ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? আপনারা এ বিষয়ে অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজকে পোষ্টের মাধ্যমে আমরা ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে এবং মুদ্রার ইতিহাস সম্বন্ধে সাধারণ ধারণা দেয়ার চেষ্টা করব।
ভারতীয় মুদ্রা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে থেকেই আরম্ভ হয়েছিল।
ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন শের শাহ। শের শাহ ছিলেন মধ্যযুগীয় দিল্লির একজন শক্তিশালী আফগান বিজয়ী।
গ্রান্ড ট্রাক রোড(সড়ক – ই – আজম) শেরশাহ এর অমর কীর্তি, তিনি সর্বপ্রথম রুপিয়া নামক মুদ্রার প্রচলন করেছিলেন।
শেরশাহ মোহর নামে ১৬৯ গ্রেইন ওজনের স্বর্ণমুদ্রা ওদাম নামে তাম্রমুদ্রা চালু করেছিলেন।
এছাড়াও তিনি ডাক ব্যবস্থার অমূল সংস্কার করেছিলেন। তিনি কবুলিয়ত ও বাট্টা প্রথা চালু করেন।
আরও পড়ুনঃ
পোস্ট সারসংক্ষেপ
ভারতীয় মুদ্রার ইতিহাস । ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে

আমরা সকলেই জানি খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতক থেকে ভারতীয় মুদ্রার ইতিহাস আরম্ভ হয়েছিল।চীনা ইয়েন।
এবং লিডিয়ান ষ্টেটারের সাথে প্রাচীন ভারতীয় যে সকল মুদ্রা হয়েছিল সে সকল প্রারম্ভিক প্রচলনকারী দেশসমূহের মধ্যে অন্যতম ছিল।
হিন্দিতে যে রুপিয়া শব্দটি রয়েছে সেটি পিটিয়ে চ্যাপ্টা করা রুপো (ধাতু) অর্থাৎ রুপোর মুদ্রা বা মোহর মেরে চিহ্নিত করা কাজকে বোঝানো সংস্কৃত শব্দ রূপার থেকে উদ্ভূত হয়েছে।
এইরূপ শব্দটি আকার বা আকৃতি বোঝানোর সর্বনাম পদ রূপের থেকে এসেছিল এবং এটি মূলত দ্রাবিড় ভাষা থেকে শব্দটি নেওয়া হয়েছে।
কৌটিল্যের অর্থশাস্ত্র-এ রুপোর মোহর রূপ্যরূপ, সোনার মোহর সুবর্ণ রূপ এবং সীসার মোহর সীসারূপ এর কথা সুন্দর ভাবে উল্লেখ রয়েছে।
শের শাহ তার পাঁচ বছর শাসন কালে ১৭৮ ওজনের রুপোর মুদ্রা রুপিয়া নামের প্রচলন করে গিয়েছিলেন।
শের শাহর শাসনকালের সাল ছিল ১৫৪০-১৫৪৫।
মোগল অর্থাৎ মারাঠাদের রাজত্বকাল এর সঙ্গে ইংরেজ শাসিত ভারতে রুপোর মুদ্রা প্রচলিত ছিল।
কাগজের ব্যাঙ্কনোটের সর্বপ্রথম প্রচলনকারীর মধ্যে ছিল ব্যাঙ্ক অফ হিন্দুস্তান (১৭৭০-১৮৩২), ওয়ারেন হেষ্টিংসের প্রতিষ্ঠা করা সেন্ট্রাল ব্যাঙ্ক অব বেঙ্গল অ্যান্ড বিহার (১৭৭৩-৭৫) এবং বেঙ্গল ব্যাঙ্ক (১৭৮৪-৯১)।
১৯ শতকের সময় অন্যান্য সকল অর্থব্যবস্থা সমূহের সোনার ভিত্তিতে দেশীয় মুদ্রার মূল্য নির্ধারিত হওয়ার বিপরীতে ভারতীয় টাকার ওপর নির্ধারিত করা হয়েছিল তখনকার সময়ে ধাতুর উপর।
ইংরেজ শাসনামল কালে এবং স্বাধীনতার কালের প্রথমভাগে ভারতীয় এক টাকা কে আনা হিসেবে ষোলআনা ভাগ করা হয়েছিল তখনকার সময়ে।
প্রতি প্রতি রানাকে ৪ পয়সা বা ১২ পাইতে পুনরায় বিভাজিত করার ব্যবস্থা করা হয়েছিল। প্রতিটি এক টাকা ১৬ আনা বা ৬৪ পয়সা বা ১৯২ পায়ের সমান ছিল তখন।
১৯৫৭ সালে এক টাকাকে নতুন করে ১০০ নয়া পয়সাতে ভাগ করা হয়েছিল এবং কিছু কিছু বছর পরেই আগের নয়া শব্দটি উঠিয়ে দেয়া হয়েছিল।
কিছু কিছু বছর পর্যন্ত ইংরেজ শাসিত এবং ভারত থেকে নিয়ন্ত্রিত বেশ কয়েকটি স্থান,
যেমন পূর্ব এশিয়া, দক্ষিণ আরব এবং পার্সিয়ান উপকূল ইত্যাদিতে ভারতীয় টাকা সরকারি মুদ্রা হিসেবে প্রচলিত করা হয়েছিল।
আরও পড়ুনঃ
ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে FAQS
সর্ব প্রথম ভারতে মুদ্রা প্রবর্তন করেন শের শাহ। তিনি ছিলেন মধ্যযুগীয় দিল্লির একজন শক্তিশালী আফগান বিজয়ী।
শের শাহের শাসনকাল ছিল ৫ বছর। তিনি ১৫৪০-১৫৪৫ সাল পর্যন্ত শাসন করছেন।
উপসংহার
আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন কে এবং ভারতের মুদ্রার ইতিহাস সম্পর্কে সামান্য ধারণা প্রদান করেছে।
আশা করছি আপনারা আমাদের পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়েছেন এবং এই বিষয়ে সঠিকভাবে বুঝতে পেরেছেন।
তবুও এ পোস্ট সংক্রান্তঃ কোন ধরনের প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।
আমরা সর্বদাই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।
আপনারা যদি এই ধরনের আরো নিত্যনতুন শিক্ষণীয় বিষয় সম্পর্কে এবং বিভিন্ন নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আর আমাদের এই ওয়েবসাইট সম্পর্কিত সকল ধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।