বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি | বাংলাদেশের বড় জেলার নাম

সুপ্রিয় পাঠক বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি এ বিষয়ে সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। আজকে আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি এবং সে জেলা সম্পর্কিত সকল তথ্য।

বাংলাদেশ খুবই ছোট একটি দেশ। আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হল রাঙ্গামাটি। এ জেলার মোট আয়তন ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার। যা আয়তন এর দিক থেকে বাংলাদেশের সকল জেলা থেকে সবচেয়ে বেশি।

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা যেমন রাঙ্গামাটি তেমনি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হল মেহেরপুর। আজকে এ আর্টিকেল এর মাধ্যমে আমরা রাঙামাটি  জেলা সম্পর্কে জানব।

রাঙ্গামাটির জনসংখ্যা

রাঙ্গামাটির জনসংখ্যা
রাঙ্গামাটির জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি পরিসংখ্যান অনুযায়ী রাঙ্গামাটি জেলার সর্বমোট জনসংখ্যা হল ৬,২০, ২১৪ জন।

এ মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৩,২৫,৮২৩ জন এবং মহিলা ২,৯৪,৩৯১ জন। রাঙ্গামাটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০১ জন।

রাঙ্গামাটি ধর্ম বিশ্বাস- ২০১১ধর্মের(%)
মুসলিম৩৬.৮২%
হিন্দু৫.৩০%
বৌদ্ধ৫৬.০৬%
খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বী১.৮২%
রাঙ্গামাটির জনসংখ্যা

ধর্ম বিশ্বাস অনুসারে রাঙ্গামাটি জেলার মোট জনসংখ্যার ৩৬.৮২% মানুষ মুসলিম, ৫.৩০% হিন্দু, ৫৬.০৬% বৌদ্ধ আর ১.৮২% খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বী।

রাঙ্গামাটি জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, বম, চাক, মুরং, ত্রিপুরা, খেয়াং, খুমি, লুসাই, ম্রো, পাংখোয়া, সাঁওতাল, মণিপুরী প্রভৃতি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বসবাস রয়েছে।

আরও পড়ুনঃ

ফাইজার কোন দেশের টিকা | ফাইজারের উপকারিতা ও কার্যকারিতা

Online shopping BD list | Top 10 বাংলাদেশের অনলাইন শপিং সাইট

বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

রাঙ্গামাটির অবস্থান এবং সীমানা | বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি

রাঙ্গামাটির অবস্থান এবং সীমানা
রাঙ্গামাটির অবস্থান এবং সীমানা

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অংশের ২২°২৭´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৬´ থেকে ৯২°৩৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এই রাঙ্গামাটি জেলাটির অবস্থান।

বাংলাদেশের রাজধানী ঢাকা হতে রাঙ্গামাটি জেলার দূরত্ব প্রায় ৩০৮ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে মাত্র ৭০ কিলোমিটার।

রাঙ্গামাটি জেলার দক্ষিণে রয়েছে বান্দরবান জেলা, পশ্চিমে রয়েছে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা, উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ ও মায়ানমারের চিন প্রদেশ।

রাঙ্গামাটি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে ভারত ও মায়ানমার দুটি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে।

রাঙ্গামাটির প্রতিষ্ঠাকাল

রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য অঞ্চল কে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়েছিল ১৮৬০ সালের ২০ জুন তারিখে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এ জেলা হওয়ার আগে এর নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম থেকে ১৯৮১  সালে বান্দরবান তৈরি হয় এবং ১৯৮৩  সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।

রাঙ্গামাটির পথ আগত রাজত্ব আদায় ব্যবস্থায় পার্বত্য জেলায় রয়েছে চাকমা সার্কেল চীফ। মূলত চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চীফ।

আরও পড়ুনঃ

ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড | কিভাবে ছবি এডিট করতে হয়

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম জানুন

রাঙামাটির প্রশাসনিক এলাকাসমূহ

রাঙামাটির প্রশাসনিক এলাকাসমূহ
রাঙামাটির প্রশাসনিক এলাকাসমূহ

রাঙ্গামাটি জেলার মধ্যে মোট ১০ টি উপজেলা, ১২ টি থানা, ২ টি পৌরসভা, ৫০ টি ইউনিয়ন, ১৫৯ টি মৌজা, ১৩৪৭ টি গ্রাম এবং একটি সংসদীয় আসন গঠিত হয়েছে।

