চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম | Application form for job

প্রিয় পাঠকগণ চাকরির জন্য আবেদন পত্র কিভাবে আপনার লিখতে পারেন সে বিষয়ে আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। আজকের এই আর্টিকেলের আমি আপনাদেরকে কিভাবে আপনারা চাকরির জন্য আবেদন করবেন সেটি বিস্তারিত নমুনা কারে দেখাবো।

প্রতিটি মানুষের জীবনে চাকরির প্রয়োজনীয়তা রয়েছে। কেউ কেউ পড়াশোনা অবস্থায় চাকরির জন্য আবেদন করে থাকেন আবার অনেকেই নিজেদের পড়াশোনা শেষে চাকরির জন্য আবেদন করেন।

আজকেরে আর্টিকেলে আপনারা যে কোন কোম্পানি কিংবা প্রতিষ্ঠানে কাজ করার জন্য কিভাবে আবেদন পত্র লিখে সেখানে জমা দিবেন সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি।

চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

মূলত আপনারা যখন আবেদনপত্রগুলো লিখবেন সে সময় আপনারা একেক জন একেক ধরনের প্রতিষ্ঠান আবেদন করার জন্য আবেদন পত্র লিখবেন। 

যার কারণে আবেদনপত্রগুলো অনেকটাই ভিন্ন হবে।

আজকে এই আর্টিকেলে আমি আপনাদেরকে যে নমুনাটি দেখাবো সেটি আপনি একটি স্কুলে চাকরির আবেদন করতে কিভাবে আবেদন পত্র লিখবেন সেই সম্পর্কে।

আশা করছি এই ধরনের আবেদনপত্রগুলো আপনারা অন্যান্য চাকরির ক্ষেত্রেও সাজিয়ে লিখতে পারবেন।

বাংলায় চাকরির দরখাস্ত লেখার নিয়ম

নমুনা-

তারিখঃ 

মাননীয়,

প্রধান শিক্ষক

হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূঁইয়া স্কুল এন্ড কলেজ।

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 

বিষয়ঃ সহকারী শিক্ষক (ইংরেজি) পদের জন্য আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শণ পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১৮.০১.২০২২ইং তারিখ “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বিভিন্ন বিষয়ে বেশ কিছু শিক্ষক নিয়োগ করা হবে। আমি ‘‘ সহকারী ইংরেজি শিক্ষক ’’ পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম। 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আমার উলেখিত তথ্যাবলী বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক

প্রার্থীর নাম

আরও পড়ুনঃ

সততার জন্য সদিচ্ছা

চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

ইংরেজিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম

21 September 2022

To

The Sr. General Manager (HR & Admin)

Jamuna Group of Industries

Fresh Villa, House # 15, Road # 34, Gulshan-01,

Dhaka.

Subject: For the position of Shift Engineer.

Dear Sir,

In response to your advertisement in “The Daily Prothom-Alo” dated 18/09/22, I strongly believe my knowledge, education, experience & sincerity will make me the ideal candidate for the post. 

I have completed my B.Sc. Engineering Course on Mechanical Engineering from CUET/BUET. · Major Subject Completed in Industrial Management, Automobile, Production and Operation Management, Refrigeration & Air-conditioning, Production Process, and Power Plant Engineering. Completed a 2 weeks Training Course from Bangladesh Industrial Technical Assistance Center (BITAC). Completed a Day long Program on “Professionalism at Work” Jointly organized by www.bdjobs.com and Infinity HR.

Presently doing job in Dhaka Tobacco Industries Leaf Processing Factory (Akij Group), Golora, Manikgonj, as a Shift In-charge.

My complete CV with Passport size colored photograph is added with this cover letter. I   believe that I can effectively add to the overall goals based on my knowledge in this area.

Sincerely,

Name of The Applicant 

B. Sc. Engineer in Mechanical Engineering

E-mail:

Contact No:

চাকরির জন্য আবেদন | Apply for a job

আপনারা যে কোন চাকরির জন্য যখন আবেদন পত্র লিখবেন তখন অবশ্যই আপনাদের একটি বিষয় মাথায় রাখা উচিত কিভাবে কোন ফরমেটে আপনারা এটি লিখছেন। 

অবশ্যই আপনাদের কিছু নিয়মকানুন রয়েছে যেভাবে আবেদনপত্র লিখতে হয় আপনারা ঠিক সেইভাবে আবেদনপত্র লেখার চেষ্টা করবেন।

কেননা আবেদনপত্রটি যদি আপনি সঠিক নিয়মে লিখতে না পারেন তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। 

তাই প্রতিটি ক্ষেত্রে আপনাদের অবশ্য সচেতনতার সাথে লিখতে হবে। 

এছাড়া আপনি চাইলে কম্পিউটার টাইপিং করাতে পারেন।

আরও পড়ুনঃ

Robi Internet Balance Check BD

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন

Robi Internet Package 2022 List

চাকরির জন্য আবেদন পত্র FAQS

চাকরির জন্য আবেদন পত্র লিখবো কিভাবে?

আমরা সকলে একটি বিষয় মাথায় রাখবো চাকরির কোন আবেদন পত্র লিখলে সেখানে আপনার কথা গুলো সুন্দর ভাবে উপস্থাপিত হওয়া চাই। এর পাশাপাশি আপনার যোগ্যতার সামান্য বর্ণনা প্রদান করবেন।

চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম কি?

চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম হল সঠিক পদ্দতি অনুসরণ করুন। এই পোস্টে চাকরির আবেদন পত্র ইংরেজিতে ও বাংলায় লেখার পদ্ধতি পোস্টে আপনাদের দেখানো হয়েছে।

উপসংহার

প্রিয় পাঠকগণ চাকরির জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় সে বিষয়ে সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন।

আজকের এই আর্টিকেলে আপনাদেরকে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। 

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আজকের এই আর্টিকেল থেকে আপনারা কিভাবে চাকরির জন্য আবেদন পত্র লিখতে হয় সেটি নিয়ম জানতে পেরেছেন।

তবুও যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত আপনাদের কোন প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।

কিভাবে অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করা সম্ভব।

Online Income in Bangladesh

Official Phone Check Bangladesh

এ সম্পর্কে অনেকেই জানার জন্য ইচ্ছা প্রকাশ করলেও এ কাজ সংক্রান্ত কোন বিষয়ে আমাদের তেমন কোন ধারণা নেই।

আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে আগ্রহী হয়ে থাকেন এবং কিভাবে তা শুরু করবেন এ সম্পর্কে ভেবে থাকেন। 

তাহলে অবশ্যই আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত কিছু আর্টিকেল রয়েছে সেগুলো আপনারা পড়লে অনলাইন ইনকাম সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত জানতে পারবেন।

তাই অবশ্যই আমাদের ওয়েবসাইটের সেই আর্টিকেলগুলো আপনারা পড়তে পারেন।

আমাদের ওয়েব সাইটের সকল আপডেট গুলো সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment