে কল করতে পারেন?
- নগদ পিন সেট সমস্যা
- একাউন্ট সম্পর্কিত সমস্যা
- নগদ থেকে বিভিন্ন সমস্যা
- এছাড়াও আরও অনেক নগদ মোবাইল ব্যাংকিং সেবায় আপনার সমস্যা হলে আপনি অবশ্যই নগদ হেলপ্লাইন থেকে সাহায্য পেতে পারেন।
তবে মনে রাখবেন নগদ একাউন্ট পিন কোড জনিত কোন সমস্যায় আপনি পড়লে আপনার অ্যা একাউন্টের পর্যাপ্ত তথ্য আপনার জানা থাকলে আপনি সহজেই হেল্পলাইনে কল করা ছাড়াই নিজেই নিজের নগদ পিনকোড সেট করতে পারবেন।
নিজে নিজে নগদ একাউন্টের পিন কোড রিসেট করার জন্য আপনাকে নগদ ডায়াল কোড *১৬৭# ডায়াল করে নগদ মোবাইল মেন্যু থেকে ৮ নম্বরে থাকার পিন রিসেট অপশনটি নির্বাচন করতে হবে।
তারপর আপনাকে ফরগট পিন (Forgot PIN) অপশনটি নির্বাচন করতে হবে।
এখন আপনি আপনার যে আইডি কার্ড ব্যবহার করে নগদ একাউন্ট চালু করেছিলেন ওই ভোটার আইডি কার্ডের নাম্বার প্রদান করুন।
তারপর আপনার সর্বশেষ একটি লেনদেনের তথ্য প্রদান করুন।
আপনার প্রদান করা ভোটার আইডি কার্ড ও সর্বশেষ লেনদেন তথ্য সঠিক থাকলে নগদ আপনাকে একটি টেম্পারারি পাসওয়ার্ড এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে।
এসএমএস টি ব্যাবহার করে আপনি আপনার নগদ এর পিন কোড টি সেট করে নিতে পারবেন সহজেই।
আশা করি নিজে কিভাবে নগদ একাউন্টের পিন সেট করবেন এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।
এই বিষয়ে আপনার আরও জানা থাকলে আমাদের কমেন্ট করে জানান এ বিষয়ে বিস্তারিত পরবর্তিতে আরো একটি পোস্ট আসবে।
যে কোন টেলিকম নম্বর থেকে নগদ হেল্পলাইন নাম্বার হচ্ছে ১৬১৬৭।
নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার হচ্ছে ১৬১৬৭। দেশের বাইরে থেকে নগদ একাউন্ট সম্পর্কে সেবা পেতে ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে কল করুন।
আরও পড়ুনঃ
নগদ একাউন্ট খোলার নিয়ম পদ্ধতি অফার
Nagad Send Money Charge, Limit
উপসংহার,
আশা করি আপনি নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার সম্পর্কে জানতে পেরেছেন।
নগদ বর্তমানে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট সহকারে দেশের জনগণকে আর্থিক সেবা দিয়ে যাচ্ছে।
এছাড়াও বর্তমানে অ্যাপ থেকে সেন্ড মানি কোন ধরনের চার্জ নেই, পক্ষান্তরে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ অ্যাপস থেকেও সেন্ড মানি চার্জ নিচ্ছে।
অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।