প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন

সুপ্রিয় পাঠকবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় সে সম্পর্কে জানার জন্য আপনারা অনেকে গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। নলতা এমন অনেক মানুষ আমাদের সমাজে রয়েছে যারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিকভাবে সহযোগিতা জন্য আবেদন করতে চাচ্ছেন।

কিন্তু কিভাবে আপনারা আবেদন করবেন অথবা আবেদনপত্রের মাঝে কি লিখতে হবে সে সম্পর্কে আপনাদের বিশেষ কোনো ধারণা নেই। এছাড়াও আমরা জানি যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইতে হয় সে ক্ষেত্রে দরখাস্তের পাশাপাশি কিছু কাগজপত্র পাঠানোর প্রয়োজন পড়ে।

মূলত আজকের এই আর্টিকেলে আমরা উল্লেখ করব কিভাবে আপনারা দরখাস্ত কিংবা আবেদন পত্র লিখবেন এবং কি কি কাগজপত্র জমা দিবেন।

আর্থিক সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন পত্র লেখার নিয়ম

আর্থিক সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন পত্র লেখার নিয়ম
আর্থিক সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন পত্র লেখার নিয়ম

আপনারা সরকারি কর্মচারীরা সাধারন জনগন আর্থিক সাহায্য সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আবেদনপত্র লিখতে পারবেন।

তবে এক্ষেত্রে চিকিৎসার ব্যবস্থা পত্রগুলো অরজিনাল কপি জমা দিতে হবে।

আপনি একজন প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীর তহবিল হতে চিকিতসা জনিত কারণে সাহায্যের জন্য আবেদন কিভাবে করতে পারেনি সে তা উল্লেখ করা হলো-

প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার নিয়ম

মাননীয়,

প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধানমন্ত্রীর কার্যালয়

তেজগাঁও, ঢাকা।

বিষয়: নিম্ন বেতনভুক্ত সরকারী কর্মচারী হিসাবে আমার স্ত্রী রাহেলা বেগম Non Specific abdominal pain CDMC HTNC Diabetic Foot (ক্যান্সার) রোগের চিকিৎসা জনিত কারণে আর্থিক সাহায্যের জন্য আবেদন।

মহোদয়,

যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধীনস্থ তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকায় নিরাপত্তা প্রহরী” কর্মচারী হিসাবে কর্মরত আছি।

আমার স্ত্রী সাহেলা বেগম দীর্ঘদিন যাবৎNon Specific abdominal pain CDMC HTNC Diabetic Foot (ক্যান্সার) রোগে অসুস্থ থাকায় বাংলাদেশের অভ্যন্তরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করেছি।

দীর্ঘ ৪মাস যাবৎ বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসা করেও স্ত্রীকে সুস্থ করতে পারি নাই।

চিকিৎসার বিভিন্ন প্যাথলজি পরীক্ষা ওঔষধ ক্রয় বাবদ আমার মোট খরচ হয় টাকা= ১,৫১,৮১৫.২৫ (এক লক্ষ একান্ন হাজার আটশত পনের টাকা পঁচিশ পয়সা)  টাকা মাত্র (বিল ভাউচার সংযুক্ত)।

আমি একজন নিম্ন বেতনভুক্ত সরকারি কর্মচারী হওয়ায় উক্ত টাকা ঋণ কর্জ করে স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করিতে হয়েছে।

বর্তমানে আমি উক্ত ঋণের কারণে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছি।

আমার স্ত্রী এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি। তার চিকিৎসার জন্য আরও আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র প্রয়োজন হবে। এই খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

আমি বর্তমানে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর টাকা ৯০০০-২১৮০০(গ্রেড-১৭) ভূক্ত নিরাপত্তা প্রহরী হিসেবে চাকুরীতে নিয়োজিত আছি।

এমতাবস্থায় উপরোল্লেখিত চিকিৎসার ব্যয়ভার বহনের নিমিত্তে আর্থিক সাহায্যের জন্য আপনার সমীপে আবেদন করছি।

ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে আমি কোন আর্থিক সাহায্য/অনুদান গ্রহণ করিনি।

অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই, উপরোক্ত বর্ণনামতে সংযুক্ত চিকিৎসা সংক্রান্ত কাগজাদির আলোকে একান্ত মানবিক দিক থেকে বিবেচনা করে আমার স্ত্রীর চিকিৎসার সাহায্য প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর কৃপাদৃষ্টি কামনা করছি এবং তৎজ্জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।

আপনার একান্ত অনুগত,

তারিখ: ১২/১২/২০১৬ খ্রি:

(Your Name)

নিরাপত্তা প্রহরী

বাংলাদেশ বেতার

ঢাকা।

যে সকল কাগজপত্র আবেদনপত্রের সাথে দিবেন 

১। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত ছাড়পত্র ডাক্তার কর্তৃক মূলকপি-০৫ টি

২। চিকিৎসা খরচের তালিকা-০১ কপি।

৩। চিকিৎসা সংক্রান্ত ভাউচার সমূহের মূলকপি ০১-১৯২ পর্যন্ত মোট ০৫ পৃষ্ঠা।

৪। আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি-০১ কপি।

৫। আবেদনকারীর ছবি (সত্যায়িত) -০১ কপি।

৬। আবেদনকারীর স্ত্রীর ছবি (সত্যায়িত) -০১ কপি।

৭। আবেদনকারীর স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি-০১ কপি।

পরবর্তী সময় যদি আপনাদের কাছে কোন কাগজপত্র চাওয়া হয় এর বাইরে সেগুলো অবশ্যই আপনাকে প্রদান করতে হবে।

আরও পড়ুনঃ

জামালপুর কিসের জন্য বিখ্যাত

প্রশংসা পত্রের জন্য আবেদন কিভাবে করতে হয়?

কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত?

প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন FAQS

প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন কিভাবে করতে হয়?

মূলত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি সাহায্য চেয়ে যদি আবেদন পত্র লিখতে চান সে ক্ষেত্রে আপনাকে সঠিক ভাবে আপনার সমস্যার কথা তুলে ধরতে হবে। এর পাশাপাশি সকল কাগজ পত্র অরজিনাল দিতে হবে।

প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার নিয়ম?

আপনি দরখাস্ত লেখার নিয়ম অনুসরণ করে আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার নিয়ম অনুসরণ করতে পারেন।

উপসংহার 

প্রিয় পাঠকগণ প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন কিভাবে করতে হয় সে সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে নমুনা প্রদান করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি থেকে আপনারা কিভাবে প্রধানমন্ত্রী কাছে সাহায্য চেয়ে আবেদন পত্র লিখবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে গিয়েছেন।

আপনাদের যদি এই সংক্রান্ত আর্টিকেল সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার নিয়ম অনেক সহজ হলেও অনেকেই সঠিকভাবে গাইডলাইন না পাওয়ার কারণে লিখতে পারেন না এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে বিস্তারিত তুলে দিলাম আশা করি আপনি প্রধানমন্ত্রী বরাবর একটি আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারবেন।

আপনারা যারা অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় করতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

আমাদের ওয়েবসাইটে আপনারা অনলাইন বিষয়ক আর্টিকেল গুলো পেয়ে যাবেন।

তাই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং সাথেই থাকুন আমাদের ফেসবুক পেইজে

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

18 thoughts on “প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন”

  1. আমি রংপুর থেকে ইবনে আজাদ গত তিন মাস থেকে আমার কোম্পানির বন্ধ আছে। তিন মাস থেকে আমার কোম্পানির বেতন পাইনি।
    এমতাবস্থায় আমার বাসা ভাড়া জন্য আপনাদের কাছে সাহায্য আবেদন করেছি।
    বিকাশ ০১৭১১২৭১৭৬৯

    • বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ বরাবর আপনার সমস্যা জানার জন্য অনুরোধ করা হইল

  2. আমি জানি না আপনি কি কি কাজ লাগবে কিন্তুু আমার কিছু নাই আমার ২০০০০ হাজার টাকার দেরকার আমাকে সাহায করেন
    ০১৯৫১৭৪৪৭১১
    আমার বিকাশ নাম্বার

    • আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ অনুগ্রহপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর আপনার সমস্যার কথা জানান।

      • আমি প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন করতে চাই, আমি খুব দরিদ্র পরিবারে বসবাস করি আমার পরিবারকে নিযে কাজ করে চালাতে হয় বাসায় আম্মা অসুস্থ, আব্বা নেই অনেক কষ্টর পরিবার চালানো, আমি bKash 01741308694

    • আপনার লেখায় ভুল রয়েছে, অনুগ্রহপূর্ব , প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করার নিয়ম মেনে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে কেননা আমরা এই ব্লগে শুধুমাত্র তথ্য প্রদান করেছি

  3. আমি একজন গরিবের সন্তান। আমি ফ্রিল্যাসিং শিখতে চাই আমার কিছু টাকার দরকার
    আমি একটি র্কোস পড়তাম। আমার কাছে সে পরিমান টাকা নেয়। বিকাশ নাম্বার — 01748510961

  4. আমি একজন গরিবের সন্তান। আমি ফ্রিল্যাসিং শিখতে চাই আমার কিছু টাকার দরকার
    আমি একটি র্কোস পড়তাম। আমার কাছে সে পরিমান টাকা নেয়।আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন। বিকাশ নাম্বার —- 01748510961

    • মাননীয়
      প্রধানমন্ত্রীর
      গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
      পার্বত্য চট্টগ্রাম

      বিষয়: আর্থিক সাহায্যের জন্য পাওয়া আবেদন।

      মহোদয়,
      যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী * *, পিতার * *, মাতার * *, সাং আইয়ে পাড়া, আমার শিক্ষা অর্জনের জন্য অনেক সমস্যা সম্মুখীন হয়ে দাঁড়ায়। এমতাবস্থায় উপরোল্লেখিত আমার লেখাপড়া খরচ বহনের নিমিত্তে আর্থিক সাহায্যের জন্য আপনার সমীপে আবেদন করছি।

      অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই, উপরোক্ত বিষয় দিক থেকে বিবেচনা করে আমার লেখাপড়া খরচ সাহায্য প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর কৃপাদৃষ্টি কামনা করছি এবং তৎজ্জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।

      আপনার একান্ত অনুগত,
      নাম: * *
      শ্রেণী: **
      রোল: **
      ফোন/নগদ:01828****96

      তারিখ: ১৬/০৮/২০২৩ খ্রি:

  5. আর্থিক সাহায্যের আবেদন করতে চাই, আমি খুব দরিদ্র পরিবারে বসবাস করি আমার পরিবারকে নিযে কাজ করে চালাতে হয় বাসায় আম্মা অসুস্থ, আব্বা নেই অনেক কষ্টর পরিবার চালানো, আমি 0177*****93

  6. মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ আমি একজন বাংলাদেশ নাগরিক হওয়ায় উনার কাছে আমার অরুন মিনতি মে উনি আমাকে কিছু আর্থিক সহযোগিতা করলে ভাল হয় আমার আব্বু আমাদের ছেড়ে পালিয়ে চলে গেছেন কলেজে ভর্তি হওয়ার মত টাকাটা পর্যন্ত আমার কাছে নেই কিন্তু আমি পড়ালেখা করতে চাই প্লিজ আমাকে আর্থিক সাহায্য করে বাধিত করবেন

  7. আমি একজন এতিম আমার খুব সমস্যা যদি আমাকে কিছু টাকা দিয়ে উপকার করেন আমার খুব উপকার হয় আমার নগত নাম্বার 018902141**

Leave a Comment