রাঙামাটির উপজেলা সমূহ

ক্রমিক নংউপজেলাআয়তন(বর্গ কিলোমিটার)প্রশাসনিক থানা
০১.রাঙ্গামাটি সদর৫৪৬.৪৯কোতোয়ালী
০২.কাউখালী৩৩৯.২৯কাউখালী
০৩.কাপ্তাই২৫৯চন্দ্রঘোনা
০৪.কাপ্তাই২৫৯কাপ্তাই
০৫.জুরাছড়ি৬০৬.০৫জুরাছড়ি
০৬.নানিয়ারচর৩৯৩.৬৮নানিয়ারচর
০৭.বরকল৭৬০.৮৮বরকল
০৮.বাঘাইছড়ি১৯৩১.২৮বাঘাইছড়ি
০৯.বাঘাইছড়ি১৯৩১.২৮সাজেক
১০.বিলাইছড়ি৭৪৫.৯২বিলাইছড়ি
১১.রাজস্থলী১৪৫.০৪রাজস্থলী
১২.লংগদু৩৮৮.৪৯লংগদু
রাঙামাটির উপজেলাসমূহ

রাঙ্গামাটির সংসদীয় আসন সংখ্যা

সংসদীয় আসনজাতীয় নির্বাচনী এলাকাসংসদ সদস্যরাজনৈতিক লোক
২৯৯ পার্বত্য রাঙ্গামাটিরাঙ্গামাটি জেলাদীপংকর তালুকদারবাংলাদেশ আওয়ামী লীগ
সংসদীয় আসন

রাঙ্গামাটির শিক্ষা ব্যবস্থা

রাঙ্গামাটি জেলার মধ্যে সাক্ষরতার হার রয়েছে ৪৩.৬০%। এ জেলায় রয়েছে-

  • ১ টি সরকারি মেডিকেল কলেজ।
  • ১ টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  • ১৬ টি কলেজের মধ্যে ২ টি সরকারি।
  • ১৫ টি মাদ্রাসা।
  • ৫১ টি মাধ্যমিক বিদ্যালয় যার মধ্যে ৬ টি হল সরকারি।
  • ২২ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
  • ৪১১ টি প্রাথমিক বিদ্যালয়। 

বাংলাদেশের সবচেয়ে বড় ১০ টি জেলা

ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন বাংলাদেশের সব থেকে বড় জেলা কোনটি, পোস্টের এই পর্যায়ে আমরা আপনাদের জানাবো বাংলাদেশের সবচেয়ে বড় ১০ টি জেলা নাম ও আয়তন সম্পর্কে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

কেননা বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি এবং সেই সাথে দ্বিতীয় বৃহত্তম বড় জেলা কোনটি সম্পর্কে বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্ন এসে থাকে।

তাই আপনাদের সামনে যখনই প্রশ্ন আসবে বাংলাদেশের সবচেয়ে বড় ১০ টি জেলার নাম লেখ তখন আপনারা যাতে লিখতে পারেন সেজন্যই আপনাদেরকে বড় ১০ টি জেলার আয়তন ও ক্রমানুসারে কোনটির পর কোন জায়গাটি আয়তনে বড় তা উল্লেখ করা হলো।

  1. রাঙ্গামাটি (৬,১১৬ বর্গকিলোমিটার)
  2. চট্টগ্রাম (৫,২৮৩ বর্গকিলোমিটার)
  3. বান্দরবান (৪,৪৭৯ বর্গকিলোমিটার)
  4. খুলনা (৪,৩৯৫ বর্গকিলোমিটার)
  5. ময়মনসিংহ (৪,৩৬৩ বর্গকিলোমিটার)
  6. নোয়াখালী (৪,২০২ বর্গকিলোমিটার)
  7. বাগেরহাট (৩,৯৫৯ বর্গকিলোমিটার
  8. সাতক্ষীরা (৩,৮৫৮ বর্গকিলোমিটার)
  9. সুনামগঞ্জ (৩,৭৪৭ বর্গকিলোমিটার)
  10. সিলেট (৩,৪৫২ বর্গকিলোমিটার)

আরও পড়ুনঃ

ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে?

প্রত্যাশিত আয় তত্ত্ব কে প্রবর্তন করেন । প্রত্যাশিত আয় তত্ত্ব কি

ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি FAQS

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি।

রাঙ্গামাটির আনুমানিক আয়তন কত?

রাঙ্গামাটির আনুমানিক আয়তন প্রায় ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার।

ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব কত?

বাংলাদেশের রাজধানী ঢাকা হতে রাঙ্গামাটি জেলার দূরত্ব প্রায় ৩০৮ কিলোমিটার।

উপসংহার

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আশা করছি আপনারা আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পেরেছেন।

আমরা সে জলা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি আর্টিকেলটি পড়ে আপনাদের এ বিষয়টি জানা হয়ে গেছে।

আপনাদের যদি এই সম্পর্কিত আর কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।

আপনি যদি প্রতিদিনই এধরনের শিক্ষামূলক পোস্ট এবং নতুন নতুন বিষয় সমূহ জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

এবং আমাদের ওয়েবসাইট সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

ধন্যবাদ।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment